নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

আমাদের সনেট কবি

২০ শে মে, ২০১৮ বিকাল ৪:১৩


আমাদের সনেট কবি
নূর মোহাম্মদ নূরু

আমাদের সবার প্রিয়
সনেট কবি ভাই,
অন্তরটা তার বিশাল বড়
ভাবের অভাব নাই।

বিশাল মনের মানুষগুলো
তার অন্তরে গাথা,
সেসব নিয়ে আমি কভু
ঘামাইনা যে মাথা।

কিন্তু আজ হঠাৎ করে
কি যে মনে করে,
সে আমারে জাগিয়ে দিলো
ঘুমিয়ে ছিলাম ঘোরে!

এমন করে একে একে
সবাই হলে গুণী!
সাধুর খাতায় নাম লেখাবে,
চোর ডাকাত আর খুণী।

আমি ভাই সরল সোজা
ধুলা সম ছাই,
সনেটের সাবজেক্ট হবার,
যোগতাতো নাই।

তার পরেও সালাম জানাই
সনেট ভাইয়ের তরে,
পাশাপাশি সুখে-দুঃখে
থাকবো জীবন ভরে।


প্রকাশকালঃ ২০ মে ২০১৮
উৎসর্গঃ সনেট কবির করকমলে

মন্তব্য ৬৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (৬৮) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০১৮ বিকাল ৪:১৯

সনেট কবি বলেছেন: সত্যি অবাক হয়েছি আপনার প্রতিভা দেখে। এত দ্রুত এমন সুন্দর ছড়া। মূল্যায়নের ভাষা খুঁজে পাচ্ছি না। আমি বরিশাল অঞ্চলে আছি আজ বিশ বছর। এখন আছি ঝালকাঠিতে। সে জন্য মনে হয় যেন আপনার উপস্থিতি টের পাই। এখন আমার সত্যি সত্যি মনে হচ্ছে আপনি হয়ত কিছু একটা করে দেখাবেন। অপেক্ষায় থাকলাম।

২০ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ ফরিদ ভাই আপনার আন্তরিক ও উষ্ণ ভালো ভালোবাসার পরশ বুলানোর জন্য।
চাখার কলেজে পড়ার সময় ঝালকাঠি ছিলো আমার বেড়ানোর প্রিয় প্রাঙ্গন। শাহী জর্দার
মালিক আমার এক ভাইয়ের শ্বশুর সুবাদে প্রায়ই বেড়াতে যেতাম তাদের বাড়ি। তবে সে
অনেক আগের কথা। এখন নিজের বাড়ীতেই যাওয়া হয়না ৫/৭ বছরের আগে। আমার
ক্ষমতা সীমিত কিই বা করে দেখাতে পারি। তবে আপনাদের সবার মঙ্গল কামনা করি
সব সময়। আমার মন্তব্য হয়তো কোথাও রুঢ় মনে হলেও তা যুক্তি সঙ্গত কারণে।
আমি আমার সাধ্যমতো মানুষের ভুল ধরিয়ে দিতে চাই। ভুল বলে বা ভুল বুঝিয়ে
আমাকে সন্তষ্ট করা যায়না। তাই আমাকে অমসৃন, অনমনীয়, অশিষ্ট মনে হতে পারে।
ভালো থাকবেন। রমজান আপনার জীবনে কল্যাণ বয়ে আনুক। আমিন

২| ২০ শে মে, ২০১৮ বিকাল ৪:১৯

তারেক_মাহমুদ বলেছেন: গুনি মানুষেরা এমনি বিনয়ী হয়। সুন্দর লিখেছেন নুরু ভাই।

২০ শে মে, ২০১৮ বিকাল ৪:৪১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অসংখ্য ধন্যবাদ তারেক ভাই,
ভালো ভালো কথা শুনেই তার
অন্তরকে বিচার করতে গেলে ধোঁকা খেতে হয়।
কাঠ পাথরের সাথে মিতালী করা জীবনে বিনয়
উঠেই গেছে। যা আছে তা মুখোশ। মুখোশের আড়ালে
হায়না তাড়িত করে আমাদের প্রতিনিয়ত।
যা হোক আপনার মন্তব্যে অনুপ্রাণিত হলাম বিনয়ী হতে।
ভালো থাকবেন।

৩| ২০ শে মে, ২০১৮ বিকাল ৪:২২

মীর সাজ্জাদ বলেছেন: সুন্দর প্রতিদান। আসলে প্রতিদান বললে ভুল হবে। এ যেন সম্পর্কের অটুট বন্ধন।

