নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

অন্ধের মত নয়, বিজ্ঞানের আলোকে আল্লাহকে বিশ্বাস করি

২০ শে জুন, ২০২২ বিকাল ৩:৪৫


তিনি তোমাকে তাই শিখিয়েছেন যা তুমি জানতে না"। (সূরা আল-বাকারাঃ আয়াত ২৩৫) পবিত্র কোরানের এই আয়াত এটাই সমর্থন করে যে কুুুরআন নতুন জ্ঞান অর্জনের জন্য উৎসাহ প্রদান করে। সুতরাং বিজ্ঞান অধ্যয়ন এই বিশ্বাস থেকেই উৎপন্ন হয়েছে। মধ্যযুগীয় মুসলিম সভ্যতার বিজ্ঞানীরা (যেমন ইবনে আল-হায়থাম) আধুনিক বিজ্ঞানের ক্ষেত্রে অনেক অবদান রেখেছিলেন। এছাড়াও কুরআন বৈজ্ঞানিক উদ্ভাবনের বিষয়ে অনেক ভবিষ্যদ্বাণীমূলক বিবৃতি প্রদান করেছে যা পরে বৈজ্ঞানিক গবেষণা দ্বারা নিশ্চিত করা হয়েছে।
আল্লাহ তায়া’লা বলেনঃ নিশ্চয় আসমান ও যমীন সৃষ্টিতে এবং রাত্রি ও দিনের আবর্তনে নিদর্শন রয়েছে বোধ সম্পন্ন লোকদের জন্যে। যাঁরা দাঁড়িয়ে, বসে, ও শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং চিন্তা গবেষণা করে আসমান ও জমিন সৃষ্টির বিষযে, (তারা বলে) পরওয়ারদেগার! এসব তুমি অনর্থক সৃষ্টি করনি। সকল পবিত্রতা তোমারই, আমাদিগকে তুমি দোযখের শাস্তি থেকে বাঁচাও। (আলে ইমরানঃ ১৯০-১৯১)
তবে "স্বল্প দর্শন মানুষকে নাস্তিকতার কাছে নিয়ে যায়, আর দর্শনের গভীরতা মানুষকে ধর্মের কাছে ফিরিয়ে আনে "। পৃথিবীতে নাস্তিকতাবাদের ব্যর্থতা ও অসারতা স্পষ্ট হয়ে গেছে এবং নাস্তিকদেরকে জ্ঞানীদের কাতার থেকে পিছিয়ে রেখেছে"।

আল্লাহর একত্ববাদের বিজ্ঞান ভিত্তিক প্রমাণঃ
অন্ধের মতো নয় , বিজ্ঞানের আলোকে আল্লাহকে বিশ্বাস করি লিংক দেখুন।
যদিও আল্লাহ কখনো আমাদের তার অস্তিত্বের কথা প্রমান করতে বলেননি।

গবেষণা ও উপস্থপণায়ঃ
ইলিয়াস হোসাইন
আমেরিকা প্রবাসী একুশে টেলিভশনের সাবেক সিনিয়র রিপোর্টার।

মন্তব্য ৩৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০২২ বিকাল ৪:০৭

সোনাগাজী বলেছেন:


আপনি লিখেছেন, "স্বল্প দর্শন মানুষকে নাস্তিকতার কাছে নিয়ে যায়, আর দর্শনের গভীরতা মানুষকে ধর্মের কাছে ফিরিয়ে আনে।"

--ইহার বড় উদাহরণ হচ্ছে, বৃটিশ দার্শনিক বারট্রান্ড রাসেল ও এতিমখানার ছাত্রগণ; এতিমখানার ছাত্ররা ধর্মের দিকে বারট্রান্ড রাসেল থেকে বেশী আছে; কারণ, তাদের দর্শন জ্ঞান রাসেল থেকে অনেক গভীর।

২০ শে জুন, ২০২২ বিকাল ৪:২৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কথা উপহাসের ছলে
বললেও একেবারে
উড়িয়ে দেবার মতো
নয়!

