নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

সুবিধাবাদী মানুষ !!

২৯ শে মার্চ, ২০২২ রাত ১০:০৫


সুবিধাবাদী মানুষ !!
নূর মোহাম্মদ নূরু

সুবিধাবাদী মানুষগুলো কারো আপন হয় না,
নিজের স্বার্থ না থাকিলে কারো কথাই কয় না,
সব সময়ে বড়টা যে চাইবে নিজের ভাগে,
পান থেকে চুন খসিলে জ্বলেতে থাকে রাগে।

নিজের বেলা ষোল আনা উসুল করা চাই,
স্বার্থ ছাড়া আগাবে না হলেও নিজের ভাই।
পিতা-মাতা ভাই বোনেদের থোড়াই কেয়ার করে,
বিপদ আপদ দেখলে তাদের দূরে কেটে পড়ে।

স্বভাব তাদের নেতিবাঁচক সবখানে দোষ খোঁজে,
নিজে কিছুই করবে না তয় বাগড়া দিবে কাজে।
বেঈমানী তার শিরা মজ্জায় যদি সুযোগ পায়,
তলি ফুটো করে দিবে পার হবে যে নায়।

দুধ কলাতে পুষলে যেমন আপন হয়না সাপ,
তাইতো এরা কুটিল কাজে ভাবে নাতো পাপ।
আত্মীয়দের খোঁজ রাখেনা বিপদে আপদে,
এদের জন্যই মানবতা গুমরে গুমরে কাঁদে।৷

পাপ পূণ্যের হিসাব যাদের অন্তরে না থাকে,
বুঝবে সেদিন পড়বে যখন কঠিন দুর্বিপাকে।
এদের থেকে দূরে থাকা বুদ্ধিমানের কাজ,
সময় থাকতে না বুঝিলে পড়বে মাথায় বাঁজ।

প্রকাশকালঃ ঢাকা, ২৯ মার্চ, ২০২২ ইং

মন্তব্য ২৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০২২ রাত ১০:১৪

পদাতিক চৌধুরি বলেছেন: কবিতা ভালো হয়েছে নুরু ভাই। কিন্তু এই যে বড় অবেলায় একথা কে শুনবে? আমরা যে একটা বড় ষড়যন্ত্রের মধ্য দিয়ে চলেছি।

২৯ শে মার্চ, ২০২২ রাত ১০:২১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ দাদা।
সময় আর স্রোত কারো জন্যই
অপেক্ষা করেনা। আমারও যে
সময় দ্রুত ফুরিয়ে আসছে।
এখনই এ কথাগুলো না বললে
হয়তো আর বলাই হবে না।
তখন কি জবাব দিবো তাঁর
কাছে! সবাই ভালো থাকুক।

২| ২৯ শে মার্চ, ২০২২ রাত ১০:২০

রাজীব নুর বলেছেন: দেখুন মানুষের প্রতি আমার সীমাহীণ মায়া হয়। বাঙ্গালীরা খুব দুঃখী। ভাতে দুঃখী, কাপড়ে দুঃখী, প্রেম ভালোবাসায় দুঃখী।
আমি সহজেই কোনো মানুষের মুখে পাপ দেখি না। তাই বন্ধুত্বের হাত বাড়িয়ে দেই। দুষ্ট লোকদের আমি ক্ষমা করে দেই। বারবার।

২৯ শে মার্চ, ২০২২ রাত ১০:২৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ক্ষমা করা বড় ভালো গুণ।
তবে একধারে সবাইকে ক্ষমা
করলে বিপদে পড়তে হয়।
সাপকে ক্ষমা করে দিলে
সে হতে পারে জীবন
নাশের কারন। মানুষ
রূপী সাপকে ক্ষমা করা
অবিবেচকের কাজ।
যার মাঝে মানবতার
লেশ মাত্র নাই সে সাপের
মতোই পরিত্যজ্য।


৩| ২৯ শে মার্চ, ২০২২ রাত ১০:৩৪

সোনাগাজী বলেছেন:



বাংলাদেশের সমাজ ব্যবস্হা মানুষকে স্বার্থপর করে তুলেছে, মানুষ একাকী নিজে টিকে থাকার চেষ্টা করছে, যা আসলে কাজ করে না।

২৯ শে মার্চ, ২০২২ রাত ১০:৪২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সোনা বাবু
আপনারে লয়ে বিব্রত রহিতে,
আসে নাই কেহ অবনি পরে।
সকলের তরে সকলে আমরা,
প্রত্যেকে আমরা পরের তরে।

