নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

ফাটাকেষ্ট !!

০৭ ই জুন, ২০১৮ রাত ৮:১৩


ফাটাকেষ্ট !!
নূর মোহাম্মদ নূরু

আবোল তাবোল কথা বলেন মোদের ফাটাকেষ্ট
শুনতে শুনতে ফাঁকা বুলি জীবনটা অতিষ্ঠ !
রাতে বেলা ইতি উতি করেন শুধু গুতা গুতি,
দিনের বেলা চুপিসারে খেলেন তিন পাতি!!

হ্যান করেঙ্গা, ত্যান করেঙ্গা মুরোদ গেছে বোঝা
কাসতে কাসতে দম বুঝি যায় বাঁকা হইছে মাজা!!
যত বলি বুড়ো বয়সে লম্ফ ঝম্প থামান,
মশা মারতে এত বড় কামান কেন দাগান।

কে শোনে কার কথা ভাব খানা সবজান্তা
ঘি ভাতের কথা বলে সাবাড় করেন পান্তা,
চোখের দৃষ্টি লোপ পেয়েছে বেড়ে গেছে লোভ,
লোলুপ দৃষ্টি গোপীর প্রতি খুঁজে কোথায় ঝোঁপ!!

দড়ি দেখে সাপ ভাবিয়া ভৌ দৌড় মারে কেষ্টা,
কলা গাছের ডগায় ওঠতে করে বৃথা চেষ্টা,
কেন বাপু বাহাদূরী দেখাও তুমি যা পারবানা,
নিজে করার মুরোদ নাই অপরকেও ছারবানা!!

হুতুম পেঁচা মন্ত্রণা দেয় মোদের ফাটাকেষ্টারে
ঢেরা পিটায় ঈদের পরে পিষবেন তিনি ট্রাকটরে!!
ট্রাকটরে পেঁচা মন্ত্রী সাথে ফাটাকেষ্টা,
চক্কর মারে বলে বেড়ায় তাদের নাকি দেশটা।

পোলাপানে হাসি লুকায় দেখে তাদের বেশটা,
দূর্মুখেরা বলে তোমার পেয়েছে কি তেষ্টা!
ঘাম ঝরে কোমর নড়ে বলে দেখবো শেষটা,
এই না হলে সাধে কি আর নামটি ফাটাকেষ্টা!!


প্রকাশকালঃ ৭ জুন ২০১৮ ইং
উৎসর্গঃ সামুর ছড়াবাহিনীকে

মন্তব্য ২৮ টি রেটিং +০/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০১৮ রাত ৮:২৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ব্লগে প্যাঁচা আর ট্রাক্টর শব্দ দু'টোকে অবাঞ্ছিত ঘোষণা করা হোক!

০৮ ই জুন, ২০১৮ সকাল ১১:২৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আজ থেকে প্যাঁচাকে দিলাম নির্বাসন
কোটরেতে থাকো তুমি অন্ধকারে আজীবন!

২| ০৭ ই জুন, ২০১৮ রাত ৮:৩১

চাঁদগাজী বলেছেন:


রম্য কবিতা, সুন্দরই হয়েছে বলতে হবে; রম্য কবিতা বেশীদিন বাঁচে না, সেটাই সমস্যা; যাক, সান্তনা হলো, লিখতে লিখতে হাত আসবে।

ট্রাক্টর হলো কৃষকের সিম্বল, পেঁচা হলো রাতের প্রশান্তির ঘোষক!

০৮ ই জুন, ২০১৮ সকাল ১১:৩০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যে যা বলুক কান দিবোনা
চলবে আমার রম্য,
আর কিছু পারিনাতো
এটাই আমার কম্ম !!

৩| ০৭ ই জুন, ২০১৮ রাত ৮:৩৪

মোগল সম্রাট বলেছেন: দারুন

০৮ ই জুন, ২০১৮ সকাল ১১:৩১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জ্বি জাহাপনা!!

৪| ০৭ ই জুন, ২০১৮ রাত ৮:৪১

ঢাবিয়ান বলেছেন: =p~

০৮ ই জুন, ২০১৮ সকাল ১১:৩১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ ঢাবিয়ান
খুশি হলাম আপনর
সুন্দর হাসিতে !!

৫| ০৭ ই জুন, ২০১৮ রাত ৮:৪৫

তারেক ফাহিম বলেছেন: প্যাঁচা আর ট্রাক্টর :( ভালো লাগেনি।

০৮ ই জুন, ২০১৮ সকাল ১১:৩২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এটা কি বলেন,
ট্রাক্টর হলো কৃষকের সিম্বল, পেঁচা হলো রাতের প্রশান্তির ঘোষক!

৬| ০৭ ই জুন, ২০১৮ রাত ৮:৫৭

সনেট কবি বলেছেন:



আকাশের চাঁদটায়
দেখি বনছায়
জোছনায়
সে আলো ছড়ায়।
ট্রাক্টর
ফ্যাক্টর
কৃষকের প্রিয়।
প্যাঁচায়
ইন্দুর খায়
থাকে ফসলের
সুরক্ষায়।
নূরু
গুরু
উড়ু উড়ু মন।
যা খুশী লিখে যায়
দেখি
সারাক্ষণ!

