নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার গল্পটা হোক পৃথিবীর সেরা গল্প ।কারন আমি হতে চাই একজন সত্যিকারের জীবন শিল্পী ।

নুরুন নাহার লিলিয়ান

নুরুন নাহার লিলিয়ান › বিস্তারিত পোস্টঃ

ময়লা দূর্গন্ধে অস্থির বাংলাদেশ।

১৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪৮

ময়লা আবর্জনায় দুর্গন্ধময় বাংলাদেশ।এই বিষয়টায় কারো কোন মাথা নেই। চলছে সবকিছু এভাবেই চলবে। অথচ মেয়রদের নির্বাচনের সময় কতো কতো আর্কষনীয় প্রোগ্রাম হতো টিভিতে। আমাদের মতো সাধারন নাগরিকগন টিভির সব প্রোগ্রাম রেখে মেয়রদের ঝাড়ু হাতে নির্বাচনের প্রচারনা প্রোগ্রাম দেখার জন্য উদগ্রীব হয়ে যেতাম।কি অদ্ভুত নির্বাচন শেষ আর মেয়র সাহেবদের হাতের ঝাড়ু ও নেই। শীতকাল কিংবা গ্রীষ্মকাল পথের দুই ধারে ময়লা আবর্জনা এমন করে জায়গা দখল করে আছে যে কোন পথচারীদের পথে হাটার উপায় নাই। মাঝে মাঝে ভাবি সব দলই নির্বাচনের স্বার্থে শুভঙ্করের ফাকিঁ দেয়। সাংস্কৃতিক ঐতিহ্যে ভরপুর এই সোনার বাংলায় তো আর কম সামাজিক সংগঠন নেই। তারা কি করে? সমাজ আর দেশের উন্নয়ন নিয়ে তাদের কাজ করার কথা। এসব আবর্জনার কারনে বাতাস বিষাক্ত হয়ে উঠছে। এখন বাসা থেকে বের হওয়া যায়না। কতো রকমের রোগ আর সংক্রমণ নিয়ে আমরা জীবন যাপন করছি আমরা কেউ জানিনা। ভূমি দস্যুরা জায়গা দখল করে বড় বড় প্লট আর ফ্লাট বানাচ্ছে। সামান্য উদদ্যোগ আর জনগনের সচেতনতা পারে দেশকে দুর্গন্ধ মুক্ত করতে। দেশের প্রতি আমাদের ভালবাসা সত্যি অদ্ভুত! যে দেশকে ভালবাসে সে দেশের ধুলিকনাকে ভালবাসে। নিজের বাড়ি ঘরের মতো চারপাশের পরিবেশের প্রতি সমান দায়িত্ব পালন করে। নিজের হাতে দেশকে সুন্দর করে। কবে আমাদের বোধোদয় হবে? কবে নিজের দেশকে নিজের স্বপ্ন এর মতো ভালবাসবো?হয়তো একদিন জাতি বুঝবে যেদিন পরিবেশে নেমে আসবে মহাদূর্যোগ!

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩০

ঢাকাবাসী বলেছেন: এটাই পৃথিবীতে একমাত্র এরকম দেশ!

২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪৫

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: হা হা ঠিক বলেছেন। ধন্যবাদ।

২| ১৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪২

জুন বলেছেন: এমন দেশটি কোথাও খুজে পাবে নাকো তুমি ..।

২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:৫২

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: হা হা হা।।।। নিজের দেশ তো! হোক না ময়লা।। তবুও যাবেনা ভুলা।

৩| ১৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: হায় আল্লা কি বলেন!

উন্নয়নের ভেসে যাচ্ছে দেশ!

আর উন্নয়ন বেশি হলো ভোগও বাড়ে ময়লাও বেশি বাড়ে ;) থিংক পিজিটিভ B-)

এটাতো উন্নয়নের চিহ্ণ! :P আপনি বুঝতে পারছেন কি? :-/

যেখানে গণতন্ত্র নিহত, মতপ্রকাশ রুদ্ধ, বিবেক চিতায় ৫ লাখ ৩৪ হাজার কোটি টাকার উপরে দেশের বাইরে পাচার হয়ে যাবার পরও মিডিয়া টুঠো জগন্নাথ!! ৫৪ আর ৫৭র ভয়ে ভাবনারা ফ্রিজে..জীবনরে মূল্য যেখানে স্বেচ্ছাচারিতায় বন্দী সেখানে ভাবনার কি আছে??????

২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪৯

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: সেচছাচারীতা আর স্বার্থপরতার মধ্যেই আমাদের জীবন।।।। খুব বড় সত্যি কথা। ধন্যবাদ।

৪| ১৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:১১

অর্বাচীন পথিক বলেছেন: শুধু কি মেয়র এর দোষ দিয়ে লাভ আছে ভাই ? আমরা কি খুব বেশি ভাল ?
সারা রাস্তা জুড়ে এখন ঝুলন্ত বিন দেওয়া সেই গুলা কি আমরা এখন দেখছি ?

সেই বিনে না ফেলে তার নিচে আমরা জনগণ ময়লা ফেলি তবু একটু হাত উচু করে সেই বিনে ফেলি না।

২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪৭

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ধন্যবাদ। এটা সত্যি বিন থাকা সত্তেও আমরা বাইরে ময়লা ফেলি। দরকার জন গনের সচেতনতা।

৫| ১৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৭

প্রন্তিক বাঙ্গালী বলেছেন: সবাই যদি সবার বাড়ির সামনাটা পরিস্কার করত তাহলেই ত পুরো ঢাকাবাসী পরিস্কার , তবে ঢাকাবাসীর মন পরিস্কার হতে আরো কয়েক যুগ লাগতে পারে । মেয়রদের ও দোষ আছে তারা পরিস্কারের জন্য ভাল ব্যবস্থা করেনি । তাদের দরকার ক্ষমতা, তারা ত ক্ষমতা নিয়ে টিকে আছে।
দেশ প্রেম কারোর মধ্যে নেই।।

২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪৪

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ধন্যবাদ। আপনার কথা গুলো সত্যি আমরা নিজেরা আগে সচেতন হতে হবে।

৬| ১৯ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০১

এক নিরুদ্দেশ পথিক বলেছেন: আমার কাছে নিজের তোলা এরকম কিছু ছবি আছে। ঢাকার রাস্তার পাশের অতি চেনা ছবি এগুলো।

বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কয়েকটি পোস্ট করেছিলাম, সময় পেলে দেখতে পারেন!

মেগা সিটি ম্যানেজমেন্টঃ বর্জ্য ব্যবস্থাপনা এবং ড্রেনেজ পরিকল্পনার প্রাসঙ্গিক বিষয় সমূহ

২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:৫০

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: অবশ্যই আপনার লেখা গুলো দেখবো। ময়লা আবর্জনা যে আমাদের দেশে একটি বড় সমস্যা তা এখন অনেকে ই অনুভব করছে। আশাকরি সমস্যার সমাধান হবে।

৭| ২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪৫

বিজন রয় বলেছেন: কি গন্ধ!!

২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:২৭

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: দম বন্ধ হয়ে গেল গন্ধে!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.