নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

তিনহাজার সাতশত সাতানব্বই সালে ধ্বংশ হবে পৃথিবী !!

০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২৪


৩৭৯৭ সাল নাগাদ পৃথিবীর ধ্বংস অনিবার্য। ভবিষ্যদ্বাণী ভ্যাঙ্গেলিয়া প্যানদেভা দিমিত্রোভার। বুলগেরিয়ার বাসিন্দা বাবা ভ্যাঙ্গা। যার আসল নাম ভ্যাঙ্গেলিয়া প্যানদেভা দিমিত্রোভা। থট রিডিং, অলৌকিক উপায়ে রোগ নিরাময় ইত্যাদি ক্রিয়ার কারণে খ্যাতি পেয়েছেন ভ্যাঙ্গা। ৮৫ বছর বয়েসে ১৯৯৬ সালে মারা যান ভ্যাঙ্গা। মারা যাবার পূর্বে তিনি যে ভবিষ্যদ্বাণীগুলো করেছিলেন তার মধ্যে অনেক ঘটনাই মিলে মিলে গেছে।

তার কিছু ভবিষ্যদ্বাণী তুলে ধরা হলঃ
১। বিশ্ব রাজনীতিতে চীনের প্রবল উত্থানের কথা বলেছিলেন ভ্যাঙ্গা। সেই সঙ্গে জানিয়েছিলেন, চীন শুক্রগ্রহে নতুন কোনও শক্তির উৎস খুঁজে বের করবে।
২। ২০১৮ সালের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র সংকটের মধ্যে পড়বে।
৩। ২০২৮ সালে বিশ্বব্যাপী খাদ্য সংকট দেখা দেবে।
৪। ভ্যাঙ্গার মতে, ২০১৬ সাল থেকে ইউরোপের অবলোপ ঘটবে। (ব্রেক্সিটের কথা মাথায় রাখলে এ কথা অস্বীকার করা যাবে না।)
৫। ইসলামি শক্তির দ্বারা ইউরোপ বিপন্ন হয়ে পড়বে। সিরিয়ায় ইসলামি শক্তিগুলো বিপুল যুদ্ধে জড়িয়ে পড়বে।
৬। ২০৪৩ নাগাদ রোম একটি মুসলিম নগরীতে পরিণতি পাবে। সেখানে প্রতিষ্ঠিত হবে খিলাফতের শাসন।
৭। ২১৩০ সাল নাগাদ মানুষ পানির তলায় বসবাসের বন্দোবস্ত করে ফেলবে।
৮। ২০৪৫ সাল নাগাদ বিশাল হিমশৈলগুলো গলতে শুরু করবে। পৃথিবীর অস্তিত্ব সংকট দেখা দেবে তখন।
৯। ২০৭৬ সাল নাগাদ ইউরোপে কমিউনিজম আবার মাথাচাড়া দেবে এবং তার প্রভাব পড়বে বিশ্বের অন্যান্য দেশেও।
১০। ২১৩০ সালের মধ্যে ভিনগ্রহের প্রাণী বা এলিয়েনরা পানির নিচে সভ্যতা তৈরি করতে সাহায্য করবে।
১১। ৩৭৯৭ সাল নাগাদ পৃথিবীর ধ্বংস অনিবার্য। তবে আশার কথা তত দিনে মানুষ অন্য এক নক্ষত্রলোকের সন্ধান পাবে। সেই স্থানেই গড়ে উঠবে পৃথিবীর উপনিবেশ।

১৯১১ সালে জন্ম ভ্যাঙ্গেলিয়ার। বাল্যকালে সাধারণ ও স্বাভাবিক ছিলেন তিনি। কিন্তু এক ঘূর্ণিঝড় এসে সব ওলট-পালট করে দেয়। ভ্যাঙ্গেলিয়া স্বয়ং জানিয়েছিলেন, ঝড় তাকে উড়িয়ে নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরে তাকে পাওয়া যায়। চেতনা ফিরতে তিনি টের পান, তার চোখে কোনো সমস্যা হয়েছে। ক্রমে তিনি সম্পূর্ণ দৃষ্টিশক্তি হারান।
১৯২৫ সালে ভ্যাঙ্গা দৃষ্টিহীনদের জন্য এক বিশেষ বিদ্যালয়ে ভর্তি হন। পরে তিনি পিয়ানো বাজানো, রান্না করা, উল বোনা ইত্যাদিও শেখেন। এই সময় থেকেই তার মধ্যে অতিপ্রাকৃত ক্ষমতার উদয় দেখা দেয়। তিনি ভবিষ্যতে ঘটবে এমন ঘটনার কথা অবলীলায় বলতে শুরু করেন। যার জন্য তাকে ‘বলকানের নস্ত্রাদামুস’ বলে অভিহিত করা হয়।

মন্তব্য ৬৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬৭) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৩

চাঁদগাজী বলেছেন:


আপনি একটা হেলমেট কিনে রাখুন, মাথাটা হলেও রক্ষা হবে।

০২ রা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এক রাজ সভায় ভবিষ্যৎবাণী করা হচ্ছিলো যে,
এমন এক সময় আসবে যখন একটি গাছের পাতা
নদীতে পড়লে কুমির হবে আর জমিনে পড়লে হবে বাঘ।
সেই সভায় এক ত্যাদড় ছিলো, তার প্রশ্ন যদি সেই গাছের পাতা
অর্ধেক নদীতে আর অর্ধেক জমিনে পড়ে তা হলে কি হবে?
উত্তরটা আপনি না বুঝলেও অন্যরা কিন্তু বুঝে গেছে !!

ভ্যাঙ্গোলিয়ার ভবিষ্যৎবাণী কিন্তু আমেরিকায় দৃশ্যমান হচ্ছে।
আমরা না হয় হেলমেটের জোরে মাথা বাচাঁবো আপনার কি হবে?
মাথামোটা ট্রাম্প কিন্তু আপনাকে ছাড়বেনা !!

২| ০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব আশ্চার্যজনক, আবার বর্তমান পরিস্থিতি চিন্তা করলে একেবারে উড়িয়েও দেয়া যাচ্ছে না!

০২ রা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সবকিছু উড়িয়ে দেওয়া ঠিকও নয়।
১৯৯৬ সালে মারা গেছেন ভ্যাঙ্গেলিয়া
তার ভবিষ্যৎবাণীগুলো কিন্তু দৃ্শ্যমান হচ্ছে।
আমেরিকা কিন্তু ২০১৮ সালেই সংকটে পড়েছে।

৩| ০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৮

নূর আলম হিরণ বলেছেন: যে ভবিষ্যৎ বাণী গুলি করেছে ৩টা ছাড়া বাকি গুলি ভূরাজনৈতিক আপনিও একটু চিন্তাভাবনা করলে এগুলি বলে দিতে পারবেন।

০২ রা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভ্যাঙ্গেলিয়া মারা যাবার আগে যে ভবিষ্যৎবাণী করেছেন
তার প্রতিফলন দেখছি ২০১৮ সালে। আগামী ভাবিষ্যৎবাণীগুলো
দেখার সৌভাগ্য হবে কিনা কে জানে!

