নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

আমি একজন নিরাপদ ব্লগার !!

২৭ শে মে, ২০২২ রাত ৮:৫৬


আমি একজন নিরাপদ ব্লগার !!
নূর মোহাম্মদ নূরু

আমার ব্লগ পরিসংখ্যান
পোস্ট করেছি: ৩২০১টি,
মন্তব্য করেছি: ২২২৪১টি
মন্তব্য পেয়েছি: ২৮৬৫২টি
ব্লগ লিখেছি: ৭ বছর ৭ মাস
অনুসরণ করছি: ৫ জন
অনুসরণ করছে: ১৯৮ জন

আমার মডারেশন স্ট্যাটাস "সেফ"
আপনি একজন নিরাপদ ব্লগার!
আপনার লেখা সরাসরি প্রথম পাতায় সকল পোস্ট অংশে প্রকাশিত হবে।
আর সম্পাদকের বিবেচনা সাপেক্ষে তা নির্বাচিত পাতায়ও প্রকাশ হতে পারে।
হতে পারের গোলক ধাধার মানে আজ বুঝলাম কেনো কবি এখানে নীরব!৷

গত ২৬ মে সৈয়দ মশিউর রহমানের "গ্রামের সুন্দর মুহুর্তগুলো।" পোষ্টে আমার মন্তব্যে আমার বলতে ইচ্ছা ছিলোঃ
ব্লগে নিরাপদ থাকতে চান, তা হলে ফুল পাখি, লতা পাতা আর
কুকুর বিড়ালের ছবি দেন, নিজে বিপদ মুক্ত রাখুন আর ব্লগ
রাখুন ক্যাচাল মুক্ত!

আজ ২৭ মে গেছো দাদার "রম্য: মহিলা ভূগোল" পোষ্টে,
দাদা এপার বাংলায় কপি পেষ্টের ঝড় বইছে আর তুমি
ওপার থেকে হাওয়া দিচ্ছো! (তার লেখাটি ফেবু থেকে
কপি তা জলদস্যু ভাইয়ের মন্তব্য থেকে জানলাম)


আজ অনিকেত বৈরাগী দাদার "একজনের একধিক পোষ্ট কেনো সামুর পাতায়" বলার ইচ্ছা ছিলোঃ
দাদা এটা মডারেশন টিমের উপর ছেড়ে দিন। কারণঃ"
যার কাজ তার সাজে অন্য
লোকের লাঠি বাজে"।

এছাড়াও সোনাগাজী, গোফরান ভাই, রাজীব নূর,গড়ল, দস্যু ভাইদের পোষ্টেও মন্তব্য করার খায়েশ ছিলো। কিন্তু দুঃখের বিষয়, কারো লেখাতেই কিছু বলা গেলোনা,
বার বার চেষ্টা করেও যখন আমার মন্তব্য গুলো প্রকাশিত হচ্ছিলোনা তখনও বুঝতে পারছিলাম না মজেজা কি।
যত বার চেষ্টা করি ততবার মোবাইল স্ক্রীনে দেখিঃ৷
যত বার চেষ্টা করি ততবার মোবাইল স্ক্রীনে দেখিঃ
একটি ভুল পাওয়া গেছে
sorry,you are not allowed to comment in this blog
কেনো সেফ বা নিরাপদ ব্লগারের এমন নাজেহাল
অবস্থা হবে তা আমার এন্টিনায় ধরা পরছিলোনা।
পরে অনুসন্ধান করে দেখলাম আমার একটি নতুন
নোটিশ এসেছে। ভাবলাম সাধারণ থেকে জেনারেল
পদে পদাবনতি ঘটেছে।
কিন্তু না, নাগো না, আমার
কমেন্টস ব্যান হয়েছে!