২০ শে মে, ২০১৮ বিকাল ৪:৪৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সাজ্জাদ ভাই
আমাদের সঞ্চয়ের ঝুলিতে হীরা মানিক্য নয়
কেবলই কঠিন পাথরে ভর্তি। প্রতিদান দেবার
সম্বল কিংবা মানসিকতা আমাদের নাই।
তার পরেও সবার সাথে সুন্দর সম্পর্ক টিকিয়ে
রাখতে পারলে আত্মতৃ্প্তি লাভ করা যায়।
ভাল থাকবেন

৪| ২০ শে মে, ২০১৮ বিকাল ৪:২৪

মোস্তফা সোহেল বলেছেন: ফরিদ ভাইয়ের জন্য অনেক শুভকামনা রইল।
আপনার লেখা খুব ভাল হয়েছে।

২০ শে মে, ২০১৮ বিকাল ৪:৪৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ফরিদ ভাই, সকলের প্রিয় সনেট ভাই,
তারা পারিবারিক ভাবে সনেট ধারণ ও
লালন করেন। তার দুুই কণ্যাও অসাধারণ
সনেট লিখে। তাদের সবার জন্য শুভেচ্ছা,
আপনার জন্যও।

৫| ২০ শে মে, ২০১৮ বিকাল ৪:২৫

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোরম।

২০ শে মে, ২০১৮ বিকাল ৪:৪৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার মন্তব্য না থাকলে
লাগে অসহ্য গরম।।

৬| ২০ শে মে, ২০১৮ বিকাল ৪:২৫

কাইকর বলেছেন: খুব ভাল লাগে সনেট ভাইকে।তার সব কবিতা পড়ি আমি।ভাল মনের একজন মানুষ। আমার মতো নতুন ব্লগারদের যেভাবে আপন করে নিতে দেখলাম। সত্যি কথা বলতে তার প্রেমে পড়ে গেছি।

২০ শে মে, ২০১৮ বিকাল ৪:৪৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কাইকর আপনাকে ধন্যবাদ,
নতুন হলেও প্রায় সকলের
লেখা পড়া ও মন্তব্য করায়
আপনি প্রিয় হয়ে উঠেছেন।
ধারা অব্যাহত থাকুক।

৭| ২০ শে মে, ২০১৮ বিকাল ৪:৪০

এম ডি মুসা বলেছেন: কি বলে ?

২০ শে মে, ২০১৮ বিকাল ৪:৪৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কে ?-------------------------------------------

৮| ২০ শে মে, ২০১৮ বিকাল ৪:৪১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমার প্রিয় কবির জন্য কবিতা ভালো লাগলো।

২০ শে মে, ২০১৮ বিকাল ৪:৪৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ সাজ্জাদ ভাই
আপনার প্রিয় কবির জন্য
একটি ছড়া উৎসর্গ করতে
পেরে আমিও ধন্য।

৯| ২০ শে মে, ২০১৮ বিকাল ৪:৪২

জোকস বলেছেন: হাতাহাতির চেয়ে কবিতার মাধ্যমে জবাব দেয়াই ভালো। প্রথমে সনেট কবি এর আগমনে আন্তরিক ধন্যবাদ।

২০ শে মে, ২০১৮ বিকাল ৪:৫৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকেও ধন্যবাদ জোকস!!
সনেট কবি সত্যিই খুব ভালো মানুষ,
তার নিরহংকার ও মেনে নেবার অদ্ভুত
ক্ষমতা আছে যা আমার নাই।

১০| ২০ শে মে, ২০১৮ বিকাল ৪:৫৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সনেট লিখে কবি ফরিদ
হলেন সনেট গুরু
তাঁকে নিয়ে কাব্য লেখেন
নূর মোহাম্মদ নূরু

দুজনকেই সালাম এবং
জানাই শুভেচ্ছা
হাত পা খুলে লিখতে থাকুন
কাব্য বা কেচ্ছা


২০ শে মে, ২০১৮ বিকাল ৫:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সনেট কবি সনেট গুরু কথা সবার জানা,
সবাই তাকে শ্রদ্ধা করে, ভালো বাসতে নেই মানা।
তাহার সাথে তুলনাতে ক্ষুদ্র আমি অতি,
লিখলাম আজ তাকে নিয়ে হয় যদি কোন গতি।