২| ২০ শে জুন, ২০২২ বিকাল ৪:০৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ধর্ম একেবারেই বিশ্বাসের বিষয় তাহলে কেন বিজ্ঞানের আলোকে বিশ্বাস করতে হবে?

২০ শে জুন, ২০২২ বিকাল ৪:২৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এই নিসিহত নাস্তিকদের জন্য।
ঈমানদার মুসলমানদের আল্লাহর
অস্তিত প্রমাণের আবশ্যকতা নাই।

৩| ২০ শে জুন, ২০২২ বিকাল ৪:২১

শূন্য সারমর্ম বলেছেন:


ইলিয়াস তো দেশের কিছু মানুষের কাছে পীর।

২০ শে জুন, ২০২২ বিকাল ৪:২৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যুক্তি খন্ডানো গেলে
পীর না হয়ে মুরীদ
হতো!

৪| ২০ শে জুন, ২০২২ বিকাল ৫:১৭

পুকু বলেছেন: যেখানে যুক্তিও বুদ্ধি শেষ হয় সেখান থেকে ধর্ম শুরু ।

২০ শে জুন, ২০২২ রাত ১০:০১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধর্মে বিশ্বাস বুদ্ধিমত্তার পরিচয়।
বুদ্ধি যার প্রখর সেই বুঝতে সক্ষম
এই সুন্দর পৃথিবী একা একা সৃষ্টি
হতে পারেনা।

৫| ২০ শে জুন, ২০২২ সন্ধ্যা ৭:২৯

জুল ভার্ন বলেছেন: আমি জেনে বুঝে নিজ জ্ঞানে বিশ্বাস করি।

২০ শে জুন, ২০২২ রাত ১০:০৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ। তবে অনেকই অনেক কিছু
না বুঝেই শুধু শুধু ক্যাচাল করে।

৬| ২০ শে জুন, ২০২২ রাত ৮:১০

রাজীব নুর বলেছেন: ইয়েস।
এটা ভালো পোষ্ট।
শেষমেষ বিজ্ঞান দিয়ে ধর্ম বুঝানো।

২০ শে জুন, ২০২২ রাত ১০:০৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বিশ্বাসীদের জন্য নয়!
এটা নাস্তিকদের চোখে
আংগুল দিয়ে বোঝানো।

৭| ২০ শে জুন, ২০২২ রাত ৮:১৩

মোহাম্মদ গোফরান বলেছেন: বিজ্ঞান দিয়ে ধর্ম প্রমাণ করার কিছুই নেই। যার মানতে ইচ্ছা করবে মানবে যার ইচ্ছে করবেনা মানবেনা। প্যারা নাই। চীল....

২০ শে জুন, ২০২২ রাত ১০:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হ্যা,
এ কথাটিই লেখার শেষে
বলা হয়েছে।
আল্লাহ কখনোই তার অস্তিত্ত
প্রমাণ করতে বলে নাই

৮| ২০ শে জুন, ২০২২ রাত ১১:২৪

সাসুম বলেছেন: যেহেতু ইলিয়াস কইছে তাই অবশ্যই এটা সত্য।

জাজাকাল্লাহ খায়রান

২১ শে জুন, ২০২২ রাত ১২:৩৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কে কইলো কথা হেইডা না,
কথা হইলো যুক্তি আছে কিনা!

৯| ২১ শে জুন, ২০২২ সকাল ১০:২১

নূর আলম হিরণ বলেছেন: উনি কি একুশে টিভি থেকে বরখাস্ত হয়েছিলেন নাকি চাকুরী ছেড়ে দিয়েছিলেন?

