নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

রগচটা মানুষ !!

৩১ শে মার্চ, ২০২২ বিকাল ৪:৩৫


রগচটা মানুষ!!
নূর মোহাম্মদ নূরু

রগচটা মানুষ গুলো অল্প কথায় রাগে,
অকারণে লম্ফ ঝম্ফ রাগ আসেনা বাগে।
কি যে করে কি যে বলে মাথা মুণ্ড নাই,
রেগেমেগে বাপকে বলে তুমি কে হে ভাই?

একে মারে ওকে বকে সামনে যাকে পায়,
বকাবকির সাথে আবার হাত ও তোলে গাঁয়।
ছেলে, মেয়ে বউ পরিবার কাউকে নাহি ছাড়ে,
রাগের মাথায় তুচ্ছ কথায় সবাইকে সে মারে।

রগচটা যে মন্দ অতি সভ্য মানুষ নয়,
তারা শুধু ক্ষতিই করে ভালো নাহি হয়।
দশের কিংবা দেশের কাজে কভু না হয় মতি।
যায়না বোঝা আগে ভাগে তাদের মতি গতি।

নিজে যাহা ভালো বোঝে করে সে কাজ শুধু,
অমৃতকে গড়ল ভাবে বিষ কে ভাবে মধু।
ভালো কথা তাদের কাছে বিষের মত লাগে,
উপদেশের ধার ধারেনা ফুলতে থাকে রাগে।

রগচটারা দলে ভারী হচ্ছে দিনে দিনে,
মান আর জান বাঁচাতে এদের রাখুন চিনে।
যত পারো এদের থেকে দূরে ফূরে থাকো,
মান সম্মান যেটুক আছে সেটুক বজার রাখো।

প্রকাশকালঃ ঢাকা, ৩১ মার্চ,২০২২ ইং

মন্তব্য ৩২ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০২২ বিকাল ৪:৩৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কিছু মিসটাইপ আছে।


জি, ঠিক বলেছেন, এদের সাথে দূরত্ব বজায় রাখলে মাথা ঠাণ্ডা থাকে।

৩১ শে মার্চ, ২০২২ বিকাল ৪:৪৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ প্রথম
মন্তব্য্ করার জন্য।
আরাও একটু ঘসামাজা
করতে হবে।
মিসটাইপগুলো যদি
একটু ধরিয়ে দিতেন
তাহলে তাদের
খোয়াড়ে ঢুকাতে
সহজ হতো!

২| ৩১ শে মার্চ, ২০২২ বিকাল ৪:৪১

ইসিয়াক বলেছেন: দারুণ! দারুণ লাগলো। কি বলবো মজা! মজা!! মজা!!!
শুভকামনা প্রিয় ব্লগার।

৩১ শে মার্চ, ২০২২ বিকাল ৪:৫০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
একবারেতে যেমন তেমন
ত্যিন বারেতে মজা, মজা, মজা
মনে পড়ে ছোট্টকালে
খাইতাম তিলের খাজা।

ধন্যবাদ দাদা, আপনাকে
নিয়ে সনেট কবির সনেট
অনবদ্য হয়েছে। ভালো
থাকবেন।

৩| ৩১ শে মার্চ, ২০২২ বিকাল ৪:৪২

গেঁয়ো ভূত বলেছেন: দারুন! এরা এত রগচটা হয় কোনো?

৩১ শে মার্চ, ২০২২ বিকাল ৪:৫৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি কি জানি ভাই রগচটা কেন হয়,
দূরে থাকি যত পারি তাদেরকে ডরাই।
ভূতও ডরাই হোক না সে শহর কিংবা গেঁয়ো,
ভয় যদি না দেও তুমি মোদের বাড়ি যেও!

৪| ৩১ শে মার্চ, ২০২২ বিকাল ৪:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসাধারণ হয়েছে।

৩১ শে মার্চ, ২০২২ বিকাল ৫:০০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ বুবু।
করোণাতো আল্লাহর
করুনায় শেষ হবার পথে
আবার কি দেখা হবে
চকলেটসহ আপনাদের সাথে?

৫| ৩১ শে মার্চ, ২০২২ বিকাল ৪:৫৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: অকারনে-অকারণে.
আরো কয়েকটা ছিল, আপসে ঠিক হেয়েছ হয়তো।

৩১ শে মার্চ, ২০২২ বিকাল ৫:১৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পুনরায় ফিরে আসবার জন্য ধন্যবাদ।
মোবাইল থেকে ব্লগে তাই এই সমস্যসা।
যুক্ত অক্ষর থেকে তাই দূরে থাকি।

৬| ৩১ শে মার্চ, ২০২২ বিকাল ৫:০০

সোনাগাজী বলেছেন:



রগচটা হচ্ছে মানুষের একটি মানসিক সমস্যা, ইহা থেকে দুরে না থেকে, এদেরকে থামানোর দরকার।

৩১ শে মার্চ, ২০২২ বিকাল ৫:২৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সোনাভাই
আমি ডাক্তার নই,
যারা ডাক্তার তারা থামাক
এদেরকে! যারা ডাক্তার না
আমি তাদেরকে দূরে থাকতে
বলেছি। সম্ভব হলে আপনি ওদের
থামান! বাহবা পাবেন। তবে ভুলে
যাবেন না চাঁদগাজী বেচারার কথা!
তাকে আমি মিস করি। আপনি করেন কি?

