নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

বিশ্ব সঙ্গীত দিবস আজঃ সংগীতের হাত ধরে মেলবন্ধন ঘটুক মনের

২১ শে জুন, ২০২০ সকাল ১১:২৬


করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। তার পরেও আজ বিশ্ব সঙ্গীত দিবস। ২১ জুন পালিত হয় বিশ্ব সংগীত দিবস। আনন্দের সময় হোক কিংবা মন খারাপের সময়ই হোক সংগীত মানুষের নিত্যদিনের সংগী। দৈনন্দিন জীবনের একঘেঁয়েমি কাটাতে গানের চেয়ে ভালো দাওয়াই আর নেই। সত্যিই বিশেষজ্ঞরাও এই মিউজিক থেরাপিকে মান্যতা দিয়েছেন। মানসিক চাপ, উদ্বেগ, উৎকণ্ঠা কমাতে গান দারুণ উপকারী। গান শুনলে ঘুমও ভালো হয়। মানসিক রোগ সারানোর জন্য চিকিৎসকেরা গানের সাহায্য নেন। অনের সময় এমন হয় যে পুরনো কোনও গান ভালো স্মৃতি মনে করিয়ে দেয়। খারাপটাও মনে করায়। কিন্তু গান সব সময়ই ভালো বন্ধুর মতো পাশে থাকতে পারে। গান কিন্তু বাচ্চাদের স্মৃতিশক্তিও শক্ত করে, মনোযোগ বাড়াতে সাহায্য করে। সংগীতপ্রেমীদের কাছে অবশ্য গানের জন্য আলাদা কোনও দিন বা সময় নেই। বরং গান ২৪ ঘণ্টার ৩৬৫ দিনের। তবে বিশেষ ভাবে দিনটিকে উদযাপনের জন্য নির্দিষ্ট একটি দিন রয়েছে। গানের জন্যই বিশেষ দিবস এই বিশ্ব সংগীত দিবস ৷গুন গুন করে কে না গান গেয়ে ওঠেন চলতে চলতে। সংগীতের মাধ্যমে বিভিন্ন দেশে চিকিৎসাও করা হয় এখন। সারা বিশ্বেই নানা ভাষায় সমান তালেই চলছে সংগীতের চর্চা। আজ বিশ্বের সকল সংগীত প্রেমীদের জন্যই বিশেষ একটি দিন। আজ সংগীত দিবস। বহু বছর ধরেই এই দিনে ঐতিহ্যবাহী মিউজিক ফেস্টিভ্যালের আয়োজন করছে ফ্রান্স। ১৯৮২ সালে ফ্রান্সে ‘ফেত দ্য লা মিউজিক’ বা ‘মেক মিউজিক ডে’ নামে একটি দিনের উদ্যাপন শুরু করা হয়। ফ্রান্সের সংস্কৃতিমন্ত্রী জ্যাক ল্যাং ১৯৮১ সালে ভাবতে শুরু করেন বিষয়টি নিয়ে। ১৯৭৬ সালে ফ্রান্সে মার্কিন সংগীতশিল্পী জোয়েল কোহেন ‘সামার সোলস্টাইস’ বা গ্রীষ্মকে উদ্যাপন করতে রাতভর গান করার প্রস্তাব তোলেন। ২১ জুনের সংগীত দিবস সেই থেকে শুরু। বাংলাদেশসহ বিশ্বের ১২০টি দেশে স্থানীয়ভাবে অথবা ফরাসি দূতাবাসের সহায়তায় এ দিনটি পালন করা হয়। বাংলাদেশেও এ দিবসটিকে গুরুত্বের সঙ্গে পালিত হয়ে আসছে। বরাবরের মতো ২০২০ সালেও ‘বিশ্ব সংগীত দিবস’ পালিত হবে বিশ্বের নানা দেশে। ২১ জুন উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন হওয়ায়, এই দিনটিকেই সংগীত দিবস হিসেবে বেছে নেওয়া হয়েছে। বিশ্ব সঙ্গীত দিবস উপলক্ষে প্রতি বছরই বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদসহ সঙ্গীতের বিভিন্ন সংগঠন যথাযোগ্য মর্যাদায় বর্ণিল আয়োজনে দিবসটি পালন করে। এবার সারাবিশ্বে করোনাভাইরাসের কারণে কোথাও দিবসটি পালিত হচ্ছে না। এ বছর সারা বিশ্বেও করোনা ভাইরাসের কারনে সীমিত থাকবে এই আয়োজন।