অবচেতন মনে গানের কলি
গুনগুন করে উঠলোঃ
" পরের যায়গা, পরের জমি
ঘর বান্ধিয়া আমি রই,আমি
তো সেই ঘরের মালিক নই"

মনেরে দিলাম কইশ্যা এক ধমক! মস্করা করো?
হাওয়াই মিঠাইর মতো মন চুপসে গেলো, তার মলিন করুন মুখের দিকে তাকাইয়স আমার কোমল মনটা মোমের মতো গলতে শুরু করলো।
তাই মনকে চাংগা করতে ৬০-৭০ দশকের বিখ্যাত সাংবাদিক ও ছড়াকার আবু সালেহ্ বাক স্বাধীনতা কেড়ে নেয়ার প্রেক্ষিতে একটা ছড়া লিখেছিলেনঃ " ধরা যাবে না ছোঁয়া যাবে না বলা যাবে না কথা,
রক্ত দিয়ে পেলাম শালার এমন স্বাধীনতা!" শুনিয়ে তাকে প্রবোধ দিলাম। মনটা ফিক করে একটা হাসি দিয়ে মনের জমে থাকা কালো মেঘ বিতাড়িত করলো! খুবই আরাম পেলাম। অপরাধবোধ কেটে গেলো আমার।

মনকে বুঝালাম "যাক মন্দের ভালো! লেখাতো ব্যান হয় নাই। লিখতে পারছি এটাইবা কম কিসে। অপেক্ষায় থাকবো ভূমি মালিকের মন কোমল হবার। যারা আমার কমেন্টস ব্যান হওয়াতে খানা পিনার আয়োজন করেছেন তারা একটু বুঝে শুনে খাবেন! অতি খানা ও পিনা শরীরের জন্য হানীকর!

প্রকাশকালঃ ঢাকা, ২৭ মে, ২০২২ ইং

মন্তব্য ৩৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০২২ রাত ৯:১৬

আশিকি ৪ বলেছেন: কি কারণে কমেন্ট ব্যান করেছে? কোন অভিযোগে ?

২৭ শে মে, ২০২২ রাত ৯:২৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সম্ভবতঃ কর্তৃপক্ষ কারন দর্শানো ব্যতিরিকেই
যে কাউকেই মন্তব্য ব্যান বা সোলেমানী ব্যান
করার অধিকার সংরক্ষন করেন। কারণ আমাকে
শুধু জানানো হয়েছে " আপনার কমেন্ট ব্যান করা
হয়েছে" নাথিং এলস!

২| ২৭ শে মে, ২০২২ রাত ৯:২৩

সোনাগাজী বলেছেন:



ব্লগটিমের চোখে পড়েছেন!

২৭ শে মে, ২০২২ রাত ৯:৩০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ব্লগ টিমের নেক নজরে থাকা ভালোনা?
ভালতো! তাইনা?

৩| ২৭ শে মে, ২০২২ রাত ৯:৩৫

আশিকি ৪ বলেছেন: জানি না কেন করেছেন। আমি এখনো মডুদের সম্মান করি। বিশ্বাস করতে চাই তারা ভ্যালিড রিজন দেখিয়েছেন। কিন্তু যদি নির্দিষ্ট সিন্ডিকেটকে খুশী করার জন্য কোন ব্লগারকে গলা টিপে হত্যা করা হয় তা খুবই দুঃখজনক। ব্লগারদের কণ্ঠস্বর রুদ্ধ করে দেয়ার মধ্যে কোন রকম বাহাদুরি নেই। আপনি হারেন নি। হেরেছে তারা যারা আপনাকে কমেন্ট ব্যান করতে বাধ্য করেছে। একমাত্র কাপুরুষরা ছাড়া কেউ পেছন থেকে ছুরি মাড়ে না। শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে গিয়েছেন। আপনি লায়ন। লায়নরা মৃত্যু না হওয়া পর্যন্ত লড়াই করে। কদিন আগে বিএনপি সমর্থিত একজন প্রবীন ব্লগারকে আপনার কবিতার প্রতি নিন্দা প্রকাশ করতে দেখা গিয়েছে।

