নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

পোশাকি সিনেমার শক্তিমান অভিনেতা আব্দুস সাত্তারের মৃত্যুতে শ্রদ্ধাঞ্জলি

১৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৬


দীর্ঘদিন ধরেই অসুস্থ হয়ে নারায়ণগঞ্জের পৈত্রিক বাড়িতে থাকা এক সময়ের সাড়া জাগানো অভিনেতা আব্দুস সাত্তার আর নেই। গতকাল শনিবার দিবাগত রাত ২টায় তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি... রাজিউন)। দীর্ঘদিন তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তার মৃত্যুতে গুণী একজন অভিনয় শিল্পীকে হারালো বাংলাদেশ। আব্দুস সাত্তার অসংখ্য টিভি নাটকে অভিনয়ের পাশা পাশি চলচ্চিত্রেও অভিনয় করে খ্যাতি অর্জন করেন। আবদুস সাত্তার চার শতাধিক সিনেমায় কাজ করেছেন। এছাড়া অসংখ্য নাটকে কাজ করেছেন। তিনি ‘আমির সওদাগর ভেলুয়া সুন্দরী’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিনয়ের যাত্রা শুরু করেন। ছবিটি পরিচালনা করেছিলেন বিখ্যাত নির্মাতা ইবনে মিজান। তবে ‘সাতভাই চম্পা’ সিনেমায় অভিনয় করে বেশ পরিচিতি লাভ করেন। ২০১২ সালে অসুস্থ হওয়ার আগে সাত্তার প্রায় ১২০টি সিনেমায় কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেন। আশির দশকে তার সঙ্গে রোজিনা-অঞ্জু ঘোষ ছিল জনপ্রিয় জুটি। ১৯৮৪ সালে এফডিসির নতুন মুখের সন্ধানে মান্না, সোহেল চৌধুরী, দিতিদের সঙ্গে সাত্তারও উঠে আসেন। এরপর তিনি ধারাবাহিকভাবে পোশাকী সিনেমার অপরিহার্য নায়ক হয়ে ওঠেন। তার অভিনীত সিনেমার মধ্য দিয়ে এদেশে পূর্ণাঙ্গ রঙিন সিনেমার যুগ শুরু হয়। সাত্তারের জনপ্রিয় সিনেমার মধ্যে রঙিন রূপবান, রঙিন রাখাল বন্ধু, রঙিন কাঞ্চনমালা, রঙিন রাম লক্ষণ, অরুণ বরুণ কিরণ মালা, মধুমালা মদন কুমার, আলোমতি প্রেম কুমার, শুভদা অন্যতম। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আজীবন সদস্য গুণী এই অভিনেতার মৃত্যুতে আমাদের শ্রদ্ধাঞ্জলি।

আব্দুস সাত্তার ১৯৫৮ সালের ২৬ মে নারায়ণগঞ্জে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মার্স্টাস করা আব্দুস সাত্তার ২০১২ সালে স্ট্রোক করে প্যারালাইসড হয়ে নারায়ণগঞ্জের পৈত্রিক বাড়িতে থাকতেন। পাশাপাশি উচ্চচাপ ও ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন তিনি। সংবাদপত্রের মাধ্যমে তার দুরাবস্থার কথা জানতে পেরে গত মার্চ মাসে প্রধানমন্ত্রী তাকে ১০ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছিলেন। শুধু অভিনেতা নয়, আবদুস সাত্তার সিনেমাও নির্মাণ করেছেন। অশান্ত ঢেউ, রাখে আল্লাহ মারে কে এবং ফয়সালা এই তিনটি ছবি তার নির্মিত। মরহুম আব্দুস সাত্তারের মরদেহ দাফন করা হবে শাহজাহানপুর গোরস্থানে। প্রবীণ এই অভিনেতার মৃত্যুতে আমাদের শ্রদ্ধাঞ্জলি

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৫

রোকনুজ্জামান খান বলেছেন: আল্লাহ্‌ তার কাজের জন্য হয়তো......করবে না । তবুও আল্লাহ্‌ তাকে জন্নাত বাসী করুক ।
(আমিন)

১৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আল্লাহ কখন কাকে কোন উছিলায় ক্ষমা করে দিবেন তা
এক মাত্র তিনিই ভালো জানেন। আমরা মৃত্যুব্যক্তির আত্মার
শান্তি কামনা করি। আল্লাহ নিশ্চয় তাকে ক্ষমা করে দিবেন। আমিন

২| ১৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪০

রাজীব নুর বলেছেন: শ্রদ্ধা।

১৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ রাজীব ভাই
পাশে থাকার জন্য।

৩| ১৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০২

সাহাদাত উদরাজী বলেছেন: তার অভিনয় ভাল লাগত, তিনি মানুষের মনে বেঁচে থাকবেন অনেকদিন। আমাদের প্রজন্ম তাকে ভুলতে পারবে না! তার আরো দুটি ভাল ছবি যুক্ত করে দিতে পারেন, এই ছবি গুলোতে তাকে সঠিক প্রকাশিত হচ্ছে না।

১৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অসংখ্য ধন্যবাদ উদরাজী
চমৎকার অভিনয় করতেন মরহুম আব্দুস সাত্তার।
আপনার পরামর্শের জন্য অসংখ্য ধন্যবাদ্

৪| ১৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

বাকপ্রবাস বলেছেন: শ্রদ্ধা আর পরকালীন মঙ্গল কামনা করি

১৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ বাকপ্রবাস
আপনার সুন্দর প্রার্থনার জন্য।

৫| ১৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬

লায়নহার্ট বলেছেন: {@রোকনুজ্জামান খান আপনি কি এর মধ্যেই জান্নাতে এক পা দিয়ে ফেলেছেন?}

১৯ শে আগস্ট, ২০১৮ রাত ৮:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ লায়নহার্ট
উষ্মা প্রকাশের আবশ্যকতা নাই,
যার যতটুকু পরিধি সে ততটুকুই
পরিভ্রমণ করতে পারে, তার অধিক নয়।

৬| ১৯ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৩৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুবই দুঃখের সংবাদ, আল্লাহ তার আত্মার শান্তি দিক কামনা।

২০ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমিন।
আপনার প্রার্থনা কবুল হোক
মহান আল্লাহর দরবারে।

৭| ২০ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৪৯

তিক্তভাষী বলেছেন: দুটি ছবি দুজন ভিন্ন ব্যক্তির। উপরের ছবিটি চরিত্রাভিনেতা আবদুস সাত্তারের যিনি কখনোই কোন মুভির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেননি। বেশীরভাগ অনলাইন মিডিয়ার খবর অনুযায়ী চরিত্রাভিনেতা আবদুস সাত্তার মারা গেছেন। কোনটা সত্যি বুঝতে পারছি না।

২০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:২৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চিন্তার বিষয় !!
কোথায় যেন একটা খটকা আছে !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.