নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

আমাদের গ্রাম !!

০৩ রা জুন, ২০২২ দুপুর ২:৫৭


আমাদের গ্রাম !
নূর মোহাম্মদ নূরু

আমাদের গ্রাম ছিলো ছবির মতন,
মাটির তলাতে ছিলো মানিক রতন।
ছোট কালে সুর করে পড়তাম সবে মিলে,
কথা গুলো শক্ত হয়ে বসে আছে দিলে।

সকাল বেলা কৃষক মাঠে যেত দিতে হাল,
কাজের পরে ফিরতে বাড়ি হতো যে বিকাল।
কষ্ট ক্লেষ নাইকো মুখে গাইতো মনের সুখে,
পাড়া পরশি সবাই মিলে থাকতো হাসি মুখে।

নতুন চালের পিঠা পায়েশ হলে কারো বাড়ি,
একা কেহ খেতোনা তা কেউ কাউকে ছাড়ি।
সবাই মিলে সন্ধ্যে হলে শুনতো গাজীর গীত,
সারা রাত গান শুনিতো ভয় পেতো না শীত।

ঈদের দিনে সবাই মিলে জর্দা সেমাই খেত,
পূঁজোর সময় নাড়ু মুড়ি মিঠাই মণ্ডা পেতো।
হিন্দু মুসলিম মিলে মিশে রইতো পাশা পাশি,
গ্রামই ছিলো তাদের কাছে মক্কা গয়া কাশি।

একাত্তরে হায়েনারা সব গ্রামে চলে এলো,
ছবির মতো গ্রাম খানি পুঁড়ে দিয়ে গেলো।
হিন্দু বাড়ির সাথে সাথে পুঁড়লো মোল্লা বাড়ি,
তার পরেও যায়নিতো কেউ কাউকে ছাড়ি।

এখনো কি গ্রাম খানি সেই ছবির মতো আছে,
মানিক রতন খুঁজিলে কি পাবো মাটির নীচে?
পুকুরেতে মাছ ছিলো আর গোয়াল ভরা গরু,
কার পাপেতে সবুজ গ্রাম হলো ধু ধু মরু?

প্রকাশকালঃ ৩ জুন ২০২২ ইং

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০২২ বিকাল ৩:০০

মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার, অতিচমৎকার ছড়াচিত্র।

০৩ রা জুন, ২০২২ বিকাল ৩:০৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে অসংখ্য ধন্যবাদ জল দস্যু ভাই।
আশা করি সবসময় এমন ভাবে অনুপ্রেরণা
দিয়ে বাধিত করবেন।

২| ০৩ রা জুন, ২০২২ বিকাল ৩:৩৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
"আমাদের গ্রামখানি ছবির মতন
মাটির তলায় তার ছড়ানো রতন” 

এই কবিতাটা কার? মনে করতে পারছি না।

০৩ রা জুন, ২০২২ বিকাল ৪:২১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
স্বপ্নবাজ সৌরভ ভাই,
কবিতাটির রচিয়তা
ছিলেন কবি বন্দে
আলী মিয়া।
আশা করছি স্মরণ
হয়েছে।

৩| ০৩ রা জুন, ২০২২ বিকাল ৩:৫০

মোহাম্মদ গোফরান বলেছেন: আমাদের গ্রামে ছাগু ঢুকে সব সবুজ ঘাস খেয়ে উজাড় করে দিসে।

০৩ রা জুন, ২০২২ বিকাল ৪:২৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনি এখনো ছাগুদের উপর
নাখোশ হয়ে আছেন! অবুঝ ওরা
ওদের ক্ষমা করে দেন!

