নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার গল্পটা হোক পৃথিবীর সেরা গল্প ।কারন আমি হতে চাই একজন সত্যিকারের জীবন শিল্পী ।

নুরুন নাহার লিলিয়ান

নুরুন নাহার লিলিয়ান › বিস্তারিত পোস্টঃ

গল্প: কাক পক্ষীর ভালোবাসা।

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬




কাকের ভালোবাসা:
জানালার পাশেই রাখা থাকে শুকনো ঘাস পাতাটা। প্রথমে চোখ গেলেও মন দেওয়া হয়নি। ব্যাপারটা প্রায় প্রতিদিন ঘটছে। ঠিক বুঝতে পারলাম না। প্রতিদিনই ভ্রুক্ষেপ না করে ঘাসপাতাটা ফেলে দেই। তারপর একদিন ভাবলাম হয়তো বাবুই কিংবা চড়ুই পাখি রেখে গিয়েছে। ছয় তলা ভবনের এই ফ্লাটে উঠার পর ভেবে ছিলাম বিড়াল আর পাখিদের বিরক্তি থাকবে না। মনে মনে একটু খুশি হয়ে ছিলাম। কিন্তু রান্না করতে গেলে দেখা যায় প্রায়ই কিছু কাক পাশের ভবনের ছাদ থেকে এইদিকে তাকিয়ে কা কা করতে থাকে।মনেহয় কোন কোন বখাটে ছেলের দল আমার রান্না নিয়ে তামাসা করছে। দুই একটা কাক আবার খাবার খাওয়ার জন্য এক ঝলকে আমার রান্না ঘরের গ্রিলে এসে বসে আবার উড়ে যায়। তাদের অভদ্র উৎপাতে প্রথম প্রথম ভীষন বিরক্ত লাগছিল।

কিন্তু অল্প কিছুদিনের মধ্যে অদ্ভুত একটা মায়া কাজ করতে লাগলো ।সে মায়াটা একটু একটু জাগতে থাকে মনের কোথাও। এক মুঠো খাবারের জন্য পাখিকূলের কি নিদারুন চাহনি। তাদের প্রয়োজনটা আমাদের বুঝানোর কতো যে প্রচেষ্টা। আমার ভিতরের মানবিকবোধের উদারতায় আমি আরও একটু সচেতন হয়ে উঠি। তাই একটু খাবার আমি গ্রিলের কাছেই একটা বাটিতে রেখে দেই। কখনও কখনও দুই একটা কাক গ্রিলে পা রেখে ভিতরে মুখ দিয়ে খাবার খেয়ে নেয়। আর প্রতিদিনই সকালে যে শুকনো ঘাস পাতাটা ওদের কেউ রেখে যায়।বাস্তবে আমি পাখিকূলের এই অভিনব ভালোবাসার বহি:প্রকাশ দেখে বিমুগ্ধ হলাম।আমার এই পাথর দেয়ালের নাগরিক জীবনের নি:সঙগতা হারাতে শুরু করে।মানব সমাজের পাওয়া না পাওয়ার অস্থিরতা আর যাপিত জীবনের জটিলতা আমার কাছে থেকে দূরে সরে যেতে থাকে। আমার মন কিছুটা ওদের নিয়ে ব্যস্ত হয়ে উঠে।মনের দরজা জানালাগুলো যেন ওদের জন্যই উন্মুক্ত রেখে দেই। প্রাপ্তি আকাংক্ষা হীন এই সম্পর্ক শুধু ওরা আর আমিই বুঝি। ওদের সবাইকে এক সাথে চিনে রাখা ভীষন কঠিন। আমি বুঝি ওরা আমাকে ওদের মতো করে চিনে।

