নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

মাছের মায়ের পুত্র শোক!

০৫ ই মার্চ, ২০২২ রাত ১:৩৫


পুতিন সম্প্রতি তার এক ভাষণে বলেন:
"আমি ইউক্রেনের জনসাধারণের কান্না দেখে মোটেও বিচলিত নই। কারণ আমি ফিলিস্তিন, ইরাক, আফগানিস্তান, সিরিয়া, লিবিয়ান বৃদ্ধ নারী শিশুদের বিবস্ত্র কান্না দেখে দেখেই বড় হয়েছি। ধিক্কার জানাই ইউরোপ তথা পশ্চিমা বিশ্বকে তখন কোথায় ছিলো তাদের মানবিক নিষেধাজ্ঞা"। -পুতিন।

পুতিনের এই ভাষণের সত্যতা নিয়ে প্রশ্ন থাকলেও রাশিয়া ইউক্রেন আক্রমণ করেছে এ কথা সত্য। এজন্য যারা মানবতার খোড়া যুক্তি দেখিয়ে মায়া কান্না শুরু করছেন তাদেরকে বলছি;
ইউক্রেন অতীতে বা সাম্প্রতিক সময়ে এমন কোন উদাহরণ রাখেনি যাতে তার প্রতি মায়া জন্মাবে। যদি রাশিয়া ইউক্রেন আক্রমণ না করতো তবে কিছুদিন পর ইউক্রেনের মাটি ব্যবহার করে ন্যাটোর ছদ্মবেশে আমেরিকা রাশিয়া ধ্বংস করত। তবে সাবেক সোভিয়েত ইউনিয়ন জীবিত থাকলে আমেরিকা ইরাক ধ্বংস করার সাহস পেত না।

তাই পৃথিবীতে ক্ষমতার ভারসাম্য দরকার। গরীব এবং কমজোর দেশগুলির জন্য একটা না একটা জায়গা থাকা দরকার। রাশিয়া সেই জায়গা। কাজেই রাশিয়ার পক্ষে কথা বলা মোটেই মানবতার বা বিবেকের খেলাপ নয়। পৃথিবীটা শক্তের ভক্ত নরমের যম। অন্য কথায় সারভাইভ্যাল অব দ্যা ফিটেষ্ট বা জোর যার মুল্লুক তার। মানবতার ফাঁকা বুলি এখান্র নীরবে নিভৃতে গুমরে কাঁদে। মানবতার দোহাই দিয়ে কুম্ভিরাশ্রু বিসজ'নকে মাছের মায়ের পুত্র শোক বলেই প্রতিয়মান হয় বোদ্ধাদের কাছে।

মন্তব্য ২৩ টি রেটিং +২/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০২২ রাত ২:০৬

সোনাগাজী বলেছেন:



ন্যাটো ও ওয়ারশ প্যাক্টের শত্রুতা কোনভাবে কমছে না; তবে, পুটিনের প্ল্যানটা দর্বল হয়েছে।

০৫ ই মার্চ, ২০২২ বিকাল ৩:২২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যুদ্ধ মানেই ধংশ, লাশ আর পোড়া স্তুপ।
তাই কোন যুদ্ধই কাম্য নয়। তবে হিংশ্র
হায়নাদের থাবা ভোতা করতে রুখে
দাঁড়াতে হয়।

২| ০৫ ই মার্চ, ২০২২ রাত ২:০৭

গরল বলেছেন: প্রেসিডেন্ট নজিবুল্লার হয়ে আফগানিস্তানে যুদ্ধ শুরু করেছে কে, সোভিয়েত। ইরাক ইরান যুদ্ধ কার সৃষ্টি, সোভিয়েত কারণ দুপক্ষের কাছেই অস্ত্র বিক্রি। ইরাক কার মদদে কুয়েত দখল করেছিল, রাশিয়া। সিরিয়ায় গৃহযুদ্ধ কার মদদে শুরু হয়েছিল, রাশিয়া, সরকার ও বিরোধী উভয় পক্ষের কাছেই অস্ত্র সরবরাহ করেছে রাশিয়া। এমন কি সিরিয়া সরকার তার নিজের দেশের জংণের উপর গ্যাস বোমা মেরেছিল, সেগুলো দিয়েছিল কে? এর পরেই না ন্যাটো সেখানে গিেছিল। যুগোশ্লভিয়াতে সার্বিয়া কার মদদে যুদ্ধ শুরু করেছে? ন্যাটো অগ্রসর না হলে তো বসনিয়ান বলে কোন জাতি আজ পৃথিবীতে টিকে থাকত না। পৃথিবীর যত সন্ত্রাসী গোষ্ঠি তার ৯৯ ভাগ ব্যাবহার করে একে-৪৭, এগুলো সরবরাহ করে কারা?

