নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

চাঁন্দু মিয়ার চাঁন্দের গাড়ি

১৩ ই মে, ২০১৮ রাত ৮:৫৭


চাঁন্দু মিয়ার চাঁন্দের গাড়ি
নূর মোহাম্মদ নূরু

চাঁন্দের থেকে চাঁন্দু আসলো চড়ে চাঁন্দের গাড়ি,
দেখতে তাকে ব্লগেতে লাগলো হুড়া-হুড়ি।
কেউবা আবার তোয়াজ করে তুবড়ি ছোটায় মুখে,
বড়ই আরাম চান্দু মিয়ার সুখ লাগে তার বুকে।

কেউবা আনে মিষ্টি মিঠাই কেউবা আনে ফল,
চান্দু মিয়া এসব দেখে জিভে আসে জল।
কারো কারো চামচামিতে লজ্বাও তার লাগে,
এমন করে তোয়াজ করবে কে জানিতো আগে।

তোয়াজের জোয়ার দেখে চান্দু লজ্জা পায়,
কে কোথায় কি বেফাস বলে ইতি-উতি চায়!
মোসাহেবদের ডেকে বলে হয়ে যাচ্ছে বেশী,
মান রাখাদায় তোদের জন্য ব্লগেতে আসি।

দূর্মূখেরা এসব দেখে খোঁচায় চাঁন্দুর ভূড়ি,
ফাঁস করে দেয় যত ছিলো ভূয়া জাড়ি জুড়ি।
কেউবা বলে যা ফিরে যা চাঁন্দু মিয়া চাঁন্দে,
তোমার লাগি চাঁন্দের বুড়ি বিরহের গান বান্দে।

চাঁন্দু যাবে চাঁন্দে ফিরে হচ্ছে কানা কানি,য
যাবে কিনা চাঁন্দে চাঁন্দু আমি কি তা জানি!
গেলে চাঁন্দে চাঁন্দু মিয়া চামচার হবে কি,
পান্তা ভাতে পরবে কি আর খাটি গাওয়া ঘি?

চাঁন্দু মিয়া লোক খারাপ না কিন্তু বলে বেশি,
তিলকে যখন তাল বলে সে মুচকি মুচকি হাসি।
ইদুর ধরা মন্ত্র নিয়ে সাপ ধরা তার ভুল,
উল্টা পাল্টা প্রশ্ন করে সব করে ভন্ডুল।

চাঁন্দু মিয়া লক্ষী হয়ে থাকো মোদের মাঝে,
চোখে দেখনা কি কারনে বের হও তুমি সাজে।
সাদা চামড়ার দেশে কিন্তু মূল্য তোমার নাই,
দেশের গর্বে গর্বিত হও বিভেদ ভুলে যাই।


প্রকাশকালঃ ১৩ মে ২০১৮ইং
উৎসর্গঃ প্রিয় ব্লগার সনেট কবি ভাইকে।
বিশেষ সতর্কতাঃ কেউ নিজেকে চাঁন্দু ভেবে আত্মতৃপ্তির ঢেকুর তুলে ব্লককে নোংরা করবেন না। ইহা লেখকের উর্ব্বর মস্তিস্কের উদ্ভট চিন্তা!!

মন্তব্য ৫৭ টি রেটিং +৬/-০

মন্তব্য (৫৭) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০১৮ রাত ৯:০৪

কুঁড়ের_বাদশা বলেছেন: আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটারে..... =p~


কবিতা দারুন হয়েছে নিজেকে নিজে কল্পনা করা চাঁন্দু ভাই। ;)

১৪ ই মে, ২০১৮ সকাল ১০:১৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বন্ধু বলো, শত্রু বলো
ভালা পাই যে তাহারে,
তার দেখা না পাইলে
মনটা বলে আহা রে!!

২| ১৩ ই মে, ২০১৮ রাত ৯:১৪

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: এগুলো নোংরামি......

১৪ ই মে, ২০১৮ সকাল ১০:১৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখার শেষে সতর্কবানী লিখেছিলাম,
হয়তো দৃশ্যমান হয়নি আপনার কাছে।
সমস্যা নাই মেঘনার জলে শুচি হোক যত নোংরামি!!