বাইরের রিমঝিম বৃষ্টিজলে ভিজে ওদের কেউ না কেউ আমার বারান্দায় এসে বসবে। তারপরে কিছুক্ষন মাথা নিচু করে পাখা দুটো নিজের মধ্যে গুটিশুটি করে নিজের ভিতরে উস্নতা নিবে। কিছুটা সময় যাওয়ার পর পাখা দুটোকে ঝাড়া দিবে। তারপর একটু সময় নিয়ে ঘাড় বাঁকা করে আমার দিকে বিনয় নিয়ে তাকাবে। যেন আমাদের কতো দিনের পরিচয়।একটা ভাবের বিনিময়। একটা ভাষার বহি:প্রকাশ। বৃষ্টিপাত কমে যাওয়ার পর মেঘমুক্ত খোলা আকাশে পাখা উড়াল দিবে। কি শান্তির আকাশ ভ্রমন।
এইতো গেলো শান্ত বিকেলের বিদায়। যখন সন্ধ্যা হয়ে আসে। আমি ঘর গুছাতে থাকি। বাইরের বারান্দার জামা কাপড় তুলতে গিয়ে দেখি দুই একটা দূর্বা ফুল বারান্দার কার্নিশ ঘেষে পড়ে আছে। বেগুনি আর হালকা গোলাপি রঙের ফুল ওদেরই কেউ মুখে করে এনে ফেলে গেছে। বোটা ছেড়া ফুল গুলোর গায়ে বৃষ্টিজল। কি সুন্দর ভালোবাসার নরম ছোয়াঁ। আমি মুগ্ধ হই আমার জীবনের প্রতি। এই কোলাহল আর জঞ্জালে ভরা পৃথিবীর প্রতি আমার ভালোবাসা গভীর হয়। বেচেঁ থাকার প্রতি তৃষ্ণা বেড়ে যায়।মানুষতো পারেনা গভীর জ্ঞানের তকমা নিয়েও পাশের মানুষের হৃদয় ছুয়েঁ দিতে।

আমার কি সৌভাগ্য! পাখিকূলের ভালোবাসা আমার তৃষ্ণাতুর হৃদয় কে সবসময় ভরপুর রেখেছে কি অদ্ভূত মুগ্ধতায়।
সকাল বিকেল আর সন্ধ্যা। ওরাই আমার চারপাশের পরিবেশটাকে এক অদ্ভুত আনন্দময় করে রেখেছে। আমি যা খাই ওরা কেমন করে নিজেদের অংশিদার করে নিয়েছে।ওদের বিনয় আর আন্তরিকতা যেকোন মানুষকে নাড়া দিবে।
সেদিন খাবার রান্না করার পর সাদা রঙের প্লাস্টিকের চামচ ভুল করে গ্যাস বার্নারের সামনেই রেখেছিলাম। সেটা দিয়ে হালকা কাজ যেমন চিনি লবন উঠানো কিংবা যেকোন খাবারের স্বাদ চেক করা হয়। হয়তো নুডুলস রান্নার পর কিছু নুডুলস চামচে লেগেছিল। হঠাৎ নিত্যদিনের ব্যবহার করা চামচটা কোথায় গেলো। এমন করে অদৃশ্য হয়ে যাওয়ার কথা নয়। সারা বাসায় মানুষ মাত্র দুজন। আরেকজনের কিচেনে ঢোকার সময় নেই।তাহলে চামচটা কে নিবে। এই সেই করে সব জায়গা খুজেঁ ও পাওয়া গেলো না।

আমি মনে মনে অবাক হলাম। কেমন একটা দ্বন্দ্ব মনের মধ্যে কাজ করছিল। জিনিসটা যতোটা গুরুত্ব পূর্ন তারচেয়ে গুরুত্ব পূর্ন হলো বাসা থেকে হারানোর বিষয়টা। একটা সময়ে আমি ভেবে ক্লান্ত হয়ে গেলাম।প্রায় এক সপ্তাহ পর। সেদিন সকালে পাশের রুম থেকে কা কা শব্দ পেলাম। আমি বুঝেছি ওদেরই কেউ হয়তো খাবার খুজঁছে। নিজের টুকটাক কাজ শেষে কিচেনে গেলাম। আমার দুচোখ বিস্ময়ে ভরে গেলো। যে খাবারের ঝুড়িটাতে ওরা শুকনা ঘাসপাতা রাখে সেটারই পাশে সাদা প্লাস্টিকের চামচটা। ওদেরই কেউ মুখে করে চামচটা নিয়ে গিয়েছিল। এতোগুলো দিন এই চামচটা দিয়ে ওরাই বা কি করেছে। আর কেমন করেই মনে রেখেছে যে আমাকে চামচটা ফেরত দিতে হবে। কাকের এই ভালোবাসাময় বিনয় আর বিশ্বাস আমায় নতুন করে পৃথিবী দেখালো।আজও পৃথিবীর পথে বিশ্বাস, বিনয় আর বন্ধুত্ব আছে। তাই হয়তো প্রানীকূলের মাঝে প্রান আছে। বন্ধুত্বে বিশ্বাস আছে। আর সম্পর্কে সুখ আছে। ধাবিত সময়ের কাছে স্বপ্ন আছে।

