নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার গল্পটা হোক পৃথিবীর সেরা গল্প ।কারন আমি হতে চাই একজন সত্যিকারের জীবন শিল্পী ।

নুরুন নাহার লিলিয়ান

নুরুন নাহার লিলিয়ান › বিস্তারিত পোস্টঃ

প্রাচীন ভালবাসার গল্প ; তানাবাতা ফেস্টিভ্যাল ,মনের ইচ্ছে গুলো সব স্বপ্ন হোক !!

০৭ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:৩৬

গতকাল রাতে এখানে ঝুম বৃষ্টি হয়েছে । ঠিক বাংলাদেশের মতো গভীর মধ্য রাতের বৃষ্টি । ঘুম আসছিল না । ভাবলাম যারা জেগে আছে একটু গল্প করি । পৃথিবীর শত দুঃখ কষ্ট সুখ আনন্দ নিয়ে মন গুলো সব একটু একটু করে ঘুম বাড়িতে যাবে । আজ জাপান এ তানাবাতা উৎসব । প্রথম দর্শনে প্রথম প্রেম । সব তরুন তরুণীদের কাছে খুব জনপ্রিয় । সবাই তাদের মনের একান্ত ইচ্ছে গুলো তাঞ্জুকি কাগজে লিখে বাঁশে ঝুলিয়ে রাখবে । স্কুলের ছেলে মেয়েরা নানা রকম ভাবে সাজাবে তাদের মনের ইচ্ছে গুলো । তানাবাতা শব্দের অর্থ হল Evening of the seventh ।এই উৎসব এর উৎপত্তি প্রাচীন চীন থেকে এসেছে । ২০০০ বছর আগে চীন প্রাচীন লোককথাতে আছে orihime অরিহামে নামের এক রাজ কন্যা সারাদিন কাপড় শুকাতো কারন তার বাবা রাজা খুব কাপড় পছন্দ করতো । তার কোন সময় নেই ।সারাদিন তাকে অনেক কাজ করতে হয় । কাউকে ভালবাসার কিংবা মন দেয়ার মতো সময় সে পায়না ।কিন্তু একদিন রাজ কন্যা অনুভব করল যদি কেউ তাকে ভালোবাসতো তার জীবন অনেক সুন্দর হয়ে যেতো । আমানগাওয়া নদীর আরেক দিকে রাজপুত্র hikoboshi হিকবসি সারাদিন গরু চরায় ।সেও ভালবাসা অনুভব করল । কোন একদিন এমন প্রকৃতির নিয়মে তাদের দেখা হল । প্রথম দর্শনে তাদের প্রেম হয়ে গেল ।দুজনে গভীর ভালবাসায় তারা তাদের সব কাজ ভুলে গেল । সারা সময় তারা দুজন দুজনকে নিয়ে খেলায় মেতে থাকে । এই দিকে কাজ পাগল রাজা খেপে গেল । তাদের কে আলাদা করে দিল । কিন্তু রাজ কন্যা এবং রাজপুত্র অনেক কষ্ট পেল । তারা ভালবাসা ছাড়া বেঁচে থাকতে পারে না । একদিন তাদের কষ্ট দেখে কাজ পাগল রাজার মন কিছুটা নরম হল । তারপর তিনি জানালেন লুনার ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর সপ্তম মাসের সপ্তম দিনে তারা দেখা করতে পারবে ভালবাসতে পারবে । আমানগাওয়া নদীর এক পারে রাজ কন্যা এবং অন্য দিকে রাজ পুত্র । তাদের দেখা করার দিনের জন্য তারা অনেক প্রার্থনা করত । বৃষ্টি হলে তারা দেখা করতে পারবে না । এক সময় প্রকৃতি তাদের ভালবাসায় সাহায্য করতে লাগল । মেগপাই পাখি তার পাখা দিয়ে সেতু বানিয়ে দিত যেন তারা দেখা করতে পারে । গাছ পালা প্রার্থনা করতো যেন বৃষ্টি না হয় ।অনেক দেশে এই কল্প কাহিনি নিয়ে নানা রকম আয়োজন আছে । জাপান এ অনেক জায়গায় জুলাইতে সপ্তম দিনে হয় । হোক্কাইডোতে আগস্ট এর সপ্তম দিনে । জানিনা কেন ।অনেক অনেক বিখ্যাত উৎসব গুলোর মধ্যে শেণ্ডাঈ তানাবাতা মাতসূরি ,শীমীজী তানাবাতা মাতসূরী ,শোনান হীড়াশূকা তানাবাতা ,মায়েবোশী মাতসূরি আণজো ,ঈচীণোমায়ে অন্যতম । তবে এই উৎসবকে কেউ কেউ স্টার ফেস্টিভ্যাল বলে ।এই সময়ে প্রেমিক প্রেমিকারা গ্রীষ্মকালীন পোশাক ইউকাটা পরে অভিসারে বের হবে । দুজন হাত ধরে ভালবাসার গল্প বলতে বলতে প্রকৃতির সাথে জীবনের নানা আয়োজনে মিশে যাবে । মিল্কি অয়েতে ভেগ এবং আলটার নামের দুটি তারা আছে । এখানে ভেগ হল রাজকন্যা আর আলটার হল রাজপুত্র অনেক প্রাচীন সময় থেকে কেউ কেউ বিশ্বাস করে। তারা ও এই দিনে রাজ কন্যার আর রাজপুত্রের মতো এই সময় ভালবাসায় মেতে উঠে । প্রতিটি ভালবাসার পথে রাগী রাজা থাকে কিন্তু রাজকন্যা আর রাজপুত্রের মতো ভালবাসা প্রকৃতিতে মিশে থাকে খুব নিরবে সাক্ষী হয়ে । তাই বুঝি গতকালের ঝূম বৃষ্টির পর আজ সূর্য অদ্ভুত ভালবাসায় হেঁসে আছে । ভালবাসুন প্রান ভরে । জীবনের সব টুকু দিয়ে । মানব সমাজে মূল্য না থাকেলেও দূর আকাশের তাঁরাদের কাছে ভালবাসা অন্ধকার আকাশে আলো দেয় । আজ তানাবাতায় সবাই ভালবাসায় খুব একান্ত ইচ্ছে গুলো প্রকৃতির কাছে উৎসর্গ করবে । যদি প্রকৃতি বিশ্বাস করেন এখনই দূর আকাশে পাঠিয়ে দিন আপানার একান্ত ইচ্ছে গুলো। আসলে জাপানিজরা ওদের শিল্প সংস্কৃতি অনেক ভালবাসে ।প্রচুর কাজ পাগল । সব কিছুতে সেই চিহ্নই বহন করে । প্রতিদিনই যেন উৎসব । তাদের নিজস্ব সংস্কৃতি এবং ঐতিহ্যকে ভালবাসার কারনেই তারা জীবনের নানা উৎসবে মেতে থাকে । যাইহোক এই তানাবাতায় এই বৃষ্টিতে সবার সব নিরব দুঃখ ভেসে যাক । সবার ভালবাসা আজকের এই সূর্যের হাঁসির মতো জ্বলন্ত থাকুক ।আর একান্ত স্বপ্ন গুলো আকাশের তারা হয়ে জ্বলে থাকুক । ভালবাসায় ভরে উঠুক এই ছোট জীবন।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:১৮