আপনি কিন্তু খাঁটি সোনা, নয়কে ধুলা বালি
চোখে মোদের ধুলা দিতে আড়ালে থাকেন খালি।
আপনার লেখা নামী দামী আমরা জানি ভাই
নিজেকে আড়াল করে কোন লাভ নাই।

১১| ২০ শে মে, ২০১৮ বিকাল ৪:৫৯

পদাতিক চৌধুরি বলেছেন: অসাধারণ। দুইজনকে ও ব্লগের সকল গুনমুগ্ধ শ্রোতাদর্শকে অন্তরের শুভেচ্ছা।

২০ শে মে, ২০১৮ বিকাল ৫:৪৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চৌধুরী ভাই আপনাকেও শুভেচ্ছা।
তবে সবার অন্তরে সবার প্রবেশ সংরক্ষিত।
কে কার অন্তরে কখন ঢুকতে পারবে তা
সে নিজেও জানেনা। মানুষের অবচেতন
মনে হয়তো কেউ ঢোকার সুযোগ পায়
তবে সবাই নয়।
ভালো থাকবেন।

১২| ২০ শে মে, ২০১৮ বিকাল ৫:০৫

ব্লগার_প্রান্ত বলেছেন: সুন্দর

২০ শে মে, ২০১৮ বিকাল ৫:৪৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তুমিও সুন্দর, সুন্দনর তোমার রেজাল্ট,
কোথায় ভর্তি হলে?

১৩| ২০ শে মে, ২০১৮ বিকাল ৫:২৫

নীল মনি বলেছেন: ইশশ কি মজা! সবাই সবাইকে নিয়ে লিখছে।এটা আন্তরিকতার প্রকাশ। ভালোবাসা বাড়িয়ে দেয় শতগুণ। লেখা ভালো হয়েছে :)। ভালো থাকুন আপনারা

২০ শে মে, ২০১৮ বিকাল ৫:৪৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নীল মনি,
ধন্যবাদ আপনাকে
অল্পতে খুশী হতে সবাই পারেনা,
আপনি খুশী হয়েছেন শুনে ভালো লাগলো।

১৪| ২০ শে মে, ২০১৮ বিকাল ৫:৩৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ব্লগে সনেট/কবিতার চাইতে এমন ছড়াই ভাল...:)
আমি নুরা ভাইয়ের সাথে:P

২০ শে মে, ২০১৮ বিকাল ৫:৪৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অতীতের কথাগুলো, পুরানো স্মৃতিগুলো
মনে মনে রাইখো.............
আমি তো ভালো না ভালো নিয়েই থাইকো।

কানে কানে বলিঃ আপনাকে না!!

১৫| ২০ শে মে, ২০১৮ বিকাল ৫:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: দুজনকে ই শুভেচ্ছা। নুরু ভাই ইদানিং দারুন সব ছড়া লিখছেন।

২০ শে মে, ২০১৮ বিকাল ৫:৫২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ সেলিম ভাই,
যদিও এটা আমার ক্ষেত্র না
তবুও অবস্থার প্রেক্ষিতে
লিখতে বাধ্য হচ্ছি।

১৬| ২০ শে মে, ২০১৮ বিকাল ৫:৪৭

চাঁদগাজী বলেছেন:


সনেট কবিকে সন্মান করা হয়েছে, খুবই ভালো লাগলো।

২০ শে মে, ২০১৮ বিকাল ৫:৫৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সম্মানীয় যাঁরা, হোক তাঁরা জীবিত কিংবা মৃত
আমি তাঁদের সম্মান দেবার চেষ্টা করি। যার
প্রতিফলন আছে আমার ব্লগে!
ধন্যবাদ আপনার ভালো লাগার জন্য।

অফটপিকঃ আপনাকে নিয়ে লিখতে পারলে ভালো হতো
কিন্তু সবার সব কিছু ভালো লাগেনা!!

১৭| ২০ শে মে, ২০১৮ বিকাল ৫:৪৮

ব্লগার_প্রান্ত বলেছেন: ভাই কবিতা সুন্দর :D
আর ভর্তি আগামী মাসে। দোয়া চাই

২০ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:০২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ প্রান্তর তুমি কেন বলো ভাই
ভাইয়ের উপরে কি আর কেউ নাই?
চাচা, কাকা বলো যদি কিইবা দোষ তায়,
সবার সাথে এক রিস্তা কভু কি শোভা পায়?

