নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

কবিতা\'রা নির্বাসনে

১৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২৩


কবিতা'রা নির্বাসনে
নূর মোহাম্মদ নূরু

কবিতা আজ নির্বাসনে জলে কিংবা বনে
হায়নারা যে খেলছে খেলা কিছুই নাহি মানে।
নরপশু সংহারে প্রাণ ক্ষুদ্র অভিযোগে
যন্ত্র দানব পিষছে মানুষ শোকের মাতম জাগে।

কবিরা সব আৎকে ওঠে দেখে লাশের সারি
কবিতা তাই দেয়না ধরা সব দিয়েছে আড়ি।
কবিতারা দূরে পালায় মন্দ লোকের ডরে
মন্দ যারা সবই পারে স্বার্থ সিদ্ধির তরে।

মন্দ লোকের বিবেক নাই বাতাস খেয়েও ফোলে
স্বার্থ লাভের আশায় তারা গায়ের কাপড় খোলে।
স্বার্থ আর লোভ লালশায় প্রান নিতেছে কেড়ে
তাদের ভয়ে কবিতারা পালায় খাতা ছেড়ে ।

আসবে কবে সুদিন আবার কবিতাদের তরে
কবিতাদের লিখবে কবি তাদের খাতা ভরে।
সেই আশাতে কবিরা সব আশায় গুনে দিন
কবিতারা আসবে ফিরে, বাজবে সুখের বীণ।


প্রকাশ কালঃ ঢাকা
বৃহস্পতিবারঃ ১৯ এপ্রিল ২০১৮ ইং

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩৬

পদাতিক চৌধুরি বলেছেন: ভাল লাগলো অন্য ফর্মাটে প্রতিক্রিয়া। কিন্তু নরখাদকদের যদি একটু বিবেকের দংশন দিত।

২১ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অসংখ্য ধন্যবাদ চৌধুরী ভাই
ভালো লাগলো আপনানর ভালো
লাগা প্রকাশের জন্য। শুভেচ্ছা-----

২| ১৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫৮

কাওসার চৌধুরী বলেছেন:


সুন্দর কবিতা।

২১ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ কাওসার ভাই
পর পর দুই চৌধুরীকে পেয়ে
আপ্লুত হলাম ভালোবাসার উষ্ণতায়।

৩| ১৯ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: নুরু ভাই! শেষ লাইন মিললো নাতো? :(

"সেই আশাতে কবিরা সব আশায় গুনে দিন
কবিতারা আসবে ফিরে খাতা পাবে প্রাণ।"


কেমন হয়ঃ
"সেই আশাতে কবিরা সব আশায় গুনে দিন
কবিতারা আসবে ফিরে, পুরণ হবে ঋণ।"


বি. দ্রঃ চাঁদগাজীকে বাজিয়ে দেখুন তো?? দু-একটা কবিতা বের করা যায় কিনা??:)

২১ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মন্ডল ভাই ধন্যবাদ আন্তমিলের জন্য।
এমনও হতে পারেঃ
সেই আশাতে কবিরা সব আশায় গুনে দিন
কবিতারা আসবে ফিরে, বাজবে আবার বীণ"

৪| ১৯ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৩১

নীল মনি বলেছেন: কবিতারা আসুক ফিরে :)। ভালো হয়েছে।

২১ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমিও চাই কবিরা নির্ভয়ে কবিতা লিখুক
তাদের খাতা ভরে।

৫| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৫২

রাজীব নুর বলেছেন: কবিতাটা মন ছুঁয়ে গেল।

২১ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ রাজীব ভাই,
সুন্দর উৎসাহব্যাঞ্জক
মন্তব্যের জন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.