৪| ০২ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫০

কালীদাস বলেছেন: উনি নিজে কবে মারা যাবেন সেটা কি সঠিকভাবে বলতে পেরেছিলেন? পারলে ভেবে দেখা যাবে।

এবং ব্রেক্সিট মানে ইউরোপের ভাঙন না, উহা ইউকের নিজেকে বাঁচানোর চেষ্টা। ভাঙার ডাক দেয়ার পরও ইইউএর ষোলআনা সুবিধা এখনও দাবি করছে।

০২ রা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
উনি মারা যাবার ২২ বছর আগে বলেছিলেন
২০১৮ সালে মার্কিনযুক্তরাষ্ট্র সংকটে পড়বে,
আমার ধরণা তা সঠিক হয়েছে। বাকীগুলো
সময় হলে জানা যাবে। তবে ততদিনে
আমি হয়তো থাকবোনা প্রমাণ করার জন্য।
আশির্বাদ করি আপনি মিলেয়ে নিতে পারবেন।
ধন্যবাদ যথার্থ মূল্যায়নের জন্য।

৫| ০২ রা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০২

চাঁদগাজী বলেছেন:


ষ্টিযফেন হকিং যেহেতু কিছু বলেননি, আপনি হেলমেট না কিনলেও চলবে।

০২ রা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি মরার চিন্তা করিনা কারণ আমি আমার দেশেই আছি
এখানের মাটিতেই আশ্রয় নিবো। কিন্তু আমেরিকায় যে সংকট
চলছে তার যাঁতাকলে আপনার জীবন ওষ্ঠাগত হবার কথা!
কোথায় আশ্রয় পাবেন একমাত্র বিধাতাই ভালো জানেন।

৬| ০২ রা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১২

কচু+আলু+আদা বলেছেন: এই ভবিষ্যত বাণীগুলো যদি আজ থেকে দুই আড়াই হাজার আগে কেউ করতো তাহলে এখন আমরা তা বিশ্বাস করতে বাধ্য হতাম স্বর্গ বা নরকে যাওয়ার ভয়ে। কারণ এগুলো তখন ধর্মগ্রন্থভুক্ত হয়ে যেতো আর তেমন হলে তো আর কথাই নেই। যেমন ধর্মগ্রন্থের সব কথাই তো এখন আমাদের বিশ্বাস করতে হচ্ছে। আস্তিক, নাস্তিক পন্ডিতেরা এ নিয়ে লক্ষ লক্ষ পাতার টেক্সট লিখতেন। এই ব্লগেও তুলকালাম কান্ড ঘটে যেত।

০২ রা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কিছু কিছু মানুষকে সৃষ্টিকর্তা অলৌকিক ক্ষমতার অধিকারী করে দুনিয়াতে
পাঠিয়েছেন। অনেকেই ভূত ভবিষ্যৎ বলতে পারতেন। অস্বীকার করার কোন
কারণ নাই। তবে ভ্যাঙ্গালিয়ার ভবিষ্যৎবাণীগুলো সব মিলে যাবে কিনা তা মিলিয়ে
দেখার সময় এখনো আসেনি। তবে ইতিমধ্যে যে ২/১টির মিল খুঁজে পাওয়া যাচ্ছে
তাতে তুলকালাম কাণ্ড না ঘটিয়ে সন্তষ্ট থাকা যায়।

৭| ০২ রা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২০

চাঁদগাজী বলেছেন:



লেখক বলেছেন,
"উনি মারা যাবার ২২ বছর আগে বলেছিলেন
২০১৮ সালে মার্কিনযুক্তরাষ্ট্র সংকটে পড়বে,
আমার ধরণা তা সঠিক হয়েছে। বাকীগুলো
সময় হলে জানা যাবে। তবে ততদিনে
আমি হয়তো থাকবোনা প্রমাণ করার জন্য।
আশির্বাদ করি আপনি মিলেয়ে নিতে পারবেন।
ধন্যবাদ যথার্থ মূল্যায়নের জন্য। "

-২০১৮ সাল এখনো শেষ হয়নি, দেখা যাক কি হয়!

আমেরিকা রিসেশনে পড়েছিল ২০০৭ সালে, ২৩ মিলিয়ন মানুষ চাকুরী হারায়েছিলেন। ২০১৬ সাল ভালো রিকোভারী হয়েছে; ২০১৮ সালে পুর্ণ রিকোভারী হবে।

০২ রা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন: চোরে সব কিছু নিয়ে যাবার পরেও
যারা ভাবতে থাকে "দেখিনা কি করে"
তাদের জন্য করুণা ছাড়া আর কিছু অবশিষ্ট থাকেনা।

দেখতে থাকেন । দোয়া করি যে সংকটে
আমেরিকা পড়েছে তা থেকে রিকোভারী হোক
তা না হলে আপনাদের মতো
সুখের পায়রাদের ঘোর
অমানিশায় পড়তে হবে।

৮| ০২ রা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২৭

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন,
"দোয়া করি যে সংকটে আমেরিকা পড়েছে
তা থেকে রিকোভারী হোক
তা না হলে আপনাদের মতো
সুখের পায়রাদের ঘোর
অমানিশায় পড়তে হবে। "

-আমেরিকানরা দোয়া ইত্যাাদি নিয়ে মাথা ঘামায় না: ওরা শিক্ষা, শ্রম, সায়েন্স ও টেকনোলোজীতে বিশ্বাস করে।

০২ রা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমেরিকানরা ভাবেনা সত্যি
তবে আপনারতো ভাবা উচিৎ !!
ওদের উন্নতিতে আপনার চোঁখ
লকলক করে লাভ কি?
কথায় বলে বেল পাকিলে তাতে কাকের কি?
যদি আমার দেশের উন্নতিতে আপনার চোঁখ চকচক
করতো তা হলে সেটা হতো যথার্থ। তবে আগেই বলেছিলাম
দেশে জন্মালেই দেশপ্রেম জন্মেনা ।

৯| ০২ রা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

কাছের-মানুষ বলেছেন: এই ভদ্র মহিলার কথা আগেই পরেছিলাম! বিনোদিত হবার জন্য তার বাণীগুলো চমতকার। তার উপর আমার ঈমান নাই তবে তার ভবিষ্যৎ বাণী পড়তে ভাল লাগে!

০২ রা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বিনোদন হতে দোষ নাই,
এই কাঠখোট্টা সময়ে একটু
বিনোদন বাড়তি আমজে এনে দেবে।

১০| ০২ রা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন,
"আমেরিকানরা ভাবেনা সত্যি
তবে আপনারতো ভাবা উচিৎ !!
ওদের উন্নতিতে আপনার চোঁখ
লকলক করে লাভ কি?
কথায় বলে বেল পাকিলে তাতে কাকের কি?
যদি আমার দেশের উন্নতিতে আপনার চোঁখ চকচক
করতো তা হলে সেটা হতো যথার্থ। তবে আগেই বলেছিলাম
দেশে জন্মালেই দেশপ্রেম জন্মেনা । "

-গণকেরা কি বলেন, সেটা নিয়ে আমি কোনদিন মাথা ঘামাইনি, সেগুলোকে ফান হিসেবে নিয়েছি; আপনি গণকদের কথা সিরিয়াসলি নিয়েছেন! এই ধরণের বিশ্বাস আশ্বাস কুসংস্কার মাত্র।

০২ রা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমিও গণকদের কথা বিশ্বাস করিনা।
তবে ভবিষ্যৎবাণী আর গণকের কথাকে
একাকার করে ফেলছেন আপনি।
হযরত মোহাম্মদ (সঃ) জন্মাবার আগাম
ভবিষ্যৎবাণী করেছিলেন খ্রীস্ট্রীয় ধর্মাবলম্বীরা
বাস্তবে তার প্রমাণ মিলেছে।

