নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

যানজট (কবিতা)

০৬ ই জুন, ২০১৮ রাত ৯:৪২


যানজট (কবিতা)
নুর মোহাম্মদ নূরু

যানজটে নাকাল মানুষ ব্যস্ত শহর ঢাকায়
চলতে গিয়ে আটকে গেছে সময় গাড়ীর চাকায়।
হাজার গাড়ী এই ঢাকাতে আরো বেশী চাই
দিনে দিনে বাড়ে গাড়ী রাস্তা বাড়ে নাই।

স্কুল কলেজ অফিস গামী মানুষ হাজার হাজার
প্রতিদিনই নষ্ট যে হয় সময় স্বাস্থ্য তাহার।
অসময়ে আফিস গিয়ে কাজের ক্ষতি করে
শিক্ষাথীদের ক্লাস কামাই দেরী হবার তরে।

বিপদ আপদ অনেক কিছু সাথে আরো আছে
মিটিং মিছিল দাঙ্গা ফ্যাসাদ যদি লাগে পাছে।
পথ চলা দায় হয়ে যায় থমকে থাকে গাড়ী
সময় সে তো বয়েই চলে ফেরা হয়না বাড়ি।

এমন ভাবে চলতে গেলে এগুবেনা দেশ
কাজের ক্ষতি ব্যবসা পাতি হয়ে যাবে শেষ।
সময় যাতে নষ্ট না হয় পড়ে যানের জটে
সমাধান বার করুন বুদ্ধি যাদের ঘটে।

সময়মতো অফিস কাজে আসতে পারা চাই
তা না হলে উন্নয়নের পাতে পড়বে ছাই।
গলাবাজি যতই করো কাজ হবেনা কিছু
যাতায়াতটা সহজ করো দুঃখ ছাড়বে পিছু।


প্রকাশ কালঃ
ঢাকাঃ বুধবার ৬ জুন ২০১৮ ইং
উৎসর্গঃ মন্ডল ভাইয়ের চন্দ্রাবতীকে

মন্তব্য ৩০ টি রেটিং +২/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০১৮ রাত ৯:৪৪

সুমন কর বলেছেন: দৈনন্দিন জীবন তুলে ধরেছেন। ভালো হয়েছে।

০৭ ই জুন, ২০১৮ সকাল ১১:৪২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ সুমন'দা
সুন্দর মন্তব্য প্রদানের
জন্য।

২| ০৬ ই জুন, ২০১৮ রাত ৯:৪৯

শামচুল হক বলেছেন: যানজট নিয়ে বড় বিপদেই আছি।

০৭ ই জুন, ২০১৮ দুপুর ২:৫৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শামচুল হক ভাই
কানাডা পৃথিবীর অন্যতম শান্তিপ্রিয়,
ধনী ও বিরাট দেশ।
সেই কানাডাতেও যানজটঃ
মানুষইতো নাই,আয়তনের দিক
থেকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র
অথচ ২০১৪ সালের ৩৭তম আদমশুমারি
অনুযায়ী লোক সংখ্যা মাত্র ৩,৫৫,৪০,৪১৯

৩| ০৬ ই জুন, ২০১৮ রাত ৯:৫২

ওমেরা বলেছেন: দেশে গিয়েছিলাম তখন একদিন ঢাকা,পলাশী থেকে সাভার যেতে লেগেছিল চারঘন্টা তখন ভাবলাম এদেশের মানুষ কত কষ্টে আছে।

০৭ ই জুন, ২০১৮ দুপুর ১:৫০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এখন সেই একই সময়ে বড় জোড়
গাবতলী ক্রস করতে পারবেন।
দেশের মানুষের কথা ভাবার কেউ নাই!

৪| ০৬ ই জুন, ২০১৮ রাত ৯:৫৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: স্যার, সমস্যা বল‌লেন, সমস্যা সমাধা‌নের উপায় তো বল‌লেন না! কে ক‌রি‌বে সমাধান এই সমস্যার?

০৭ ই জুন, ২০১৮ দুপুর ২:৩৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সমস্যাতো বলে দিলাম
সমাধানও আছে,
তাদের হাতে সমাধান
দ্বায়িত্ব যার কাছে।

৫| ০৬ ই জুন, ২০১৮ রাত ১০:২৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমি নিশ্চিত, লেখক পোস্ট দিয়ে আজও ডুব মারবে!!X(
তবুও ধন্যবাদ!:)
আপনার জন্য অরিজিনাল চন্দ্রাবতীকে নিয়ে একটু হলেও পড়াশোনা করলুম...;)

চন্দ্রাবতী ষোড়শ শতাব্দীর কবি এবং বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম বাঙালি মহিলা কবি৷ এই বিদূষী নারী অন্যান্য কাব্য ছাড়াও পিতার আদেশে বাংলা ভাষায় রামায়ণ রচনা করেছিলেন। তার কিছু লেখা...