৩| ১৩ ই মে, ২০১৮ রাত ৯:১৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: এগুলো ঠিক না। ইজ্জতে লাগে।

১৪ ই মে, ২০১৮ সকাল ১০:১৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কি আর করা বলেন!!
তবে আমার জানা মতে
ইজ্জত যায়না ধুলে!!
তাই ইজ্জতে লাগা ভালো।

৪| ১৩ ই মে, ২০১৮ রাত ৯:২৮

সোহাগ তানভীর সাকিব বলেছেন: সাহিত্য সমালোচনা বা লেখকের লেখকের লেখার সমালোচনা লেখা দিয়ে করা ভালো। তবে সেটা স্বাভাবিক মাত্রায় হলে ভালো হয়।

১৪ ই মে, ২০১৮ সকাল ১০:১৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তাহা হইলে কি রম্য সাহিত্যের পর্যায়ে পড়েনা ?
অত্র লেখাটিকে যাহারা রম্য বলিয়া মানিতে নারাজ
তাহাদের জন্য আমার দুঃখ প্রকাশ করা ছাড়া
বিকল্প রহিলনা।

৫| ১৩ ই মে, ২০১৮ রাত ৯:৩২

ব্লগার_প্রান্ত বলেছেন:

১৪ ই মে, ২০১৮ সকাল ১০:২০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মন খুলে হাসতে পারে যারা
তারা বেশীদিন বাঁচে!
অনেক দিন বেঁচে থাকো
এই জঞ্জালময় পৃথিবীতে।
আর্শিবাদ রইলো।

৬| ১৩ ই মে, ২০১৮ রাত ৯:৩২

নূর আলম হিরণ বলেছেন: সনেট কবির অনুমতি নিয়ে উনাকে উৎসর্গ করেছে? আশাকরি এই কবিতা উনাকে উৎসর্গ করা উনি পছন্দ করবেন না! উনার মন্তব্যের অপেক্ষায় থাকলাম।

১৪ ই মে, ২০১৮ সকাল ১০:২১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমাদের সংবিধানে তন্ন তন্ন করেও
খুঁজে পেলামনা যে কাউকে কিছু উৎসর্গ
করতে হলে তার অনুমতি নিতে হয়!!
দেখাযাক সনেট কবি কি বলেন।

৭| ১৩ ই মে, ২০১৮ রাত ৯:৪৩

শাহরিয়ার কবীর বলেছেন: নূরু ভাই প্রতিটি মানুষের নিজস্বতা আছে ; সবাইকে নিজের সাথে মিলালে চলবে না। কাউকে ভালো না লাগলে তাকে এড়িয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ। ব্লগে যদি আপনারা এমন করেন তাহলে আপনাদের কাছে আমদের কি শেখার আছে? হিংসা-প্রতিহিংসার শিক্ষা কখনো চাই না... আশা রাখি, আবার আমাকে ভুল বুঝবেন না।

১৪ ই মে, ২০১৮ সকাল ১০:২৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কবীরভাই বললেন, কাউকে ভালো না লাগলে তাকে এড়িয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ!

আমি তাকে এড়িয়ে যাইনা, তার মানে আমার তাকে ভালো লাগে। প্রুভড!!
যে তাকে এড়িয়ে চলে নিশ্চয়ই তিনি তাকে ভালোবাসেন না। এটাও প্রমানিত!!
আমি কাউকে ভুল বুঝিনা, জ্ঞানের নাড়ী আমার টনটনা !! হা হা হা

৮| ১৩ ই মে, ২০১৮ রাত ৯:৪৫

ব্লগার_প্রান্ত বলেছেন: ভাই, আপনারা বিষয়টা নিয়ে আপস মিমাংসায় আসেন, সবাই জিনিসটা ফান হিসেবে নাও নিতে পারে,
চাঁদগাজী সাহেবও মাইন্ড করতে পারেন।
আপনারা যে আসলে ভাই ভাই, এটাতো সবাই জানে না