ভবিষ্যৎবাণী আর গণককেরবাণী এক কথা নয়,
আমাদর প্রিয় নবী হযরত মোহাম্মদ (সঃ) ও ভবিষ্যৎবাণী করে গেছেন,
নবীজির ভবিষ্যৎবাণী ও মক্কা ও মদীনার বর্তমান পরিস্থিতি অবলোকন করতে পারেন।
রাসূল সা. কিয়াামতের আলামত স্বরূপ কয়েকটি ঘটার কথা উল্লেখ করে গেছেন। সেসব ঘটনার একটি হলো মদীনায় ঈমানের প্রত্যাবর্তন।

হযরত আবু হুরাইরা রা. থেকে বর্ণিত। রাসূল সা. ইরশাদ করেছেন,‘নিশ্চয় (কিয়ামতের পূর্বাক্ষণে) ঈমান মদীনা মুনাওয়ারার দিকে এমনভাবে প্রত্যাবর্তন করবে, যেমন সাপ তার গর্তে প্রত্যাবর্তন করে।’ (বুখারি : ১৮৭৬)

আলহামদুলিল্লাহ! উপরোক্ত হাদিসের উপসর্গ যে এখনই প্রকাশ পায়নি তা পৃথিবীর বিভিন্ন দেশের দিকে লক্ষ্য করলেই বুঝা যায়। পৃথিবীর এমন কোনো দেশ নেই, যেখানে কম বেশি সত্যিকারের মুমিন মুসলমান নেই। যেখানে কালেমার দাওয়াত অব্যাহত নেই। কম বেশি সব জায়গায় ঈমানদারদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

কিয়ামেেতর পূর্বাভাসে আরো যে সকল হাদিস রয়েছে তন্মধ্যে কয়েকটি হলো দাজ্জালের আবির্ভাব ও মক্কা মদীনায় প্রবেশ করতে না পারা। উপরোক্ত হাদীস অনুযায়ী যখন পৃথিবী থেকে ঈমানদারদের সংখ্যা কমে যাবে বা ঈমান মদীনার দিকে প্রত্যাবর্তন করবে, তখন আবির্ভাব হবে এক ভয়ঙ্কর কাফেরের। যার নাম হবে দাজ্জাল।

সে নিজেকে খোদা বা প্রতিপালক বলে দাবি করবে। এক চোখ বিশিষ্ট এই দাজ্জাল খোরাসান থেকে বের হয়ে মসজিদে আকসা, তুর পাহাড়সহ সারা পৃথিবী চষে বেড়ালেও পবিত্র মক্কা মদীনায় প্রবেশ করতে পারবে না।

হযরত আনাস ইবনে মালেক রা. এর সূত্রে বর্ণিত। রাসূল সা. ইরাশাদ করেন, ‘এমন কোনো শহর নেই, যেখানে দাজ্জাল প্রবেশ করবে না। তবে মক্কা মুকাররমা ও মদীনা মুনাওয়ারা ছাড়া। কেননা মক্কা ও মদীনার প্রতিটি প্রবেশদ্বারে ফেরেশতারা সারিবদ্ধভাবে পাহারারত থাকবেন। তার পর মদীনা শরীফ তিনবার কেপে উঠবে। তখন সব কাফের ও মুনাফিক বের হয়ে যাবে।’ (বুখারি : ১৮৮১)

হেজাজ থেকে আগুন বের হওয়া : হযরত আবু হুরাইরা রা. এর সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ সা. ইরশাদ করেন,‘ততোক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না, যতোক্ষণ পর্যন্ত হেজাজের জমিন থেকে এমন ভয়াবহ আগুনের আবির্ভাব হবে না, যার ফলে বুসরার উটের গর্দানও আলোকিত হয়ে যাবে।’ (বুখারি : ৭১১৮)

কিয়ামতের আগে কাবা শরীফ ধ্বংস প্রাপ্ত হবে : হযরত আবু হুরাইরা রা. থেকে আরেকটি হাদিসে জানা যায়, রাসূল সা. ইরশাদ করেন, ‘(কিয়ামতের পূর্বে) কাবা শরীফকে হাবশার (বর্তমানে আবিসিনিয়া) জনৈক ব্যক্তি ধ্বংস করবে। যার পা হবে চিকন।’ (বুখারি : ১৫৯১)

১১| ০২ রা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬

আলোর পথে বিডি বলেছেন: আল্লাহ বলেছেনঃ ‘তাঁর (আল্লাহর) কাছেই অদৃশ্য জগতের চাবি রয়েছে। এ গুলো তিনি ব্যতীত কেউ জানে না। স্থলে ও জলে যা আছে, তিনিই জানেন। কোন পাতা ঝরে না; কিন্তু তিনি তা জানেন। কোন শস্য কণা মৃত্তিকার অন্ধকার অংশে পতিত হয় না এবং কোন আর্দ্র ও শুস্ক দ্রব্য পতিত হয় না; কিন্তু তা সব প্রকাশ্য গ্রন্থে রয়েছে।’ [আল কোরআন ৬:৫৯]

এবং ‘বলুন, আল্লাহ ব্যতীত নভোমন্ডল ও ভূমন্ডলে কেউ গায়বের খবর জানে না এবং তারা জানে না যে, তারা কখন পুনরুজ্জীবিত হবে।’ [আল কোরআন ২৭:৬৫]

যেখানে আল্লাহ বলেছেন সকল গায়েব ও অজানার সন্ধান শুধু আল্লাহর কাছেই, সেখানে জ্যোতিষীর কাছে ভবিষ্যতের সন্ধান আছে ভাবলে তাকে কি আল্লাহর শরীক করে ফেলা হয় না? নাউজুবিল্লাহ।


“অনেক মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, কিন্তু সাথে সাথে শিরকও করে”।
[সুরা ইউসুফ : আয়াত ১০৬]

০২ রা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন: আলোর পথে বিডি আপনাকে ধন্যবাদ।
আপনার অবগতির জন্য বলছিঃ
আল্লাহর হুকুম ছাড়া বিশ্বের কোন কিছুই ঘটেনা এটা মমিন মুসলমানের বিশ্বাস। এই বিশ্বাসই ঈমান।