মন্তব্য ২২ টি রেটিং +৭/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০০

ডঃ এম এ আলী বলেছেন: ভাল লাগল কাকের ভালবাসার সাথে মানবিক মুল্যবোধকে একসাথে গ্রতিথ করে লিখা সুন্দর গল্পটি ।
শুভেচ্ছা রইল ।

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪৮

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।

২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রানীকূলের মাঝে প্রান আছে। বন্ধুত্বে বিশ্বাস আছে। আর সম্পর্কে সুখ আছে। ধাবিত সময়ের কাছে স্বপ্ন আছে। ... সত্যি,,,

আমরাই শুধু বুঝতে পারিনা ,,....


++++++++++++

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪৭

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: আসলেই আমরা বুঝতে পারিনা।

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪০

সাদা মনের মানুষ বলেছেন: ভালো লাগলো আপনার ভালোবাসার গল্প, আমি এমন একটা সুযোগ খুঁজছি পাখিদের সাথে ভাব ভালোবাসা করার জন্য।

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪৬

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: আশাকরি পেয়ে যাবেন। ধন্যবাদ।

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:১৮

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: বাহ, দারুণ গল্প শোনালেন তো! মুগ্ধ হলাম... :)

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২৪

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ধন্যবাদ।

৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:৩৩

রক্তিম দিগন্ত বলেছেন:
বাহ! কাক ভালবাসায় চমৎকার গল্প। +

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৩১

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ধন্যবাদ।

৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: গল্পের ম্যাসেজটা দারুণ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৬

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: গভীর নিঃসঙগতায় অফুরন্ত নি:স্বার্থ ভালোবাসার ছোয়াঁ।।। জীবন খুজেঁ নেয় আপন আশ্রয়।
ধন্যবাদ।

৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:০২

শাহরিয়ার কবীর বলেছেন: দারুণ লিখেছেন!

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:১৪

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ধন্যবাদ

৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৩

আহমেদ জী এস বলেছেন: নুরুন নাহার লিলিয়ান ,




আসলেই হৃদয়গ্রাহী একটা সম্পর্কের ( নিঃশ্চয়ই গল্প নয় ) কথা শোনালেন ।
প্রাপ্তি আকাংক্ষা হীন এই সম্পর্ক শুধু ওরা আর আমিই বুঝি।
এরকমটা শুধু তারা-ই বোঝে যাদের অচ্ছেদ্য বন্ধুত্বে বিশ্বাস আছে , পৃথিবীকে দেখার মতো একখানা প্রান আছে।

ভালো থাকুক আপনার কাকেদের ঘর-গৃহস্থালী ...................

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩২

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: যেখানে হৃদয় খুজেঁ জীবনের স্বাদ
সেখানে সব অন্ধকার আকাশের চাঁদ



আপনাকে ধন্যবাদ।

৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১৪

জেন রসি বলেছেন: ভালো লেগেছে।


২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩৩

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ধন্যবাদ।

১০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩৫

জনৈক অচম ভুত বলেছেন: কাকে-মানুষে ভালবাসার গল্প ভাল লাগল।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:৪৬

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: জনৈক ভুত।।।।আপনাকে ভুতুরে ধন্যবাদ।

১১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: ভালো লিখতে পারলে কাকও ভালবাসার পাত্র হতে পারে, আপনার লিখা তারই বহিঃপ্রকাশ ....
গল্পটা ভালো লাগলো!

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২৯

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: আপনাকে ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.