১৪ ই মে, ২০১৮ সকাল ১০:২৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ফানকে যারা ফান হিসেবে নিতে না পারে
তাদের পঞ্চ ইন্দ্রিয়ের সমস্যা আছে!
"হাসির কথায় হাসি পাবে,
দুঃখের কথায় কান্না,
এ কথা আমার না
বলেছেন ভজ হরি মান্না"

৯| ১৩ ই মে, ২০১৮ রাত ১০:২০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: "দেশের গর্বে গর্বিত হও বিভেদ ভুলে যাই।"!!!:)

রম্য লেখায়, সমস্যা কি??? ভালই তো লাগছে???
আসলে ইট পাথরে বড় হতে হতে অনেকে মজা করাই ভুলে গিয়েছে???

একএক জন যেন পার্সনালিটির জাহাজX(

১৪ ই মে, ২০১৮ সকাল ১০:২৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ মন্ডল ভাই
আমার শেষ লাইনটার প্রতি
গুরুত্ব দেবার জন্য।
জহুরি ঠিকই রত্ন খুঁজে পেয়েছেন।
আমার শেষ লাইনে তাকে শত্রু নয়
মিত্র হবার আহ্বান জানিয়েছি।
শিক্ষিত শত্রু অনেক প্রিয় আমার কাছে
মূর্খ বন্ধুর চেয়ে।

১০| ১৩ ই মে, ২০১৮ রাত ১০:২৩

সনেট কবি বলেছেন: স্বীকৃতিকে কেউ মোসাহেবী, তেলমারা কিংবা চামচাগীরি ভাবলে কিছুই বলার নেই। তবে নূরুভাই মন থেকে জনাব চাঁদগাজীর বিরোধী নন সেটাও বেশ বুঝা যায়। আর চাঁদগাজী ব্লগারদের পাশে থেকে তাদের উৎসাহ যোগান, এটা ভাল দিক। যখন কোন পোষ্টে কোন মন্তব্য পড়ে না তখন সে পোষ্টে কারো খোঁচামারা মন্তব্যও ভাল লাগে। আমি কোন কিছুকে নেতি বাচক দুৃষ্টিতে দেখি না। সে হিসেবে নূরু ভাইয়ের উৎসর্গকেও সে হিসেবে দেখছি না।

১৪ ই মে, ২০১৮ সকাল ১০:৩২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
"সুজনে সুজন চিনে
ভ্রমরা চিনে মধু,
আমার মতো যদু মধু খুজিঁ
চিংড়ি মাছ আ কদু!!"

আপনার উপর আমার শ্রদ্ধা বেড়ে গেলো সনেট কবি।
যারা কথার অন্তর্নিহিত ভাব বুঝতে অক্ষম তাদের সে
বিষয়টা এড়িয়ে যাওয়া ভালো। কথ একবার বলা হয়ে গেলে
তা আর ফিরিয়ে নেওয়া যায়না!!

১১| ১৩ ই মে, ২০১৮ রাত ১১:০৫

চাঁদগাজী বলেছেন:


জন্ম-মৃত্যুর হিসাব রক্ষকের কবিতার জগতে প্রবেশ: ছন্দ, আত্মদ্বন্দ্ব, কথন, বুনন, সব মিলে কবিতা খুবই ভালো লেগেছে।

তবে, ট্রাক্টরের ছবি, কবিতায় চোখের সমস্যা, সবকিছু মিলে ঐ কবিতা এক ব্লগার, আসল চান্দুমিয়ার সাথে মিলে গেছে; আমি সামনে ক্রুসেড দেখছি; শুনলাম, চান্দুমিয়া উত্তর কোরিয়ার কিম জং থেকে এটমিক মিসাইল কিনে, ট্রাক্টর ভর্তি করে ব্লগে আসতেছেন; জন্ম-মৃত্যুর হিসাব রক্ষক, কিংবা পার্ট-টাইম কবির কি হবে আমি জানি না; তবে ভালো লক্ষণ, পার্ট-টাইম কবি ব্লগের এলাকা ছেড়ে আত্ম-গোপনে চলে গেছেন।

