নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

বিপন্ন মানবতা আজি

৩১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:২২


বিপন্ন মানবতা আজি
নূর মোহাম্মদ নূরু

গুম আতংকে চুপসে আছি
কে কখন হয় হাওয়া,
এ হাওয়াটা বাতাস না ভাই
এ যে চলে যাওয়া।

চলে যেতে নেইকো মানা
সবাই চলে যাবে,
তাই বলে অসময়ে
কেন যেতে হবে?

প্রিয় জনের বিদায় বেলা
থাকে সবাই কাছে,
বিধাতার কাছে তারা
কৃপা ভিক্ষা যাচে।

গুম-খুনের বিষাদ বেলায়
সিমার সম যম,
নিঠুর ভাবে প্রাণ কেড়ে নেয়
নেই জীবনের দাম।

স্বার্থ তাদের অন্ধ করে
হত্যা করে মানুষ,
তুচ্ছ করে মানবতা
জীবন যেন ফানুশ।

এদের হাতে জিম্মি আজি
মানুষ, মানবতা,
কে শোনে, কাকে বলি
বিপন্নদের কথা?

প্রকাশকালঃ ৩১ মে ২০১৮ ইং
ফেসবুক লিংক

মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

উদাস মাঝি বলেছেন: আহারে কি যে দিনকাল পরল ।
নূরু ভাই আপনি সাবধানে থাইকেন ।

আমাদের আতঙ্ক, ভয় যে বিষয় নিয়ে আপনি সুন্দরভাবে উপস্থাপন করেছেন ।
নূরু ভাই আপনাকে ধন্যবাদ ।

৩১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অসংখ্য ধন্যবাদ উদাস মাঝি,

সাবধানে থাকলেই কি সব নিরাপদ হয়?
সময় খারাপ হলে দিনের বেলাতেও ভূতের ভয়!
তার পরেও বেঁচে আছি আশা নিরাশার দোলায়,
ভগ্যে যা আছে দিন শেষে তা ভরিবো ঝোলায়।

২| ৩১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: সম সাময়িক বাস্তবতা!
ভয়ের চাদর সরিয়ে সত্যবচন!
উদাস মাজির সাথে সহমত!

কি যে যাতনা নিরবতায়! র্মমে মর্মে আজ বুঝিছে সুজন!
সত্য বলা মহা পাপ- শুনে হেসেছি এককালে মহাসত্য বুঝি এখন!

৩১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ ভৃগু'দা
কী যাতনা বিষে, বুঝিবে সে কিসে - কভূ আশীবিষে দংশেনি যারে।
যতদিন ভবে, না হবে না হবে, - তোমার অবস্থা আমার সম।
ঈষৎ হাসিবে, শুনে না শুনিবে - বুঝে না বুঝিবে, যাতনা মম।

৩| ৩১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ভাইয়াআ..


আপনি কি ক্রসফায়ার/বন্দুকযুদ্ধে মানুষকে পটলক্ষেতে পাঠানোকে সমর্থন করেন??

৩১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আগে কন পবন সরকারকে কি করছেন, গুম না ক্রস...........

আমি দূর্ণীতির মূল উৎপাটনে বিশ্বাসী।
তা কি করে হবে তা যারা নিয়ন্ত্রণ করেন
তারা ভালো জানবে।

৪| ৩১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কোন পবন সরকার??
আমাদের ব্লগের তরুন ছড়াকার??? :(
আমরা তো একই লাইনের মানুষ?
তাকে ক্রস মচ করার দরকার কি??;)


আজকে নাকি রাষ্ট্রপতি কাকে সাধারণ ছাড়(ক্ষমা) দিয়েছেন??

০১ লা জুন, ২০১৮ সকাল ১১:৩৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পবন ভাই কি হাওয়া হয়ে গেলো!
দেখছিনা অনেক দিন! খোঁজ নিন !!

ক্ষমা মহত্মের লক্ষণ,
রোজার মাসে ক্ষমাতে আরো বেশী
নেকী অর্জন।

৫| ৩১ শে মে, ২০১৮ রাত ৮:২৬

বিদ্যুৎ বলেছেন: এক কথায় অসাধারণ নুরু ভাই। নিরন্তর শুভকামনা রইল।

০১ লা জুন, ২০১৮ সকাল ১১:৪১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ বিদ্যুৎ ভাই
শুভেচ্ছা রইলো অফূরাণ।

৬| ৩১ শে মে, ২০১৮ রাত ৮:২৮

কাওসার চৌধুরী বলেছেন: বাহ!! গুম হওয়ার চমৎকার কবিতা।

০১ লা জুন, ২০১৮ সকাল ১১:৪১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ চৌধুরী ভাই
উৎসাহ ব্যাঞ্জক মন্তব্যের জন্য।

৭| ৩১ শে মে, ২০১৮ রাত ৮:৪৪

ব্লগার_প্রান্ত বলেছেন: খালু কবিতায় লাইক ;) B-)

০১ লা জুন, ২০১৮ সকাল ১১:৪৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদে গ্রহণ করলাম তোমার দেওয়া লাইক
সানন্দে গ্রহণ করো ভার্চৃয়াল একখান বাইক।

৮| ৩১ শে মে, ২০১৮ রাত ৮:৫১

বিএম বরকতউল্লাহ বলেছেন: মাদকের ব্যবসা আর ব্যবহার থেকে দূরে থাকুন।
ভয় নেই।

০১ লা জুন, ২০১৮ সকাল ১১:৪৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি এক km দূরে আছি
আপনি দূরে আছেন তো !

ধন্যবাদ বরকতউল্লাহ ভাই
মন্তব্য প্রদানের জন্য

৯| ৩১ শে মে, ২০১৮ রাত ৯:০৮

ঢাবিয়ান বলেছেন: ইয়াবা বিরোধী একরামুলকে হত্যা করা হয়েছে। নিরপরাধ সমর চৌধুরীকে ইয়াবা দিয়ে ফাঁসানো হয়েচে। অতএব সাবধান। মাদক আপনার পকেটে ঢুকায়ে বলা হবে শীর্ষ মাদক ব্যবসায়ী।

০১ লা জুন, ২০১৮ সকাল ১১:৪৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
উদোর পিণ্ডি বুধোর ঘারে
এইটা এখন রীতি,
কার দোষে কারে ধরে
বাড়ছে মনে ভীতি!!

১০| ০১ লা জুন, ২০১৮ সকাল ১০:২০

কাওসার চৌধুরী বলেছেন: আমার লেখা আজকের গল্পটি আপনাকে উৎসর্গ করেছি।

০১ লা জুন, ২০১৮ সকাল ১১:৪৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অসংখ্য ধন্যবাদ কাওসার ভাই
আপনার মহানুভবতার জন্য।
শুভেচ্ছা ও কৃতজ্ঞতা ।

১১| ০১ লা জুন, ২০১৮ দুপুর ২:০১

রাজীব নুর বলেছেন: বঙ্গদেশে জন্ম হলো, বাঙালী হয়ে থাকতে হলো
পেটে ভীষণ খিদা তবু মুখে বাউল গান রে
বাঙালী করেছে ভগবান রে, বাঙালী করেছে ভগবান।

-গৌতম চট্টোপাধ্যায়।

০২ রা জুন, ২০১৮ দুপুর ২:০৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বাহ চমৎকার
এই না হলে বাঙ্গালী,

পেটে খিদে নিয়েও
হাসি মাখা মুখ,
অপরের হাসি দেখে
কত যে পাই সুখ !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.