হযরত মোহাম্মদ - সা-এর ভবিষ্যৎ বাণী,আখেরি জামানা ও বর্তমান বিশ্বে নিম্নের ঘটনাগুলো ঘটার "সম্ভাবনা" রয়েছেঃ
.
★২০ রজব শুক্রবার সুফিয়ানি উত্থিত হবে।তা না হলে, ৩০ রজবের মধ্যে।
.★তুর্কিরা উত্তর ইরাক দখল করবে।
.★তুর্কিতে কোন এক মাসে সেলিম নামে একজন অাসতে পারে।
★রাশিয়া ইসরাইলের রামলায় অাক্রমণ করবে ও দখল করবে
.★এই রজব মাসেই শামে তিনটি গ্রুপ তৈরি হবে ---অাসহাব, অাবকা ও সুফিয়ানি। অাসহাব একজন শাসকের পুত্র হবে ও তাঁর চোখ নীল হবে।অাবকা মিশর থেকে শামে অাসবে, সে মিশরের অত্যাচারী শাসক হতে পারে।সুফিয়ানি অাসহাব ও অাবকা উভয়কে পরাজিত করবে ও দামেস্ক দখল করবে। অর্থাৎ যার জয় হবে সেই হল জয়ী সুফিয়ানি। অার পরাজিতদের মধ্যেও একজন সুফিয়ানি থাকবে।সম্ভবত অাসহাব হল পরাজিত সুফিয়ানি।
.★সুফিয়ানি ৩৬০ টি গাড়ি নিয়ে অাসবে।সে দামেস্ক দখল করে ইরাকে তার অার্মি পাঠাবে।সুফিয়ানির শক্তিশালী অার্মি দেইর- অাজ-জোরের নিকট, তুর্ক ও রোমানদেরকে হত্যা করবে। সুফিয়ানি অার্মি ইরাকের বাগদাদে গণহত্যা চালাবে, এরপর কুফায় হত্যাযজ্ঞ ও লুটতরাজ চালাবে।এই অবস্থা হওয়ার পর শুঅাইব বিন সলিহ এর নের্তৃত্বে এক দল খোরাসান থেকে ইরাকের কুফাতে গিয়ে সুফিয়ানি বাহিনীকে পরাজিত করে, কুফাবাসীকে রক্ষা করবে।এরপর খোরাসান বাহিনী ইরাকের কুফাতেই থাকবে। যখন মাহদী (অা) মক্কায় অাসবেন তখন মাহদীর কাছে বায়াতের জন্য প্রতিনিধি প্রেরণ করবে ও পরে মাহদীর নির্দেশ অনুসারে বিভিন্ন জায়গা জয় করবে।
.★মাহদী (অা) অাসার অাগে রমজানে কি হতে পারে?
*৫ থেকে ২০ রমজানের মধ্যে অাকাশ কোন কারণে লালচে হবে, প্রাকৃতিক কারণেও হতে পারে, কৃত্রিম কারণেও হতে পারে, কোন বিশেষ জায়গাতেও হতে পারে, অাবার সমস্ত অাকাশেও হতে পারে।বিশাল অগ্নিকান্ডের কারণেও হতে পারে।
*১৪ থেকে ২০ রমজানের মধ্যে অাকাশ থেকে একটি Asteroid জমীনে পড়তে পারে, ফলে প্রচন্ড অাওয়াজ হতে পারে, এটা শামে পড়তে পারে।অথবা Nuclear Blast হতে পারে শামে।এটা শুক্রবার সকালে হতে পারে, অথবা বৃহস্পতিবার দিবাগত রাতে হতে পারে।
*২০ থেকে ২৪ রমজানের মধ্যে একটা Catastrophe বা অাকস্মিক বড় বিপর্যয় বা মহাদুর্ঘটনা ঘটতে পারে West এ।
*রমজানে অাকাশের পূর্ব দিক থেকে একটি নক্ষত্র প্রকাশ পেতে পারে যেটা চাঁদের অালোর মতই অালোকিত করবে।
.★রমজানে পূর্ব দিক থেকে একটি অাগুনের স্তম্ভের মত বা অালোর স্তম্ভের মত বা লোহার স্তম্ভের মত যেটা দেখতে উটের গলা/ঘাড়ের মত এমন Column of light/iron column/column of fire দেখা দিতে পারে। এটা Light pillar ও হতে পারে। সবাই এটা দেখতে পাবে।এটা দেখলে এক বছরের খাদ্য সঞ্চয় করে রাখতে বলা হয়েছে। কারণ সামনের বছরটি দুর্ভিক্ষের বছর হবে।
*রমজানে দুইটি ভূমিকম্প হবে। এটা বড় ধরনের বম্বিং এর কারণেও হতে পারে। একটি হবে শুক্রবারে।অারেক
টি রবিবারে।
.★শাওয়াল মাসে বিশৃঙ্খলা হবে বা যুদ্ধের কথা হবে, যিলকদ মাসে গোত্র বা জাতিগুলো গ্রুপিং করবে।হাজীগণ লুণ্ঠিত হবে।যিলহজ মাসে যুদ্ধ হবে মিনায়, রক্তপাত হবে, জামারাত অাল অাকাবায় (পাথর মারার একটি জায়গা) রক্ত প্রবাহিত হবে ।মিনায় যুদ্ধটা ঠিক কোনদিন হতে পারে, এটা জানিনা, ১০ যিলহজ হতে পারে।
.★সুফিয়ানি বাহিনী মদিনায় ৩ দিন লুটতরাজ চালাবে, মক্কায় রওনা দেয়ার অাগে।
.★সৌদি বাদশাহর মৃত্যু ৯ যিলহজে হতে পারে বা শাওয়াল/যিলকদেও হতে পারে।
.★ ২৪ রমজানের পর থেকে যে কোন সময়ে বা মাসে ফুরাতের /কোন নদীর তীরে সম্পদের জন্য ভয়ঙ্কর যুদ্ধ হবে, প্রতি ১০০ জনে ৯৯ জন মারা যাবে।
.★খোরাসান থেকে বাহিনীটা 14 May, 2018 তে অাসতে পারে, অথবা ইরাকের কুফায় সুফিয়ানির হত্যাকান্ডের পর অাসতে পারে। অথবা এই রজব মাসে যেদিন সুফিয়ানি অাসবে একই দিনে তারা অাসবে।Harith নামের কেউ অথবা Harith অর্থ সিংহ নামে ডাকা হয় এমন কোন নেতা যিনি অাসবেন/হতে পারে অনেক অাগেই এসে মরে গেছেন, বা সামনে এসে মারা যাবেন, যাকে অাসতে হবে অাফগানিস্থান থেকে/খোরাসান থেকে (অন্য জায়গা থেকে অাসলে হবে না)এমন এক নেতার সৈন্যদের নতুন লীডার হবে মানসুর নামে ডাকা হয় এমন কেউ। মানসুরকে হতে হবে অাহলে বাইত থেকে। তার অার্মির front এ থাকবে শুঅাইব বিন সালিহ অথবা সলিহ বিন শুঅাইব।যে কালো হবে, ফর্সা হবে না।৪০০০ সৈন্য নিয়ে অাসবে। পোশাক সাদা, কালো পাগড়ি/টুপি থাকবে, কালো পতাকা থাকবে।
.★মাহদী ৯ যিলহজ ও ১০ মুহাররাম প্রকাশিত হতে পারেন বা মহররম মাসের মধ্যেই।
.★সফর মাসে বা তার পর /পরের বছর West থেকে ভালভাবে হাটতে পারে না এমন একজন লীডার এর অার্মি মিশরের অাবকাকে হত্যা করবে ও মিশর ধ্বংস করবে। এই লীডার/শাসক মারা যেতে পারে, এটা Us president হতে পারে।
.★রাশিয়ান অার্মি ইস্তাম্বুলে বিনা বাধায় প্রবেশ করবে এক রাতে।তারপর থেকেই বিশ্বযুদ্ধ শুরু।
.★সুফিয়ানির নাম অাবদুল্লাহ হতে পারে।
.★মাহদী অাসার সময়ও দুইজন সুফিয়ানি থাকবে। একজন জয়ী, অারেকজন পরাজিত।তারপর কি হবে তার অনেক কিছুই হয়ত অাপনারা পড়েছেন।
.----এসব ধারণা। অাল্লাহই ভাল জানেন।

১২| ০২ রা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:০৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ইয়েস, ইয়েস!
নূর মোহাম্মদ নূরু ভাই!
চাঁদগাজী কে আজ,
ঘোল খাওয়ানো চাই।

ওসব ভবিষ্যৎবাণী, আমিও ইগনোর করি:(

০২ রা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গণনাকারীর গণনা ইগনোর করি
তবে ভবিষ্যৎবাণী বিচার বিশ্লেষণ করি।
ইগনোর নয়

১৩| ০২ রা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১২

নতুন বলেছেন: মানুষ ভবিষ্যত বলতে পারেনা।

আপনিও নিজে ভাবতে পারেন যে কি হবে. কিন্তু সেটা ভাবনা সত্যিই জানার কোন উপায় নাই।

০২ রা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আগেই বলেছি সকল গায়েব একমাত্র
আল্লাহই জানেন। তবে ভবিষ্যৎবাণীও
কখনো কখনো ফলে যায়। যখন ফলে যায়
তা নিয়ে আমরা মাতামাতি করি। বিশ্বকাপ
খেলায়, অক্টোপাশ, টিয়া পাখি বানরও অনেক
ভবিষ্যৎবাণী করেছিলো, আমরাও নেচেছিলাম!

