নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

আগামী মঙ্গলবার বাংলাদেশে উদযাপিত হবে ঈদুল ফিতর! -

০১ লা মে, ২০২২ রাত ৮:২০


সৌদি আরবের আকাশে গতকাল শনিবার শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সে কারণে আগামীকাল রোববার দেশটিতে শেষ রমজান পালিত হবে। ৩০ রোজা শেষে আগামী সোমবার (২রা মে) ঈদুল ফিতর উদযাপন করবে সৌদি আরববাসী।

সৌদি কর্তৃপক্ষ গতকাল এ ঘোষণা দিয়েছে বলে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে। এর আগে আবুধাবি-ভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি) বলেছে, শনিবার (৩০ এপ্রিল) মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখতে পাওয়ার কোনো সম্ভাবনা নেই।
এর মানে আজ রবিবার (১ মে) ওই অঞ্চলে রমজান মাসের শেষ দিন। এর পরের দিন (২ মে) সোমবার উদযাপিত হবে ঈদুল ফিতর।

তবে আফগানিস্তানের কয়েকটি শহর থেকে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে জানিয়ে আজ রোববার (১ মে) পবিত্র ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে দেশটির তালেবান সরকার
তাই আজ আফগানিস্তানে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।

বাংলাদেশে সাধারণত সৌদি আরবের এক দিন পর ঈদ উদযাপিত হয়ে থাকে। কেনো বাংলাদেশে সৌদি আরবের এক দিন পর ঈদ উদযাপিত হয় তা আজকে সামুতে প্রকাশিত ব্লগার " প্রতিদিন বাংলা" এর নিবন্ধ "৷সৌদি আরবের পরদিন কেন বাংলাদেশে ঈদ,আজ জানলাম! ।" পাঠ করলে বিস্তারিত জানা যাবে। বিশেষজ্ঞদের মতে, ভারত, পাকিস্তান এবং বাংলাদেশে রবিবার চাঁদ দেখতে পাওয়ার সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে মঙ্গলবার ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানে ইদ পালিত হতে পারে। তার পরেও নিয়ম মাফিক আজ রোববার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হবে। যদি আজ শাওয়ালের চাঁদ দেখা যায় তাহলে আগামীকাল সোমবার বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। আর তা না হলে ৩০ রোজা শেষে মঙ্গলবার ঈদ উদযাপন করবেন বাংলাদেশের মানুষ।

তবে ব্যতিক্রম হলো বাংলাদেশের কিছু অঞ্চলে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করবেন যারা সৌদি আরবের সাথে মিল রেখে বাংলাদেশ থেকে একদিন আগে পবিত্র রমজানের সিয়াম সাধনা শুরু করেছিলেন। অথচ হাদিস শরিফে রাসুল (সা.) ইরশাদ করেন—
তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে ঈদ করো। কিন্তু যদি আকাশে মেঘ থাকে, তাহলে গণনায় ৩০ পূর্ণ করে নাও।
বুখারি, হাদিস : ১৯০৯; মুসলিম, হাদিস : ১০৮১
অন্য বর্ণনায় রাসুল (সা.) বলেন, ‘তোমরা (নতুন চাঁদ) না দেখা পর্যন্ত রোজা রেখো না এবং তা (নতুন চাঁদ) না দেখা পর্যন্ত রোজা ছেড়ে দিয়ো না।’ (মুআত্তা মালিক, হাদিস : ৬৩৫)
এই হাদিস দ্বারা বোঝা যায়, রমজান শুরু কিংবা ঈদ করার ব্যাপারটা চাঁদ দেখার ওপর নির্ভরশীল। কোনো এলাকায় চাঁদ দেখা না গেলে তাদের জন্য রোজা রাখা নিষিদ্ধ।

কেউ কেউ মনে করেন, এই হাদিসের মাধ্যমে একই দিনে বিশ্বব্যাপী রোজা ও ঈদ পালন করা সাব্যস্ত হয়। তাদের দাবি, মহান আল্লাহ মধ্যপ্রাচ্যকে মধ্যস্থল বানিয়েছেন। তাই সেখানে চাঁদ দেখা গেলে সারা বিশ্বে রোজা ও ঈদ পালন করতে হবে! অথচ পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘তারা আপনাকে (seরসুল সাঃ) নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে। বলুন, তা হলো মানুষ ও হজের জন্য সময় নির্দেশক।’ (সুরা বাকারা, আয়াত : ১৮৯)
এ আয়াতের ব্যাখ্যায় তাফসিরবিদরা বলেন, এখানে ‘আহিল্লাহ’ শব্দ আনা হয়েছে, যার অর্থ একাধিক নতুন চাঁদ, যা একেক উদয়স্থলে একেক দিন উদিত হয়। সুতরাং যে দেশে যে দিন রমজানের চাঁদ দেখা যাবে তার পরদিন থেকে রোজা এবং রমজান শেষে শাওয়াল মাসের চাঁদ উদিত হলে পরের দিন ১ম শাওয়াল ঈদ পালন করতে হবে। এ বিষয়ে বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে (সম্পাদিত)

সুত্রঃ দৈনিক প্রথম আলো/ইত্তেফাক/সমকালসহ বিভিন্ন পত্রিকা এবং বহু অনলাইন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে।

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০২২ রাত ৯:০৭

মোহাম্মদ গোফরান বলেছেন: আমাদের চাঁদ কমেডি কি বিলুপ্ত ঘোষণা করার কোন সম্ভাবনা আছে ইন ফিউচার?

