নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

ঘেউ ঘেউ করা কুকুরের কাজ৷!!!

২৮ শে মার্চ, ২০২২ বিকাল ৩:১৬



ঘেউ ঘেউ করা কুকুরের কাজ!!
নূর মোহাম্মদ নূরু

ঘেউ ঘেউ তো কুকুর করিবে দেখলে কোনো পথিক,
কেনো করে কিসের তরে খুঁজবে না তার লজিক!
চুপটি করে পাশ কেটে যাও ঢিল মেরোনা তাকে,
জ্ঞানী মানুষ ঢিল মারে কি কভু বল্লার চাকে!

ঢিল মারিলে সারমেয় যে রেগে যাবে খুব,
আরো বেশী ঘেউ করিবে হবে যে বেকুব।
সামনে পিছে দেখতে পাবে দল হয়েছে ভারী,
চিৎকারেতে আরো কুকুর আসবে সারি সারি।

যতো পারো দূরে থাকো সারমেয়দের হতে,
গা বাঁচিয়ে চলো তুমি তোমার আপন পথে।
ঘেউ করিলে রা করোনা ঢিল নিওনা হাতে,
ঢিল মারিলে সারমেয়দের উঠবেনাতো জাতে!

ভুলেও যদি ঢিল মারো সেই কুকুরের পালে,
মনে রেখো অনেক দুঃখ লেখা আছে ভালে।
গন্তব্যে যে পৌঁছা তোমার হয়ে যাবে দায়,
চার্চিল সাহেব এ কথাতেই দিয়ে গেছেন সায়।

আমি কেবল তাঁর কথাটি চিন্তা করে দেখি,
একেবারে নিখাদ বানী নেইতো কোন ফাঁকি।
সারমেয়দের কবলেতে পড়ে গেলে কেউ,
ঢিল মেরোনা, নীরব থাকো যতই করুক ঘেউ!

প্রকাশকালঃ ঢাকা, ২৮ মার্চ, ২০২২ ইং

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০২২ বিকাল ৪:৩২

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার ছড়া সব সময়ই ভালো হয়।

২৮ শে মার্চ, ২০২২ রাত ১০:৫৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা
সব সময় সাথে থেকে উৎসাহ
দেবার জন্য।
ভালো থাকবেন দাদা।

২| ২৮ শে মার্চ, ২০২২ বিকাল ৪:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর

২৮ শে মার্চ, ২০২২ রাত ১০:৫৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনি সুন্দর তাই সব কিছুই
আপনার কাছে সুন্দর। সব সময়
সুন্দর থাকুন।

৩| ২৮ শে মার্চ, ২০২২ বিকাল ৫:৩৩

সোনাগাজী বলেছেন:



আমেরিকার প্রতি পাড়ায়, বাংলাদেশ থেকে ৫০ গুণ বেশী কুকুর আছে, এগুলো ঘেউ ঘেউ করে না।

২৯ শে মার্চ, ২০২২ রাত ১২:২৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সোনা ভাই,
এখানে চার্চিল সাহেবের কুকুরের কথা
বলা হয়েছে। এটা বাংলাদেশী কুত্তা না।
বৃটেনের কুকুর বাংলাদেশী কুত্তার মতো
এত ঘেউ ঘেউ করে না তবে মরণ কামড়
মারে। বৃটেনের মাল বহুত মজবুত। চার্চিল
সাহেব কি বাংলাদেশী কুত্তা ডরায়?

৪| ২৮ শে মার্চ, ২০২২ বিকাল ৫:৪০

রাজীব নুর বলেছেন: ঢাকা শহরে ফুটপাতে অসংখ্য চায়ের দোকান। সেসব চায়ের দোকানে ৪/৫ টা কুকুর থাকে। সেসব কুকুর কে কেউ খাবার দেয়ে না। এই কুকুর গুলোর মৃত্যু হয় খুব করুণ ভাবে। কেউ গায়ে গরম পানি ঢেলে দেয়, কেউ লাঠি দিয়ে মাথায় মারে। কুকুর গুলো যখন ঘুমিয়ে থাকে রাস্তায়। তখন ঘুমন্ত কুকুরের পায়ের উপর গাড়ি চলে যায়। কিছু দিন খুড়িয়ে খুড়িয়ে হেঁটে, একদিন মরে যায়।
সরকারের উচিৎ এদের জন্য কিছু করা।