৭| ৩১ শে মার্চ, ২০২২ বিকাল ৫:২৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমার জন্য দোয়া করবেন রাগ রোগে আমিও আক্রান্ত :(

৩১ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:২৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আল্লাহ সবাইকে
সহি সালামতে রাখুন।
আমিন।

৮| ৩১ শে মার্চ, ২০২২ বিকাল ৫:৪৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: বাস্তবতা কবিতার মাধ্যমে ফুটে উঠেছে।

৩১ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:০৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ আপনাকে জনাব কবিতায়
বাস্তবতা অবলোকন করার জন্য।

৯| ৩১ শে মার্চ, ২০২২ বিকাল ৫:৫৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: অতি সুন্দর কবিতা।

৩১ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার সনেটের কাছে
এ যে অতি তুচ্ছ!
কাক কি ময়ূর হয়
পড়লে ময়ূর পুচ্ছ"

মন্তব্যের জন্য ধন্যবাদ।

১০| ৩১ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:১৪

মহাজাগতিক চিন্তা বলেছেন:



পাকা হাতে আপনার কবিতা যে পাকা
সেকথা বলতে নেই দিধা আর কারো
পাঠক এমন চায় পেতে বেশী আরো
অমৃত মধূর ছন্দে কবিতা সুন্দর।

৩১ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:২১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জগৎ নিয়ে ভাবনা করেন মহাজাগতিক চিন্তা,
জঠর জ্বালায় আমরা খুঁজি মরিচ পিয়াজ পান্তা!
কাব্য কি আর ধরা দিবে আমি চুনো পুঁটি,
ক্ষুদা পেলে চাঁদকে ভাবি গরম একটা রুটি।

তার পরেও আপনাকে ধন্যবাদ
আবার ফিরে আসবার জন্য।

১১| ৩১ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:১৯

সোবুজ বলেছেন: আপনারো মনে হয় রগ চটে গেছে। আমিন না বলে বলছেন কমিন।

৩১ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৩৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
রাগ এখনো বশে আছে ঠাণ্ড রাখি মাথা,
রগ চটে যায় মাঝে মাঝে বলি তখন যা তা।
কমিন বলার ইচ্ছা আমার ছিলো নাকো মোটে।
ভুল হয়ে যায় মাঝে মাঝে আমিন হবে বটে।

নিজ গুণে কিছু কিছু বুঝে নিতে হয়,
এমন করে বললে কিন্তু মনে লাগে ভয়।
শত্রু মিত্র সবই আছে কি জানি কি করে,
তাকে আমি ডরাই বেশী যে পিছনে কোপ মারে।

১২| ৩১ শে মার্চ, ২০২২ রাত ১০:১৫

রাজীব নুর বলেছেন: রগচটা আসলে বংশগত রোগ।

৩১ শে মার্চ, ২০২২ রাত ১১:১৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সম্ভবত নয়। তা হলে এক পরিবারের
সবাই রগচটা হতো। দুই ভাইয়ের এক
জন হয়তো রগচটা অন্যজন বেশ শান্ত।

আপনিতো বেশ শান্ত মানুষ, কিন্তু
আপনিই কোথায় যেন বলেছিলেন
আপনার বাবা ছিলেন রগচটা মানুষ!
কথা কি ঠিক?

১৩| ৩১ শে মার্চ, ২০২২ রাত ১১:০৪

তোফায়েল ইসলাম বলেছেন: শুভকামনা প্রিয় ব্লগার।

৩১ শে মার্চ, ২০২২ রাত ১১:২০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার জন্যও
শুভকামনা ও
প্রাণঢালা শুভেচ্ছা।

১৪| ০১ লা এপ্রিল, ২০২২ রাত ১২:১০

জগতারন বলেছেন:

রগচটা হচ্ছে মানুষের একটি মানসিক সমস্যা,
ইহা থেকে দুরে না থেকে,
এদেরকে থামানোর দরকার।


সহমত !

০১ লা এপ্রিল, ২০২২ রাত ১:২১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শুধু সহমতে কাজ হবে?
বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে?

কেউ কেউ রগচটাদের থামাতে
গিয়া অক্কা পেয়েছে তা মাথায়
রাখবেন।

১৫| ০১ লা এপ্রিল, ২০২২ রাত ১:১৩

সোনাগাজী বলেছেন:




লেখক বলেছেন, " ... তবে ভুলে যাবেন না চাঁদগাজী বেচারার কথা! তাকে আমি মিস করি। আপনি করেন কি? "

-চাঁদগাজীকে কিছু সময়ের জন্য থামাতে সময় লেগেছে ৭ বছর; এতে অনেক অপব্লগারদের সাথে সামুটিমকেও যোগ দিতে হয়েছে; তবে, চাঁদগাজীই থাকবে, অপব্লগারেরা থাকবে না, ওরা লিখতে জানে না।

০১ লা এপ্রিল, ২০২২ রাত ১:২৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
রগচটারা নিপাত যাক।
সমাজটা সুস্থ্য থাক।

১৬| ০১ লা এপ্রিল, ২০২২ দুপুর ১:২২

রাজীব নুর বলেছেন: হ্যাঁ আব্বা কিছুটা রগচটা ছিলেন। তবে সেটা নকল একটা ভাব। আসলে তিনি নরম মনের মানুষ ছিলেন।

০১ লা এপ্রিল, ২০২২ বিকাল ৩:১৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার আব্বাকে আল্লাহ জান্নাতবাসী
করুন। আমিন।

অ.ট. আপনি জান্নাত, বেহেস্ত দোজখ
মানেনতো?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.