নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

ছড়ার রাজা প্রামানিক

০৫ ই জুন, ২০১৮ রাত ৯:২৫


ছড়ার রাজা প্রামানিক
নূর মোহাম্মদ নূরু

ছড়ার রাজা প্রামানিক ভাই, আমরা তারই শিষ্য,
এ কথাটি এত দিনে জেনে গেছে বিশ্ব ।
মন্ডল আর পবন ভাই, লেখছে ছড়া নিত্য দিন
সবই যে তার অবদান, মিলে গেছে তার প্রমাণ।

ছড়ার মাঠে কম নয় কেউ নিত্য নতুন শিখে,
মিষ্টি ছড়ায় প্রতিদিনই যাচ্ছে কিছু লিখে!!
ছড়ায় ছড়ায় ছড়াছড়ি আমাদের এই ব্লগ,
মজা আর বিনোদন পাচ্ছে অনেক লোক।

বীর বাহাদুর মন্ডল ভাই শক্তি দেখায় মেলা,
পবন ভাই যায় কি কম সেও আপানার চ্যালা।
তাদের তরে আমার কিছু নছিহত আছে,
বলতে আবার দ্বিধান্বিত কিছু মনে করে পাছে।

দিনে দিনে পাকবে ছড়া যদি সামনে চলে,
রুখতে যেন না পারে কেউ মন্দ কথা বলে!!
ভালোর সাথে নিত্য বসত মন্দ লোকের হয়,
শুদ্ধ করো যত পারো তোমাদের ছড়ায়।

আমরাতো কারো শত্রু না যে তা কিন্তু জানি,
যা বলি আমরা সবাই মনে করি ফানি।
তার পরেও কারো কাছে লাগে যদি কটু,
মনে করবেন ছড়া লেখায় হয়নি সে পটু।

খুশি সবাই ছড়া পড়ে তৃপ্তি লাগে মনে।,
সারা দিনের ঝগড়া বিবাদ মধুর লাগে কানে।
সব কৃতিত্ব প্রামানিকের ছড়ার রাজা তিনি,
যা শিখেছি যা দিয়েছি তার কাছেই ঋণী।


প্রকাশকালঃ ৫ জুন ২০১৮ ইং
উৎসর্গঃ প্রামানিক ভাই ও তার দুই শিষ্য পবন আর মন্ডল

মন্তব্য ৩২ টি রেটিং +০/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুন, ২০১৮ রাত ৯:৩১

বিএম বরকতউল্লাহ বলেছেন: ছড়ার বেটা নুরু ভাই জানে ব্লগের সবাই
জানেন তিনি মরা মুরগি কেমনে করে জবাই!

০৫ ই জুন, ২০১৮ রাত ৯:৪২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মরা আর জ্যান্ত মুরগী কোন ব্যাপার না
বিসমিল্লাহ বলে জবাই করি যেটা করে রা !!
সুস্থ্য আর নিরাপদে থাকতে যদি চাও
সত্য বলো সত্যে চলো করিও না ম্যাঁওপ্যাও!!

২| ০৫ ই জুন, ২০১৮ রাত ৯:৩৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কেউ কা‌রো চে‌য়ে কম নন।

০৬ ই জুন, ২০১৮ বিকাল ৪:২৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কেউ কা‌রো চে‌য়ে কম নন
চলে সমানে সমান,
চলুক যুদ্ধ কাপুক ধরনী
বিশ্ব শুনুক বিষাণের গর্জণ

৩| ০৫ ই জুন, ২০১৮ রাত ৯:৫০

চাঁদগাজী বলেছেন:



ব্লগারদের নামে পোষ্ট দেয়ার আগে, একটা সাময়িক পোষ্ট দেবেন: তাতে আমরা জানবো যে, আপনি ভালো খবর দিচ্ছেন; কোন রকম ফুলেল শুভেচ্ছা নয়।

০৬ ই জুন, ২০১৮ বিকাল ৪:২৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ফুলেল শুভেচ্ছায় কাতর কেন
হিংসা ভরা মন,
আশা তব পুঁজিবে কেউ
পায় অন্য জন !!

৪| ০৫ ই জুন, ২০১৮ রাত ৯:৫৩

প্রামানিক বলেছেন: নামটি আমার প্রামানিক
নই তো আমি রাজা
মিছামিছি নাম ফাটিয়ে
কেন দেন ভাই সাজা?

ছন্দ সুরে আন্তমিলে
লেখালেখি করি
দেশের দশের মনের কথা
ব্লগে তুলে ধরি।

এছাড়া ভাই কৃতিত্ব নাই
যোগ্যতাও মোর নাই
সবার দেয়া ভালোবাসায়
লেখায় ডুবে যাই।

নুরু ভাইয়ের ভালোবাসায়
মুগ্ধ হলাম তবে
সারা জীবন ছাত্র ছিলাম
গুরু হলাম কবে?