২১ শে জুন, ২০২২ বিকাল ৩:২০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চাকুরী ছেড়ে দিয়েছিলেন।

১০| ২১ শে জুন, ২০২২ দুপুর ১২:০৪

রানার ব্লগ বলেছেন: বিজ্ঞানে বিশ্বাস বলে কিছু নাই যা আছে তা হলো প্রমান !!! তাই আপনি কোন ভাবেই বিজ্ঞান সম্মত ভাবে আল্লাহ কে বিশ্বাস করতে পারেন না !!! বিশ্বাসবোধটা অন্ধ কিন্তু বিজ্ঞান আন্ধ না।

আমরা অহেতুক বিজ্ঞান আর ধর্ম কে এক করার চেষ্টা করছি। ধর্ম মনগড়া কিন্তু বিজ্ঞান মনগড়া নয় ।

২১ শে জুন, ২০২২ বিকাল ৩:২২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ইসলাম ধর্মে মনগড়া বলে
একটি অক্ষরও নাই।

১১| ২১ শে জুন, ২০২২ দুপুর ১২:০৭

রানার ব্লগ বলেছেন: ইলিয়াস অসম্ভব ভাবে একজন কুচক্রী ধান্দাবাজ ও পেইড বাজে লোক । এই লোক বাংলাদেশে থাকলে এতোদিনে মাইরের ঠ্যালায় তারকাটার মতো সোজা থাকতো । সে মাইরের ভয়ে দেশ ছেড়ে আমেরিকায় পালিয়ে আছে। সম্পুর্ন ভাবে এই লোক বাংলাদেশ বিরধী ।

২১ শে জুন, ২০২২ বিকাল ৩:২৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনি যদি গায়েব জানেন তা হলে
বলার কিছু নাই। হতেও পারে!

১২| ২১ শে জুন, ২০২২ দুপুর ১:১২

নতুন বলেছেন: আল্লাহর একত্ববাদের বিজ্ঞান ভিত্তিক প্রমাণঃ
অন্ধের মতো নয় , বিজ্ঞানের আলোকে আল্লাহকে বিশ্বাস করি লিংক দেখুন।
যদিও আল্লাহ কখনো আমাদের তার অস্তিত্বের কথা প্রমান করতে বলেননি।
গবেষণা ও উপস্থপণায়ঃ
ইলিয়াস হোসাইন
আমেরিকা প্রবাসী একুশে টেলিভশনের সাবেক সিনিয়র রিপোর্টার।


হজরত ইলিয়াস হোসাইন যে এতো বড় বিজ্ঞানী আর আলেম আগে জানা ছিলো না। =p~

২১ শে জুন, ২০২২ বিকাল ৩:২৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যা হোক, এখনতো জেনেছেন!

১৩| ২১ শে জুন, ২০২২ বিকাল ৩:৪২

রানার ব্লগ বলেছেন: লেখক বলেছেন:
ইসলাম ধর্মে মনগড়া বলে
একটি অক্ষরও নাই।



ঠিক আছে বুঝলাম । আমাকে এই প্রশ্নের উত্তর দিন মাক্কি সুরা আর মাদানী সুরা সম্পুর্ন ভিন্ন ধর্মী কেনো । এরা একে অপরের বিপরীত !!!

২১ শে জুন, ২০২২ রাত ১০:৩৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নবীজীর সময়ে মক্কা আর মদিনার পরিস্থিতি ছিলো ভিন্ন
যার কারনে নবীজী মক্কা থেকে মদিনায় হিজরত করতে
বাধ্য হয়েছিলেন। পরিস্থিতি ভিন্ন হলে সেই অনুযায়ীইতো
সুরা নাজিল হবার কথা, তাই না!

১৪| ২১ শে জুন, ২০২২ বিকাল ৫:২২

জগতারন বলেছেন:
রানার ব্লগ বলেছেন:
ইলিয়াস অসম্ভব ভাবে একজন কুচক্রী ধান্দাবাজ ও পেইড বাজে লোক। এই লোক বাংলাদেশে থাকলে এতোদিনে মাইরের ঠ্যালায় তারকাটার মতো সোজা থাকতো। সে মাইরের ভয়ে দেশ ছেড়ে আমেরিকায় পালিয়ে আছে। সম্পুর্ন ভাবে এই লোক বাংলাদেশ বিরধী।

সহমত!

