নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার ৩৪তম জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা

২০ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:২১


নুসরাত ইমরোজ তিশা একটি জনপ্রিয় বাংলাদেশী মডেল ও অভিনেত্রী যিনি টেলিভিশন ধারাবাহিকে সঙ্গে তার কর্মজীবন শুরু করেন। খুব অল্প সময়ের মধ্যেই, তিশা তরুণ প্রজন্মের মনে জায়গা করে নিয়েছে। তিশা বিভিন্ন টিভি বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত অভিনয় করছেন। মেরিল লিপজেলের বিজ্ঞাপনে অভিনয়ের মাধ্যমে মডেল হিসেবে যাত্রা শুরু করেন তিশা। এরপর একে একে কোকাকোলা, সিটিসেল আর কেয়া সাবানের বিজ্ঞাপনে অভিনয় করেন তিনি। ২০০৩ সালে মডেলিংয়ের পাশাপাশি অভিনয়ের প্রতি তার ভালোবাসা তৈরি হয়। টিভি বিজ্ঞাপনের পাশাপাশি কিছু চলচ্চিত্রেও কাজ করেছেন তিশা। ২০০৯ মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’র মাধ্যমে প্রথমবার বড় পর্দায় নিজেকে মেলে ধরেন নন্দিত অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। তবে অভিনয়ে নিয়মিত থাকলেও প্রথম সিনেমার পর খুব কমই বড় পর্দায় তাকে পাওয়া গেছে। গত ১০ বছরে তিশার মাত্র ৬টি সিনেমা মুক্তি পেয়েছে। মুক্তির প্রতীক্ষায় রয়েছে একটি। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ হল নাট্যধর্মী থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার (২০০৯), টেলিভিশন (২০১২), ক্রীড়া নাট্যধর্মী অস্তিত্ব (২০১৬), নাট্যধর্মী ডুব (২০১৭) এবং হালদা (২০১৭)। গত বছর (১৩ সেপ্টেম্বর) মুক্তি পেয়েছে এই অভিনেত্রীর অষ্টম সিনেমা ‘মায়াবতী’। অরুণ চৌধুরী পরিচালিত সিনেমাটি একযোগে সারাদেশে ২২টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়েছে। অস্তিত্ব চলচ্চিত্রে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনি ১০টি মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেছেন। আজ তার জন্মদিন। ১৯৮২ সালের এ দিনে তিনি রাজশাহী জেলায় জন্মগ্রহণ করেন। জনপ্রিয় মডেল ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার ৩৪তম জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা।

নুসরাত ইমরোজ তিশা ২০ ফেব্রুয়ারি ১৯৮৬ সালে রাজশাহী বিভাগের এক মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তিশার বাবা এনামুল হক এবং মা শাহীন মাহফুজা । বাবা মা আর এক ভাই নিয়ে তিশার পরিবার । জন্ম রাজশাহীতে হলেও তিশার বেড়ে ওঠা ঢাকতেই । তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে মিডিয়া এবং কমিউনিকেশান ভিষয়ে পড়াশোনা শেষ করেছেন। ছোটবেলায় বাবা মায়ের ইচ্ছে অনুযায়ী মিডিয়ার প্রতি আগ্রহ তৈরি হয় তিশার। বাবাকে প্রচন্ড রকম ভালবাসতেন তিনি। বাবার সাথে তার খুবই বন্ধুর মত সম্পর্ক ছিল তার এবং বাবার অনুপ্রেরনার কারনেই একটা সময় স্বপ্ন দেখতে শুরু করেন মিডিয়ায় কাজ করার। টেলিভিশনের মাধ্যমেই ১৯৯৫ সালে নতুন কুঁড়ি প্রতিযোগিতায় প্রথম স্থান পাওয়া তিশার মিডিয়া জগতে পদার্পণ হয়। শিশুশিল্পী হিসেবে মূলত গান করতেন। গান করতে করতেই ১৯৯৭ সালে অনন্ত হীরার লেখা আর আহসান হাবীবের প্রযোজনায় সাতপেড়ে কাব্য নামে একটি নাটকে শিশুশিল্পী হিসেবে শখের বশে অভিনয় করেন। তিশা, রুমানা, নাফিজা ও কণা এই চারজন গঠন করেন ব্যান্ডদল অ্যাঞ্জেল ফোর। যদিও সে ব্যান্ড দলটি বেশিদূর এগোতে পারেনি। ২০০৩ সাল থেকে নাটকে অভিনয়ের ব্যস্ততা আর অন্য সদস্যরা যে যার কাজে ব্যস্ত থাকায় দলটি ভেঙে যায়। ১৯৯৮ সালে সাত প্রহরের কাব্য নাটক দিয়ে তিশার টেলিভিশন পর্দায় অভিষেক হয়। নাটকটি রচনা করেন অনন্ত হীরা এবং পরিচালনা করেন আহসান হাবীব।

