নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

মুখোশ পরা মানুষ !!

২১ শে মার্চ, ২০২২ বিকাল ৪:৩৯


মুখোশ পরা মানুষ !!
নূর মোহাম্মাদ নূরু

মুখোশ পরা মানুষ গুলো চেনা বড় দায়,
বিবেক শূন্য বলেই তারা পা রাখে দুই নায়।
সব দলেই থাকে তারা সবাই কে বলে যাই,
মোসাহেবী করতে ভবে এদের জুড়ি নাই।

তেল মাখিতে, পদ লেহন হেন কাজ নাই,
মুখোশ পড়া এসব মানুষ দূরে রাখো ভাই।
যখন তখন এরাই কিন্তু উল্টা পাল্টা বলে,
জটিল কুটিল এসব মানুষ নিওনাকো দলে।

বিবেক ছাড়া মুখোশ মানুষ গিরগিটির ন্যায়,
সকাল, বিকাল সন্ধ্যা রাতে নিজের রঙ পাল্টায়।
মুখে কালি, ন্যাড়া মাথায় যতই ঢালো ঘোল,
সব শিয়ালের মুখে থাকে হুক্কা হুয়া বোল।

ন্যাড়া মাথা যায়না শুনি বেলের গাছ তলায়,
মুখোশধারী এ কথাতে ভয় নাহিতো পায়।
বেল পড়ুক, মাথা ফাটুক হোক না অপমান,
লাজ শরমের মথা খেয়ে মুখে গুজে পান।

থু থু মারি এদের মুখে দুমুখো শাপ যারা,
যাদের জন্য কলংকিত সভ্য সমাজ পাড়া।
মুখোশধারী সোজা হবি পড়বি যেদিন ধরা,
ছাড় পাবিনা দেখবনা তুই জীবন্ত না মরা।

প্রকাশকালঃ ঢাকা-২২ মার্চ ২০২২ইং

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:০৮

শূন্য সারমর্ম বলেছেন:

এতো মুখোশ,এজন্যই করোনায় কাবু হয় নাই; অটো স্বাস্থ্যবিধি মানা হয়ে গেছে।

২১ শে মার্চ, ২০২২ রাত ৮:২৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মুখোশ পরা মানুষ গুলোর লাজ শরম কম
তাদেরকে মারতে গিয়া লজ্জায় পরে যম।
কান মলাটি খেয়েও হাসে চামড়া অনেক মোটা।
থাকতে হলে নিরাপদে মারতে হবে ঝাটা।

২| ২১ শে মার্চ, ২০২২ রাত ৮:৫১

সোবুজ বলেছেন: মুখোশ অনেক উপকারী।হরেক রকম কাজে লাগে।যে যেভাবে ব্যবহার করে।

২১ শে মার্চ, ২০২২ রাত ৯:২৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মুখোশ ছিড়েছে দেখা গিয়াছে
কালো নোংড়া মুখ।
চিনিতে পারিয়া তাদের আজি
মনেতে পেলাম সুখ!

আপনি কি তাদের চিনিতে পেরেছেন
চির সোবুজ ভাই?
আশে পাশে তারা ঘুর ঘুর করে
মুখেতে শব্দ নাই!

৩| ২২ শে মার্চ, ২০২২ রাত ১২:২৭

রাজীব নুর বলেছেন: মুখোশ আমার ভালো লাগে না। মানুষ হবে সহজ সরল।

২২ শে মার্চ, ২০২২ রাত ১:১৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার ভালো না লাগলেও
মুখোশধারীদের বিচরণ সবখানে
এদেরকে চিনতে না পারলে
বেঘোরে প্রাণ হারাতে পারেন।
তাই সাবধান হোন আগে ভাগে।

৪| ২৭ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:০৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মুখোশধারী কিছু মানুষ
পড়ছে ধরা জালে।
এরাই তবে সুযোগ বুঝে
দুই দলেই চলে।

২৭ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:০৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন: গিরগিটি ওরা। ক্ষনে ক্ষনে
রঙ বদলায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.