নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার গল্পটা হোক পৃথিবীর সেরা গল্প ।কারন আমি হতে চাই একজন সত্যিকারের জীবন শিল্পী ।

নুরুন নাহার লিলিয়ান

নুরুন নাহার লিলিয়ান › বিস্তারিত পোস্টঃ

ঢাকা ওয়াসার পানিতে এই গুলো কি ???

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:১৮


ঢাকা ওয়াসা ( WASA) water and sewarage Authority ।বাংলাদেশের ঢাকা মহানগর এবং নারায়নগঞ্জের মানুষের নিরাপদ এবং সুপেয় পানি ব্যবস্থার জন্য ঢাকা ওয়াসা। কিন্তু ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ নিরাপদ পানিতে এই সব কি সরবরাহ করে। যা মানব দেহের জন্য ভয়ংকর বিপদ ডেকে আনে।

বর্তমান ঠিকানার আগে আমার কোথাও পানি ফুটিয়ে খাওয়ার প্রয়োজন পড়েনি। তাই ফুটানোর অভ্যাসটা ছিল না। কয়েক মাসে জীবনে অনেক কিছু পরিবর্তন হলো। প্রথমে ট্যাপের পানি বেশ পরিস্কার স্বচ্ছ মনে হয়েছে। তাই সরাসরি পানি পান করতাম। কিছুদিন আগে নেহায়েত প্রয়োজনে গরম পানি করতে হলো। গরম পানিতে যা দেখলাম তাতে নিজের পেট চিড়ে বিগত সময়ে যা খেয়েছি তা বের করে ফেলতে ইচ্ছে হল।সাদা এক ধরনের গভীর আবরন। একদম পাউডারের মতো। হতে পারে ব্লিচিং পাউডার। যদি ট্যাংক পরিস্কার করে তাহলে কিছুদিন এই পাউডারের আবরন থাকার কথা। না। দিনের পর দিন গরম পানিতে এই সাদা আবরন দেখা যাচেছ।
মানুষের বিবেক এবং মূল্যবোধ জাগ্রত হোক। কিভাবে কর্তৃপক্ষ লক্ষ লক্ষ মানুষের জীবন নিয়ে তামাশা খেলছে। নিরবে আমরা সবাই বিষপান করে যাচিছ।



মানবদেহের প্রায় নব্বই ভাগ রোগ পানি বাহিত। তাই পানি পান করা এবং ব্যবহারে জনগনের সচেতনতা অত্যাবশ্যক। আশাকরি কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিবে।
এই দেশের মানুষ পানি পান এবং ব্যবহারে সচেতন হবে। জনগনের সচেতনাতাই পারে যেকোন সমস্যার সঠিক সমাধান দিতে।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩১

সুমন কর বলেছেন: এমন তো আগে দেখিনি......

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২৭

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: সেটাইতো এগুলো কি?

২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:৫৯

ফেরদৌসা রুহী বলেছেন: আপনার সাহস আছে, আপনি সরাসরি টেপের পানি পান করেছেন তাও এই ঢাকা শহরের।
ফুটানোর পর আবার ফুটানোর আগে নানা রকম ময়লা পানিই আসে শুনি, টিভিতে দেখি।
মানুষের জীবন নিয়ে কেন যে এরা ছিনিমিনি খেলে বুঝিনা।

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:০০

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: এর আগে যেখানে ছিলাম সেটা সরকারী জায়গা। সেখানে যথেষ্ট পরিক্ষামূলক ভাবে পানি সরবরাহ হতো। তাই মনের ভূলে অভ্যাসটা ছাড়তে পারিনি। সেদিন এসব দেখে সত্যি ভয় পেয়েছি। ধন্যবাদ

৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:৩০

পাবনার পাগল বলেছেন: ওয়াসার (ঢাকা) পানি! তাও আবার না ফুটিয়ে??? এত্তবড় দুঃসাহস যেন আর কারো কখনো না হয়।

ঢাকায় প্রথম স্থানান্তরিত হয়া+অলসতা করে না ফুটিয়ে পানি পান করা+ডিসেন্ট্রি=সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ২.৫ দিন।


*ধিক!

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৫৬

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: পাবনা পাগলা, ঠিকই বলেছেন। ধন্যবাদ

৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২২

একটি পেন্সিল বলেছেন: আমরা যে কতটা ঝুকির মধ্যে আছি! পরিস্থিতি আর ভেজাল এমন পর্যায় দাড়িয়েছে যে, কোম্পানির মিনারেল ওয়াটারের বোতলও সন্দেহজনক মনে হয়।

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫৭

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ভাই মিনারেল ওয়াটার ও ভেজাল।।। এই বিষয়ে খোজঁ নিয়ে দেখেন। সবাই এই অনিয়ম কে মেনে নেয় বলেই এইসব চলছে। কেউ কিছু বলে না। চারপাশে কতো সংগৃঠন অথচ দেখেন মৌলিক সমস্যা নিয়ে কোন কথা নেই। ধন্যবাদ

৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২৬

মা.হাসান বলেছেন: There is general understanding that some people in Dhaka suffer from malnutrition. It was very generous of Dhaka WASA authority to add some vitamins and minerals in the water s so that people in Dhaka do not have to spend extra money on multivitamin + mineral tablets/syrup. There is no pleasing some people. Soon we will start to export bottled tap water from WASA and start earning foreign currency.

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫৯

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ha ha ha well said.Thanks।

৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৪৬

ভ্রমরের ডানা বলেছেন: ইয়াক!!
:-&

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫২

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: !!!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.