২৭ শে মে, ২০২২ রাত ৯:৫৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আমিও ব্লগ টিমভকে সম্মান করি।
বিশ্বাস করি হয়তো কোন ভ্যালিড
রিজন আছে। তবে আমাকে শুধু
বলেছেনঃ
আমার সকল নোটিশ (ক্রমানুসারে)
আপনাকে কমেন্ট ব্যান করা হয়েছে
আর কিছু জানায় নি।
অবশ্য এ নিয়ে মাথাও ঘামাইও না। কারণ লেখার
সুবিধা রহিত করা হয়নি। দন চেয়ে বড় কথা প্রথম
পাতায় থাকছিতো।

৪| ২৭ শে মে, ২০২২ রাত ৯:৩৭

প্রতিদিন বাংলা বলেছেন: সাধু সাবধান !

২৭ শে মে, ২০২২ রাত ৯:৫৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সাধুদেরি দাব্ধান থাকতে হয়।
চোর ডাকাতের নয়।
কারণ সব কাপড়ে লাগলেও
সাদা কাপড়ের দাগটাই
চোখে পড়ে।

৫| ২৭ শে মে, ২০২২ রাত ৯:৫৮

আশিকি ৪ বলেছেন: প্রতিটি বেক্তিআক্রমণ করা পোস্টের লিংক সহ স্ক্রিনশট জোগাড় করুন কমেন্ট আনব্যান হওয়া পর্যন্ত। আরেকবার টার্গেটে পড়ে সিন্ডিকেট আক্রমণ না করা পর্যন্ত কপফেস্ট নিয়ে কিছু লেখার বা বলার দরকার নেই।

২৭ শে মে, ২০২২ রাত ১১:৪২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি এ নিয়ে আদলতে যাচ্ছিনা, তাই সাক্ষী সাবুদের আবশ্যকতা নেই।
মাছির প্রয়োজন পঁচা কাঠেঁলের। তারাই খুঁজুক তা কোথায় আছে।

৬| ২৭ শে মে, ২০২২ রাত ১০:১৯

গরল বলেছেন: ব্যান করা হলে সেটা কমেন্ট হোক আর যাই হোক অন্তত আগে একটা সতর্কবাণী বা নোটিশ দিয়ে তার পর ব্যান করা উচিৎ। আর ব্যান করা হলে ইমেইল অন্তত একটা নোটিশ দেওয়া উচিৎ। আশা করি মডারেশন টিম এই ব্যাপারে একটা কিছু জানাবে।

২৭ শে মে, ২০২২ রাত ১১:৪৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
উচিৎ, অনউচিৎ ব্যাপারটা তাদের দেখতে দেন।
হয়তো ন্যায় সংগত কোন কারণ আছে যা আমরা
দেখছিনা। বিচারক জুরীদের কথার উপর ভিত্তি
করে রায় দেন, জুরি সদস্যরা যদি অসৎ হয় তা
হলে বিচারকের রায় ভুল হতে পারে।

৭| ২৭ শে মে, ২০২২ রাত ১১:১৭

মোহাম্মদ গোফরান বলেছেন: ধুর ।কমেন্ট না করলে কি হবে হবে লবা হপে? অগ্নি ঝরা পোস্ট লিখুন।

২৭ শে মে, ২০২২ রাত ১১:৫১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চেষ্টা অব্যাহত রহিবেক।

৮| ২৭ শে মে, ২০২২ রাত ১১:১৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনার কমেন্ট ব্যান হলো কেন?

২৭ শে মে, ২০২২ রাত ১১:৫৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

কতৃপক্ষ তা জানাতে বাধ্য নন।

৯| ২৭ শে মে, ২০২২ রাত ১১:২৫

রাজীব নুর বলেছেন: দুঃখজনক।
আমার প্রিয় মানুষ গুলো ব্লগে শান্তিতে নেই। ইহা দুঃখজনক।

২৭ শে মে, ২০২২ রাত ১১:৫৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ন্যয্য কথা যারা বলে তারা কি
কোন কালে, যুগে কখনো শান্তিতে
ছিলো?

