নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

যানজট (কবিতা)

১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:০৪



যানজট (কবিতা)
নূর মোহাম্মদ নূরু

যানজটে নাকাল মানুষ, ব্যস্ত শহর ঢাকায়,
চলতে গিয়ে আটকে গেছে, সময় গাড়ীর চাকায়।
হাজার গাড়ী এই ঢাকাতে, আরো বেশী চাই,
দিনে দিনে বাড়ে গাড়ী, রাস্তা বাড়ে নাই।

স্কুল কলেজ অফিস গামী, মানুষ হাজার হাজার,
প্রতিদিনই নষ্ট যে হয়, সময় স্বাস্থ্য তার।
অসময়ে আফিস গিয়ে, কাজের ক্ষতি করে,
শিক্ষাথীদের ক্লাস কামাই, দেরী হবার তরে।

বিপদ আপদ অনেক কিছুই, সাথে আরো আছে
মিটিং মিছিল দাঙ্গা ফ্যাসাদ, যদি লাগে পাছে।
পথ চলা দায় হয়ে যায়, থমকে থাকে গাড়ী
সময় সে তো বয়েই চলে, ফেরা হয়না বাড়ি।

এমন ভাবে চলতে গেলে, এগুবেনা দেশ
কাজের ক্ষতি ব্যবসা পাতি, হয়ে যাবে শেষ।
সময় যাতে নষ্ট না হয়, পড়ে যানের জটে
সমাধান বার করুন, বুদ্ধি যাদের ঘটে।

সময়মতো অফিস কাজে, আসতে পারা চাই,
তা না হলে উন্নয়নের, পাতে পড়বে ছাই।
গলাবাজি যতই করো, কাজ হবেনা কিছু,
যাতায়াতটা সহজ করো, দুঃখ ছাড়বে পিছু।


প্রকাশ কালঃ
ঢাকাঃ বুধবার, ১৮ এপ্রিল ২০১৮ ইং

মন্তব্য ২৮ টি রেটিং +২/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:১১

চাঁদগাজী বলেছেন:


পড়ে মনে হলো ছড়া, ব্রাকেটে লেখা আছে কবিতা?

১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এটা বয়সের দোষ!
এই বয়সে দড়িকে সাপ
মনে হওয়াটা দোষের নয়।
আপনাকে দোষ দেবার কারণ নাই
বয়স হলে যা হয়।

২| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:১৬

দিবা রুমি বলেছেন: গাজী ভাই, এটা তো পদ্যের আঙ্গিকে লেখা।

নূর ভাই, ভাল হয়েছে।

মানুষ বাড়ছে
বাড়ছে গাড়ী,
রাস্তা বাড়েনি
বেড়েছে পেরেশানি!!

১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ রুমি
গাজী সাবকে বোঝান!
আর কতকাল দড়িকে
সাপ মনে করে লাঠি পেটা
করে নিজেকে হয়রান করবেন।

৩| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:২৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: নূর মোহাম্মদ নূরু ভাই, দারুন হচ্ছে।

আপনি মাঝেমধ্যে এসব লিখবেন।।

১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মাঝে মধ্যেতো লিখতে চাই
তবে দুধে মাছি পড়ে
সব বিনাশ করে
তাই মন চায়না।

৪| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:২৭

শাহানাজ সুলতানা অধরা বলেছেন: অনেক ভালো লাগলো

১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কবিতার বদৌলতে অধরা
ধরা দিলেন আমার ব্লগে।
আপনাকে স্বাগতম।
শুভেচ্ছা জানবেন।

৫| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৪

ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো লাগলো কবিতা।

১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভালো লাগার জন্য ধন্যবাদ।
পুনরায় নিমন্ত্রণ রইলো।
দেখা হবে আশা করি।

৬| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৭

চাঁদগাজী বলেছেন:


@দিবা রুমি,

আপনি বলার পর, এখন অনেকটা কবিতার মতো লাগছে! আসলে, এটা মাঝামাঝি কিছু একটা, হয়তো!

১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সকলে সব সময় সব কিছু না বুঝতে
পারার কারণে অনেক কিছু ভন্ডুল করে দেয়।
ভন্ডুল করা যাদের স্বভাব তাদের শোধরাতে
বাঘা তেতুল দরকার।

৭| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৫৩

শামচুল হক বলেছেন: হে হে হে চাঁদগাজী ভাই, ছড়া কবিতা যাই হোক কথাগুলো সত্য। ধন্যবাদ নুরু ভাই।

১৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ শামচুল হক ভাই
উলোবনে মুক্তা ছড়িয়ে লাভ নাই,
ওনাকে আমি সব সময় ক্ষমা করে দেই।
কারন উনি ক্ষমার যোগ্য, আর ক্ষমা করা........

