নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

নিপাট এক ভদ্রলোক !!

১৩ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:০৩



নিপাট এক ভদ্রলোক
নূর মোহাম্মদ নূরু

নিপাট এক ভদ্র মানুষ আমাদেরই খাঁন
কারো কোন মন্দ কথায় দেন না তিনি কান।
নিজের মনে দিনে রাতে অনেক কিছু লেখেন,
বাস্তবতায় ভরা সে সব যখন যেটা দেখেন।

আজে বাজে অনেক কথা শুনেও দুই কানে,
না শোনার ভান করে চলেন আপন মনে।
গায় মাখেন না নিন্দা মন্দ যে যাহাই বলুক,
মন্দ মানুষ গন্ধ নিয়ে তাদের পথে চলুক।

বিক্রমপুরের শাহাজাদা বংশে তিনি খাঁন,
বরিশালের জামাই তবে পানিকে ভয় পান।
সে কারণে শ্বশুর বাড়ি খুবই কম যান,
শ্বশুর বাড়ির পিঠা পায়েশ মজা করে খান।

পরীর মতো দুটি কন্যা ঘরে আছে তার
দুঃখ কষ্ট গায় মাখেনা সুখী পরীবার,
বিয়ের আগে প্রেম করেছ সুরভী নাম তার,
হেসে খেলে সবাই মিলে দিন করিছে পার।

চলার পথে নানান ছবি নেন যে তিনি তুলে,
অবসরে সে সব দেখে মনের দুঃখ ভোলে।
গরীব দুঃখীর চোখের পানি মুছেন নিজের হাতে,
তাদের কথা মনে করে কাঁদেন গভীর রাতে।

গাজী নামের মালা জপেন তাকে গুরু মানেন,
এ কথাও কম বেশী সব মানুষে জানেন।
তাহার কথা বেদ বাক্য যাই বলেন গাজী,
তার জন্য খানসাহেব যে যুদ্ধ করতেও রাজী।

গাজীও তাকে শিষ্য মানে ভাবে আপনার,
সুখে দুঃখে আছে হয়ে দুজন দুজনার।
তাহার ঘরের এসব কথা আমরা সবাই জানি,
লেখেন তিনি তাইতো জানি মনে হবে ফানি।

কেউ কেউ মাঝে মাঝে তাহার উপর রাগে,
তাহার সোজা সরল কথা বাঁকা তাদের লাগে।
আজে বাজে কথার বাণ ছুড়ে তাকে মারে,
কেউবা আবার ধরে তাকে বাক্স বন্দি করে।

সাদা মনের মানুষ বলেই অকপটে বলেন,
নিন্দুকের মন্দ কথা দু-পায়েতে দলেন।
খাঁনের সাথে মাঝে মধ্যে আমার টক্কর লাগে,
বিন্দু মাত্র ছাড় নাহি দেই পাই যদি বাগে।

দোষ ত্রুটি ভালো মন্দ সবার মাঝেই থাকে,
সংগ দোষে ভালো মানুষ পতিত হয় পাঁকে।
কাঁচের মাঝে সোনা চিনতে করোনা কেউ ভুল,
নিপাট ভদ্র মানুষ যে খাঁন মারছি না যে গুল!

ছবিঃ খাঁনসাবের সৌজন্যে
প্রকাশকালঃ ঢাকা-১৩ এপ্রিল ২০২২ ইং

মন্তব্য ৪৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:১৩

মরুভূমির জলদস্যু বলেছেন: বাক্যের অন্তমিলে অতি চমৎকার ছড়া হয়েছে। ভালো হয়েছে, বেশ ভালো হয়েছে।

১৩ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:৩০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার প্রশংসা বাণীতে
প্রীত হলেম ভায়া।
ভালো থাকবেন।

২| ১৩ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:১৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



রোজার দিনে হঠাৎ করেই কেন এ টানাটানি,
রাজীব খানের লেখা বেশ, কথাটা বেশ মানি।
জ্ঞানীদের জীবনী লেখা যবে বন্ধ হলো-
আঁধার রাতে দুয়ার খুলে লালবাতিটা জ্বলল।

১৩ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:৩৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
রোজার দিনে নিন্দা শুনে
কে হতে চায় কালো।
সুনাম করি প্রকাশ করি
যার যতটুক ভালো।

৩| ১৩ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:৫১

সোনাগাজী বলেছেন:



ব্লগার রাজিব আমাদের সমাজ, আমাদের মানুষের জীবনযাত্রা, সংস্কৃতিকে সঠিকভাবে বুঝেন ও প্রকাশ করতে পারেন; তিনি যদি ধর্মীয় ব্যাপারে না'লেখেন, তাঁর লেখা আরো জনপ্রিয়তা পাবে। উনি যদি গাজীকে সাপোর্ট না'করেন, ব্লগে যারা উনাকে হেনস্তা করার চেষ্টা করে, তাদের ব্লগিং শুকায়ে যাবে।

১৩ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:৪৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কথা কিন্তু মিথ্যা নয়
একেবারে খাটি,
খাঁনসাহেব সাদা মানুষ
ভদ্র পরিপাটি।

কিছু মানুষ সভাব দোষে
মন্দ নিন্দা করে,
আঁধার রাতে ভেংচি কাটে
না দেখতে পারে যারে।

৪| ১৩ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:৫০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: একজনের সনেটের অত্যাচার। আর আপনি শুরু করলেন ছড়ার অত্যাচার। কই যাই?

১৩ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:১৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বৈরাগীরা সংসার ছাড়া
ঘর বাড়ি তার নাই,
যাবার যায়গা অনেক তাদের
ভূবন জোড়া ভাই।

৫| ১৩ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:৫৬

সোনাগাজী বলেছেন:



অনুরোধ: গাজীকে নিয়ে কিছু লিখিয়েন না, সময় বেঁধে দেয়া আছে।

১৩ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:১৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জানি আমি জানি,
অমৃত সে বাণী,
মনে হলে তাইতো
নদীর শুকিয়ে যার পাণি!

৬| ১৩ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:৩৭

প্রতিদিন বাংলা বলেছেন: প্রশংসা পেতে যোগ্যতা যেমন
প্রশংসা করতেও যোগ্যতা তেমন
(ছন্দ মিলাইনি ,মিলে গেছে )

১৩ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:২১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

প্রশংসা পেতে যোগ্যতা থাকা
অত্যাবশ্যকীয় তবে ভালো মন
থাকলে সবার প্রশংসাই করা যায়।
তখন অর্ধেক খালি গ্লাসকে অর্ধেক
ভরতি গ্লাস মনে হবে।

৭| ১৩ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:৫৫

নূর আলম হিরণ বলেছেন: ছড়া ভালো হয়েছে। রাজীব নূরের ভালো লাগার কথা।

১৩ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:২৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ।
রাজীব নূরের ভালো
লাগলেও কেউ কেউ
হয়তো নাখোশ হবেন।
সবার মন রাখাতো
বিধাতার পক্ষে
অসম্ভব!

৮| ১৩ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:০৫

সোবুজ বলেছেন: চোট বেলায় অনেক চারণ কবির কবিতা শুনতাম।ভুলেই গিয়েছিলাম চারণ কবিদের কথা।আপনি মনে করিয়ে দিলেন।গাজী কালুর বর্ণনা করার সময় তারা গাজী বন্দনা করতেন আজকে শুনলাম রাজীব বন্দনা।

১৩ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:২৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শুধু রাজীব বন্দনা নয়
আমার আগের লেখা
খুঁজলে গাজী বন্দনাও
দেখতে পাবেন।

চেষ্টা করবো সোবুজ
বন্দনা করতে!

৯| ১৩ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৫৪

ইসিয়াক বলেছেন: ছন্দের মিল মোটামুটি ভালো হয়েছে।
পড়ে মজা লাগলো ;)

১৩ ই এপ্রিল, ২০২২ রাত ১১:১৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মধ্যম পথ হলো মোটামুটি।
বেশী ভালো যেমন ভালো না,
তেমনি বেশী খারাপও ঠিক না।
পড়ে মজা পাইছেন এটাই
অনেক পাওয়া।

১০| ১৩ ই এপ্রিল, ২০২২ রাত ৮:৫৯

গরল বলেছেন: অনেক শুভেচ্ছা ও শুভকামনা রাজীব ভাই ও তার পরিবারের প্রতি। বহু বছর ধরেই উনি একজন সক্রিয় ব্লগার এবং ব্লগটাকে সচল রেখেছে যে কয়জন ব্লগার উনি তাদের একজন। আপনার সাথে সম্পূর্ণ একমত যে উনি একজন নিপাট ভদ্রলোক। উনি একজন সুদর্শন ব্লগারও বটে।

১৩ ই এপ্রিল, ২০২২ রাত ১১:২৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমার অন্তত তাই মনে হয়েছে।
তিনি ভুল করলে তা স্বীকার করেন
তার এই মানসিকতা প্রসংশার দাবী
রাখে। অনেকেরই এমন মানসিকতা
নাই। এই জন্যই আমি তাকে ভদ্র বলি।

১১| ১৩ ই এপ্রিল, ২০২২ রাত ৯:২০

জগতারন বলেছেন:
রাজীব নূর কই ?