২০১৪ সালে তিনি দীর্ঘ ৬ বছর পর টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করেন। তাকে স্কয়ারের একটি পণ্যের বিজ্ঞাপনে সঙ্গীতশিল্পী তাহসানের বিপরীতে দেখা যায় ।২০১৬ সালে তার অভিনীত দুটি মূলধারার বাণিজ্যিক চলচ্চিত্র মুক্তি পায়। ৬ই মে মুক্তি পাওয়া অস্তিত্ব চলচ্চিত্রে তিনি একজন বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী চরিত্রে অভিনয় করেন। অনন্য মামুন পরিচালিত এই ছবিতে তার বিপরীতে ছিল আরিফিন শুভ। শুভর সাথে তিনি পূর্বে ফারুকী পরিচালিত ওয়েটিং রুম টেলিছবিতে অভিনয় করেছিলেন। ২০১৭ সালে মোস্তফা সরয়ার ফারুকীর বহুল আলোচিত ডুব চলচ্চিত্রে একজন স্বনামধন্য পরিচালকের কন্যা চরিত্রে কাজ করে তিনি প্রশংসিত হন। এতে তার বাবার চরিত্রে অভিনয় করেন ইরফান খান। একই বছর তিনি হালদা নদী নিয়ে সচেতনতামূলক হালদা চলচ্চিত্রে হাসু চরিত্রে অভিনয় করে প্রশংসা অর্জন করেন। ২০১৮ সালে ভালোবাসা দিবস উপলক্ষ্যে সাগর জাহান নির্মিত একটি মধ্যবিত্ত ফ্রিজের গল্প নাটকে তাকে তাহসানের বিপরীতে দেখা যায়। তিনি ফারুকী নির্মিত ডাবর মেথি আমলা হেয়ার অয়েলের বিজ্ঞাপনে কাজ করেন। এই বছর সেপ্টেম্বর মাসে তিনি ও অভিনেতা চঞ্চল চৌধুরী মুঠোফোন সেবাদানকারী কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডের শুভেচ্ছাদূত হন এবং আটটি বিজ্ঞাপন চিত্রে কাজের জন্য চুক্তিবদ্ধ হন। তিশা বাংলা ভাষা আন্দোলন নিয়ে নির্মিত তৌকীর আহমেদের ফাগুন হাওয়ায় (২০১৯) ছবিতে সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করেন। তিশা ২০১৩ সালে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ৪০ তম বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে দুই বছরের জন্য প্রথম বাংলাদেশের দক্ষিণ কোরিয়া এর শুভেচ্ছাদূত নিযুক্ত করা হয়েছিলেন।

ব্যক্তিগত জীবনে তিশা ২০১০ সালের ১৬ জুলাই টিভি ও চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০১৪ সালের অক্টোবরে ঢাকার স্কয়ার হাসপাতালে তিশার অ্যাপেনডিসাইটিসের অস্ত্রোপচার হয়। তিশা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিচ্যুত ছিলেন। এতে তার ভুয়া অ্যাকাউন্ট থেকে ভক্তরা প্রতারিত হচ্ছিল। তাই তিনি ২০১৬ সালের নভেম্বরে তার একটি ফেসবুক অ্যাকাউন্ট খোলেন। অ্যাকাউন্টটি পরিচালনা করে পপকর্ন ডিজিটাল। তিশা চলচ্চিত্র দেখতে পছন্দ করেন। তার প্রিয় চলচ্চিত্র হল ন্যাটালি পোর্টম্যান অভিনীত ব্ল্যাক সোয়ান। এছাড়া স্টিল অ্যালিস চলচ্চিত্রে জুলিঅ্যান মুরের করা চরিত্রটি তার পছন্দের চরিত্র। আজ তিশার জন্মদিন। জনপ্রিয় মডেল ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার ৩৪তম জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা।

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল :-& ফেসবুক লিংক
[email protected]

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:০৩

রাজীব নুর বলেছেন: তিশা সম্পর্কে জানলাম।
তবে উনি মডেল হওয়ার আগে অনেক ছোট থাকতে একটা টিভি নাটক করেছিলেন। নাটোকে তার চরিত্র ছিলো সম্ভবত কাজের মেয়ে।

২১ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:১৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ছোট এবং বড় দুই পর্দাতেই সমানতালে অভিনয় করে যাচ্ছেন জনপ্রিয় এ অভিনেত্রী।
নাটক চলচ্চিত্র দুই জায়গাতেই তিনি সমান জনপ্রিয়। সাবলীল অভিনয়গুণেই তিনি তার
এ অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন।

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৫৫

বিষন্ন পথিক বলেছেন: ৮৬ সালে জন্মাইলে বয়স ৩৮ ক্যামনে হয়? বেচারী এমনিতেই আছে পেরেশানীতে, বয়স মিনিমাম ৫/৭ বছর কমাইতে, আপনি উল্টা ৪/৫ বছর বাড়াইয়া শুভেচ্ছা, স্বাগতম দিয়া অস্হির অবস্হা। ঘোর কলি, ঘোর কলি

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৩৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: জনপ্রিয় মডেল ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার ৩৮তম জন্মবার্ষিকীতে
............................................................................................................
আমার আন্তরিক ভালবাসা ও ফুলেল শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.