১৪ ই মে, ২০১৮ সকাল ১০:৩৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গাজীসাব আমার উর্বর মস্তিস্কের মূল্যহীন
কাব্যটিকে কবিতার স্বীকৃতি দিয়েছেন তাতে
যারপরনাই আহ্লাদিত হলাম।
চান্দুমিয়ার মিসাইল প্রতিহত করার মতো
শক্তি ও ক্ষমতা আছে বিধায় তাকে সম্মুখ
সমরে আাহ্বান জানাই। তাকে বার্তা দিবেনঃ
বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী!!
রণক্ষেত্রে একচুল জমি না ছাড়ার বার্তাই রয়েছে মহাভারতে কথিত এই বাক্য বন্ধণীতে। মহাভারতে কৌরবদের জয়ের জন্য শেষ পর্যন্ত লড়াই চালিয়েছিলেন কর্ণ।

১২| ১৩ ই মে, ২০১৮ রাত ১১:১৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: ব্লগে যুদ্ধ শুরু হইলে মন্দ লাগবেনা।

১৪ ই মে, ২০১৮ সকাল ১০:৪৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যারা যুদ্ধকে (উপভোগ) ইনজয় করতে পারে
তারা যুদ্ধকেও উপভোগ্য করে তুলতে পারে।
তবে আমরা তা করতে পারিনা বলেই অযথা
তর্কে জড়িয়ে পরিস্থিতি ঘোলাটে করে তুলি।

১৩| ১৩ ই মে, ২০১৮ রাত ১১:২৪

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: ক্লিক করে দেখতে গিয়েছিলাম কারা এই পোস্টে লাইক দিয়েছে, কিন্তু ভুলক্রমে লাইকে ক্লিক পড়ে গেছে। এখন এটা বাদও দিতে পারছি না। প্রচন্ড লজ্জা পাচ্ছি এরকম কোয়ালিটির একটা পোস্টে আমার লাইক দেখে। আবারও লজ্জিত।

১৪ ই মে, ২০১৮ সকাল ১০:৪৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার জন্য খুবই দুঃখ হচ্ছে আপনার
অনিচ্ছাকৃত ভুলের জন্য।
সমস্যা নাই আপনার লাইক
আপনাকে ফিরিয়ে দিলাম,
আমি গাজীসাবের লাইক
বেশী পছন্দ করলাম

১৪| ১৩ ই মে, ২০১৮ রাত ১১:৪০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সারাদিন চন্দ্র সূর্য নিয়ে পড়ে থাকলে হবে???X(


আমাদের নিয়ে লেখা যায় না???X(

১৪ ই মে, ২০১৮ সকাল ১০:৫০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তাহার আমি বাসি যে, সখা সবার চেয়ে ভালো
তোমরা কেন বলো বলো তাকে মন্দ আর কালো !!

১৫| ১৪ ই মে, ২০১৮ সকাল ৮:৫৫

মো: মাসুদ রানা (এম আর) বলেছেন: একজন অপরজনকে খোচানোতে যেন বেশি খুশি পায়। চাঁদগাজী সাহেব একতরফা লিখে থাকেন সেটা আমরা জানি তাই বলে তাকে নিয়ে এমন কবিতা লিখবেন। যতসব নষ্টের মূল হলো বাংলার রাজনিতী।

১৪ ই মে, ২০১৮ সকাল ১০:৫৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
না খোঁচানোটা ভালোবাসা নয়
নয়কো ভালোবাসার প্রকাশ,
খেজুর গাছ না খোচালে কি
পেতো কেউ তার মিষ্টি রস !!



১৬| ১৪ ই মে, ২০১৮ সকাল ১১:০১

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

১৪ ই মে, ২০১৮ সকাল ১১:৫০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ রাজীব ভাই

খাবার আগে আর বিচারের শেষ
জড়িয়ে থাকে এক মধুর আবেশ!!

১৭| ১৪ ই মে, ২০১৮ সকাল ১১:৫৪

কাওছার আজাদ বলেছেন: কেউ কোনো এক তরফা বা সমালোচনামূলক লিখতেই পারে। কিন্তু তাই বলে এত্রবড় বাঁশ!

