নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

লাশ (কবিতা)

০৩ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫০


লাশ (কবিতা)
নূর মোহাম্মদ নূরু

যে ছিলো প্রিয়জনের অতি আপন জন
সেই মানুষটি লাশ হয়ে ঝড়ায় ক্রন্দন,
কখন কে যে লাশ হবে নাইকো কারো জানা,
মৃত্যুদূত লাশ বানাতে কখন যে দেয় হানা।

রাস্তা গাড়ী আকাশ পথে নিরাপত্তা নাই,
লাশের মিছিল দিনে দিনে বাড়তে আছে তাই।
প্রতিদিনই বাড়ছে সংখ্যা সবখানেতে ত্রাস,
মানুষ হয়ে মানুষ মেরে বানায় যখন লাশ।

আজকে আমি মানুষ বটে কাল যদি হই লাশ,
দ্বায়িত্বটা কেউ নিবেনা বাড়বে দীর্ঘশ্বাস।
যাদের যাবে তারাই বোঝে লাশ হবার জ্বালা,
আর কতকাল লাশের তরে এমন অবহেলা।

নিরাপত্তা দেবার কথা ভুলে গেছে তারা,
মোটা অংকের বেতন ভাতা তুলে নিচ্ছে যারা।
দ্বায়িত্বটা ভুলে গেলে এমনই হয় হাল,
আজ আমি লাশ হয়েছি তুমি হবে কাল।


প্রকাশকালঃ ৩ জুন ২০১৮ইং
উৎসর্গঃ যুবলীগ নেতা একরামুল হকের দুই কিশোরী কন্যাকে

মন্তব্য ৩২ টি রেটিং +১/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

চাঁদগাজী বলেছেন:


ব্লগে "লিটারেল অর্থে" ছবি দিতে হয় না; সুন্দর ছবি হয় বিষয়ের সাথে মিলিয়ে; অসুন্দর, ভীতিকর ইত্যাদি দেয়া সঠিক নয়।

দেয়ার মত কিছু না পেলে, ট্রাক্টর কিংবা পেঁচা দিতে পারেন।

০৩ রা জুন, ২০১৮ রাত ৮:০৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জনাব ,
কয়েকদিন যাবাৎ স্টিকি পোস্টে লটকে থাকা ছবিটি কি
খুবই দৃষ্টিনন্দন !! একদল কচি বাচ্চা মাদক সেবন করছে
দেখতে কি খুবই মনোহর!! মাস্টারি করা আপনার অভ্যাস
এখন বদ-অভ্যাসে পরিনত হয়ছে। আমার লেখার ছবিটি
কোন বাস্তব লাশের ছবিনয়, এটি প্রতিকি ছবি !! বুঝলে বোঝেন
না বোঝলে নাই !! পেঁচা পাখিটিও ভীতিকর, বাচ্চারা কেন আমিও
ডরাই, ভয় ভাই, অশুভ, অমঙ্গলের সংকেত শুনি !!

২| ০৩ রা জুন, ২০১৮ রাত ৮:০৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @উৎসর্গঃযুবলীগ নেতা একরামুল হকের দুই কিশোরী কন্যাকে।"
আপনার নজর খারাপ!X(

এর আগে পোস্টে কমেন্ট করতে পারলাম না কেন??X(

বি. দ্রঃ চন্দ্রাবতীকে আমার চাই!:P

০৩ রা জুন, ২০১৮ রাত ৮:০৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ছিঃ মন্ডল ভাই,
আপনার মনকে পরিস্কার করুন,
স্বাভাবিক সাবানে হবেনা, হারপিক ব্যবহার করুন।

হাসিখুশি ভরা একরামুল হকের দুই কন্যা আমার কন্যাসম,
তাদের অন্তরের ব্যাথা আমি বুঝতে পেরেছি। সম্ভবত আপনি
বুঝতে পারেন নাই! যা হোক!
চন্দ্রবতীকে ধরিয়ে দিলাম, যে লাশের ছবি দেখে নর্দন কুর্দন শুরু করছে।

৩| ০৩ রা জুন, ২০১৮ রাত ৮:০৮

ঢাবিয়ান বলেছেন: আর কদিন পর ঈদ। ঈদের আনন্দে মেতে উঠব আমরা সবাই। কিন্তু যে পরিবারগুলো এভাবে নিশৃংষভাবে হারিয়েছে তাদের প্রিয়জনকে , তারা জানে প্রতিটি দিন, প্রতিটা মুহুর্ত কি বিভিষীকাময়।

০৩ রা জুন, ২০১৮ রাত ৮:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ ঢাবিয়ান,
আমি বুঝতে পেরেছি হয়তো,
কিছুটা অনুভবও করছি । তাই
আমার পদ্যে কিছুটা সান্তনা দেবার
বৃথা চেষ্টা হয়তো!