৪| ০৩ রা জুন, ২০২২ সন্ধ্যা ৬:১১

সোনাগাজী বলেছেন:



সাইফুর রহমান ও মাল মুহিত গ্রাম চিনতো না, সব টাকা খরচ করেছে ঢাকায়।

০৩ রা জুন, ২০২২ সন্ধ্যা ৬:২৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তারা সব টাকা ঢাকায় খরচ না করে
তাদের সিলেটের পিছে কিছু খরচ
করলে আজ সিলেটের মানুষ বন্যায়
ডুবতো না।

৫| ০৩ রা জুন, ২০২২ সন্ধ্যা ৭:৩২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আমাদের গ্রাম - বন্দে আলী মিয়া


আমাদের ছোট গাঁয়ে ছোট ছোট ঘর,
থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর।
পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই,
এক সাথে খেলি আর পাঠশালে যাই।
আমাদের ছোট গ্রাম মায়ের সমান,
আলো দিয়ে, বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ।
মাঠ ভরা ধান তার জল ভরা দিঘি,
চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি।
আম গাছ, জাম গাছ, বাঁশ ঝাড় যেন,
মিলে মিশে আছে ওরা আত্মীয় হেন।
সকালে সোনার রবি পুব দিকে উঠে,
পাখি ডাকে, বায়ু বয়, নানা ফুল ফুটে।
‐-----
এই কবিতা তো না।

০৩ রা জুন, ২০২২ রাত ৯:২০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কবিতা ওটাই তবে কয়েকটি
পংক্তি সংশোধন করা হয়েছে
যেমনঃ
আমাদের গ্রামখানি ছবির মতন..
মাটির তলায় এর ছড়ানো রতন..
আমগাছ জামগাছ বাঁশঝাড় যেন..
মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন..
পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই..
একসাথে খেলি আর পাঠশালে যাই..

৬| ০৩ রা জুন, ২০২২ রাত ৮:৪০

রানার ব্লগ বলেছেন: গ্রাম আর গ্রামের মানুষের ভেতর এক ব্যাপক পরিবর্তন এসে গেছে। যে মানুষকে দেখতাম ভালোবেসে বুকে টেনে নিতে সময়ের পরিবর্তনে আজ সে দেখলে ভালোবাসা তো দূরে থাক সামান্য কুশল জিজ্ঞাসাও করে না। যাকে দেখেছি গালে কাদা লেগেছে বলে ডেকে এনে পুকুর পারে বসিয়ে কাদা ধুয়ে দিতে তার সামনেই কাদায় পরে গেলে সে হাতটাও বাড়িয়ে দেয় না। আধনিকতা আমাদের ভেতর থেকে ভালোবাসা কেড়ে নিয়েছে মমত্ববোধ কেড়ে নিয়েছে অর্থের ওজনে মাপছি একে অপরকে।

০৩ রা জুন, ২০২২ রাত ৯:০১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সত্য কথা! আধুনিকতা আমাদের
দিয়েছে বেগ আর কেড়ে নিয়েছে
আবেগ।

৭| ০৪ ঠা জুন, ২০২২ রাত ১২:১৩

শায়মা বলেছেন: বাহ ভাইয়ু!!!!!!!!!!

একদম বন্দে আলী মিয়ার ছায়া অবলম্বনে পুঁথি পাঠ হয়েছে। :)

০৪ ঠা জুন, ২০২২ রাত ১:১৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বন্দে আলী, জসিম উদ্দিন
যার যা খুশী বলুক,
কুপি বাতির তেলে আবার
সন্ধ্যা প্রদীপ জ্বলুক!

৮| ০৪ ঠা জুন, ২০২২ রাত ১২:৪৪

মোহাম্মদ গোফরান বলেছেন: অফ স্টাম্পের বাইরের বল ছেড়ে দিতে হপে।

০৪ ঠা জুন, ২০২২ রাত ১:২১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আবার ছক্কা! বল চলে গেলো
মাঠের বাইরে!

৯| ০৪ ঠা জুন, ২০২২ রাত ১:৪১

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

০৪ ঠা জুন, ২০২২ রাত ১:৫৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জটিল মানুষেরা সহজ সরলাতার
মাঝেও কুটিতলাতা, জটিলতার
গন্ধ খুঁজে। আর সহজ সরল
মানুষ গড়লকেও সুধা ভাবে।

১০| ০৪ ঠা জুন, ২০২২ সকাল ৯:১৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আসলেই ছোট কালের পড়াগুলো মনে দাগ কেটে আছে।

০৪ ঠা জুন, ২০২২ বিকাল ৩:৪২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কিন্তু ডিজটাল পোলাপানেরা
মজে আছে মোবাইল আর
পিসি নিয়ে। কবিতা পড়ার
সময় নাই তাদের হাতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.