১৮| ২০ শে মে, ২০১৮ বিকাল ৫:৪৮

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: চমৎকার, একেই বলে হৃদ্যতার বন্ধন

২০ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যুক্তি যারা মেনে চলে কথায় ও কাজে
তাদের সাথেই হৃদ্যতার ঘণ্টা বাজে।
কপট হাসি ফুটে মুখেতে যাহার
তাহার সাথে বন্ধুত্ব কর পরিহার।

১৯| ২০ শে মে, ২০১৮ বিকাল ৫:৫৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: পাজি গাজীর সাথে মোর
চিরকালই দ্বন্দ্ব।
কবে জানি যায়
কথাবার্তা বন্ধ?:(

ঐ লোকের এক লাইন ছড়া লেখারো মুরোদ নেই।X(


২০ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বিবাদ করা ভালোনা
ভালো কিংবা মন্দে,
তার কিছু ভাল্লাগেনা
তাই গেছে চাঁন্দে।

২০| ২০ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

ব্লগার_প্রান্ত বলেছেন: আমি আপনাকে আজ থেকে খালু ডাকবো।
নট নড়ন চরণ

২০ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ঠিক আছে ভাগ্নে ব্যাটা
কথা হলো পাকা,
আজ থেকে খালু আমি
দুধে আমে মাখা!

২১| ২০ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭

সেলিম জাহাঙ্গীর বলেছেন: অনবদ্য

২০ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ জাহাঙ্গীর ভাই
মন্তব্য ভালো লাগলো।

২২| ২০ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯

পবন সরকার বলেছেন: নূরু ভাই কি আমার উপর গোস্বা করলেন নাকি?
আমার লেখায় আপনার একটা মন্তব্য আছে বাকি।

২০ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
থাকিতে সময় গুছাও ছামান
বেলা যে আর নাই,
ত্রাহি ত্রাহি রব উঠেছে
গগণ বিদারে ভাই।

২৩| ২০ শে মে, ২০১৮ রাত ৮:০৩

সেলিম আনোয়ার বলেছেন: আপনি বিখ্যাত ছড়াকার। কবে থেকে লিখছেন ছড়া। আপনার প্রথম ছড়া কোন টি।

২১ শে মে, ২০১৮ বিকাল ৪:২৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি বিখ্যাত ছড়াকার না!
সেই ছোট বেলা থেকে যেদিন পড়া শুরু করেছিলাম " জল পড়ে পাতা নড়ে"
আমার প্রথম ছড়া মা'কে মনে পড়ে
ধন্যবাদ আনোয়ার ভাই,
ভালো লাগলো আপনার প্রশ্ন।

২৪| ২০ শে মে, ২০১৮ রাত ৮:১২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ভালো লিখেছেন। আপনার ছড়া/কবিতাও অনেক সুন্দর হয়। সনেট কবি'র প্রতি শ্রদ্ধা।

২১ শে মে, ২০১৮ বিকাল ৪:৩০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ শাহাদাৎ ভাই
মন্তব্য প্রদানের জন্য।
সনেট কবিবে আপনার
শ্রদ্ধা ফরোয়ার্ড করলাম।

২৫| ২০ শে মে, ২০১৮ রাত ৮:২৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
আপনার মন্তব্য না থাকলে
লাগে অসহ্য গরম।।


আমি কেন আপনাদের মতো লিখতে পারি না??
এই রকম মিলিয়ে মিলিয়ে আমি লিখতে চাই। শিখিয়ে দেন না একটূ।

২১ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
রাজীব ভাই ধন্যবাদ আপনাকে পুনরায় ফিরে আসার জন্য।
নদীর এপার কহে ছাড়িয়া নিঃস্বাস
ওপারেতে যত সুখ আমার বিশ্বাস।

আমি কেন আপনার মতো সহজ কথায় লিখতে পারিনা !!

২৬| ২০ শে মে, ২০১৮ রাত ১০:০৮

সনেট কবি বলেছেন: নূরু ভাইয়ের কাব্য প্রতিভায় ব্লগাররা রীতিমত অবাক বলেই মনে হয়। যাক প্রামানিক ও কি করির তালিকায় আরো একজনের নাম সংযুক্ত হলো। আর আমাকে নিয়ে তাঁর প্রচেষ্টায় আমি দারুণ খুশী। সেই সাথে যারা মূল্যবান মন্তব্য প্রদান করেছেন তাঁদের সবার প্রতি শুভেচ্ছা।