বাড়াতে দারিদ্র-জ্বালা কষ্টের কাহিনী।
তার ঘরে জন্ম নিলা চন্দ্রা অভাগিনী।।
সদাই মনসা-পদ পূজি ভক্তিভরে।
চাল-কড়ি কিছু পাই মনসার বরে।।



"না কাঁদে না হাসে চন্দ্রা নাহি কহে বাণী,
আছিল সুন্দরী কন্যা হইল পাষাণী।
মনেতে ঢাকিয়া রাখে মনের আগুনে,
জানিতে না দেয় কন্যা জ্বলি মরে মনে।"

০৭ ই জুন, ২০১৮ দুপুর ২:৩৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এতদিন পরে পেলেন চন্দ্রাবতীর খোঁজ
এত কেন দেরী হলো ভোঁতা কেন নোজ!!
গন্ধ ঘ্রাণ পায়না কেন সময় মতো নাক
কাজের বেলা অষ্ট্রারম্ভা বৃথাই হাক ডাক!!

৬| ০৬ ই জুন, ২০১৮ রাত ১১:০৯

কাওসার চৌধুরী বলেছেন:


বাড়াতে দারিদ্র-জ্বালা কষ্টের কাহিনী।
তার ঘরে জন্ম নিলা চন্দ্রা অভাগিনী।।
সদাই মনসা-পদ পূজি ভক্তিভরে।
চাল-কড়ি কিছু পাই মনসার বরে।।



"না কাঁদে না হাসে চন্দ্রা নাহি কহে বাণী,
আছিল সুন্দরী কন্যা হইল পাষাণী।
মনেতে ঢাকিয়া রাখে মনের আগুনে,
জানিতে না দেয় কন্যা জ্বলি মরে মনে।"

নতুন এ কবি তো দেখি আপনার প্রতিভাকে চ্যালেঞ্জ করছেন। :( :(

০৭ ই জুন, ২০১৮ সকাল ১০:৩৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ কাওসার ভাই
চন্দ্রাবতী তো কোন নতুন কবি নন!
চন্দ্রাবতী হলেন মধ্যযুগে বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহিলা কবি। চন্দ্রাবতী ছিলেন বাবার মতো ভাসান কবি, গীতিকার আর রামায়ণের রচয়িতা। ভাটি বাংলার মানুষের জীবন-জীবিকা ও সুখ-দুঃখ নিয়ে চন্দ্রাবতী রচিত রামায়ণ, দস্যু কেনারামের পালা ও মলুয়া লোকপালা এখনও মানুষের মুখে মুখে। এখনও বৃহত্তর ময়মনসিংহে মানুষের মুখে মুখে ছড়িয়ে আছে চন্দ্রাবতীর গীত। বাংলা সাহিত্যের মূল্যবান সম্পদ চন্দ্রাবতীর পালা আর রামায়ণ। মৈমনসিংহ গীতিকার পরতে পরতে মিশে আছে কবি চন্দ্রাবতীর অমর কাব্য, প্রেম আর বিরহের উপাখ্যান।
কিশোরগঞ্জ শহর থেকে ৬ কিলোমিটার দূরে পাতুয়াইর গ্রাম। এক সময় নির্জন আর বন-জঙ্গলে ঘেরা অনেকটা দুর্গম পাতুয়াইর গ্রাম ছিল ফুলেশ্বরী নদীর তীরে। এখন আর নদীর কোন চিহ্ন নেই। তবে পাথুয়াইর গ্রামেই মধ্যযুগের প্রথম মহিলা কবি চন্দ্রাবতীর শিবমন্দির ও তার পূর্বপুরুষের বাড়ির স্মৃতি বয়ে চলছে আজো। কালের নীরব সাক্ষী হয়ে আজো দাঁড়িয়ে আছে চন্দ্রাবতীর শিবমন্দির আর ভগ্নপ্রায় কয়েকশ’ বছরের পুরনো বাড়ি। যার প্রতিটি ইটের ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে নানা কিংবদন্তি। মনসা মঙ্গল কাব্যের অন্যতম রচয়িতা ও ভাসান কবি দ্বিজ বংশী দাস ও সুলোচনা দাসের মেয়ে চন্দ্রাবতীর জন্ম ১৫৫০ খ্রিষ্টাব্দে। ময়মনসিংহ গীতিকার সংগ্রাহক ড. দীনেশ চন্দ্র সেন চন্দ্রাবতীর লেখা রামায়ণ প্রকাশ করেন।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

৭| ০৬ ই জুন, ২০১৮ রাত ১১:৩১

বিজন রয় বলেছেন: এটা কি শুধু ঢাকার কবিতা?