সংগীতের কোনও ধর্ম নেই, কোনও জাত নেই, কোনও রং নেই তার নিজস্বতা আর স্বকীয়তা এতটাই প্রবল যে সেটা কোনো বিশেষ ভাষার কাছেও সীমাবদ্ধ হয়ে থাকেনি। অর্থাৎ কোনো কাঁটা তারের বেড়া সঙ্গীতকে বাধা দিতে পারে না। তাই বিদেশের সঙ্গীতজ্ঞ বব ডিলান কিংবা জিম মরিসনের সঙ্গীত যেমন এদেশের মানুষের মন ছুঁয়েছে, তেমনি আমাদের লালনের গানও পৌঁছে গেছে বিশ্বের দরবারে। প্রাচীন ও মধ্যযুগীয় শাস্ত্র ও ধর্মীয় সঙ্গীতকে আশ্রয় করে বাংলা সঙ্গীত আজ প্রসারিত হচ্ছে আগামীর উঠানে। আমাদের জারি, সারি, বাউলগান, রবীন্দ্র বা নজরুলগীতির মতো সমৃদ্ধ সঙ্গীতের আকর বাংলা সঙ্গীতকে আরো সমৃদ্ধ করে তুলেছে। আধুনিক গানের ব্যাপক চর্চা সেই সঙ্গীতের ধারাকে অব্যাহত রেখেছে। সংগীতের হাত ধরে মেলবন্ধন ঘটে মনের। গানবাজনার ছুতোই হোক বা অজানার খোঁজ, বিশ্ব সংগীত দিবস আসলে সংগীতের মাধ্যমে বিশ্বকে এক করে। ছোট্ট মানবশিশু কথা বলতে শেখার আগেই গুনগুনিয়ে সুর তুলতে শুরু করে। আর কিছু না হোক, সুরেই বশ মেনে যায় সমস্ত প্রাণী। হিংস্র বাঘও মন দিয়ে শোনে অচেনা কোনো গান। উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু—সময়, বয়স আর স্থানভেদে সুর আর গান মিশে আছে সবখানে। তবে সংগীত নিয়ে জ্যাক ল্যাং-এর মতো করে ফ্রান্সে খুব বেশি মানুষ ভাবেননি। তিনি ফ্রান্সের প্রথাগত গানের ধারাকে ভাঙতে মরিস ফ্লুরেটকে নিয়োগ দেন। ফ্লুরেট ১৯৮২ সালে বিশাল এক পরিসংখ্যান চালান। এই পরিসংখ্যানে উঠে আসে সংগীত নিয়ে কাজ করা প্রচুর মানুষের কথা। সে সময় ফ্রান্সে প্রতি দুইজন তরুণের মধ্যে একজন কোনো না কোনো বাদ্যযন্ত্র বাজাতে পারতেন। সব নিয়ম পাশে রেখে ঘোষণা দেওয়া হয় নতুন এক ধারার। যেখানে তরুণেরা শুধু চিরাচরিত সংগীত শিখবেন না, শিখবেন রক, জ্যাজ, পপ—সব ধারার সংগীত। আর শেষমেশ জ্যাক ল্যাং, প্রকৌশলী ক্রিস্টিয়ান ডুপাভিলন আর মরিস ফ্লুরেটের চেষ্টায় এই উদ্যোগ সফলও হয়েছিল।