৮| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:০০

সোহাগ তানভীর সাকিব বলেছেন: কাব্যিক ভাষায় বাস্তবতার চিত্র। ভালো লেগেছে।

১৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অসংখ্য ধন্যবাদ সাকিব ভাই
কবির কবিতা, লেখকের গল্প
সবই বাস্তব জীবনের প্রতিচ্ছবি।
সুতরায় বাস্তবতা প্রকাশ পাবেই
লেখকের লেখায়। বাস্তবতা বিবর্জিত
রচনা সমাদৃত হয় না।

৯| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:১৬

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:




নুরু ভাই কবিতা লিখেছে/ দেশের ভালোর জন্য,
যানযট মুক্ত দেশ হলে/ আমরা হতাম ধন্য।

১৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বাহ্ চমৎকার হয়েছে,
আপনর যুক্তি মেনে নিলাম।

১০| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৪

নীল মনি বলেছেন: ভীষণ ভালো হয়েছে।অনবদ্য লেগেছে :)।শুভ কামনা রইল

১৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ আপনাকে নীল মনি
তবে ভীষণ ভালো হয়েছে বলা
ঠিক হবেনা। মোটা মুটি হয়েছে বলা যায়
এ ব্যাপারে আপনি গাজীসাবের সাথে
ডিসকাস করতে পারেন। উনি ভালো
মূল্যায়ণ করতে পারেন লেখার!
তার ভাষ্যমতো (আমার লোখা মানে গুণীজনদের
অসম্মান করা)

১১| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৪০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ আনোয়ার ভাই
ভালো লাগলো আপনার +
সাথে থাকবেন। শুভকামনা রইলো।

১২| ১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:২৯

রাজীব নুর বলেছেন: ঢাকা শহরের মানুষ সচেতন না। তারা যে যেদিকে ফাঁক পায় ঢুকে যায়। অযথা হর্ন দেয়। বাসে বিশ মিনিটের পথ কিন্তু সময় লাগে আড়াই ঘন্টা।

১৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বাস্তবতা এটাই !
কপাল খারাপ হলে
১০ মিনিটের পথ
পাড়ি দিতে লাগে
২ ঘণ্টা !!
ভালো থাকুন রাজীব ভাই

১৩| ১৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩১

মুক্তারবেষ্ট বলেছেন: ভাল হয়েছে । মাস্টার মানুষতো , তাই " তাহার" শব্দটা নিয়া একটু আপত্তি থাকল । পুরোটাই তো চলিত ভাষায়, তাহলে একটা শব্দ কেন সাধু হলো ভাই ?

১৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চোরের মাঝেও থাকে দুই একটা সাধু,
হুল না থাকলে পানসে লাগতে চাক ভা্ঙ্গা মধু !!

ভালো লাগার জন্য ধন্যবাদ

১৪| ২১ শে এপ্রিল, ২০১৮ ভোর ৬:০৯

জসীম অসীম বলেছেন: নূর মোহাম্মদ নূরু ভাই, আপনার লেখা নিয়মিতই পড়ি। বেশ মানসম্পন্ন লেখা আপনার। বেশ ভালো লাগে। এ লেখাটিও খুব ভালো লেগেছে। একটি পরামর্শ চাই আপনার কাছে: অনুরোধ: কিছু মনে করবেন না।এই ব্লগে (সামু) আমি নতুন ব্লগ লিখতে গেলে একটি লেখা আসে। লেখাটি হলো: [একটি ভুল পাওয়া গেছে
you are not allowed to post anything in this blog]. কিন্তু কেন? এই সমস্যা শুরু হয়েছে ২০১৫ সালের ১০ নভেম্বর বিকাল ৩টায় একটি নর্মাল পোস্ট দেওয়ার পর থেকে। তারপর আর আমি এই ব্লগে নতুন কোনো ব্লগ লিখতে পারি না। এ বিষয়ে কোনো সহযোগিতা করতে পারলে কৃতজ্ঞ থাকবো। এই ব্লগের মডারেশন স্টেটাসে আমি কর্তৃপক্ষের কোনো প্রকার ওয়াচে নেই। আমার অবস্থান [সেফ]। তবে কারো লেখায় আমি আবার নিজ মতামত লিখতে পারছি। তাতে কোনো সমস্যাই হচ্ছে না। সুতরাং এ বিষয়ে আমার জন্য কিছু করনীয় থাকলে জানাবেন। কোনোভাবেই আমি এ সমস্যার সমাধান করতে পারছি না। অনেকবার এডমিনকে মেইলও করেছিলাম।কাজ হয়নি। ভালো থাকবেন। আমার মোবাইল নম্বর: 01711-027426

২১ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন:
ধন্যবাদ জসীম ভাই
আপনার মন্তব্যবের জন্য।
আপনি আপনার সমস্যার জন্য উপরের টাইটেল বারের "সহযোগিতা" অপসনে ক্লিক
করে আপনার উপরোক্ত বক্তব্যটি পেস্ট করুন, সমস্যার সমাধান হয়ে যাবে। এতেও
কাজ না হলে এ ব্যাপার আপনি নিচের লিংকে আমাদের প্রিয় ও গুণী ব্লগার কাল্পনিক ভালোবাসার
স্মরণাপন্ন হতে পারেন। কাল্পনিক ভালবাসা
আশা করি তিনি আপনার সমস্যার সমাধান দিতে পারবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.