১৪| ০২ রা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন, "এক চোখ বিশিষ্ট এই দাজ্জাল খোরাসান থেকে বের হয়ে মসজিদে আকসা, তুর পাহাড়সহ সারা পৃথিবী চষে বেড়ালেও পবিত্র মক্কা মদীনায় প্রবেশ করতে পারবে না। "

-এক চোখ বিশিষ্ট? এটা নিশ্চয় পুরানো দিনের রূপকথা; সিন্দাবাদের রূপকথায় এক একচোখা দানব ছিলো; কিন্তু সেটা রূপকথা ছিলো।

০২ রা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দাজ্জাল সম্পর্কে আমরা কমবেশী অবগত
আপনি তাকে রূপকথা বলতে পারেন।
বিশ্বাস যার যার।

১৫| ০২ রা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

আকতার আর হোসাইন বলেছেন: চরম একটা কুসংস্কার....

০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৮:০০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কুসংস্কার নিয়েই আমরা বেশী মাতামাতি করি।
এই পোষ্ট তার উৎকৃষ্ট প্রমাণ। যারা কোনদিন
আমার আগের লেখা অকিঞ্চিতকর জ্ঞাণে পাশকাটিয়ে
গেছে তারাই বেশী মনোযোগী হয়েছে এই কুসংস্কার নিয়ে।

১৬| ০২ রা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

নূর আলম হিরণ বলেছেন: নবীর ভবিষ্যৎবাণীর সাথে আপনি ভাঙ্গ্যা না পাঙ্গার সাথে তুলানা করছেন! দয়াকরে আপনি চাঁদগাজীর মন্তব্যের উত্তর দেওয়া থেকে বিরত থাকুন। আপনি গুলিয়ে ফেলছেন সব!

০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৮:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তোমরা কখনো নামাজের ধারে কাছেও যেওনা, এটা আমাদের পবিত্র কোরআনের একটি আয়াতের অংশ বিশেষ।
কেউ যদি এই টুকু শুনেই নামাজ ছেড়ে দেয় তবে তার মতো অভাগা আর কে হতে পারে। এই আয়াতের পরবর্তী আয়াত "মদ্যপ অবস্থায়।
তাই সর্বাবস্থায় সম্পূর্ণটা যেনে বুঝে মন্তব্য করতে হয়। গাজী সাহেব ভবিষ্যৎবাণী ও গণককে একাকার করে ফেলছেন তাই
তাকে বুঝিয়েছি ভবিষ্যৎবাণীকে ইগনোর করা যায়না। যেহেতু আমাদের প্রিয়নবীও ভবিষ্যৎবানী করতেন।
ভ্যাঙ্গালিয়াকে এখানে কোনভাবেই আমাদের নবী (সঃ) এর সাথে তুলনা করা হয়নি।

১৭| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৮:১৫

চাঁদগাজী বলেছেন:


আপনি বুলগেরিয়ান গণক, নবী ( স: ), দাজ্জাল সবকিছু মিলে তালগোল পাকায়ে ফেলেছেন।

০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৮:২৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তালকানাকে বুঝাতে
হলে তালগোল পাকাতেই হয়

১৮| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৮:২৮

মহসিন ৩১ বলেছেন: আমার একবার সার্কাস দেখার সৌভাগ্য হয় ওখানে এক্তা মেয়েকে খুব চরকি খেতে দেখেছিলাম, আর এক্ষানে এক জন মটরসাইকেল নিয়া মৃত্যু কুপের মদ্ধে খুব খেলা দেখাইতেছিল। এইগুলিও তো অনেক অনেক আগে ভবিষ্যৎ বনী ছিল; কিন্তুক আজ সেসব কালের গর্ভে হারিএ গেছে।

০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৮:৪১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অনেক কিছু কালের গর্ভে হারিয়ে যায়,
পুরাতনের যায়গা দখল কের নতুন নতুন প্রযুক্তি।
এটাই বাস্তবতা।

১৯| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৯:১৮

সুমন কর বলেছেন: উনার সম্পর্কে আগে পড়েছিলাম বা শুনেছিলাম। আমার কিন্তু বিশ্বাস হয় না, এটা সম্পূর্ণ ব্যক্তিগত !!

০৩ রা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমারও বিশ্বাস হয়না
বিশ্বাস করিওনা
তবে কাকতালীয় ভাবে
কিছু মিলে গেলে আমরা তাকে
নিয়ে মাতামাতি করি।

২০| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৯:২০

ফকির আবদুল মালেক বলেছেন: পৃথিবী একদিন ধ্বংস হবে এটা নিশ্চত।

অনেকেই ভবিষ্যৎবাণী করেছেন, তার কতক সঠিজ, কতক ভুল।

আমি ভবিষ্যৎ বানী করছি আগামী নির্বাচনের পর শেখ হাসিনা নেতৃত্বে সরকার গঠিত হবে। ফকিরের বাণী, কতক খাটি কতক পানি।

০৩ রা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এক তার দুই স্ত্রীকে নিয়ে গর্ব করতো
কারণ তারা ভবিষ্যৎ বলতে পারতেন।
যেমন একজনে বলতেন আজ বৃষ্টি হবে
আর একজন বলতেন হবেনা। একজনের
কথা অবশ্যই মিলে যেতো।
তাদের ভবিষ্যৎবাণী
কিছুটা বাণী কিছুটা ফানি !!

২১| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১০:০৫

তারেক_মাহমুদ বলেছেন: বেশ কিছুদিন ধরেই চাঁদগাজী ভাইয়ের সাথে আপনার এই খুনসুটিটা বেশ উপভোগ করছি। আশাকরছি কালিদাস ভাইয়ের মত রেগে গিয়ে একজন অন্যজনকে ব্লক করবেন না কিংবা বিলিয়ান চৌধুরী ভাইয়ের মত অভিমান করে সামু ছেড়ে যাবেন না। আপনারা দুজনই আমার খুবই প্রিয় মানুষ।

০৩ রা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গাজী সাহেব বিদেশ বিভূঁইয়ে থাকেন
সাদা চামড়াদের সাথে বসবাস,
গায়ে মেখেছেন সুবাশ।
হতে চান ইংলিশ।।
হযে যায় বাংলিশ

২২| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৬

চাঁদগাজী বলেছেন:


@তারেক_মাহমুদ ,

আমি কোন ব্লগারকে কমেন্ট ব্লক করিনি, আমার পক্ষ থেকে এই ধরণের কিছু ঘটার কোন সম্ভাবনা নেই!