বর্তমানে আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রিটেন, লুক্সেমবার্গ, জার্মানি, সুইজারল্যান্ড, কোস্টারিকাসহ প্রায় ১২০টি দেশে এবং ৪৫০টি শহরে এই দিবস উদ্​যাপিত হয়। রেস্তোরাঁ, পার্ক, যানবাহন—সংগীত দিবসে সর্বত্র বিনা মূল্যে গান পরিবেশন করেন শিল্পীরা। বাংলা লোকসংস্কৃতির সবচেয়ে সমৃদ্ধ অংশ হিসেবে বাংলা সঙ্গীত পার করেছে হাজার বছর। বাংলা সঙ্গীত আবহমানকাল থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে জনপ্রিয়তা লাভ করেছে। সঙ্গীতের সুর ও তাল, বাদ্যযন্ত্রের প্রয়োগ, সঙ্গীতের সার্বজনীনতা ও আধ্যাত্মবাদসহ আরো নানামুখী সঙ্গীতসংক্রান্ত বিষয় মানুষের কাছে প্রবল আকর্ষণীয় হয়েই বিচরণ করেছে। শান্তি ও ইতিবাচক চিন্তাকে ছড়িয়ে দিতে দিবসটিকে ব্যবহার করা হয়। এ বছর করোনাভাইরাসের কালবেলা। সেক্ষেত্রে বাইরে গিয়ে কোনও অনুষ্ঠান সম্ভব নয়। তাই বাড়ি বসেই নিজের পন্দের গানে ডুবে যান। বিশ্ব সঙ্গীত দিবস ছাড়াও আজ ফাদার্স ডে, যোগ দিবস, সূর্যগ্রহণ-- এ সবের মাঝেই আলাদা করে একটা ঘণ্টা নিজের জন্য সরিয়ে রাখুন। সেই সময়টাই শুধুই পছন্দের গান শুনুন। রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, গজল, লোকগান, অতুলপ্রসাদ, রজনীকান্ত, ওয়েস্টার্ন, রক, পপ, ক্লাসিকাল, ধ্রুপদী-সহ সব ধরনের গান শুনতে সবাই ভালোবাসেন না। শুধু গোঁফ না, গান দিয়েও যায় মানুষ চেনা। সবারই একটা পছন্দ রয়েছে। এবং এই পছন্দই কিন্তু দারুণ একটা ইঙ্গিত দেয় মানুষটার রুচি সম্পর্কে। কোনও মানুষকে নতুন করে জানতে গেলে অবশ্যই গান নিয়ে আলোচনা করতে পারেন। গান গেয়ে বা গান শুনে মুগ্ধ হতে পারেন। সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও সমস্যার সমাধান করে গান। লকডাউনের এমন দিনে গান দিয়ে নিজেকে নতুন করে ফেলুন। শুরুটা না হয় গানে গানেই হোক! অর্থাৎ, গান ভালোবেসে গান ৷ বৈচিত্র্যময় সুরের ধারার সঙ্গীত এগিয়ে চলুক বিশ্বচরাচরে। আর প্রাণে আসুক শান্তি ৷