শায়মা বলেছেন: তানাবানা মাতসূরী! মজার গল্প!

০৭ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:২৫

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: শায়মা ,আপনাকে ধন্যবাদ । কঠিন জীবনের পথে সবাইকে একটু মজা একটু আনন্দ দিতে পারলেই যেন নিজের মাঝে সুখ খুজে পাওয়া । ভাল থাকুন ।

২| ০৭ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:৫০

শেরজা তপন বলেছেন: বেশ ভাল লাগল।

০৭ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:২৮

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: শেরজা তপন অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।

৩| ০৮ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:৫৯

হাসান মাহবুব বলেছেন: জানলাম। ভালো লাগলো।

০৮ ই আগস্ট, ২০১৫ রাত ১০:০৪

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: হাসান মাহবুব ভাই ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগল ।ধন্যবাদ ।

৪| ০৮ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:১০

মনিরা সুলতানা বলেছেন: মিথ গুলি জানতে অনেক ভালো লাগে
চমৎকার উপস্থাপন :)

০৮ ই আগস্ট, ২০১৫ রাত ১০:০৭

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: মনিরা সুলতানা , অতীত ,অনুভুতি্‌ ,অপূর্ব এই তিনটা শব্দ আমাকে ভাবায় । আমার ও ভাল লাগে তাই লিখি । অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা মনোযোগ দিয়ে লেখাটা পড়ার জন্য !!

৫| ১২ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:১৫

আমিনুর রহমান বলেছেন:


ইন্টারেস্টিং গল্প। ভালো লাগা রইল।

৬| ১৮ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:২৬

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: আমিনুর রহমান ভাই ধন্যবাদ ।

৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:৩১

Foe বলেছেন: জীবন সুন্দর, সুন্দর এই বেঁচে থাকা

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:০৪

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: তাই আপনাকে জীবনের সৌন্দর্যময় ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.