নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

আসিতেছে ফাটাকেষ্ট !!

০৭ ই জুন, ২০১৮ বিকাল ৫:৫০

আসিতেছে! আসিতেছে !! আসিতেছে !!!

ফাটাকেষ্ট


দেখুন সামুর পর্দায়
ইফতারির পরে

মন্তব্য ৩৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০১৮ বিকাল ৫:৫৫

চাঁদগাজী বলেছেন:


এগুলোর কোন অর্থ আছে?

০৭ ই জুন, ২০১৮ বিকাল ৫:৫৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনিতো বললেন আগাম (সাময়িক) পোস্ট দিতে

২| ০৭ ই জুন, ২০১৮ বিকাল ৫:৫৯

রাজীব নুর বলেছেন: 白山2018、よーやくはじまりました!
にやにやにやにやにやーーーー♡

০৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
わたしは、あなたを愛しています

৩| ০৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

তারেক ফাহিম বলেছেন: কিছুই বুঝলাম না।
নুরু ভাই ইফতারের আগে বলা যায় না?

০৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন: ইফতারের আগে
কিছু ভক্ষণ করা কি ঠিক হবে?

৪| ০৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১২

রোকনুজ্জামান খান বলেছেন: অপেক্ষায় রইলাম ।

আমার নতুন পোষ্ট
"""অপরাধী সাকিব আল হাসান"""
লিংক
http://www.somewhereinblog.net/mobile/blog/rkrokon143/3024330
এক বার ঘুরে আসার বিনীত অনুরোধ রইল।
আপনাদের অনুপ্রেরনাই আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে ।

০৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অপেক্ষার ফল মিষ্টি হয়
অবশ্যই দেখা হবে

৫| ০৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

চাঁদগাজী বলেছেন:


সেটা বলেছিলাম, ব্লগার প্রামাণিকের উপর পোষ্ট দেখে!

আমরা তো আপনার পোষ্টগুলোর শিরোনামে দেখি, "দ্রোহের কবি, প্রেমের কবি নজরুল ইসলাম", " গ্রাম বাংলার সৌন্দয্যের কবি জসীম উদ্দীন", "বাংলার রেনেসাঁর পথিকৃত দীনেশ সাহা"; এঁদের নিয়ে যখন লেখেন, আমরা জানি এঁরা এখন কোথায়!

তাই ভাবছিলাম, জীবন্ত কোন ব্লগারকে নিয়ে যদি শিরোনাম দেন, "ব্লগের গানের রাজা তানসেন", মাথায় একটা ভাবনা এসে যায়, তানসেন কি আছেন, নাকি ওপারে চলে গেছেন! সেজন্য বলেছিলাম যে, ব্লগারদের নিয়ে আপনি যখন লিখেন, আগে একটু জানাবেন; 'সনেট কবি' লিখলে ভয়ের কিছু থাকে না।

০৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ আপনাকে
টেনশনের কিছু নাই
ফাটাকেষ্ট বহাল তবিয়তেই আছেন
শ্রদ্ধাঞ্জলি জানাইনি তো!

৬| ০৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: অপেক্ষায় থাকলাম।

০৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বাহ, আমার সৈন্য সামন্ত্র একে একে হাজিরা দিচ্ছেন
মারদাঙ্গা যুদ্ধ হবে আশা করি, যুদ্ধে জেতা চাই !

৭| ০৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনার আবার কীসের ভীমরতি ধরলো??X(

০৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নিজাম মন্ডল ভাই
আপনি তো আমার সেনাপতি
পরম আত্মীয়। বিপদে আশা নিয়ে যার কাছে
দাড়ানো যায় সেইতো আত্মীয়। যুদ্ধের ময়দানে
মীর জাফরের মতো বিশ্বাস ঘাতকতা করবেন না!

৮| ০৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন, "নিজাম মন্ডল ভাই
আপনি তো আমার সেনাপতি
পরম আত্মীয়। বিপদে আশা নিয়ে যার কাছে
দাড়ানো যায় সেইতো আত্মীয়। যুদ্ধের ময়দানে
মীর জাফরের মতো বিশ্বাস ঘাতকতা করবেন না! "

-চিন্তার বিষয়, সেনাপতিও দরকার?

০৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার যেমন প্যাঁচা দরকার
আমার দরকার সেনাপতি,
যুদ্ধ ক্ষেত্রে বুঝা যাবে
কার কত দূর্গতি!!

৯| ০৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওকে আমি তৈরী......

০৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এইতো চাই
কোন ছাড় নাই
বশ্যতা স্বীকার চাই

১০| ০৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

শাহাদাত নিরব বলেছেন: কোমরে গামছা বেঁধে ইফতারির বসবো ।

০৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ইফতারীর আগে সবার জন্য
দোয়া করবেন নেক হায়াত
ও সু-স্বাস্থ্যের জন্য।

১১| ০৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

পদাতিক চৌধুরি বলেছেন: মন্ডল ভাই রেডি। ওদিকে নূর ভায়ের এমএলএ ফাটাকেষ্ট। দেকি কেমনে ফাইটি হয়য়য়...

০৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ইফতারীটা করতে দেন
তার পরেই শুরু হবে ফাইট!!

১২| ০৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

রাজীব নুর বলেছেন: ইফতার শেষ করে এলাম। কিন্তু ফাটাকেষ্ট তো খুঁজে পেলাম না।
আপনি কই?

০৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
রাজীব ভাই
তারাবীর আগ পর্যন্ত হলো ইফতারীর পর
সুতরাং একটু অপেক্ষা করুন।

১৩| ০৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: X(X(X(X(
X(X(X(X(
X(X(X(X(
X(X(X(X(

০৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
রাগ যত বাড়বে
যুদ্ধ তত ঘোরতর হবে!

১৪| ০৭ ই জুন, ২০১৮ রাত ৮:৩৯

ঢাবিয়ান বলেছেন: ইফতারী এখনো শেষ হয় নাই? B-)

০৭ ই জুন, ২০১৮ রাত ৯:৩৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
৮:১৩ তে ফাটাকেষ্ট হাজির আর
আপনি ৮:৩৯ এ খুঁজেন !!
কোথায় থাকেন আপনি?

১৫| ০৮ ই জুন, ২০১৮ বিকাল ৩:১১

মোঃ খুরশীদ আলম বলেছেন:
কোথাও আজ শান্তি নাই।
যুদ্ধ নয় শান্তি চাই

০৯ ই জুন, ২০১৮ বিকাল ৪:৫৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চাইলেই যদি পাওয়া যেতো সব
কেউ কি করতো তবে এত কলরব!!

১৬| ০৮ ই জুন, ২০১৮ বিকাল ৫:১২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: কিজন্যে আসবে? দেশে কোন সমস্যা নাই।

০৯ ই জুন, ২০১৮ বিকাল ৪:৫৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বলেনকি জনাব,
দেশ কি সমস্যা শূণ্য!!
সেটাইতো বড় সমস্যা!
আমরা সমস্যা চাই
বর্ষায় রাস্তার খোঁড়াখঁড়ি চাই,
নদী ভরাট করতেচাই,
শুধু চাই আর চাই!!

১৭| ০৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২৭

ত্রিকোণমিতি বলেছেন: আর ফাটাকেষ্ট :-/



[অফ টপিক - সামুতে নতুন লেখালেখি করছি, সময় থাকলে আমার ব্লগ থেকে ঘুরে আসার অনুরোধ রইলো। আমার ব্লগ

০৯ ই জুন, ২০১৮ বিকাল ৪:৫৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ আপনাকে ত্রিকোণমিতি,
সমস্যার শীর্ষদেশে উপনিত হয়ে
আপনার ব্লগে নিমন্ত্রণ করলেন!

যতবারই যাবার ইচ্ছা পোষণ করি
ততবারই গোলক ধাঁধায় পড়ে
নিজের ভূমে ফিরে আসি!

১৮| ১০ ই জুন, ২০১৮ দুপুর ২:৪৬

মোঃ খুরশীদ আলম বলেছেন: “চাইলেই যদি পাওয়া যেতো সব
কেউ কি করতো তবে এত কলরব ” - লেখক।

চাইলে সব যায়না চাওয়া
তারপরেও চাই
খোদা সদা দিতে রাজি
চাইতে নিষেধ নাই।

চাইতে হবে মন ‍খুলে, আর
করতে হবে কাজ,
সমাজটারে করতে সুখী
হোকনা শপথ আজ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.