৪| ২৯ শে মার্চ, ২০২২ রাত ১০:৪৫

কবীর হুমায়ূন বলেছেন: বক্তব্যমূলাক কবিতা ভালো হয়েছে। ছন্দের কারুকাজও ভাল লাগলো।

কয়না, করবেনা, রাখেনা ইত্যাদি শব্দগুলো আলাদা করে লিখতে হবে। কয় না, করবে না, রাখে না। 'না' একটি আলাদা শব্দ।

একই পোস্টে সাধু ও চলিত ভাষার মিশ্রণ না হওয়াই উত্তম। খসিলে, বুঝিলে এ ধরণের শব্দগুলোর দিকে খেয়াল রাখতে পারেন। শুভ কামনা কবি নূর মোহাম্মদ নূরু।

২৯ শে মার্চ, ২০২২ রাত ১১:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ কবির ভাই
সুন্দর সমালোচনার জন্য
কবিতায় সাধু ও চলিত
কথনকে বোধ হয় এতখন টুকু
ছাড় দেয়া যেতে পারে,
কি বলেন!

৫| ২৯ শে মার্চ, ২০২২ রাত ১১:২৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার কবিতা হৃদয়ঙ্গম করতে পারলে পাঠক উপকৃত হবে।

২৯ শে মার্চ, ২০২২ রাত ১১:৩৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ প্রিয়
সবার বোঝার জন্য আমি
সব সময় সহজ করে
লিখবার চেষ্টা করি।

৬| ৩০ শে মার্চ, ২০২২ ভোর ৫:২৯

নেওয়াজ আলি বলেছেন: খুব সুন্দর লিখেছেন

৩০ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:০৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ আলি ভাই আপনার ভালো
লাগার জন্য। সহজ ভাবে লিখলেও
অনেক ভুল ত্রুটি আছে।
ভালো থাকবেন।

৭| ৩০ শে মার্চ, ২০২২ ভোর ৫:৩০

জগতারন বলেছেন:
সুন্দর !
লাইক !!

৩০ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:০৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনি আমার কোন লেখাকেই সুন্দর
ছাড়া মন্দ বলেন নাই। সে জন্য কৃতজ্ঞ।
এবার থেকে আপনিও কিছু লিখেন।

৮| ৩০ শে মার্চ, ২০২২ ভোর ৬:২৩

কৃষিজীবী বলেছেন: কবিতা বুঝার জন্য যে বস্তু থাকা দরকার, আমার কল্পনাতেও উহা নেই । তবে মাঝে মধ্যে মনেহয় একটু আধটু বোঝতে পারি। এটা পড়ার পরে মনে হচ্ছে মোটামুটি ভালোই বুঝতে পারছি।

৩০ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:০৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমিও জটিল কবিতা বুঝিনা!
সহজ ভাষায় তাই আমি সহজ
করে লিখি তাদের জন্য যারা
আমার মত জটিল কবিতা
বোঝেনা।

৯| ৩০ শে মার্চ, ২০২২ সকাল ১০:৩৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুবিধাবাদী ও স্বার্থপরদের নিয়ে কবিতা সুন্দর হয়েছে।

৩০ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:১১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ মশিউর ভাই।
আগামীতেও সাথে থাকার অনুরোধ
রইলো।

১০| ৩০ শে মার্চ, ২০২২ সকাল ১০:৪৪

আলমগীর সরকার লিটন বলেছেন: শিল্প কারুকায হয়নি কবি দা ভাল থাকবেন-----------

৩০ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:১৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লিটন ভাই শিল্প মণ্ডিত হয়নি জানি
তবে যা বুঝাতে চেয়েছি তা পরিস্কার
হয়েছে কি?
সমলোচনার জন্য ধন্যবাদ।

১১| ৩০ শে মার্চ, ২০২২ দুপুর ২:৩৩

রাজীব নুর বলেছেন: এই দুনিয়াতে সবাই সুবিধা খোজে। ইহা কি অন্যায়?

৩০ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:১৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

সুবিধা খোঁজা দোষের নয়,
তবে অপরেও যাতে সুবিধা
বঞ্চিত না হয় সে দিকেও
নজর রাখতে হবে।

১২| ৩১ শে মার্চ, ২০২২ সকাল ৯:২৩

আলমগীর সরকার লিটন বলেছেন: তাহলে কবিতার নাম লেখা দরকার নেই মন যা চাই লেখলেই হবে

৩১ শে মার্চ, ২০২২ রাত ১১:৩০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লিখি আমি নিজের মতো
যাহা আসে মনে,
কবিতা না ছড়া সেটা
তাইবা কে জানে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.