নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

এক নষ্ট মানুষের আত্মকথা !!

০২ রা এপ্রিল, ২০২২ দুপুর ২:৪৪


এক নষ্ট মানুষের আত্মকথা !!
নূর মোহাম্মদ নূরু

আমি এক নষ্ট মানুষ থাকি একা বদ্ধ ঘরে,
ভয়ে কেহ কাছে ঘেষেণা থাকে দূরে সরে।
মন্দ কুটিল কু-মন্ত্রণা আমার দিনে রাতে চলে,
কেউ আমাকে এ কারণে জটিল মানুষ বলে।

কারো কথার ধার ধারিনা করি যাহা চাই,
ছাড় দেইনা কাউকে আমি হলেও আপন ভাই।
দেশ ও দশের কথা আমার মনে নাহি আসে,
কিইবা ক্ষতি কেউ যদিগো চোখের জলে ভাসে।

আমার পাড়ায় আমি রাজা কাউকে নাহি ডরি,
প্রতিবাদ করলে কেহ পাড়া ছাড়া করি।
রক্ত চক্ষু করলে কেউ চোখ দুটো নেই তুলে,
আমার পানে তাইত কেউ তাকায় আর ভুলে।

দুষ্ট বলে আমার কাছে নীতির বালাই নাই,
মধু লোভে মাঝে মাঝে কুঞ্জবনেও যাই।
শরাব পানে সরব থাকি পাড়ার সবার জানা,
দেখেও তা কেউ দেখেন হয়ে থাকে কানা।

মনে বড় আরাম লাগে দেখে তাদের দশা,
নিজকে আমি হাতি ভাবি ওরা ছোট্ট মশা।
মশা মারতে কামান আমি দাগাই মাঝে মাঝে,
আছি আমি জানান যে দেই সকাল দূপুর সাঁজে।

সে কারনে নীরব থাকে আমাদের এই পাড়া,
সরব হলে সব হারাবে সেটা জানে তারা।
উচু গলায় কেউ বলেনা আমার সাথে কথা,
দেখলে আমায় দূর থেকেই হেট করে মাথা।

ছিন্তাই রাহাজানি হাইজ্যাকে নাই জুড়ি,
বাঁধ সাধিলে কোন ব্যাটা নামিয়ে দেই ভূড়ি।
বোমা মারি, গুলি চালাই চক্ষু বন্ধ করে,
সাধ্য কারো হয়না কভু এই আমাকে ধরে।

ভাগ্য দোষে যদি কভু হয় যায় জেল,
রাজার হালে থাকবো সেথা পায়ে মাখবে তেল।
জেল ফাঁসি জরিমানা আমার কাছে পানি,
কি করে জামিন হবে সে মন্ত্রও জানি,

বিশাল আমার বুকের পাটা ৫৬ ইঞ্চি ছাতি,
যখন তখন যাকে খুশি বুকে মারি লাথি।
প্রতিবাদ করতে কেউ সাহস নাহি করে,
ট শব্দ কেউ করতে গেলে যাবে পরপারে।

চুপ থাকিবে না দেখিবে বুদ্ধিমান যারা,
গোল করিলে বেঘোরেতে পড়বে যে মারা।
দুষ্ট লোকের নষ্ট থাবার হয়োনা শিকার,
উচু মাথার কাউকে বাঁচার দেইনা অধিকার।

প্রকাশকালঃ ঢাকা, ২ এপ্রিল,২০২২ইং

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০২২ দুপুর ২:৫৭

সোবুজ বলেছেন: দুষ্ট লোকের সুন্দর ছবি এঁকেছেন ছ্ড়ার মাধ্যমে।এবার একটা ভাল লোকের চিত্র আঁকেন।

০২ রা এপ্রিল, ২০২২ বিকাল ৩:৫১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দোবুজ ভাই ভালো মানুষ
খুঁজে পেলে তার জবানবন্দি
নিবো!

২| ০২ রা এপ্রিল, ২০২২ বিকাল ৩:০২

আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার কবি নূরু দা

০২ রা এপ্রিল, ২০২২ বিকাল ৩:৫২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লিটন ভাই
চমৎকার না কি
ভীতিকর?

৩| ০২ রা এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:১৮

মরুভূমির জলদস্যু বলেছেন: বরাবরে মতোই ভালি লিখেছেন ছড়াখানি।

০২ রা এপ্রিল, ২০২২ রাত ১১:০৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এরকম না লিখ্তে হলেই
বেশী ভালো হতো। কিন্তু
উপায় কি? এরাইতো রাজ
করছে সমাজে। তাই মুখ
বুজে সব সহ্য করতে হয়।

৪| ০৩ রা এপ্রিল, ২০২২ রাত ১২:৫৫

রাজীব নুর বলেছেন: ছড়া আপনার হাতে ভালো আসে।

০৩ রা এপ্রিল, ২০২২ দুপুর ২:১৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার নিজের
ব্যক্তিগত কচড়া
সিরিজ যেমন
ভাল হয়!

৫| ০৩ রা এপ্রিল, ২০২২ ভোর ৬:১০

অধীতি বলেছেন: আরো লিখেন, ছড়াগুলো ভাল লাগে, শেশবের স্বাদ পাই।

০৩ রা এপ্রিল, ২০২২ দুপুর ২:২৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ অধীতি
সাথে থাকার জন্য। রমজানে
কবিতা লেখায় একটু বিঘ্ন
ঘটতে পারে।
আগ্রহ প্রকাশের জন্য
কৃতজ্ঞতা জানাচ্ছি।

৬| ০৩ রা এপ্রিল, ২০২২ সকাল ৮:৫৮

সোহানী বলেছেন: আবার কে কি করলাে নুরু ভাই!!

০৩ রা এপ্রিল, ২০২২ দুপুর ২:২৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভয় পাবার কিছু নাই আপু
কেউ কিছু করে নাই! সব
করছে ওই নশজট মানুষ!

ভাল্লো থাকবেন। পবিত্র
রমজানের শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.