১৪ ই মে, ২০১৮ দুপুর ১২:০৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কেউ যদি বাঁশ নিয়ে আত্মতৃপ্তি লাভ করে
তা হলে তাকে বাঁশ দিতে কুণ্ঠিত হবার কিছু নাই।
একটি বাঁশ এখন হাজার টাকায় বিকোয়,
তাছাড়া জীবনের শুরুতে বাঁশ, জীবন ভর বাঁশ,
বিদায় বেলায়ও বাঁশ!! সুতরাং বাঁশকে অশ্রদ্ধা করার
কিছু নাই। ভালো থাকবেন।

১৮| ১৪ ই মে, ২০১৮ দুপুর ১২:৩৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Excellent

১৫ ই মে, ২০১৮ বিকাল ৩:৪৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
Thank you very much
Sajjad Bhai.

১৯| ১৪ ই মে, ২০১৮ দুপুর ১২:৪৪

অক্পটে বলেছেন: আপনাদের দু'জনের খিটির-মিটির আমি দারুণ ভাবে উপভোগ করি। দুজনেই ভালো থাকুন।

১৫ ই মে, ২০১৮ বিকাল ৩:৫৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
উপভোগ করার জন্য ধন্যবাদ
সবাই ভালো থাকুক,
সুন্দরে বাচুঁক।

২০| ১৪ ই মে, ২০১৮ দুপুর ১২:৪৯

তারেক_মাহমুদ বলেছেন: আগে একটু হেসে নি। খুব মজার হয়েছে ছড়া। ইস অনেক পরে চোখে পড়লো আপনার চান্দু মিয়ার চান্দের গাড়ির ছড়া।

আরে এটাতো চান্দের গাড়ি না ট্রাক্টর, চান্দের গাড়িতো সিনেমার ভিলেনরা নায়িকাকে তুলে আনার জন্য ব্যবহার করে।

১৫ ই মে, ২০১৮ বিকাল ৪:১৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হাসেন, হাসেন, যত পারনে হাসেন,
যানি আপনি আমায় কত ভালোবাসেন!
গাড়ি যখন চাঁন্দে যায় সেটাই চাঁন্দের গাড়ি
এই গাড়িতে চড়ে চান্দু যাবে বাড়িৗ!!

২১| ১৪ ই মে, ২০১৮ দুপুর ১২:৫৭

মোহাম্মদ জন চক্রবর্ত্তী বলেছেন: @ নূর
মোহাম্মদ
নূরু
নূর
মোহাম্মদ
নূরু
নূর
মোহাম্মদ
নূরু
খুব ভাল,মজা পেয়েছি। সঙ্গে এইটুকু- "All characters and events depicted in this poem are entirely fictitious. Any similarity to actual events or persons, living or dead, is purely coincidental. "

১৫ ই মে, ২০১৮ বিকাল ৪:০১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হাসলে মনের ময়লা দূর হয়,
যা হারপিক হতেও বেশী কার্যকর।

I love people who make me laugh.
I honestly think it's the thing I like most, to laugh.
It cures a multitude of ills. It's probably the most
important thing in a person.

২২| ১৪ ই মে, ২০১৮ দুপুর ১২:৫৭

প্রামানিক বলেছেন: চাঁদগাজী ভাই আর নুরু ভাইয়ের মধ্যে একটা সমঝোতা হোক এই কামনা করি।

১৫ ই মে, ২০১৮ বিকাল ৪:০৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমরা কোন সন্ধি করবনা,
মৃত্যুর আগ পর্যন্ত লড়ে যাবো
বীরের মতো। কেহ কারে
নাহি ছাড়ে সমানে সমান।

২৩| ১৪ ই মে, ২০১৮ দুপুর ১:১০

পবন সরকার বলেছেন: আপনারা দুইজন গলা ধরা দোস্ত
একজন আরেকজনের খুলে খান গোস্ত
আমরা যারা ব্লগার চেয়ে চেয়ে দেখি
পক্ষে আর বিপক্ষে নানা কথা লেখি।