ইলিয়াস হোসাইন একটা বাজে লোক।
ওর জন্মের ঠিক নেই। ওর বাবা ও মা'য়ের বিয়ে ঠিক হওয়ার আগেই ইলিয়াস হোসাইন-এর জন্ম হয়েছিল।
আবার ইলিয়াস হোসাইনের স্ত্রী'ও ইলিয়াস হোসাইনকে বিবাহ করার আগে একটি ছেলে সন্তান প্রসব করেছিল।
সেই জারজ ছেলে সহ ইলিয়াস হোসাইন সেই মেয়েকে গার্ল ফ্রেন্ড বানিয়ে বিয়ে করে। পরে সেই ছেলেটি
সন্তানটিকে ইলিয়াস হোসাইন অযন্তে ও অবহেলায় পরপারে পাঠিয়ে দয়েয়।

তাছাড়া ইলিয়াস হোসাইন যা বলে ও করে তা সম্পূর্ন রূপে উস্কানিমূলক, সন্ত্রাস অ সমাজের
বিসৃংখলা ও অশান্তির বিজ ছড়ানো ছড়ানো আর কিছুই না। ঐ লোক সবসময়েই ভারতের বিরুদ্ধে
আক্রমান্তাক বিদ্বেশ ছড়ায় যা খুবই আপত্তিকর ভাবে বিরক্তকর। ইলিয়াস হোসাইন বুঝতে অক্ষম যে,
ভারত আমাদের চারিদিকে ঘিরা, তাদের সাথে বৈড়ি করে বাংলাদেশের মতো ছোট্ট একটী দেশ টিকে থাকা প্রায় অসম্ভব।
হ্যাঁ, আমরা স্বাধীন দেশ তার পরও আমদের চিন্তা করার অনেক কিছুই আছে। পাকিস্থান আর আমাদের সাথে নেই। অরুনাচল, সীকীম, হায়দ্রাবাদ, কাশ্মীরও স্বাধীন রাষ্ট্র ছিল, তাদের কী দশা হয়েছিল।

ইউক্রেইন একটি স্বাধীন রাষ্ট্র ছিল যা রাশিয়া দিয়ে ঘেরা, সেই ইউক্রেইন রাষ্ট্রের প্রধান জেলেস্কি রাশীয়ার বিরুদ্ধাচরন করে ইউরোপ ইউনিয়ন ও ন্যাটো'র সাথে আতাত করে কিইনা সেই দেশের মানিষদের কি-ই-না মানবেতর জীবন যাপন করছে বর্তমান সময়ে।

এ দিকদিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাছিনা বাংলাদেশের প্রধান মন্ত্রী হয়য়ে যে মধ্যস্থ পদ অবলম্বন করে বাংলাদেশ চালাচ্ছান তা প্রসংসণীয়।

এ বিষয়ে লিখলে এ মন্তব্য অন্য দিকে মোড় নিবে, তাই এ পর্যন্তই।

২১ শে জুন, ২০২২ রাত ১০:৪৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জাগতারন দাদা,
ইলিয়াস হোসাইনের জন্ম বৃত্তান্ত
আমার জানা নাই। আল্লাহ ভালো
জানেন। তাই আমি তাকে বা
তার স্ত্রীর সন্তানকে জারজ
বলতে পারছিনা।

একটা গানের কলির কথা মনে পড়লো!
"আমি দাম দিয়ে কিনেছি বাংাল
কারো দানে পাওয়া নয়" ধন্যবাদ।

১৫| ২১ শে জুন, ২০২২ রাত ১০:৪৪

জ্যাকেল বলেছেন: ইলিয়াস হোসেন একটা বদ লোক বলেই মনে হয়। সাক্ষ্য দিতেছি না তবে আমার কাছে এর এপ্রোচ ভাল লাগে না। এরা বিদেশে বসে যেইভাবে দেশকে হেয় করে তাতে খুব খারাপ লাগে। এদের বর্জন করেন। এদের মুখে ভাল কথা শুনলেও চোখ কান খাড়া করে শোনা উচিত।

২১ শে জুন, ২০২২ রাত ১০:৫১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ইলিয়াস হোসাইন এই ভিডিওতে শুধু
বিজ্ঞান ভিত্তিক আলোচনার মাধ্যমে
আল্লাহর প্রমাণ দিয়েছেন। আমি
সেটুকুই বলার প্রয়াস পেয়েছি।
অন্য কোন প্রসংগ উত্থাপন
করি নাই। ধন্যবাদ।