০৫ ই মার্চ, ২০২২ বিকাল ৩:৩৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গড়ল ভাবে দেখলে আপনার কথা সত্য।
তবে সরল ভাবে দেখলে বুঝবেন পশ্চিমি
হায়নার দল মানবতার মুখোশের আড়ালে
সারা পৃথিবীকে কি ভাবে জিম্মি করে রেখেছে।
ক্ষমতার দম্ভে তারা মানুষকে ভেড়া বানিয়ে
রেখেছে। অনিয়ন্ত্রিত ক্ষমতা মানুষকে পশুতে
পরিনত করে। তাই ক্ষমতার ভারসম্য থাকা
আবশ্যক।

৩| ০৫ ই মার্চ, ২০২২ রাত ৩:২০

ঋণাত্মক শূণ্য বলেছেন: রাশিয়ার ইউক্রেন আক্রমণ সমার্থ করি না। আবার করি! "পৃথিবীতে ক্ষমতার ভারসাম্য দরকার" এই কথাটার জন্য সমর্থন করি; কারণ আসলেই "কিছুদিন পর ইউক্রেনের মাটি ব্যবহার করে ন্যাটোর ছদ্মবেশে আমেরিকা রাশিয়া ধ্বংস করত"।

চীনের অর্থনৈতিক উত্থান ও তাদের বর্তমান যে পলিসি, সেটাকে সাপোর্ট করি না; কিন্তু আম্রিকার বিপরীতে দ্বিতীয় একটা শক্তি দরকার। এক সময় হয় চীন মহা শক্তি হয়ে যাবে। তখন দ্বিতীয় যে শক্তি দাড়াবে; আমি যদি তখন জীবিত থাকি, তখনও আমি বলবো, সেটা দরকার।

"গরীব এবং কমজোর দেশগুলির জন্য একটা না একটা জায়গা থাকা দরকার"; কিন্তু রাশিয়া বা চীন সেই জায়গা হয়ত হয়ে উঠতে পারবে না। হয়ত এক সময় পারবে। হতে পারুক বা না পারুক, একটা দ্বিতীয় শক্তি অবশ্যই থাকা দরকার। তা না হলে সব গুবলেট হয়ে যায়।

০৫ ই মার্চ, ২০২২ বিকাল ৩:৪১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সমত প্রকাশের জন্য ধন্যবাদ।
যুদ্ধ আমিও চাইনা। তবে মানবতার
দোহাই মুখশের আড়ালে যারা
আমানবিকতার শ্রাদ্ধ করে তাদের
মুখে থুথু!

৪| ০৫ ই মার্চ, ২০২২ রাত ৩:২৬

সোবুজ বলেছেন: মানবতার জয়গান করতেই হবে।অন্যায় যুদ্ধের বিরোধিতা এবং ন্যায় যুদ্ধের সমর্থন করাও মানবতা।

০৫ ই মার্চ, ২০২২ বিকাল ৩:৪৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপ্নাজে ধন্যবাদ।
সব ক্ষেত্রে মানবতার
জয় হোক।

৫| ০৫ ই মার্চ, ২০২২ সকাল ১০:০৭

বিটপি বলেছেন: আমারিকা যখন ইরাক আফগানিস্তান ও লিবিয়ায় বর্বরতা চালায়, রাশিয়া তখন নীরব দর্শক হয়ে থেকেছে। কোন প্রতিবাদ করেনি। আমেরিকার বর্বরতার প্রতিবাদ নিজ দেশ থেকে হয়েছে, কিন্তু অন্য কোন দেশ করেনি - কারণ বর্বরতার শিকার হয়েছিল নিরীহ মুসলিমেরা। আজকে এটাকে ইউক্রেন আক্রমণের বাহানা হিসেবে ব্যবহারের কোন সুযোগ রাশিয়ার নেই।

০৫ ই মার্চ, ২০২২ বিকাল ৩:৫৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অন্যায় চিরদিনই অন্যায়।
কাল প্রতিবাদ করিনি বলে
আর কোন দিন করবোনা
এই নীতি এখন অচল।