১০| ২৭ শে মে, ২০২২ রাত ১১:৫৮

মোহাম্মদ গোফরান বলেছেন: যদিও ব্লগে কোন ছাগু নেই, সবাই ছুপা বি এন পি ভেক ধরা ছুপা ছাগু। তাই আইডেন্টিফাই করা কঠিন কর্তৃপক্ষের কাছে। ওপেন ছাগুগিরী কেউ করেনা। যদি কোন নিক কে ছাগু সন্দেহ হয় এবং আপনাকে উত্ত্যক্ত করার চেষ্টা করে আপনার ব্লগ থেকে কানে ধরে বের করবেন। কোন বিতর্কে জড়ানোর দরকার নেই। বিতর্কে জড়ালে আবার নিকও ব্যান হবে।

মন খারাপ কইরেন না।

জাদিদ ভাই ভালো মনের মানবিক মানুষ। নিশ্চয় কোন কিছু অনিয়ম হয়েছে। উনি অন্যায় ভাবে কাউকে ব্লগিয় নীতিমালায় আনার মানুষ নন। আমরা ব্লগ নীতিমালা কে সম্মান করে চলব। ব্যক্তি আক্রমণ করলে কর্তৃপক্ষকে পোস্ট দিয়ে জানাবেন। ব্যাস, হ্যাপি ব্লগিং।

২৮ শে মে, ২০২২ রাত ১২:১৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মন খারাপের কি কোন কারণ আছে?
আমি লিখতে পারছি, আপনাদের
মন্তব্যের জবাব দিতে পারছি এটাই
এনাফ।
মন খারাপ আপনারা করবেন না, কারণ আমি আপনাদের
কোন সৌজন্যমূলক মন্তব্য করতে পারছি না।
আমি বাক সাধীনতায় বিসাশী, তাই কাউকে
আমার ব্লগ থেকে বের করে দিতে চাইনা।

১১| ২৮ শে মে, ২০২২ রাত ১২:১২

এস এম মামুন অর রশীদ বলেছেন: পোস্ট ব্যান যেহেতু হয়নি, পোস্টের মাধ্যমে অন্যের পোস্টে মন্তব্য করতে থাকুন। লেখকের নাম, পোস্টের শিরোনাম আর তারিখ ও সময় উল্লেখ করে দিবেন, বাকিরা বুঝতে পারবেন।

২৮ শে মে, ২০২২ রাত ১২:২৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কাজটা দূরহ, এটি করতে গেলে এক একটি
পোষ্টের বিপরীতে এক একটা পোষ্ট দিতে হবে
যা খুবি দৃষ্টিকটু হবে, তা ছাড়া কতৃপক্ষও এলাউ
করবেনা। তবে আজ যেমন ৩/৪ টি লেখার কথা
উল্লেখ করেছি তেমন হতে পারে।
ধন্যবাদ

১২| ২৮ শে মে, ২০২২ রাত ১২:২৪

মোহাম্মদ গোফরান বলেছেন: আমরা মন্তব্য করলে করব না করলে করবনা এই টাইপ না। পোস্ট একটা দেয়ার আগে ৭০-৮০ টা মন্তব্য করিনা মন্তব্য পাওয়া আশায়। এমনিই আমরা প্রতিদিন ৫০-৬০ টা মন্তব্য করি। আপনার সাথে কোন শক্তিশালী মহিলা নেই তাই বললাম সতর্ক থাকুন। কাউজ্জানি যাদের অসুখ তাদের আপনি সারাতে পারবেন না।

২৮ শে মে, ২০২২ রাত ১:০৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আমাদের ছোট বেলায় চুলকানীর জন্য
ভারতের বিখ্যাত ঢোল কোম্পানীর মলম
ব্যবর করতাম, লাগানোর সাথে সাথে কাম।
যাদের খাউজ্জানি আছে তারা এস্তেমাল করে
দেখতে পারে। বিফলে পয়সা ফেরত!