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল :-& ফেসবুক
[email protected]

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০২০ সকাল ১১:৪৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
গান বাজনা হারাম।

২১ শে জুন, ২০২০ দুপুর ১২:০৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হালাল শব্দের আভিধানিক অর্থ সিদ্ধ। আর শরীয়তের ভাষায় যা করার
অনুমতি দিয়েছে বা করতে নিষেধ করেনি এমন বস্তু বা কাজকে হালাল বলে।
হারাম শব্দের আবিধানিক অর্থ নিষিদ্ধ। আর শরীয়তের ভাষায় যা স্পষ্ট ভাষায়
নিষেধ করেছেন, যা করার পরিণামে পরকালে শাস্তি অনিবার্য এরূপ বস্তু ও কাজকে
হারাম রূপে আখ্যায়িত করা হয়। হালাল-হারামের বিষয়গুলো নির্ধারণ করার
এখতিয়ার শুধু মহান আলল্গাহতায়ালার। ইহকালীন জীবনে ইসলামের দৃষ্টিতে বৈধ
কাজগুলো হালাল আর যে কাজগুলো ইসলামে নিষিদ্ধ, তাই হারাম।

মানুষের জন্য যা কিছু উপকার ও কল্যাণকর ওই সব কর্ম ও বস্তুকে আলল্গাহতায়ালা
মানুষের জন্য হালাল করেছেন। অন্যদিকে, কোরআন ও সুন্নাহর ভিত্তিতে যেসব বিষয়কে
অবৈধ বলে ঘোষণা করা হয়েছে, ইসলামী শরিয়তের পরিভাষায় তা হারাম বা নিষিদ্ধ।
অন্য কথায়, হারাম অর্থ অবৈধ, ক্ষতিকারক, অকল্যাণকর কর্ম ও বস্তু, যা মানুষের জন্য
অপকারের বা ক্ষতির কারণ। ওই সব কর্ম বা বস্তুকে আলল্গাহতায়ালা হারাম করেছেন।

মানুষ নিজেই অনুধাবন করতে পারে কোন কাজটি হারাম আর কো্ন কাজ হারাম!!

২| ২১ শে জুন, ২০২০ দুপুর ১২:৫৮

রাজীব নুর বলেছেন: ইসলামে সঙ্গীত কিন্তু হারাম।

২১ শে জুন, ২০২০ বিকাল ৩:৫০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শুধু সঙ্গীত হারাম এটা নিয়ে থাকলেই হবে?
সুদ, ঘুষ, বেনামাজি, বেপর্দা ও সব ধরনের অন্যায় ও পাপকর্ম ইত্যাদি
হারাম কাজ। এগুলি কি আমরা পরিহার করি?

৩| ২১ শে জুন, ২০২০ দুপুর ১:৪৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: ইসলামে কিছু বাদ্য যন্ত্রকে অনুমতি দেয়া হয়েছে ( যদিও অনেকের দ্বিমত আছে)। আমাদের মহানবী (সাঃ) যখন মক্কা থেকে মদিনায় পৌঁছেন তখন মদিনাবাসিরা তাকে দফ বাজিয়ে বরণ করে নেয়। ঈদের সময় বাচ্চাদের নাচ, গান রসূল (সাঃ) নিষেধ করেননি (সম্ভবত সাথে বাদ্যযন্ত্র ছিল) এই মর্মে সহি হাদিস আছে। তবে খালি গলার গানের উপর কোনও নিষেধাজ্ঞা নেই। শরিয়ত বিরোধী কিছু না থাকলে আমার মনে হয় বাজনা নিষিদ্ধ নয় ( যদিও ভিন্ন মত আছে)।

২১ শে জুন, ২০২০ বিকাল ৩:৫৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

গানের বানীতে যদি অশ্লীলতা না থাকে
নাচ যদি যৌনউত্তেজক না হয় বা সমাজের
অধপতন না ঘটায় তা হলে নাচ গান হারাম
না হবারই কথা। অর্থাৎ শরিয়ত বিরোধী কিছু
না থাকলে তা হারাম নয়। সর্বপরি হালাল-
হারামের বিষয়গুলো নির্ধারণ করার এখতিয়ার
শুধু মহান আলল্গাহতায়ালার।

৪| ২২ শে জুন, ২০২০ সকাল ১০:০৭

জাফরুল মবীন বলেছেন:

২৩ শে জুন, ২০২০ রাত ১২:২৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
করোনা ও করোনা তুই অপরাধী রে
সুন্দর্ মোদের পৃথবীটা দে ফিরাইয়া দে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.