২১ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ফরিদ ভাই
ভালো লাগলো আপনার আন্তরিকতা,
তবে আমাকে যত উপরে তুলে ধরেছেন
ততটা আমি নই। ব্লগ এবং ব্লগারদের
ভালোবাসি তাই সুখে দুঃখে, রাগে-অভিমানে
ঝগড়া-বিবাদে থাকি পাশাপাশি।

সকল মন্তব্যকারীকে শুভেচ্ছা।

২৭| ২০ শে মে, ২০১৮ রাত ১১:৩০

শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লিখেছেন ভাই


সকলের প্রিয় সনেট কবির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রইলো।।

২১ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম
সনেট কবিকেও শ্রদ্ধা।

২৮| ২১ শে মে, ২০১৮ সকাল ৯:৫৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:

ব্লগে দেখছি একজন আরেকজনকে নিয়ে লিখে হীট।
দ্বীলখুশ, দ্বীলখুশ দিচ্ছে দ্বীল নতুন বীট।

২১ শে মে, ২০১৮ বিকাল ৪:৪০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

হিট হয় একজনে গোস্বা করে কেউ,
সুজনের কুজন আর তার আছে ঘেউ!!

২৯| ২১ শে মে, ২০১৮ সকাল ১০:২১

মঈনুদ্দিন অারিফ মিরসরায়ী বলেছেন: আমারো অসাধারন ভালোলাগার কবি আমাদের সনেট কবি। আল্লাহ উনাকে নেক হায়াত দান করুন।

২১ শে মে, ২০১৮ বিকাল ৪:৪১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমিন।-
উনি দীর্ঘজীবী হোক,

৩০| ২১ শে মে, ২০১৮ সকাল ১০:৫৯

শামচুল হক বলেছেন: হা হা হা নুরু ভাইয়ের কবিতা
রসে ভরা সবি তা।

২১ শে মে, ২০১৮ বিকাল ৪:৪২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখি আমি ছড়া
হয়ে যায় কবিতা,
ভষ্ণে ঘি দিলে
বৃথা সবিতা।

৩১| ২১ শে মে, ২০১৮ সকাল ১১:১৬

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: সনেট কবি নিতান্তই একজন ভালো মানুষ কিন্তু ওনার কিছু লেখায় আমার দ্বিমত আছে; তবে ওনাকে সম্মান করি।

২১ শে মে, ২০১৮ বিকাল ৪:৪৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দ্বিমত থাকা দোষের নয়
যদি থাকে যুক্তি,
অযথা দোষ দিলে
মিলবে কি মুক্তি?

৩২| ২১ শে মে, ২০১৮ দুপুর ১:২৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: নুরু(ব্লগার) ভাইয়ের কবিতা পড়ে
বসলাম নড়ে চড়ে।
ছন্দময় এমন কবিতা তিনি
লিখেন কেমন করে?!

'ভাই' এর সাথে মিল রেখে
শব্ধ নিয়েছেন 'নাই'
ছন্দ-ভাবের প্রকাশ দেখে
মুগ্ধ হয়ে যাই।

এমন একটি কবিতা যদি
লিখতে পারতাম আমি!
এমনসব ভাব ধরতাম
যেন অনেএএএক নামী-দামী।

(আপনার লিখাটা পড়ে - না লিখে পারলাম না। সনেট কবি ও কবিতার কবিকে শুভেচ্ছা)



২১ শে মে, ২০১৮ বিকাল ৪:৪৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ জুনায়েদ ভাই
স্বাগতম আমার ব্লগে,
সুন্দর আপনার চেষ্টা
মনে ধরলো পলকে।

৩৩| ২২ শে মে, ২০১৮ দুপুর ২:৫০

প্রামানিক বলেছেন: আহা! লোকটি আসলেই গুনী। এই ব্লগে গরগর করে সনেট লেখার মত আর একটাও কবি নেই।

২২ শে মে, ২০১৮ বিকাল ৫:৫৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জয়তু সনেট ভাই
সত্যি তার তুলনা নাই,
সদা থাকুক সনেট লেখার কাজে
সনেট ছাড়া অন্য কিছু খুবই কানে বাজে !!

৩৪| ১০ ই জুলাই, ২০১৮ রাত ১২:০৭

অচেনা হৃদি বলেছেন: চমৎকার ছড়া/কবিতা । পড়তে ভালোও লেগেছে অবাকও লেগেছে । এতো সুন্দর ছড়া লিখতে পারেন !

৩৫| ১০ ই জুলাই, ২০১৮ রাত ১২:১০

সেলিম আনোয়ার বলেছেন: এটা বোধহয় আগে পড়েছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.