১৩| ২৮ শে মে, ২০২২ ভোর ৪:৫২

রানার ব্লগ বলেছেন: সামান্য কমেন্ট ব্যান নিয়ে উদবিগ্ন হবেন না। কিছুক্ষন নিজেকে শান্ত রেখে শক্তি সঞ্চয় করুন পরবর্তীতে ঝাপিয়ে পরার জন্য।

২৮ শে মে, ২০২২ সকাল ৯:৪৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি মোটেই উদবিগ্ন নই! তবে যারা আমার কমেন্ট ব্যানে
মাছির মতো ভ্যান ভ্যান করে উল্লাস প্রকাশ করছে তাদের
জন্য করুনা হচ্ছে! তারা হয়তো ভেয়েছিলো আরো বেশী কিছু।

১৪| ২৮ শে মে, ২০২২ সকাল ১১:১১

রানার ব্লগ বলেছেন: আমার মনে হয় আমরা যারা ব্লগ ব্যাবহার করি তারা সবাই যথেস্ট ম্যাচিউর কিন্তু এই কয়দিন দেখে জেনে বুঝে এমন মনে হচ্ছে না ।

২৮ শে মে, ২০২২ বিকাল ৩:২৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার মতো অনেকেই এই ধারণা
পোষণ করেনা বলেই মাঝে মাঝে সব
গুবলেট হয়ে যায়।

১৫| ২৮ শে মে, ২০২২ দুপুর ১২:৩৬

হাসান জাকির ৭১৭১ বলেছেন: ভাই, আপনার মত ব্লগারের এই অবস্থা?

যাহোক, ডোন্ট ওরি!! এটা একটা বিরাট সুযোগ।
অন্যের পোস্টে মন্তব্য করার চিন্তা বাদ দিয়া লেখায় মন দেন।

অশেষ শুভকামনা।

২৮ শে মে, ২০২২ বিকাল ৩:২৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মনে আছে বল
বাতাসে নড়ে কল,
পএর ভরসা মিথ্যা
নিজের বলই বল।

১৬| ২৮ শে মে, ২০২২ দুপুর ১:০৯

রাজীব নুর বলেছেন: এডমিন আমার কথা শুনবে না। আমি একজন পুরাতন ব্লগার তবুও এডমিন আমার কথা শুনে না। কত দিন ধরে বলছি চাঁদগাজী নিকটা ফেরত দেওয়া হোক। দিচ্ছে না। ব্লগে আমার কথার কোনো দাম নেই। দুঃখ লাগে।

২৮ শে মে, ২০২২ বিকাল ৩:৩০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দুঃখ করে লাভ নাই,
নিজের চিন্তা করুন
নিরাপদে থাকুন।

১৭| ২৮ শে মে, ২০২২ দুপুর ১:৫৭

মোহামমদ কামরুজজামান বলেছেন: আমাদের যার যা কিছু আছে তাতেই সন্তুষ্ট থাকা উচিত ভাইজান।

আপনার লেখার সুযোগ আছে তাতেই খুশী থাকুন আর লিখতে থাকুন হাত খোলে ।

আপনি ভাগ্যবান - কারন আপনার লেখার সুযোগ অবারিত ।
এমন অনেকেই আছে যাদের লেখার সুযোগ নেই । কাজেই -

২৮ শে মে, ২০২২ বিকাল ৩:৩৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি কোন কিছুতেই অসন্তষ্ট নই।
এটা একটা চলমান প্রক্রিয়া।
সব কিছু সহজ ভাবে নিলে
কষ্ট লাঘব হয়।

১৮| ২৮ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:৫৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: মন্তব্যের উপর নিষেধাজ্ঞা থাকা ভালো। কারণ বোবার কোন শত্রু নেই। :)

২৮ শে মে, ২০২২ রাত ১১:৪১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এই প্রবাদ এখন অচল।
বোবা হয়ে থাকলে
পোলাপান অকারণে
খোঁচাবে কারণ তারা
জানে সে শব্দ করতে
পারবেনা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.