৪| ০৩ রা জুন, ২০১৮ রাত ৮:০৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: নাহ্, ছড়াটা সুন্দরী হয়েছে!!;)



লড়াই করতে লাগে যদি
করতে পারেন হায়ার,(আমাকে)
বীর বাহাদুর ভয় করে না
মামুলি ক্রসফায়ার!! X(

০৩ রা জুন, ২০১৮ রাত ৮:১৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লিখলাম কবিতা বল্লেন ছড়া,
জিন্দা থেকে লাভ কি জিয়ন্তে যে মরা।
খালি খালি ফাল পারেন, কি পারেন জানি
নিজেকে ভাবেন নাকি গাজীর মতো ফানি !!

৫| ০৩ রা জুন, ২০১৮ রাত ৮:১৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @"হাসিখুশি ভরা একরামুল হকের দুই কন্যা আমার কন্যাসম,তাদের অন্তরের ব্যাথা আমি বুঝতে পেরেছি। সম্ভবত আপনিবুঝতে পারেন নাই!!":(:(:(

আমি ঠিকই বুঝেছি!
কিন্তু এমন বিষয় নিয়ে ঠাট্টা করা ঠিক হয় নি!!:(

ঐ শালার র্যাব, পুলিশ আর মাথা মোটা মন্ত্রীদের দেখলে মেজাজ খারাপ হয়ে যায়! সালারা হাঁটু পরিমান বুদ্ধি নিয়ে চলে। আমাদের তো মানুষই মনে করে না!X(

বি. দ্রঃ হারপিক পাঠাতে পারেন! ওটাতো কাজে লাগেই..:P

০৩ রা জুন, ২০১৮ রাত ৯:৪০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ মন্ডল ভাই
রিয়েলিটি বুঝবার জন্য।
সত্যি সব কিছু নিয়ে ঠাট্টা চলেনা।

ভালো থাকবেন, শুভকামনা আপনার জন্য

৬| ০৩ রা জুন, ২০১৮ রাত ৮:১৬

নীল_কণ্ঠ বলেছেন: ট্রাক্টরের প্রতি গাজী দাদুর আলাদা টান সবসময় ছিল!

পোস্টে ভাল লাগা রইলো।

০৩ রা জুন, ২০১৮ রাত ৯:৩৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ নীল_কণ্ঠ
ভালো লাগার জন্য।
গাজীর শেষ জীবনের অবলম্বন!!
না পারে ছাড়তে না পারে চালাতে।

৭| ০৩ রা জুন, ২০১৮ রাত ৮:১৭

চাঁদগাজী বলেছেন:


পেঁচা দেখলে আপনার ভয় পাবারই কথাই; পেঁচা কি কোন এক ব্লগারের উপস্হিতি জানিয়ে দেয়?

০৩ রা জুন, ২০১৮ রাত ৯:৩৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পেঁচা অলক্ষুনে পাখি
এরা দিনের বেলা গাছের কোটরে
থাকে, আর রাতের বেলা বের হয়।
নিশাচর এক কিম্ভুতাকৃতির পাখি
যাকে দেখলে ভীত হওয়া্ই স্বাভাবিক।
তবে সেটা কুলক্ষনে জড়াবার ভয়।

৮| ০৩ রা জুন, ২০১৮ রাত ৮:৫৯

সনেট কবি বলেছেন: কবিতা ভালো হয়েছে!

