নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

আত্মশুদ্ধি৷!!

০৪ ঠা এপ্রিল, ২০২২ দুপুর ২:৩১


আত্মশুদ্ধি! !
নূর মোহাম্মদ নূরু

দুষ্ট মানুষ পণ করেছে হয়ে যাবে ভালো!
বের করিবে ভিতর থেকে যত আছে কালো।
অন্ধকারে গুমরে কাঁদে তাহার কালো মন,
আর কত কাল মন্দ কাজে থাকবি অভাজন।

বহু দিন তো করলিরে তুই কতই বাহাদূরী,
মন্দ কাজে তোর সাথে ছিলোনা কারো জুড়ি।
আরাম আয়েস করছো তুই পরের হক মেরে,
গাড়ি বড়ি সুন্দর নারী যাবি যে সব ছেড়ে!

সকল কাজের হিসাব যে দিন চাইবে মহাজন,
ছোট্ট এই জীবনে এত কিসের প্রয়োজন?
কি কি কাজে ব্যয় করিলি অবৈধ কামাই,
সঠিক সঠিক হিসাব আজ আমি জানতে চাই।

মনের মাঝে হর হামেশা এসব কথা বাজে,
মন্দ ছেড়ে এবার তাই লাগবে ভালো কাজে।
বার করিবে টেনে হিচড়ে মনের যতো কালে,
লাগবে সেথা সুখের পরশ ভিতর হবে আলো।

ভালো হবো বললেই কি আর ভালো হওয়া যায়,
সারা জীবন মন্দ কাজের কালি আছে গায়!
সাবান লোবান গরম জলে শুদ্ধ হ আগে,
তবে যদি মনের মাঝে আলোর পরশ লাগে

করছো যতো জটিল কুটিল মিথ্যা অহংকার,
মন্দ কাজে ক্ষমতার অপ ব্যাবহার।
সবার আগে এসব যদি গলা টিপে মারো,
ভালো হবার খায়েস তবে পুরণ করতে পারো।

পবিত্র এ রোজার মাসে ভালো হবার আশা,
মনের মাঝে সংগোপনে বেঁধেছে যে বাসা।
মনের কালো দূরে গেলেই তবে ভালো হবে,
দুষ্ট মানুষ ছিলি যে তুই সবাই ভুলে যাবে।

প্রকাশকালঃ ঢাকা- ৪ এপ্রিল ২০২২ ইনহ

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০২২ দুপুর ২:৩৫

আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ অনুভূতির প্রকাশ কবি দা

০৪ ঠা এপ্রিল, ২০২২ দুপুর ২:৪৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লিটন ভাই আপনাকে ধন্যবাদ
মন্তব্য প্রদানের জন্য।
রামাদান মোবারক।

২| ০৪ ঠা এপ্রিল, ২০২২ দুপুর ২:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর
তবে তুই আর তুমি মিক্সড হয়ে গেছে

০৪ ঠা এপ্রিল, ২০২২ দুপুর ২:৫২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপু কাঁচা হাতের লেখা।
ভুলত্রুটি ক্ষমা সুন্দর চোখে
দেখবেন। আপনার চোখ তো
অনেক সুন্দর জানেন কি?

৩| ০৪ ঠা এপ্রিল, ২০২২ দুপুর ২:৪৮

সোনাগাজী বলেছেন:


আবর্জনা নাকি ভালো আবর্জনায় পরিণত হবে?

০৪ ঠা এপ্রিল, ২০২২ দুপুর ২:৫৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পবিত্র রমজান মাসের বরকতে
সবার মনের ময়লা আবর্জনা
দূরীভূত হোক। মনের কালো
মানুষটার সমাধি হোক।

৪| ০৪ ঠা এপ্রিল, ২০২২ দুপুর ২:৪৯

মরুর ধুলি বলেছেন: অসম্ভব রকমের ভাল লাগলো আপনার “ আত্নশুদ্ধি”-র আহ্বান। সুস্থ থাকুন অবিরাম।

০৪ ঠা এপ্রিল, ২০২২ দুপুর ২:৫৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সবার অন্তর শুদ্ধ হোক। মরুর
ধুলি লাগুক সবার গায়।

৫| ০৪ ঠা এপ্রিল, ২০২২ দুপুর ২:৫৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো হয়েছে।

অ.ট. - আপনার জন্য আরো এক কাপ চা হয়েছে কিন্তু।

০৪ ঠা এপ্রিল, ২০২২ বিকাল ৩:০০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ দস্যু ভাই।
ইফতারের পরে ও-ই
চা হবে!

৬| ০৪ ঠা এপ্রিল, ২০২২ রাত ৮:৫৭

সোবুজ বলেছেন: রোজা বা রমজান বললে খবর আছে।কি কি যেন বলতে সব নতুন নাম।নজরুলের গানকে কিভাবে বলে দেখার বিষয়।ঐ যে রমজানের ঐ

০৪ ঠা এপ্রিল, ২০২২ রাত ১০:২৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সোবুজ ভাই কি খবর আছে
যদি বলতেন তা হলে বাধিত
হতাম!

৭| ০৫ ই এপ্রিল, ২০২২ রাত ১:৪৫

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর লিখেছেন।
সহজ সরল সুন্দর হয়েছে।

০৫ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:৪৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ আপনাকে খান সাব।
চাঁদগাজীর পরে এবার
সোনাগাজীও তাদের
নেক নজরে পড়েছে
মনে হয়!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.