০৩ রা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
না করাই শ্রেয়,
তবে কেউ কেউ আপনাকে
ব্লগ করার পায়তারা করেন বলে
শুনেছি।

২৩| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৯

মোহাম্মদ সাজ্জাদ খান বলেছেন: আলহামদুলিল্লাহ , সমস্ত প্রশংসা আল্লাহ সুব হানু তালার|সালাত ও সালাম পেশ করছি রাসূল সাল্লাল লাহু আলাহী ওয়াসাল্লাম এর উপর | “অনেক মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, কিন্তু সাথে সাথে শিরকও করে”।[সুরা ইউসুফ : আয়াত ১০৬]

ভাই আপনি এক গণকের কথার সাথে রাসূল সাল্লাল লাহু আলাহী ওয়াসাল্লাম এর কথা এক করে ফেলেছেন | অথচ আল্লাহ পরিস্কার ভাবে জানিয়েছেন ,রাসূল সাল্লাল লাহু আলাহী ওয়াসাল্লাম নিজ থেকে কিছু ই বলেন না |

০৩ রা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গণক এবং ভবিষ্যৎবাণীকে এক করে ফেলে দ্বিধায় ভূগছেন!!
একজন মন্তব্যকারীর মন্তব্য "ভবিষ্যৎবাণীকে" ইসলাম সমর্থণ করেনা
আমি তার যুক্তি খণ্ডাতে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (সঃ)
ভবিষ্যৎবানীর কথা কথা জানিয়েছিলাম। গণকের গনণা আর ভবিষ্যৎবাণী
দুইটি আলাদা বিষয়। ভবিষ্যৎবাণী আগেও হতো এখনও হয় ভবিষ্যতেও হবে
হয়তো। তা না হলে শব্দটি অভিধানে ঠাই পেতো না। এখানে নবী,রসুল আর গণনাকারীকে
যারা এক গোত্রের ভাবছেন তাদের বুঝবার ভুল।

২৪| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১১:১২

হারানোপ্রেম বলেছেন: https://www.youtube.com/watch?v=q7l6o-cgBZYview this link

০৩ রা এপ্রিল, ২০১৮ দুপুর ১:০২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ আপনার লিংক এর জন্য।
এখানে অনেকে দ্বিধা-বিভক্ত।
সঠিক জানেন একমাত্র আল্লাহ তায়া'লা।
যার ইসারায় চলে তামাম জাহান।

২৫| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৩

রাজীব নুর বলেছেন: মরিতে চাহি না আমি এই সুন্দর ভুবনে।

০৩ রা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জন্মিলে মরিতে হবে
অমর কে কোথা ভবে !!

২৬| ০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ১২:৩৯

নূর-ই-হাফসা বলেছেন: নূর ভাই আপনাদের ঝগড়া টা মজার লাগছে ।
চাঁদগাজী ভাই হয়তো মজার হিসেবে নিয়েছেন । আপনি রেগে যাচ্ছেন । আপনিও মজা হিসেবে নিয়ে ঝগড়া করুন ।
আপনাদের দ্বন্দ্ব হাসিমুখে র হোক ।
পোষ্ট ভালো লাগলো । ধন্যবাদ ।

০৩ রা এপ্রিল, ২০১৮ দুপুর ১:০৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নূর-ই-হাফসা আপু/ভ্রাতা (দ্বিধান্বিত কারণ আপনার প্রফাইলে বলা আছে আপনি নিজেই জানেন না আপনার পরিচয়) । সে যা হোক, আমরা ঝগড়া করছিনা, আমরা আমদের স্বাধ্যমতো নিজের বিদ্যা জাহির করার চেষ্টা করছি। হাম-বাড়া ভাব আছে আমাদের। " বিনা যুদ্ধে নাহি দিব , সূচাগ্র মেদিনী "

২৭| ০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ১২:৪৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: নস্ত্রাদামুর অনেক গুলো সত্য হয়েছিল। তবে ১৯৯৯ সালে পৃথিবীতে একটা বিপর্যয় হওযা সংক্রান্ত ভবিষ্যৎ বাণী মিলেনি...

০৩ রা এপ্রিল, ২০১৮ দুপুর ১:০৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সব কিছু মিলে গেলেতো নস্ত্রাদামুর দেবতা হয়ে যেতো।
সৃষ্টিকর্তাকে অস্বীকার করতো মানুষ।
মানুষ যে দেবতা নয় তার প্রমাণ কিছুটা না মেলা।

২৮| ০৩ রা এপ্রিল, ২০১৮ সকাল ১১:১০

টারজান০০০০৭ বলেছেন: এগুলোরে ফান হিসেবে লওয়া যাইতে পারে ! ইহাদের কিছু মিলিতেও পারে। তবে ইহাতে বিশ্বাস স্থাপন করা জরুরি নহে, উচিতও নহে ! এমনকি ইসলামের মনীষীদের ভবিষ্যৎবাণীও আছে যাহাতে বিশ্বাস করা ঈমানের অংশ নহে ! তবে রাসূল স. এর হাদিসে ১০০ % বিশ্বাস করিতে হইবে !সময়ের সাথে কিতাবুল ফিতানের বিশ্লেষণ করিতে প্রাজ্ঞ ওলামারাও নিশ্চুপ থাকেন অথবা অল্প কিছুই বলেন। ব্লগকে ইহার প্লাটফর্ম মনে করিনা !

যাইহোক ভাঙ্গা, নস্ত্রাদামুস পড়িয়া আমিও মজা পাই। আল্লামা কাশ্মীরি র. এর 'কাসিদা' পড়িয়া ভীত হই ! এমনকি ইংরেজও ভয় পাইয়া তাহা নিষিদ্ধ করিয়া দিয়াছিল !