০৩ রা জুন, ২০১৮ রাত ৯:৪১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ ফরিদ ভাই
আপনার ভালোলাগা
জানান দেবার জন্য।

৯| ০৩ রা জুন, ২০১৮ রাত ৯:২৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এই সব মৃত্যু আ‌মি দেখ‌তে চাই না আর। কন্যাদু‌টির হা‌সিমুখ দেখ‌তে চাই। কোন লাশ নয় জীব‌নের প্র‌তিচ্ছ‌বি দেখ‌তে চাই।

০৩ রা জুন, ২০১৮ রাত ৯:৪৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ সাজ্জাদ ভাই
বাবার সাথে মেয়ে দু'টির বাধ ভাঙ্গা হাসির
চেয়ে স্বর্গীয় সুখ কি বেশী হবে?
এরা কি আর কোন দিন এমন করে
হাসবে? ওদের জন্য অফুরাণ স্নেহাশীষ
ও ভালো থাকার প্রার্থনা।

১০| ০৩ রা জুন, ২০১৮ রাত ৯:৩৪

পবন সরকার বলেছেন: আমি চাঁদগাজী আর নুরু ভাইয়ের ঝগড়া নিজ কানে দেখছি, তারপরেও কিছু কমু না।

০৩ রা জুন, ২০১৮ রাত ৯:৪৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নিজ চোখে যখন শুনেছেন
তখন আমিও কিছু বলবোনা!!

১১| ০৩ রা জুন, ২০১৮ রাত ১০:১২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
ভাই নূর মোহাম্মদ নূরু
আসেন, লড়াই করি শুরু!:P


প্যাঁচার প্রতি আপনার এত রাগ কেন হে??
কি সুন্দর কিউট একটা পাখি! ইঁদুর ধরে ধরে খায়!!:D
আপনার পছন্দের পাখি কোনটি??X(

০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ২:৪৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লড়াই করা ভালোনা গুণীজনের কথা
আপনি কেন লড়াই করে নষ্ট করেন মাথা,
প্যাঁচা অতি বদ পাখি কু ডাক ডাকে,
দিনের বেলা বের হয়না কোটরেতে থাকে।

১২| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ১২:৩৯

কাওসার চৌধুরী বলেছেন: অবৈধ ক্রসফায়ার নিয়ে আপনার লেখাটি বেশ ভাল লাগলো। আমরা ক্রসফায়ার নয়, আইনের প্রয়োগ চাই। অপরাধীকে হজ করতে নয়, কাঠগড়ায় কঠিন বিচারের সম্মুখীন হতে দেখতে চাই।

পরিশেষে, লেখাটি ক্রসফায়ারে নিহত একরামুল হকের দুই কন্যাকে উৎসর্গ করতে দেখে ভাল লাগলো। অনেক শুভ কামনা প্রিয়/শ্রদ্ধেয় নূরু ভাই।

০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ২:৪৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অসংখ্য ধন্যবাদ কাওসার ভাই
অপরাধী যেই হোক তাকে
আইনের আওতায় এনে
দৃষ্টান্তমূলক শাস্তি
প্রদান করা হলে
একরামুলের দুই
কন্যা শান্তি পাবে।

১৩| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ২:১১

ওমেরা বলেছেন: যাদের যায় তারাই বুঝে , অন্যরা মুখে যত যাই বলুক তাদের কষ্ট তাদের মত করে অনুধাবন করতে পারে না।

০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ২:৫০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অন্যের দু:খ কষ্টকে বিচার করা বা
অনুভব করার মত অবস্থা একজন মানুষের
তখনি হবে যখন সে নিজে এই ধরনের
অবস্থার শিকার হবে।

কি যাতনা বিষে, বুঝিবে সে কিসে,
কভু আশীবিষে দংশেনি যারে?

১৪| ০৪ ঠা জুন, ২০১৮ সকাল ৯:৫৬

রাজীব নুর বলেছেন: নুরু ভাই আপনি সহজ সরল সুন্দর ভাবে লিখেন। লেখা পড়তে ভালো লাগে।
এই কবিতা ভালো হয়েছে। তাই দশে সাত দিলাম। কি খুশি তো?

০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ২:৫১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ রাজীব ভাই
সুন্দর মন্তব্য করার জন্য।
ফানি মন্তব্য মজাদারই হয়।
তবে মানুষকে খুশি করার
বড়ই কষ্টসাধ্য। দশে
বিশ দিলেও খুশি হয়না।
মনে করে হাতে বুঝি আরো
আছে।

১৫| ০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১:০৪

ব্লগার_প্রান্ত বলেছেন: ভালো থাকবেন।

০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ২:৫২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ প্রান্তর পাতা তোমার
প্রার্থনার জন্য।

১৬| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ৮:৪৮

সুমন কর বলেছেন: ১ম লাইনটি কি ঠিক আছে? প্রিয়জনের হবে কি?

ভালো লিখেছেন।

০৫ ই জুন, ২০১৮ দুপুর ১২:১৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জ্বি সুমন'দা
প্রিয়জনের হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.