১৩ ই এপ্রিল, ২০২২ রাত ১১:২৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আসবেন হয়তো!

১২| ১৩ ই এপ্রিল, ২০২২ রাত ৯:২৩

জ্যাকেল বলেছেন: উনি ছবিতে যেমন চক্ষু বন্ধ করে আছেন, ব্লগেও এইভাবে চক্ষু বন্ধ করার ভেক ধরেন। উনাকে আমার বড় পছন্দ লাগত একদা, বেশ খানিক মাস ধরে উনার কার্যপ্রণালীর কারনে উনাকে আমার অপছন্দের লিস্টে পাই। দুঃখজনক।

১৩ ই এপ্রিল, ২০২২ রাত ১১:৩০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মানুষের সব দিন কি সমান যায়?
উত্থান পতন আছে সবার জীবনে।
একদিন হয়তো সব মেঘ কেটে যাবে।
তখন হয়তো তাকে আবার ভালো
লাগতে শুরু করবেন! সেই দিনের
অপেক্ষায় রইলাম।

১৩| ১৩ ই এপ্রিল, ২০২২ রাত ৯:৪০

সোবুজ বলেছেন: মাপ চাই দোয়াও চাই।পোষ্ট লেখায় এখনো বিরাট বড় শূন্য।

১৩ ই এপ্রিল, ২০২২ রাত ১১:৩২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দোবুজ ভাই
মাপের উপর কোন
কথা নাই।
সময়ে ফকিরের কাছেও
আমরা মাফ চাই!

১৪| ১৪ ই এপ্রিল, ২০২২ রাত ১২:০৭

মোহাম্মদ গোফরান বলেছেন: রাজীব ভাই কে ভালো বেশ।
চমৎকার লেখা। ♥️

১৪ ই এপ্রিল, ২০২২ রাত ১২:১৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দোষ গুণ নিয়েই মানুষ,
মানুষকে ভালোবাসা
পূণ্যের কাজ।

১৫| ১৪ ই এপ্রিল, ২০২২ রাত ১২:৩৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: নিপাট একজন বিভ্রান্ত লোক।

কবিতা ভালো লেগেছে। এইবার ওনার গুরুকে নিয়ে কবিতা লেখেন একটা।

১৪ ই এপ্রিল, ২০২২ রাত ১:০৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি আপনি
আমরা সবাই মাঝে মাঝে
বিভ্রান্ত হই এটা মানুষের
সহজাত প্রবৃত্তি।

তার গুরুর অনুরোধে তাকে
নিয়া এখন কিছু লিখবোনা,
কারণ তিনি ৪ সপ্তাহের
ঝুঁকিতে আছেন।

১৬| ১৪ ই এপ্রিল, ২০২২ রাত ১২:৪৬

মোহাম্মদ গোফরান বলেছেন: রাজীব নূর ভালো লোক। তার দোষ এই ব্লগে আমি দেখিনি। ধর্মীয় ব্যাপারে হয়তো দুইজন দুই মতের। কিন্তু আমাদের পরষ্পরের প্রতি রয়েছে যথেষ্ট সম্মান।

১৪ ই এপ্রিল, ২০২২ রাত ১:১২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মতের অমিল থাকতেই পারে
তাই বলে তাকে খারাপ মানুষ
বলা ঠিক হবে কি?
হয়তো তিনিও এক দিন
বুঝবেন কোনটা ভুল আর
কোনটা সঠিক।

১৭| ১৪ ই এপ্রিল, ২০২২ রাত ১২:৫৬

রাজীব নুর বলেছেন: কি সুন্দর মিলিয়ে মিলিয়ে লিখেছেন।
সামুতে আপনি এবং প্রামানিক এরকম সুন্দর করে মিলিয়ে লিখতে পারেন।