০৩ রা এপ্রিল, ২০১৮ দুপুর ১:১৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন: ধনবাদ আপনাকে টরজান। কাসিদায় শাহ নেয়ামতুল্লাহ এর ভাবিষ্যতবানী! নিকট ভবিষ্যতে ইসলাম ও মুসলমানের নিশ্চিত বিজয় প্রসঙ্গে আজ থেকে ৮৫৭ বছর আগে অর্থাৎ ১১৫৮ সালে উপমহাদেশের বিশিষ্ট আধ্যাত্মিক ব্যক্তিত্ব শাহ নেয়ামতুল্লাহ (রহ.) ও একটি কাসিদা বা কবিতা রচনা করেন। যার বাস্তবায়িত ঘটনার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে,
.
১. পাঠানদের পতন।
২. মোগলদের উত্থান।
৩. বিলাসিতা ও দুঃশাসনের সূচনা ।
৪. ইংরেজদের অভ্যুদয় ।
৫. ভারতবাসীর উপর নির্যাতন ।
৬. পাশ্চাত্য সভ্যতার ক্ষতিকর প্রভাব ।
৭. বিংশ শতাব্দীর শুরুর দিকে রাশিয়া ও জাপানের যুদ্ধ, অবশেষে চুক্তি স্বাক্ষর ।
৮. ১৮৯৮ থেকে ১৯০৮ পর্যন্ত ভারতবর্ষে প্লেগের প্রাদুর্ভাব। অন্তত ৫ লাখ লোকের প্রাণহানি।
৯. ১৭৭০ সালে ভারতে সংঘটিত মহাদুর্ভিক্ষ। বাংলা অঞ্চলে ভয়াবহ দুর্ভিক্ষ। বাংলা সন ১১৭৬-এ সংঘটিত এ ঘটনায় এ অঞ্চলের প্রায় এক-তৃতীয় মানুষ মারা যায়। ইতিহাসে এ দুর্ভিক্ষ ৭৬-এর মন্বন্তর নামে খ্যাত।
১০. ১৯৪৪ সালে জাপানের টোকিও ও ইয়াকোহামায় প্রলয়ঙ্করী ভূমিকম্প সংঘটিত হয়।
১১. ১৯১৪ থেকে ১৯১৮ পর্যন্ত চার বছর ইউরোপে প্রথম মহাযুদ্ধ সংঘটিত। জার্মানী ও ইংল্যান্ডের মধ্যকার যুদ্ধ।
.
১২. বিশ্বযুদ্ধে ১ কোটি ৩১ লাখ মানুষের মৃত্যু।
১৩. ১৯১৯ সালের প্যারিসের ভার্সাই শহরে প্রথম মহাযুদ্ধ বন্ধে সন্ধি চুক্তি এবং পরবর্তীতে তা ভেঙ্গে যাওয়া।
১৪. ২১ বছরের ব্যবধানে দ্বিতীয় মহাযুদ্ধের সূচনা। প্রথম মহাযুদ্ধের সমাপ্তি ১৯১৮ সালের ১১ নভেম্বর। ১৯৩৯ সালের ৩ সেপ্টেম্বর দ্বিতীয় মহাযুদ্ধের শুরু।
১৫. আণবিক বোমার ব্যবহার। হিরোশিমা ও নাগাসাকিতে মার্কিনীদের বোমা হামলা।
১৬. রেডিও-টিভি ও উন্নত যোগাযোগ মাধ্যম আবিষ্কারের কথা।
১৭. ইংল্যান্ড, আমেরিকা, ইটালী, জার্মানী ও জাপানের নানা ঘটনা।
১৮. ১৯৪৭ সালের ইংরেজ বিদায় ও কূটকৌশলপূর্ণ ভারত বিভক্তি। কাশ্মীরকে কেন্দ্র করে তিনটি পাক-ভারত যুদ্ধ। সাম্প্রদায়িক হানাহানি ও জাতি-গোষ্ঠীগত অশান্তির বহিঃপ্রকাশ।
১৯. পশ্চিমা গণতান্ত্রিক পদ্ধতির সূচনা ও অপেক্ষাকৃত অযোগ্য লোকদের নেতৃত্ব প্রতিষ্ঠা। অন্যায়-অশ্লীলতা, দুর্নীতি-পাপাচার ও নৈরাজ্যের ব্যাপক প্রসার।
২০. বড় একটি মুসলিম অঞ্চলের বিপর্যয়।
২১. মুসলিম নামধারী হিন্দুবান্ধব নেতৃত্ব কায়েম। নামের শুরুতে ‘শ’ ও শেষে ‘ন’ বিশিষ্ট ব্যক্তির দ্বারা মুসলিমদের প্রভূত ক্ষতি।
২২. নামের শুরুতে ‘গ’ এমন একটি প্রভাবশালী হিন্দুর ইসলামগ্রহণ ও মুসলমানদের প্রতিপত্তি বৃদ্ধি।
২৩. মধ্যপ্রাচ্য, আফগানিস্তান ও ভারতীয় মুসলিমবাহিনীর সম্মিলিত বিজয়াভিযান এবং ভারতবর্ষ হতে অধর্ম, অশ্লীলতা ও যাবতীয় অপকর্মের অবসান।
২৪. মধ্যপ্রাচ্য থেকে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা।
২৫. অত্যাচার, জুলুম, অন্যায়-আগ্রাসন ও মানবতা বিরোধী বিশ্বসন্ত্রাসের ফলে একটি পরাশক্তির পরিণতি হবে চরম শোচনীয়। প্রভাব প্রতিপত্তি শেষ হয়ে সেটি প্রায় বিলুপ্ত হয়ে পড়বে। সে পরাশক্তিটির নামের আদ্যাক্ষর ‘আলিফ’
২৬. ভারতবর্ষের মহাপরিবর্তন ও উগ্র পরাশক্তিটির পতনের পর আসবেন ইমাম মাহদী (আ.)।
এ ছাব্বিশটি পয়েন্টের মধ্যে ২৩, ২৪, ২৫ ও ২৬ নিয়ে গবেষণা করলে দেখা যাবে ব্যাপক পরিবর্তনের সূচনাপর্ব এখন চলছে।
১. ইংল্যান্ড-এর অবস্থা এখন কী?
২. বৃটিশ সাম্রাজ্যের সীমানায় একসময় সূর্য ডুবত না, বর্তমানে এর সীমানা কতটুকু?
৩. মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী কতটুকু জনপ্রিয়?
৪. আরব বসন্তের পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন কেমন?
৫. ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনের নৈতিক অবস্থান ও সভ্য পৃথিবীর সমর্থন এখন কোন পর্যায়ে রয়েছে?
৬. লিবিয়া, তিউনিসিয়া, মিসর, ইয়েমেন, জর্দান, সিরিয়া পরিস্থিতি কতটুকু পাশ্চাত্য-বান্ধব?
৭. ইরাক সিরিয়া ও জর্দান পরিস্থিতিতে মিত্রশক্তির পথ কতটুকু নিষ্কণ্টক?
৮. সউদী আরব, কুয়েত, কাতার, বাহরাইন, আরব আমিরাত কোন পথে এগুচ্ছে?
৯. ইরান কোন পরিচয়ে উদ্ভাসিত হচ্ছে?
১০. খেলাফতের শেষ নিদর্শন তুরস্ক কোন দিকে মোড় নিচ্ছে?
১১. আফগানিস্তানে আগ্রাসন শেষে ১৩ বছর পর ন্যাটো কী নিয়ে বিদায় হলো?
আফগান জাতি কি তার মিশন ও লক্ষ্যচ্যুত হয়ে গেছে? পাকিস্তানের ভবিষ্যত কী?
ভারত কোন্ পথে?
বাংলাদেশ কেমন ভবিষ্যতের মুখোমুখি হবে?
এ প্রশ্নগুলোর উত্তর খুঁজে দেখলে বিশ্লেষণটি কেমন দাঁড়ায়। কবিতার শেষে শাহ্ নেয়ামতুল্লাহ (রহ.) বলেছেন, চুপ হয়ে যাও ওহে নেয়ামত, মোটেও এগিয়ো না আর। আল্লাহর রহস্য আর ফাঁস করো না। যতুটুকু বলেছ, তাই প্রেরণা হিসাবে মুসলিমদের জন্য যথেষ্ট হবে।
মুসলমানরা বিধর্মীদের শিক্ষা, আদর্শ ও সংস্কৃতি ছেড়ে দাও। পশ্চিমাদের অন্ধ অনুসরণ বাদ দাও। ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর পথে মানবতার মুক্তির জন্য সর্বাত্মক চেষ্টা-সংগ্রাম-সাধনা চালিয়ে যাও। বিজয় তোমাদের সুনিশ্চিত।
সহসাই ইরাক, শাম, তুর্কী ও হিজাজ ভূমি হবে ইমাম মাহদী (আ.)-এর সৈন্যদের লীলাভূমি। খোরাসানী বাহিনী হবে তাদের বড় সহায়ক। কোনো এক হজের সময় কাবা গৃহ তওয়াফরত অবস্থায় মহান ইমামকে মুসলিম জনগণ প্রথম খুঁজে পাবে। মুজাহিদরা সারা পৃথিবী থেকে ছুটে গিয়ে তার অভিযানে যোগ দেবে।
বিশ্বব্যাপী সকল শক্তি মুজাহিদদের হাতে পরাজিত হবে। বিশ্বজুড়ে উড্ডীন হবে ইসলামের বিজয় নিশান। বর্তমান সময়ে আল্লাহর পথে দৃঢ়পদ সংগ্রামী মুসলমানরা ইমাম মাহদী (আ.)-এরই অগ্রবর্তী বাহিনী। যখনই তিনি আবির্ভূত হবেন, সমকালীন সব বিপ্লবী মুসলমান তার পতাকাতলে সমবেত হয়ে বিজয় অর্জনও উদযাপন করবে। বিজয় মুসলমানদেরই হবে।
পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন,