০৬ ই জুন, ২০১৮ বিকাল ৪:৪০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জ্ঞানীজনে কভূ নাহি বলে আমি জ্ঞানী
তাহার কাজে তাহার কথায় আমরা তাকে মানি।
সবার তরে ভালোবাসা কথায় কিংবা কাজে
অমর হয়ে থাকে সেতো সবার হৃদয় মাঝে।

প্রামানিক ভাই গুনী মানুষ সেটা সবার জানা,
দেখতে পাবেন সকল কাজে না হলে কেউ কানা।
চোখ থাকিতে যদি তাকে করে হেলা ফেলা,
বুঝতে হবে বদের নাতী বাপ ছিলো তার জোলা!!

৫| ০৫ ই জুন, ২০১৮ রাত ৯:৫৯

তারেক ফাহিম বলেছেন: ছড়ায় ছড়ায় ছড়াকারদের কীর্তন B-)

মজা পেলুম নুরু ভাই।

০৬ ই জুন, ২০১৮ বিকাল ৪:৪২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পৃথিবীতে সব চেয়ে কঠিন কর্মটি হলো কাউকে মজা দেওয়া!
যদি আপনি অনুপরিমান মজা পেয়ে থাকেন তা হলেই আমার
লেখার স্বার্থকতা।
ধন্যবাদ ফাহিম ভাই ভালো থাকবেন।

৬| ০৫ ই জুন, ২০১৮ রাত ১০:০১

তারেক_মাহমুদ বলেছেন: আসলেই ছন্দের যাদুকর প্রামাণিক ভাই, ভাল লাগলো

০৬ ই জুন, ২০১৮ বিকাল ৪:৫৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ যথার্থ মূল্যায়ণ করার জন্য।
ভালো থাকবেন মাহমুদ ভাই

৭| ০৫ ই জুন, ২০১৮ রাত ১০:০২

সুমন কর বলেছেন: হুম, সামু বেশ কয়েকজন ছড়াকার পেল। মজার এবং সুন্দর হচ্ছে......

০৬ ই জুন, ২০১৮ বিকাল ৪:৫৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দলে আসবে এবার
শুরু হলো যখন,
প্রহর গুনি আমার বিদায়
ঘন্টা বাজবে কখন!!

৮| ০৫ ই জুন, ২০১৮ রাত ১০:১৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কি হে নূরু ভাই?
আমাদের বাহিনীর সদস্য এত কম কেন?
একটু অপেক্ষা করেন!
আমি সৈন্যদের জোগাড় করছি?

কবিদের বিরুদ্ধে
ডাইরেক্ট অ্যাকশান..:P

০৬ ই জুন, ২০১৮ বিকাল ৫:০২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

কবিদের বিরুদ্ধে রুষ্ট কেন ভাই
তারা কি কোন দিন ছড়া টরা লিখে নাই?
ছড়ার রাজ্যে সামু গদ্যময়,
প্যাঁচা, ট্রাকটর যেন ঝরসানো রুটি!!

৯| ০৫ ই জুন, ২০১৮ রাত ১০:৩২

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:





প্রামাণিক আর নুরু ভাই
ছড়ার গুরু ওঁরা,
মন্ডল ভায়ের একশনে
আমরা খাচ্ছি ধরা।

নুরু, পবন, প্রামাণিকে
ব্লগ দিলো ফাটিয়ে
ওঁরা মোদের ঘুম কেড়েছে
মারছে এখন খাটিয়ে।

সুন্দর ছড়া পড়ে আমি
করলাম অতি মান্য
ছড়ার গুরুরা বেচে থাকলে
সামু হবে ধন্য।

০৬ ই জুন, ২০১৮ বিকাল ৫:০৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আরো এক ছড়াকার উদিল আকাশে
প্যাঁচা মুখ ব্যাজার করে মিলালো বাতাসে!
ধন্য সামু, ছড়ায় ছড়ায় পূর্ণ তোমার অঙ্গ,
হুতুম প্যাঁচা ম্যাঁওপ্যাও করে রণে দিছে ভঙ্গ!!

১০| ০৫ ই জুন, ২০১৮ রাত ১০:৩৬

পবন সরকার বলেছেন: সমুদ্র আর নদী যদি
একই রকম হতো
নদীর নামটি তখন সবাই
সমুদ্র নামই কতো।

আমি হলাম ক্ষুদ্র মানুষ
নালা নদীর সমান
আমার সাথে হয় কি ভাই
মহা সমুদ্রের প্রমাণ?

০৬ ই জুন, ২০১৮ বিকাল ৫:৪১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নিজেকে যে বড় বলে বড় সে নয়,
লোকে যারে বড় বলে বড় সেই হয়।
পবন ভাই দিনে দিনে ছড়ায় হচ্ছে পাকা,
ফুটে হবে যে কোন দিন ট্রাকটরের চাকা!!