আমার কি আর ভালো ছবি নাই? চোখ বন্ধ ছবি দিলেন!!! আগে বললে একটা ভালো ছবি খুঁজে দিতে পারতাম। যাই হোক, ছবিটা ভালো না হোক, লেখাটা চমৎকার হয়েছে।

নববর্ষের শুভেচ্ছা জানবেন।

১৪ ই এপ্রিল, ২০২২ রাত ১:২২

নূর মোহাম্মদ নূরু বলেছেন: কাব্য প্রয়াসটি আপনাকে
খুশী করা বাহবা পাবার
জন্য নয়। এটা আমার
কাছে আপনার মূল্যায়ন
যা আমার কাছে সঠিক
মনে হয়েছে। আপনার
সাথে মাঝে মাঝে যে
বিরোধ হয় তাও উল্লেখ
করেছি।

আপনার অনেক ছবির মাঝে
এই ছবিটা পারফেক্ট মনে
হয়েছে কারণ পরিবারের
প্রতি আবেগঘন অনুভূতিতে
আপনার দু চোখ বন্ধ হয়ে
এসেছে। এর থেকে উত্তম
দৃশ্য আর কি হতে পারে!


১৮| ১৪ ই এপ্রিল, ২০২২ রাত ২:০৯

রাজীব নুর বলেছেন: আপনি একজন দক্ষ এবং অভিজ্ঞ মানুষ।

১৪ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:০৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি জীবনে কোন দক্ষতার
ছাপ রাখতে পারি নাই। অভিজ্ঞতা
যা আছে তা এখন অচল।

১৯| ১৪ ই এপ্রিল, ২০২২ রাত ২:৩৬

কাছের-মানুষ বলেছেন: ভাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে খান সাহেব দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছে, জীবনে মানুষকে অনেকভাবেই ঘুমাতে দেখেছি, দাড়িয়ে ঘুমাতে এই প্রথম দেখলাম!!

১৪ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:১২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
খাঁনসাবের এমন চোখ বুজে থাকা
ঘুম নয়। কাছের মানুষের সাথে
থাকার যে সুখানুভূতি তাতে
আবেগে তার চোখ বন্ধ হয়ে
আছে। এটা অনুভব করার
বলে বুঝাবার নয়।

২০| ১৫ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:১২

জিকোব্লগ বলেছেন:



আর, গাজী পাজি ও উহার শিষ্য চামচারা কি আপনার গুরু?

প্রশ্নটি এই জন্য করলাম যে , আপনাকে দেখা যায় উহাদের
পাবলিসিটির জন্য প্রায়ই পোস্ট দিতে। যেটা আপনি ব্লগের
সম্মানিত ব্লগাদের জন্য করেন না।

১৫ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:৫০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনি হয়তো আমার আগের
লেখাগুলো পড়েন নাই বলে
এমন অভিযোগ করলেন!
এদের দুই জনের সাথে
আমার সাপে নেউলে
সম্প*ক ছিলো।
যা হোক আপনার গোস্যা
পরিহার করুন।

২১| ১৫ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:৪৮

জিকোব্লগ বলেছেন:



আজবতো, গোস্যা কই দেখলেন ?

আপনি কোন কোন সম্মানিত ব্লগারকে নিয়ে
পোস্ট দিয়েছেন, সেইসব পোস্টের লিংক দেন,পড়ি।

২৫ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৩৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গোস্যা না করাই উত্তম।
দুঃখের সাথে জানাচ্ছি যে
আমি এখন মোবাইল থেকে
ব্লগিং করছি, ইচ্ছা করলেই
লিংক দেয়া সম্ভব হচ্ছেনা।
তবে আমার ব্লগে আসলে
সনেট কবি ফরিদ ভাই, ছড়াকার
প্রামানিক ভাই এবং ত্যাড়া
গাজিকে নিয়ে অনেক রম্য/
কবিতা দেখবেন! তা ছাড়া
সাদা মনের মানুষ, মুখোশ
পরা মানুষ, নষ্ট মানুষ নিয়ে
অনেক কবিতা আছে। মিলিয়ে
নিতে পারেন আপনি কোন
ক্যাটাগরিতে পরেন। ধন্যবাদ।

২২| ১৬ ই এপ্রিল, ২০২২ রাত ১২:১৯

সাহাদাত উদরাজী বলেছেন: দারুন।

২৫ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৩৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
উদ্রাজী ভাই, দারুন যেনো
নিদারুন না হয়!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.