১৫ ই মে, ২০১৮ বিকাল ৪:০৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পক্ষ নিলে দোষ নাই
বিচক্ষণ পক্ষ চাই,
চুপটি করে থাকার চেয়ে
কিছু বলা পক্ষ চাই।

২৪| ১৪ ই মে, ২০১৮ দুপুর ২:৩৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বাহ! বেশ
ব্লগে থাকবে এর রেশ।

১৫ ই মে, ২০১৮ বিকাল ৪:১১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ সরকার ভাই
আপনার কথার জবাব নাই।
থাকুক এমন রেশ
সুন্দর পরিবেশ।

২৫| ১৪ ই মে, ২০১৮ বিকাল ৫:৫৪

অর্থনীতিবিদ বলেছেন: হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ
হাসতে হাসতে গড়াগড়ি খাইতাছি, মন্তব্য লিখুম কি, হাইসা-ই কুল পাইতাছি না।
চরম হইছে বস। আগায়া যান।

১৫ ই মে, ২০১৮ বিকাল ৪:১৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পৃথিবীতে সবচেয়ে কষ্টসাধ্য হলো কাউকে হাসাতে পারা
আপনি হেসেছেন, আমি খুশি হয়েছি।
হাসি স্বাস্থ্যের জন্য উত্তম!

২৬| ১৪ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

চাঁদগাজী বলেছেন:


সব হবে, কাউকে না কাউকে ট্রাক্টরের নীচে যেতে হবে! সবই হবে, "রমযানের পর"।

১৫ ই মে, ২০১৮ বিকাল ৪:২১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কোন এক নেত্রী আল্টিমেটাম দিতো
ঈদের পরে এই করেঙ্গা, সেই করেঙ্গা!
কত ঈদ এলো গেলো মাগার কুছ নেহি করেঙ্গা!!

তা কাকে ট্রাক্টরের নীচে ফেলবেন ? বুড়া বয়সে
লাল দালানে যাবার শখ !! এতদিন পণ্ডিত, তার
পরে পেঁচার মুখোশে কি একটা পাগলের সাথে
লড়েছি? মানুষ মারার চিন্তা ছাড়ুন, পাগলামীর
চিকিৎসা করান। আমরা আপনাকে উন্মাদ ভাবতে
চাইনা। উন্মাদরা বড় খারাপ, মানুষকে কামড়ায়!!

২৭| ১৪ ই মে, ২০১৮ রাত ১১:০৭

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:







রম্য বলেই হাসলাম


এটা দেখে কি বলবেন?


তবে শেষমেশ মজা পেলাম।

১৫ ই মে, ২০১৮ বিকাল ৪:২৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
রম্য সবাই বুঝতে পরেনা!
রম্য বুঝতে সাধনা করতে হয়।
না বুঝলে তাকে চুলকানী বাজারে
গিয়ে চুলকিয়ে আসতে হবে!!

২৮| ১৫ ই মে, ২০১৮ বিকাল ৪:১৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অত্র লেখায় যারা মন্তব্য করেছেন তাদের সবাইকে ধন্যবাদ।
রম্যকে রম্য হিসেবে দেখার মানসিকতা সবার থাকেনা।
তবে যাকে উৎসর্গ করেছি এবং যাকে মিন করেছি তারা
এটাকে রম্য হিসেবে নিয়েছেন এটাই আমার স্বার্থকতা।

আমরা যা নই তার চেয়ে বেশী বুঝি তা প্রামাণ করতে গিয়ে
তালগোল পাকিয়ে অন্যকে বিভ্রান্ত করি। যার থেকে সুফল আশা
করা বৃথা। সবাই ভালো থাকবেন।

২৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ২:২৩

হাসান রাজু বলেছেন: আপনাদের জুড়ি নাই। আপনাদের তুলনা হয় না। আমার লাইক গ্রহণ করুন।

০২ রা জুন, ২০২০ রাত ৯:৪৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

রাজুভাই লাইকতো দিলেন কিন্তু হারিকেন জ্বালিয়েও তা
দেখতে পাচ্ছিনা। ডানে একটা লাইকের আইকন আছে
মনে হয় সেখানে খোচা দিতে পারেন নাই ঠিকমতো!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.