নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

পেট ভরে VAT খাই !! "

২৫ শে মার্চ, ২০২২ বিকাল ৪:০৫


পেট ভরে VAT খাই !!!
নূর মোহাম্মাদ নূরু

VAT ছাড়েতে দাম কমেনি ডাল চিনি আর তেলে,
সিন্ডিকেটের হোতারা তা খাচ্ছে গিলে গিলে।
লাভের উপর বাড়তি খেয়ে খাচ্ছে তেলে ঝোলে।
মনে তাদের বেজায় খুশি ভূড়ি ওঠে দুলে।

VAT কমেছে দাম কমিবে তেমন আশা নাই,
যাদের তরে VAT কমেছে তাদের পাতে ছাই।
বেশী দামেই বিক্রি হয় যে তেল চিনি আর ডাল,
কি লাভ হলো VAT ছাড়াতে তেলো মাথায় তেল।

মন্ত্রী মশাই ভাবছে বসে কাজটা হলো কি
করবো যাদের দমন এখন তারাই খাচ্ছে ঘি!
এমন করে ধোঁকা খাবো বুঝিনিতো আগে,
সব বেটাদের শূলে দিবো যদি পাই বাগে।

রমজানেরই পূণ্য মাসে দাম কমিলে তেলে
সকল পাপের ক্ষমা যদি একটু হলেও মেলে।
যেমন ভাবা তেমনি কাজ টিসিবিকে ডাকি
আদেশ করেন কাজে কম্মে চলবেনাকো ফাঁকি

ডঙ্কা বাজাও গাড়ি সাজাও ভরো চিনি তেলে
সাথে নিও ছোলা খেজুর যদি কিছু মেলে।
কম দামেতে দিবো তাদের যাদের নিছি ভোট,
পূণ্য মাসে তেল না পেলে মনে পাবে চোট!

যেমনি বলা তেমনি ভাবেই টিসিবির গাড়ি সাজে,
কম দামেতে সব মিলিবে খুশির বাদ্য বাজে।
সকাল থেকে গাড়ির পিছে মানুষ সারি সারি,
তেল, চিনি, ডাল নিয়ে তারা ফিরবে নিজের বাড়ি।

সকাল গিয়ে বিকাল হলো কমছেনা যে মানুষ,
হতাশ হয়ে রোদের তাপে কেউবা হলো বেহুশ!
খালি হাতে যেতে হলো তেলের আশা নাই,
সপ্ন দেখি মনে মনে পেট ভরে VAT খাই৷!!

প্রকাশকালঃ ঢাকা, ২৫ মার্চ, ২০২২ ইং

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০২২ রাত ৯:০১

প্রতিদিন বাংলা বলেছেন: গিনিপিগ জনতা

২৫ শে মার্চ, ২০২২ রাত ১১:৪৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গিনিপিগ জনতা সব সয় নীরবে
চাটার দল সব নিলে তারা তবে কি পাবে।
তেল নাই ডাল নাই পেটে নাই ভাত,
সাধে কি চায় তারা খেতে বলো VAT?

২| ২৫ শে মার্চ, ২০২২ রাত ৯:৫৫

জগতারন বলেছেন:
কবিতা ভালো পাইলাম।
কবির প্রতি সুভেচ্ছা ও অভিন্দন জানাই।

২৬ শে মার্চ, ২০২২ রাত ১২:০৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভালো কথা কবিতাকে আপনি ভালো পাইছেন!
আমাকে তবে কি মন্দ কথা কইছেন?
আমিতো খারাপ না কথা বলি সত্য
ব্যামোতে পরিলে কেউ এনে দেই পথ্য!

৩| ২৫ শে মার্চ, ২০২২ রাত ১১:৪৪

জিকোব্লগ বলেছেন: আপনি খুব ভালো ছড়া লিখতে পারেন।

২৬ শে মার্চ, ২০২২ রাত ১২:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কেউ বলে কবিতা কেউ কয় ছড়া
আমি শুধু লিখে যাই দেয় কেউ সাড়া,
কেউ আবার নীরব থাকে বলেনা যে কথা,
হয়তো রয়েছে তার ঘিলু ভরা মাথা!

৪| ২৬ শে মার্চ, ২০২২ রাত ১২:৪৭

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: কবিতা তো নয় , বিরোধী দলীয় ষরযন্ত্র !

২৬ শে মার্চ, ২০২২ দুপুর ২:২০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

৫| ২৬ শে মার্চ, ২০২২ সকাল ১০:৫৪

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনা ক্রিকেট পছন্দ করেন।

২৬ শে মার্চ, ২০২২ দুপুর ২:২৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভ্যাটের মাঠে ক্রিকেট!!
আপনি পারেনও......

৬| ২৬ শে মার্চ, ২০২২ দুপুর ২:৫৬

রাজীব নুর বলেছেন: বেশ।
আমি দর্সক শুধু দেখে যাই।

২৬ শে মার্চ, ২০২২ বিকাল ৩:১২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চোখ আছে দেখুন,
কান আছে শুনুন তবে
মুখ আছে বলেই বলবেন না!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.