০১ লা মে, ২০২২ রাত ১০:৫১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গোফরান ভাই চাঁদ দেখার নামে এই কমিটি
কিছু করে খাচ্ছে! তাদের পেটে লা___মারা কি
ঠিক হবে।
অতঃপর তারা মনের সুখে চাঁদ দেখিতে থাকিলো।

২| ০১ লা মে, ২০২২ রাত ৯:২২

সোনাগাজী বলেছেন:



চন্দ্র ক্যালেন্ডার বাদ দিয়ে মুসলিম ট্রেডিশানের দিনগুলোকে ফিক্সড করার দরকার।

০১ লা মে, ২০২২ রাত ১০:৫৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সেটা বোধ হয় সম্ভব নয়,
ঠিকও হবেনা।
হুমো এরশাদতো ১৪ এপ্রিল
বাংগালীদের কপালে সীল মেরে
দিয়েছেন।

৩| ০১ লা মে, ২০২২ রাত ১০:১৩

বিজন রয় বলেছেন: ছবিতে যে আলেমদের দেখা যাচ্ছে ওনারা কি বাংলাদেশের?

০১ লা মে, ২০২২ রাত ১০:৫৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
না দাদা, তেনারা আফগানিস্থানের
তালেবান হুজুর। বড়ই কঠিন হুজুর।
ধন্যবাদ আপনার চোখ না এড়াবার
জন্য।

৪| ০১ লা মে, ২০২২ রাত ১১:০৪

বিজন রয় বলেছেন: তেনারা আফগানিস্থানের তালেবান হুজুর।.... আমারও তাই মনে হয়েছিল, সেজন্য প্রশ্ন রেখেছিলাম।

তা আমাদের আলেম-হুজুরদের ছবি দু'একটি দেন না?

০১ লা মে, ২০২২ রাত ১১:১৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দাদা তারাতো এখনো চাঁদ খুঁজে
পায়নাই! খুঁজে পেলে তাদের ছবি দ্দিমুনে

৫| ০১ লা মে, ২০২২ রাত ১১:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: এইবার যা হলো!!!!

আফগানিরা আজ করলো, সাথে আমদের চাঁদুপরি গং সউদদের লেজও ছেড়ে দিয়েছে এবার ;)
মালয়েশিয়ায় কাল ঈদ
আমাদের অপেক্ষার প্রহর ফুরাবে মঙ্গলবারে!!!!!

কি কান্ড!!!

তারপরো,
ঈদ মোবারক

০১ লা মে, ২০২২ রাত ১১:৩৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দাদা কই ছিলেন এত দিন
পুরান চাঁদের মত ডুব দিয়ে?

চাঁদুপুরি গং এইবার ধরা খাইছে! কারবার দেখুন
মালয়েশিয়াতে মনে হয় মঙ্গলবারে ঈদ।

৬| ০২ রা মে, ২০২২ রাত ১২:১৬

অর্ক বলেছেন: ঈদ মুবারক।

০২ রা মে, ২০২২ রাত ১২:৩০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকেও,
ঈদ মোবারক।

৭| ০২ রা মে, ২০২২ রাত ১:০৫

শূন্য সারমর্ম বলেছেন:


তালেবানের নিজস্ব চাঁদ আছে নাকি?

০২ রা মে, ২০২২ রাত ১:৫৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তালেবানরা চাঁদ দখল
করে নিয়েছে। যখন
খুশি উঠায়, যখন খুশি
ডুবায়!

৮| ০২ রা মে, ২০২২ রাত ৩:৫৮

নূর আলম হিরণ বলেছেন: ঈদ মোবারক নুরু ভাই।

০২ রা মে, ২০২২ দুপুর ২:৪২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার জন্যও ঈদের শুভেচ্ছা।
ঈদ মোবারক।

৯| ০২ রা মে, ২০২২ সকাল ৮:০০

বিজন রয় বলেছেন: আফগানরা ঈদ করবে কি, গত পরশু তো মসজিদে বোমা মেরে ৬০ জনের বেশি মানুষকে মেরে ফেলল!!!

হায় রে আমার ধর্ম!!

০২ রা মে, ২০২২ দুপুর ২:৪৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
,একবর আমাদের দেশেও রব ঊঠেছিলো
"আমরা হবো তালেবান!"

১০| ০২ রা মে, ২০২২ সকাল ১১:৪১

এম ডি মুসা বলেছেন: ঈদ আমাদের কি শিক্ষা দেয়?

০২ রা মে, ২০২২ দুপুর ২:৪৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সংযম! তবে এখন তা
সং যম!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.