ঈমানদারদের সাহায্য করা আমি নিজের উপর অবধারিত করে নিয়েছি।’ ‘তোমরা হীনবল হয়োনা, উদ্বিগ্ন হয়োনা, বিজয় তোমাদেরই হবে, যদি প্রকৃত ঈমানদার হতে পার।’
খোদাদ্রোহী শক্তির বিরুদ্ধে ঈমানদার মানুষের সংগ্রাম অবশ্যই সফল হবে। মুসলিমরাই বিজয়ী হবে। পরীক্ষার সময় শেষ হতে আর বেশি দেরি নেই।
ভারতের সাথে যুদ্ধ : আমাদের এ মাতৃভূমি বাংলাদেশ একদিন কারবালায় রুপান্তরিত হবে। হ্যাঁ সত্যিই কারবালায় রুপান্তরিত হবে।
শাহ নিয়ামাত উল্লাহ রচিত “কাসিদাহ” বইটিতে এর বর্ণনা দেয়া আছে।
এই বইটিতে লেখক হাদিসের আলোকে অনেক গুলো ভবিষ্যৎবানী করেছেন। ইতোপূর্বের সবগুলো ভবিষ্যৎ বানীই অক্ষরে অক্ষরে সত্য হয়েছে, তাই পরবর্তী ভবিষ্যৎবানীগুলো যে সত্য হবে, তা একপ্রকার বলাই চলে।

২৯| ০৩ রা এপ্রিল, ২০১৮ সকাল ১১:১৬

আল ইফরান বলেছেন: এই বিষয়ে আগে থেকে কিছুটা জানতাম, আপনার লেখা পড়ে আরো নতুন কিছু জানা হল। :)
পোস্টে মন্তব্য করতে এসেছি টম এন্ড জেরির মত আপনার ও চাঁদগাজী ভাইয়ের মধ্যকার উপভোগ্য খুনসুটি দেখার জন্য।
আশা করি কেউই মাত্রা ছাড়িয়ে যাবেন না।
ব্লগে আমরা এখন একটা কঠিন ক্রান্তিকালীন সময় পাড় করছি।
ভালো থাকবেন, নুরু ভাই :D

০৩ রা এপ্রিল, ২০১৮ দুপুর ১:৩৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গাজী সাহেব নিজেকে খুবই উন্নত শ্রেনির
আদমি ভাবেন, সাদা চামড়ার দেশে থাকেন
ভাবতেই পারেন। তবে ময়ূর পুচ্ছ পড়লেই যে
কাক ময়ূর হয়না, তার কর্কস বোলই তা
প্রমাণ করে দেয় তার অরিজিনিটি।

৩০| ০৩ রা এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫৭

তারেক ফাহিম বলেছেন: চাঁদগাজি বনাম নুরু ভাই
আপনাদের আলোচনা ভালোই লাগছে।

০৩ রা এপ্রিল, ২০১৮ দুপুর ১:৩৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভালো লাগুক,
তবে কখনো যেনো ভেবে বসেন না
যে এই দুইজন একজনের মাল্টি নিক!!

৩১| ০৩ রা এপ্রিল, ২০১৮ দুপুর ২:২১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনি ভবিষ্যৎ বানী বিশ্বাস করেননা, আমিও না।

এগুলো কাকতালীয়ভাবে মিলে যেতে পারে।

ধন্যবাদ।

০৩ রা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ আপনাকে
সহমত প্রকাশের জন্য।

৩২| ০৩ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫১

হাসান রাজু বলেছেন: এদেশের এক জ্ঞানী (!) ব্যাক্তি আরজ আলি মাতব্বর প্রশ্ন রেখেছিলেন, আল্লাহ একই সাথে সবার মাঝে থাকেন কিভাবে ? এটা কখনই সম্ভব না । উনার এই বক্তব্য ধারনাগত ভাবে দাগ কেটে ছিল। কিন্তু মন বলত, আমিতো আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে চিন্তা করছি নিশ্চয়ই এর একটা ব্যাখ্যা আছে ।

অনেক বছর পর এখন দেখি গুগল, ফেবু রাই একই সময়ে মিলিয়ন বিলিয়ন মানুষের কর্মকাণ্ড একই সময়ে পর্যালোচনা করছে আর রুচি, পছন্দ অনুযায়ী বিজ্ঞাপন বিলাচ্ছে । আরেকজন খুব সুন্দর একটা যুক্তি দিল । মানব তৈরি একটা মবাইল টাওয়ার যদি একই এলাকার হাজারো মানুষের মাঝে থকতে পারে আল্লাহ্‌র টেকনোলজি কোন পর্যায়ের হবে ??? মানুষ মাল্টি টাস্কার না কিন্তু মানুষের আবিস্কার মাল্টি টাস্কার !!! এবার আল্লাহ্‌র আবিস্কার ভাবুন । গাজী কাকু এখন না বললেই হইল যে, তার মানে আপনার আল্লাহ একজন নেটওয়ার্ক !!! (নাউজুবিল্লাহ)

০৩ রা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ওনাকে দিয়ে কোন বিশ্বাস নাই,
অপ্রসাঙ্গিকভাবে ওনি প্রশ্ন করে বসেন
যার সাথে সংশ্লিষ্ট লেখার কোন যোগসূত্র নাই।

৩৩| ০৩ রা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০২

মহসিন ৩১ বলেছেন: প্রথম কথা ইতিহাসকে টেনে এনে জুড়তে হবে; আমরা আসলে যে এলাম --- কোত্থেকে; বানর তো নয়! ওরাং ওটাং --মানুষের মতও নয়! বর্তমান সময়কেও খুব করে পিছনে ফেলতে হচ্ছে, কেন?? কারণ স্পেস শিপ আজও এই বর্তমান ডেভেলপট বিশ্বে পদার্থ বিজ্ঞানের মামুলি অঞ্চল "অ্যাকশান- রিএকশান" অতিক্রম করতে পারল না। এখন আকশান যাই হোক না কেন রিএকশান সব বাজারের আবর্জনা।প্রশ্ন হল যিনি সৃষ্টি করেছেন তিনি কেন এসব সমস্যার সমাধান করবেন?

৩৪| ০৩ রা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন,
"না করাই শ্রেয়,
তবে কেউ কেউ আপনাকে
ব্লগ করার পায়তারা করেন বলে
শুনেছি। "

-আমার ধারণা, যারা আমাকে কমেন্ট ব্লক করেছে, তারা নিজেরা ক্ষটিগ্রস্ত হয়েছে।

৩৫| ০৩ রা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমরা বানর থেকেও নয় ওরাং ওটাং থেকেও নয়,
মাটি দিয়ে সৃষ্টি হয়েছেন আমাদের আদি পিতা হযরত আদম (আঃ)
তারই ধারাবাহিকতায় আমরা।
সুতরাং মতিভ্রম হবার কোন অবকাশ নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.