০৭ ই জুন, ২০১৮ দুপুর ২:৩৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি ঢাকায় যা দেখেছি তাই লিখেছি,
তবে এটা মনে হয় শুধু ঢাকার নয়
বাংলাদেশের সব বড় শহরেরই একই
অবস্থা।

৮| ০৬ ই জুন, ২০১৮ রাত ১১:৩৯

অচেনা হৃদি বলেছেন: কবিতাটা এই দেশের সড়ক ও জনপথ বিভাগের বড় কর্তাদের পড়া উচিৎ !

০৭ ই জুন, ২০১৮ দুপুর ২:৪০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ওনারা পড়ে আছে টিনের চশমা
দেখবে কি করে?
ধন্যবাদ চেনা হৃদি
মন্তব্য করার জন্য।

৯| ০৭ ই জুন, ২০১৮ রাত ১২:৩৬

মোছাব্বিরুল হক বলেছেন: অনেক অনেক ভাললাগা।

০৭ ই জুন, ২০১৮ দুপুর ২:৪০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ মোছাব্বিরুল ভাই
অনেক অনেক ভালো লাগার জন্য।
অনেক অনেক শুভেচ্ছা আপনার জন্য।

১০| ০৭ ই জুন, ২০১৮ রাত ১২:৪০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: খুব ভালো লিখেছেন নুরু ভাই! যানজটের দুঃসহ পরিস্থিতি এখন সারাদেশেই। যানজট নিরসনের জন্য রাস্তাঘাট বাড়ানোর পাশাপাশি আরও কিছু কাজ করতে হবে।

০৭ ই জুন, ২০১৮ দুপুর ২:৪১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ আপনাকে চমৎকার পরামর্শের জন্য
কিন্তু কথা হচ্ছে বিড়ালের গলায় ঘণ্টাটি বাঁধবে কে?
ভালো থাকবেন।

১১| ০৭ ই জুন, ২০১৮ সকাল ৯:২৮

রাজীব নুর বলেছেন: যে ধাক্কা মারে তার জোর আছে
যে ধাক্কা খেয়ে পড়ে যায় না তার জোর আরও বেশি
-সুবোধ সরকার

০৭ ই জুন, ২০১৮ দুপুর ২:৪৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
একদম খাঁটি কথা
এজন্যই তাঁরা গুণীজন!!
গুণীজনেরা বাস্তব কথাই বলে।

১২| ০৭ ই জুন, ২০১৮ দুপুর ১:৫৩

শিখা রহমান বলেছেন: কবিতা ভালো লেগেছে। কবিতা বাস্তবতার চিত্র এঁকেছে। শুভকামনা কবি।

০৭ ই জুন, ২০১৮ দুপুর ২:৪৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমার ব্লগে স্বাগতম
কবিরা/লেখকার আমাদের
মতোই মানুষ। বাস্তবতার
নিরিখেই চলে তাদের কাব্য চর্চা।
কাব্যে বাস্তবতার মিল না থাকলে তা
কিন্তু জনসমাদৃত হয় না।
ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

১৩| ০৭ ই জুন, ২০১৮ বিকাল ৩:২৮

মোঃ আল-আমিন৯৮ বলেছেন: হুম ভাই আমি ঝালকাঠিতে থাকি, আপনার জন্য শুবেচ্ছা রইলো। এবং ঝালকাঠিতে আপনার জন্য নিমন্ত্রন রইলো নূর মোহাম্মদ নূরু ভাই

০৭ ই জুন, ২০১৮ বিকাল ৩:৩২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ আলআমিন আপনার নিমন্ত্রণের জন্য
আপনি কি শাহী জর্দার মলিক শাহাবুদ্দিন হাজীর
পরিবারের কোন লোকজনকে চিনেন?

১৪| ০৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

পদাতিক চৌধুরি বলেছেন: আশাকরি ভালো আছেন প্রিয় নূর ভাই। যানজটের চিত্রটি মধুর হলেও অভিজ্ঞতাটা আদৌ সুখকর নয় । কাজেই এ কবিতা আমরা চাই না। আমরা গ্রিন ওয়ে চাই। হা হা হা।

অনেক অনেক শুভ কামনা প্রিয় নূর ভাইকে।

০৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সমস্যা তুলে না ধরলে সমাধান চিন্তা করা বাতুলতা!
আমি সমস্যা দেখেছি, তাই লিখেছি, যাদের কর্ম
সমাধান তারা করতে পারে। না করলে হাপিত্যেশ
করা ছাড়া আর কি করার আছে আমাদের।

ধন্যবাদ চৌধুরী ভাই, সুন্দর প্রত্যাশার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.