১৬| ২২ শে জুন, ২০২২ রাত ১:০৫

জগতারন বলেছেন:
কবি'দাঃ
আমি বলি নাই যে আপনিঃ
ইলিয়াস হোসাইনের জন্ম বৃত্তান্ত
আমার জানা নাই। আল্লাহ ভালো
জানেন। তাই আমি তাকে বা
তার স্ত্রীর সন্তানকে জারজ
বলতে পারছিনা।


ইহা বলেন ও বিশ্বাস করেন।

আমি যাহা বলতে চেয়েছি;
আমি ইলিয়াস হোসাইন সমন্ধে যাহা জানি তা আমি দায়ীত্ব নিয়েই বলেছি।
আপনি একজন বিচক্ষন সংবাদ কর্মী, আপনি আমার দেওয়া তথ্য গবেষনয়া করে দেখতে পারতেন।
তা না করে আপনি ইলিয়াস হোসাইনের সপক্ষে সে দায়ীত্ব এড়ায়ে গেলেন।
যা একজন সংবাদ কর্মী হিসেবে নেতিবাচক।
ইলিয়াস হোসাইন একটা বাজে লোক।
ওর জন্মের ঠিক নেই। ওর বাবা ও মা'য়ের বিয়ে ঠিক হওয়ার আগেই ইলিয়াস হোসাইন-এর জন্ম হয়েছিল।
আবার ইলিয়াস হোসাইনের স্ত্রী'ও ইলিয়াস হোসাইনকে বিবাহ করার আগে একটি ছেলে সন্তান প্রসব করেছিল।
সেই জারজ ছেলে সহ ইলিয়াস হোসাইন সেই মেয়েকে গার্ল ফ্রেন্ড বানিয়ে বিয়ে করে। পরে সেই ছেলেটি
সন্তানটিকে ইলিয়াস হোসাইন অযন্তে ও অবহেলায় পরপারে পাঠিয়ে দেয়।


আর;
ইলিয়াস হোসাইন যে রাষ্ট্রদ্রহী বিভিন্ন মামলার ভয়ে প্রিয় স্বদেশ থেকে পলায়ন করে
বিদেশে গিয়ে রাজনৈতিক আশ্রয় নিয়েছে ও বাংলাদেশ নিয়ে বিভিন্ন
কুতস্যা রটাচ্ছে তা রিতিমতো বিপদজনক;
তা ও সংবাদ কর্মী হিসেবে আপনার যাছাই করা দায়িত্বের মধ্যেই পরে।
আমার কথাগুলো আবার হাইলাইট করে তুলে দিচ্ছি।

তাছাড়া ইলিয়াস হোসাইন যা বলে ও করে তা সম্পূর্ন রূপে উস্কানিমূলক, সন্ত্রাস অ সমাজের
বিসৃংখলা ও অশান্তির বিজ ছড়ানো ছড়ানো আর কিছুই না। ঐ লোক সবসময়েই ভারতের বিরুদ্ধে
আক্রমান্তাক বিদ্বেশ ছড়ায় যা খুবই আপত্তিকর ভাবে বিরক্তকর। ইলিয়াস হোসাইন বুঝতে অক্ষম যে,
ভারত আমাদের চারিদিকে ঘিরা, তাদের সাথে বৈড়ি করে বাংলাদেশের মতো ছোট্ট একটী দেশ টিকে থাকা প্রায় অসম্ভব।
হ্যাঁ, আমরা স্বাধীন দেশ তার পরও আমদের চিন্তা করার অনেক কিছুই আছে। পাকিস্থান আর আমাদের সাথে নেই। অরুনাচল, সীকীম, হায়দ্রাবাদ, কাশ্মীরও স্বাধীন রাষ্ট্র ছিল, তাদের কী দশা হয়েছিল।