১১| ০৫ ই জুন, ২০১৮ রাত ১১:০২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমাদের ছড়া বাহিনীর সদস্যঃ

প্রামানিক ভাই
নূর মোহাম্মদ নূরু ভাই
বিএম বরকতউল্লাহ ভাই
কি করি আজ ভেবে না পাই(ইমরান ভাই)
পবন সরকার
যুক্তি না নিলে যুক্তি দাও
বৃষ্টি বিন্দু
ওপার বাংলার দুজন আছে
আরো অনেক সুপ্ত প্রতিভার ছড়াকার আছে...
.............


আমি হনু সেনাপতি!
কবিদের নাইরে গতি!!:P

পুনশ্চঃ প্রয়োজনে শায়মা আপাকে আমার দলে ভেড়ানো যাবে;)

০৬ ই জুন, ২০১৮ বিকাল ৫:৫৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমরা সবাই ছড়াকার
ভেঙ্গে দিবো প্যাঁচার ঘাড়,
যদি যাও চাঁন্দে
পড়বা কিন্তু ফান্দে!!

বুড়া বয়সে লড়বা?
ট্রাকটর দিয়া মারবা?
ট্রাকটরের চাক্কা
ফুটা করুম কাক্কা,

১২| ০৫ ই জুন, ২০১৮ রাত ১১:২৫

পবন সরকার বলেছেন: যুক্তি না দিলে যুক্তি দাও
লিখছে খুবই ভালো
নিজাম মন্ডল ছড়ার রাজ্য
করবে এবার আলো।

সব ছড়াকার এক ঘড়েতে
বসত যদি করে
খোঁচাখুচি থাকবে নাকো
ছড়াকারদের ডরে।

০৬ ই জুন, ২০১৮ বিকাল ৫:৫৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
খোঁচাখুঁচি মধুর লাগে
কেমনে ভুলি আমি
মনে লয় কামলা নিয়া
খোঁচাখুঁচিতে নামি।

১৩| ০৫ ই জুন, ২০১৮ রাত ১১:৫৬

কাওসার চৌধুরী বলেছেন: বাহ!! তিন গুণী কবির নামে আরেক গুণীর কবিতা। বেশ ভাল লাগলো। শুভ কামনা চারজনের প্রতি।

০৬ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ কাওসার ভাই

আপনার শুভকামনা বর্ষিত হোক
ব্লগের সকলের তরে।
যুদ্ধে ডরে না বীর
ভীতু ঘরে মরে!

১৪| ০৬ ই জুন, ২০১৮ রাত ১২:১৪

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:



মন্ডল, পবন, প্রামাণিকে
ব্লগে নুরের আলো,
ট্রাক্টরের টায়ার ফুটো হলে
দেখায় কি তাহা ভালো? ;)

রাজীব নুরের আজিব লেখা
পড়তে অতি মিষ্টি
কাওছার ভায়ের ছোট গল্পে
সবার তীক্ষ্ণ দৃষ্টি। :`>

সেহরি খাওয়ার জরুরতে
নিলাম একটু বাক
আগামীকাল কথা হবে
এখন তবে থাক। |-)


০৬ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপিনিও কি নাম লেখালেন ছড়াকারের খাতায়?
হুতুম পেঁচা ম্যাঁওপ্যাও করে পড়ে গেছে যাতায়।
সবার তরে শুভ দৃষ্টি সমান ভাবে দিছেন,
আপনাকেও সবাই তারা আপন করে নিছেন।
ভালো থাকেন ভালো করেন রমজানের এই দিনে
উড়ুন চন্ডি, ব্যাটকেলেরে পাঠাই দিমু চিনে !

১৫| ০৬ ই জুন, ২০১৮ রাত ১২:৪৮

অর্থনীতিবিদ বলেছেন: গুণী ব্লগারদের সম্মানিত করার একটি পরিশীলিত উপায় হিসেবে প্রামানিক ভাইকে সম্মানিত করলেন। সনেট কবি তো নিয়মিত এই কাজটি করে থাকেন। আমি কবিতা বা ছড়া লিখতে জানি না। জানলে অনেক আগেই আপনাকে নিয়ে ছড়া বা কবিতা লিখে ফেলতাম। প্রামানিক ভাই বা সনেট কবির এদিকে একটু দৃষ্টি দেওয়া দরকার।

০৬ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ অর্থনীতিবীদ,
মানুষ সামাজিক জীব
সমাজবদ্ধ হয়ে চলে,
সবাই সব কিছু পারেনা
তবে সবাই কিছুনা কিছু পারি।
আমাদের সকলের সব কিছু একত্র করে
আমরা সম্পূর্ণ। সুতরাং অর্থনৈতিক বিষয়টা
আপনি দেখুন আমরা নিশ্চিত হয়ে আপনাদের
বিনোদন দিতে থাকি !

১৬| ০৬ ই জুন, ২০১৮ সকাল ১০:১৮

রাজীব নুর বলেছেন: ছড়ার রাজা প্রামানিক, আপনিও কিন্তু কম না।

০৬ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমিও কম না হীরা কি পান্না
দেখনা যাচাই করিয়া !!
ছড়া লিখিয়া গেলাম ফাঁসিয়া.....
কে যেন আবার মারে কাদায় ঠাঁসিয়া!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.