০৮ ই জুন, ২০১৮ সকাল ১১:৩৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
উড়ু উড়ু মন লয়ে
লিখে যাই পদ্য,
যানবেন এটা
প্রসূতিত হল সদ্য !!

৭| ০৭ ই জুন, ২০১৮ রাত ৮:৫৯

রাজীব নুর বলেছেন: বাহ!!
ভালোই হয়েছে মশাই।

০৮ ই জুন, ২০১৮ সকাল ১১:৩৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভালোর কোন শেষ নাই
অবিরাম চলবে তাই।
মন্দ হলেও আমার
কিচ্ছু করার নাই।

৮| ০৭ ই জুন, ২০১৮ রাত ৯:০৪

কাইকর বলেছেন: বাহ....

০৮ ই জুন, ২০১৮ সকাল ১১:৩৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বাহারে বাহ...................

৯| ০৭ ই জুন, ২০১৮ রাত ১০:০৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ছড়া ভালো হয়েছে!
তবে মেজাজ গরমঃ











,




প্যাঁচা আর ট্রাক্টর ছাড়া আপনার ডিকশিনারিতে আর কোন শব্দ নাই!!X(

০৮ ই জুন, ২০১৮ সকাল ১১:৩৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মেজাজ গরম আমার কি
খালি প্যাচাল পারেন
বাইরে খেয় ডলানি
বউয়ের উপর ঝাড়েন !!

১০| ০৭ ই জুন, ২০১৮ রাত ১১:৩৬

টেকনিক্যাল এনালিসিস বলেছেন: ছাদপাজির পুচ্ছদ্বার অতীতে অনেক হিট সহ্য করেছে। এইরাম ছড়ায় কিছু হবে না। ছড়া সুন্দর।

০৮ ই জুন, ২০১৮ সকাল ১১:৩৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এটা কি আপনার টেকনিক্যাল এনালিসিস !!
তা হলে অন্য থেরাপির ব্যবস্থা করার নতুন
প্রজেক্ট চালু করতে হবে। থিসিস জমা দিন!

১১| ০৮ ই জুন, ২০১৮ রাত ১২:১৫

অর্থনীতিবিদ বলেছেন: কবি, সামনে আসতেছে বিশ্বকাপ। হালের ক্রেজ। এই বিষয়ে আপনার নিকট থেকে দু’একটা ছড়া বা কবিতা আশা করলে কি অন্যায় হবে?

০৮ ই জুন, ২০১৮ সকাল ১১:৪৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
রাত জেগে ফুটবল খেলা দেখতে আমার কোনদিনই
ভালো লাগেনাই। তাই ফুটবলে আামার আগ্রহ কম।
যে বিষয়ে আগ্রহ থাকনা তা নিয়ে লেখার উৎসাহ পাইনা।
তা ছাড়া ফুট বল খেলা বুঝি কম, তাই ফুট বল নিয়ে
লেখার সাহস পাচ্ছি না। আপনার আশা অন্যায় নয়,

১২| ০৮ ই জুন, ২০১৮ রাত ১২:২৭

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: ম্যাঁও প্যাঁও শব্দটা ব্যবহার করেননি!

০৮ ই জুন, ২০১৮ সকাল ১১:৪৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ঠিক বলেছেন
তবে তার মন্ত্রীকে অবজ্ঞা করিনি।

১৩| ০৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন,
"রাত জেগে ফুটবল খেলা দেখতে আমার কোনদিনই
ভালো লাগেনাই। তাই ফুটবলে আামার আগ্রহ কম।
যে বিষয়ে আগ্রহ থাকনা তা নিয়ে লেখার উৎসাহ পাইনা।
তা ছাড়া ফুট বল খেলা বুঝি কম, তাই ফুট বল নিয়ে
লেখার সাহস পাচ্ছি না। "

-স্পোর্টস এ না থাকলে মগজের ব্যায়াম হয় না।

০৯ ই জুন, ২০১৮ বিকাল ৪:২৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ডিজিটাল মস্তিস্কে ব্যায়াম দরকার হয়না,
আলো বাতাসে খেলতে দিলে ১০০% কার্যকরী
হয়। টেনশন নিবেন না।

১৪| ০৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @"লেখকবলেছেন:
মেজাজ গরম আমার কি
খালি প্যাচাল পারেন
বাইরে খেয় ডলানি
বউয়ের উপর ঝাড়েন !!"

হয়!
আমার রাগ আমি বউয়ের উপর ঝাড়মু! পারলে ঠেকান!:P
শায়মা আপার গান শুনবেন?
https://m.youtube.com/watch?v=Xt1plQpcM0o

০৯ ই জুন, ২০১৮ বিকাল ৪:৩৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সায়মা আপা গান গায় শুনলাম আজব কথা
মন্ডলের তবলা বাজন ঘুরতে আছে মাথা!!
সামলে চলেন ঈদ সামনে ধরে রাখেন হাল
এমন সময় চলে নাকি হলে বেসামাল!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.