২৮ শে মার্চ, ২০২২ রাত ১১:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমাদের দেশের কুত্তা অনেক ভালো
নীরিহ। এরা সব যাত্না সয়ে যায় নিরবে।
চার্চিল সাহেব মনে হয় আমাদের দেশের
কুকুরের ভদ্রতার কথা জানতেন না।

৫| ২৮ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৫৮

মোহাম্মদ গোফরান বলেছেন: ঘেউ ঘেউ করলেও অনেক মানুষের চেয়ে কুকুর ভালো। অন্য কুকুরকে হিংসা ছাড়া কুকুরের আর কোন দোষ আপনি খোঁজে পাবেন না।

২৮ শে মার্চ, ২০২২ রাত ১১:১৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গোফরান ভাই,
কবিতাটি আর একবার
মনযোগ সহকারে পড়ুন।
চার্চিল কুকুরের চরিত্র বুঝতে
পারবেন।

৬| ২৮ শে মার্চ, ২০২২ রাত ৮:১০

সোবুজ বলেছেন: কালো কুকুর মারা নবীর নির্দেশ।রহস্য কি?

২৮ শে মার্চ, ২০২২ রাত ১১:৩১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কিসের মধ্যে কি
পান্তা ভাতে ঘি!

৭| ২৮ শে মার্চ, ২০২২ রাত ৯:২১

রূপক বিধৌত সাধু বলেছেন: ২০-২৫ টা কুকুরের সামনে দিয়ে নির্ভয়ে হেঁটে যেতে পারি। তারা ঘেউ ঘেউ করে না। অথচ কিছু মানুষকে দেখি অযথাই কুকুরকে বিরক্ত করে। দুষ্টলোকদের দেখেই কুকুর বেশি তেড়ে আসে।

২৯ শে মার্চ, ২০২২ রাত ১২:২৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার কাছ থেকে আরো একটু
গভীর ব্যখ্যা আশা করছিলাম।
কবিতাটি আর একবার পড়ুন
আশা করি বুঝতে পারবেন।
ধন্যবাদ দাদা।

৮| ২৮ শে মার্চ, ২০২২ রাত ৯:৫০

আহমেদ জী এস বলেছেন: নূর মোহাম্মদ নূরু,




ছড়াটি সুন্দর হয়েছে। অর্থবহ।
অবশ্য, অনেকেই মনে হয় এই ছড়ার ভেতরকার বক্তব্যটি বুঝতে পারেন নি!

২৯ শে মার্চ, ২০২২ রাত ১২:৩৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জীএস ভাই,
আপনি মনে হয় একশত ভাগ
সঠিক। কোন ক্লাসে কবিতাটি
পাঠ্য হলে সারংশ লিখতে দিলে
আপনি দশে দশই পাবেন।
কোন নাম্বার কাটা হবে না।

৯| ২৯ শে মার্চ, ২০২২ দুপুর ১২:১২

রূপক বিধৌত সাধু বলেছেন: আরে বুঝতে পারছি মূল বক্তব্য। কুকুরকে রূপক হিসেবে ব্যবহার করা হয়েছে। বস্তুত এখানে মানবরূপী কুকুরই তো উপজীব্য। তাই না? এদের পাত্তা দেওয়া যাবে না।

২৯ শে মার্চ, ২০২২ দুপুর ২:২৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
একদম সঠিক,
কিছু মানুষ না বুঝে এইসব কুকুরদের
ঢিল মারার কারনে তার গন্তব্যে তো দূরের
কথা কুকুরের কাছে পরাজিত হয়ে পালাতে
হয়েছে লোকালয় থেকে।

১০| ২৯ শে মার্চ, ২০২২ বিকাল ৪:৩৯

জুল ভার্ন বলেছেন: চমতকার ছড়া কাব্য!!!

২৯ শে মার্চ, ২০২২ বিকাল ৫:৫৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ জুল ভার্ন ছড়া কাব্যটি
পড়ার পরে ইতিবাচক মন্তব্য
করার জন্য। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.