৬| ০৫ ই মার্চ, ২০২২ সকাল ১১:৩০

সাসুম বলেছেন: পুতিন সম্প্রতি তার এক ভাষণে বলেন:
"আমি ইউক্রেনের জনসাধারণের কান্না দেখে মোটেও বিচলিত নই। কারণ আমি ফিলিস্তিন, ইরাক, আফগানিস্তান, সিরিয়া, লিবিয়ান বৃদ্ধ নারী শিশুদের বিবস্ত্র কান্না দেখে দেখেই বড় হয়েছি। ধিক্কার জানাই ইউরোপ তথা পশ্চিমা বিশ্বকে তখন কোথায় ছিলো তাদের মানবিক নিষেধাজ্ঞা"। -পুতিন।


১মতঃ এই কথা পুতিন কোথাও বলেনি। আবার বাংগু এটা নিজের মন মত বানিয়েছে।


আপনার মত অসভ্য, নিচূ মানসিকতার ও হিংস্র মানুষে ভর্তি বাংলাদেশ। আপ্নার এই যে অন্যায় আগ্রাসন এর প্রতি ভালোবাসা এই জন্য আপনার চিন্তার উপর একদলা থুঃ

মোসলমান মারলে আফসোস আর নাস্তেক নাসারা ইহুদি মারলে খুশি?? এই আপনার মানভোদা??? আপনার সিলেক্টিভ মানভোদার প্রতি ছেপ মাইরা গেলাম।

০৫ ই মার্চ, ২০২২ বিকাল ৩:৫৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নিরাপরাধ যেই হোক তাকে
রক্ষা করার নামই মানবতা।
পশ্চিমিরা বা ন্যাটো কি সেই
মানবতা দেখিয়েছে? আমদের
মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা কি
ছিলো? গাধা পিটালে মানুষ
হবে এটা যারা ভাবে তারাও
গাধা!

৭| ০৫ ই মার্চ, ২০২২ দুপুর ১২:২৭

প্রতিদিন বাংলা বলেছেন: পুচিন ঠিক বলেছেন। কাজেই প্রমান

০৫ ই মার্চ, ২০২২ বিকাল ৪:১৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পুতিন ইউক্রেনে যুদ্ধ করছে
ক্ষমতার ভারসম্য বজায় রাখতে।
পশ্চিমাদের তল্পি বাহক ন্যাটো
মানবতার দোহাই দিয়ে তার
নিন্দা করছে। But which is
better only God knows.

৮| ০৫ ই মার্চ, ২০২২ দুপুর ২:১৯

রাজীব নুর বলেছেন: খুব শ্রীঘই আমেরিকা নড়েচড়ে উঠবে। কঠিন এক ধাক্কা খাবে রাশিয়া।

০৫ ই মার্চ, ২০২২ বিকাল ৪:১৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
খান সাব, Survival of the fittest.
যুদ্ধে সেই টিকে থাকবে যার
ক্ষমতা বেশী। আমরা শুধু
তাকিয়ে দেখবো কে হারে
কে জিতে।

৯| ০৬ ই মার্চ, ২০২২ রাত ১:০৮

অধীতি বলেছেন: বর্তমান রাশিয়াকে এটার জন্য সঠিক মনে হচ্ছে।

০৬ ই মার্চ, ২০২২ বিকাল ৩:২১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমারও তাই মনে হয়েছে।
অনিয়ন্ত্রিত ক্ষমতা মানুষকে
পশু বানায়।

১০| ০৬ ই মার্চ, ২০২২ রাত ১:১২

রাজীব নুর বলেছেন: এক মাস ধরে আমি ''জেনারেল'' হয়ে আছি।

০৬ ই মার্চ, ২০২২ বিকাল ৩:২৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এরপর কি? মেজর জেনারেল?

১১| ০৬ ই মার্চ, ২০২২ ভোর ৪:৩০

নূর আলম হিরণ বলেছেন: পুতিনের সম্প্রতি কোন ভাষণে এমন কথা বলেছে? চোখে পড়েনি!

০৬ ই মার্চ, ২০২২ বিকাল ৩:২৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন: আমও কানে শুনি নাই।
হতে পারে গুজব! তবে
যেই বলুক কথায় যুক্তি
আছে, কি বলেন?

১২| ১০ ই মার্চ, ২০২২ বিকাল ৫:২৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন: এই ভাষণ কি কেউ শুনেছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.