ইউক্রেইন একটি স্বাধীন রাষ্ট্র ছিল যা রাশিয়া দিয়ে ঘেরা, সেই ইউক্রেইন রাষ্ট্রের প্রধান জেলেস্কি রাশীয়ার বিরুদ্ধাচরন করে ইউরোপ ইউনিয়ন ও ন্যাটো'র সাথে আতাত করে কিইনা সেই দেশের মানিষদের কি-ই-না মানবেতর জীবন যাপন করছে বর্তমান সময়ে।

এ দিকদিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাছিনা বাংলাদেশের প্রধান মন্ত্রী হয়য়ে যে মধ্যস্থ পদ অবলম্বন করে বাংলাদেশ চালাচ্ছান তা প্রসংসণীয়।

এ বিষয়ে লিখলে এ মন্তব্য অন্য দিকে মোড় নিবে, তাই এ পর্যন্তই।

২৩ শে জুন, ২০২২ রাত ১:৫৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দাদা আপনাকে ধন্যবাদ পুনরায় ফিরে আসবার জন্য
কারো গোপন বিষয় নিয়ে ঘাটাঘাটি করা কি ঠিল হবে?
আমি আমার গোপন বিষয় নিয়ে অন্য কেউ আলোচনা করাকে
যেমন পছন্দ করিনা তেমনি কোন মানুষ চাইবেন যেন তার
দোষ ত্রুটি নিয়ে অন্য কেউ আলোচনা করে।
মহান আল্লাহ পবিত্র কোরানে বলেনঃহে বিশ্বাসীগণ! তোমরা বহুবিধ ধারণা হতে দূরে থাক; কারণ কোনো কোনো ধারণা পাপ আর তোমরা একে অপরের গোপনীয় বিষয় অনুসন্ধান করো না এবং একে অপরের পশ্চাতে নিন্দা (গীবত) করো না। তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করবে? বস্তুত তোমরা তো এটাকে ঘৃণ্যই মনে কর। তোমরা আল্লাহকে ভয় কর। আল্লাহ তাওবা গ্রহণকারী, পরম দয়ালু।’ (সুরা আল-হুজুরাত : আয়াত ১২

এ ছাড়া নবী করিম (সা.) এরশাদ করেছেন ‘যে-কেউ অন্যের দোষ গোপন রাখবে, আল্লাহ দুনিয়া ও আখেরাতে তার দোষ গোপন রাখবেন।’ (মুসলিম : ২৬৯৯)।

তা ছাড়া আমার লেখাটি কারো ব্যক্তিগত ত্রুটি বের করার জন্য নয়। এটি বিজ্ঞান
ভিত্তক একটি আলোচনা যা দিয়ে প্রমাণ করা হয়েছে আল্লাহর অস্তিত্ত। যদিও
আল্লাহ তার অস্তিত্ত প্রমান করতে নিষেধ করেছেন।
আমরা আমাদের মন্তব্যে প্রাসংগিক হই।

১৭| ২৪ শে জুন, ২০২২ রাত ৯:৩৭

জগতারন বলেছেন:
কবি'দা;
সর্বসাধারনকে নিয়ে কথা বলায় বক্তাকে নিঃষ্কুলসিত চরিত্রের হতে হয়,
নয় তো সেই বক্তার বক্তৃতা না করাই ভাল।
কলুষিত চরিত্রের ব্যক্তির বক্তব্য ও দিকনির্দেশনা শুধুই আবোল তাবোল।

২৬ শে জুন, ২০২২ রাত ৯:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
একমাত্র নবী/রসুলগণ ছাড়া
কেহই নিষ্কলুষ নন। সুতরং
নিষ্কলুষ মানুষ খুঁজতে গেলে
গা উজাড় হয়ে যাবে।

১৮| ২৬ শে জুন, ২০২২ রাত ১১:০৮

জগতারন বলেছেন:
আমি এখানে মাছুম-এর কথা উল্লেখ করি নি।
আমি বলেছিঃ সর্বসাধারনকে নিয়ে কথা বলায় বক্তাকে নিঃষ্কুলসিত চরিত্রের হতে হয়,
আমি এখানে নিঃষ্কুলসিত চরিত্রের উপর জোর দিয়েছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.