নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার গল্পটা হোক পৃথিবীর সেরা গল্প ।কারন আমি হতে চাই একজন সত্যিকারের জীবন শিল্পী ।

নুরুন নাহার লিলিয়ান

নুরুন নাহার লিলিয়ান › বিস্তারিত পোস্টঃ

বিস্ময়কর মাকোমনাই তাকিনো সিমেট্রি, হোক্কাইডো,জাপান।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৭


(গ্রেট বুদ্ধার ভিতরের অংশ)



(গ্রেট বুদ্ধার ছবি অন্য সাইড থেকে)


( ইউরোপিয়ান স্টাইলে ল্যান্ডস্ক্যাপ)


( জাপানি আইনু জাতিদের শেষ চেহারা যাদের রাখা হয়েছে প্রবেশদ্বারে)


( কবরস্থান)


( কবরস্থান)







মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১৪

হাবিব বলেছেন: ছবি গলো দারুন হয়ছে,আপ্নে তোলেছন নাকি?

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১৬

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: জি ভাই আমি আর আমার বর। ধন্যবাদ।

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২৫

সুমন কর বলেছেন: সুন্দর পোস্ট !

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২৯

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ধন্যবাদ

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২৭

প্রামানিক বলেছেন: চমৎকার ছবি। ধন্যবাদ

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩০

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ভাই এটা নাকি পৃথিবীর বিখ্যাত সিমেট্রির একটি। পরে সময় করে ভ্রমন গল্পটা লিখব। ধন্যবাদ।

৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪২

আহমেদ জী এস বলেছেন: নুরুন নাহার লিলিয়ান ,




সুন্দর সব ছবি । তবে অনেক লেখার সুযোগ ছিলো ।

আর জাপানি আইনু জাতিদের শেষ চেহারার যে সব মুর্ত্তিগুলোর ছবি দিয়েছেন, ঠিক ওরকম মুর্ত্তি আছে চিলির প্রশান্ত মহাসাগরীয় ইষ্টার আয়ল্যান্ডেও । ঐ রকম চেহারারই । এ ব্যাপারে জাপানী মুর্ত্তিগুলো সম্পর্কে জানতে ইচ্ছে রইলো ।

নুরুন নাহার লিলিয়ান ,




সুন্দর সব ছবি । তবে অনেক লেখার সুযোগ ছিলো ।

আর জাপানি আইনু জাতিদের শেষ চেহারার যে সব মুর্ত্তিগুলোর ছবি দিয়েছেন, ঠিক ওরকম মুর্ত্তি আছে চিলির প্রশান্ত মহাসাগরীয় ইষ্টার আয়ল্যান্ডেও । ঐ রকম চেহারারই । এ ব্যাপারে জাপানী মুর্ত্তিগুলো সম্পর্কে জানতে ইচ্ছে রইলো ।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২৪

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: আপনার কথা ঠিকই আছে। হোক্কাইডোর সাপ্পরো থেকে কাছেই মাকোমনাই ভিলেজে ১৯৮২ সালে তৈরি হয় অসাধারন সব মনুমেন্ট আর আর্কোলজি।। এগুলো নাকি মার্বেল আর গ্রানাইট পাথর ব্যবহার করা হয়েছে। শুধু চিলি নয়। মিশরের পিরামিডের আদলেও কিছু স্টাচু আছে। আমি ভ্রমন গল্প লিখছি। সময় লাগবে। খুব শিঘ্রই পোষ্ট দিবো।

৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২১

হাসান কালবৈশাখী বলেছেন:
মুর্তিগুলো প্রাচীন অরিজিনাল না। রেল্পিকা।
ইস্টার দ্বীপের, ও অন্যান্ন স্থানের আদলে কিছু স্টাচু।

আমার কাছে কৃত্রিম কিছু ভাল লাগেনা। প্রাচীন স্থাপনার কোন তুলনা হয় না।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৬

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: সে যেটাই হোক জাপানিরা নিজেদের দেশটাকে সুন্দর রেখেছে।
আমাদের দেশে এতো প্রাচীন স্থাপনা কেউ তা অযতনে হারিয়ে যাচেছ ।
ওহ! আপনি কি শিউর সেগুলো রেপ্লিকা??

তা হলে জাপানিদের জিজ্ঞেস করতে হবে।

৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:২৩

রক্তিম দিগন্ত বলেছেন:
ভাল। :)

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৭

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ধন্যবাদ

৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬

জুন বলেছেন: সত্যি বিস্ময়কর মুর্তিগুলো সেই সাথে ছবিগুলোও। কিন্ত নুরুন্নাহার লিলিয়ান আমার কাছেও আইনু উপজাতির চেহারাগুলো ইষ্টার আইল্যান্ড এর মোয়াই মুর্তিগুলোর চেহারার মতই লাগলো। হয়তো তারা একই জাতি হাজার মাইল পাড়ি দিয়ে পৌছেছিল সেই দ্বীপে । আপনি আমার এই পোষ্টটি দেখতে পারেন সময় করে :)
ইষ্টার আইল্যান্ড এক অমীমাংসীত রহস্যে ঘেরা দ্বীপ

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১২

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: স্থানীয় জাপানিদের কাছ থেকে জানা যায় এগুলো সেখানেও আদিবাসী ফেস Moae মোয়াই নামে পরিচিত।
এটা নিয়ে একটি ভ্রমন কাহিনী লিখতে হলে অনেক বেশি তথ্য জানা দরকার। আমি কয়েকজন জাপানি বান্ধবীদের বলেছি। ওদের কাছ থেকে তথ্য আসুক।
হোক্কাইডো আইল্যান্ডের একটি বিচ্ছিন্ন গ্রাম তাকিনো মাকোমনাই। সেখানে যে কেউ প্রবেশ করতে পারে।
একটু নিরিবিলি এলাকায় হওয়া ইংরেজি চর্চা নেই। স্থানীয়রা তেমন কিছু জানাতে পারে নি।
অনেক মিল আছে। তবে এক নয়।

আপনাকে অশেষ ধন্যবাদ

৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪২

আহমেদ জী এস বলেছেন: নুরুন নাহার লিলিয়ান ,




প্রতিমন্তব্যের জন্যে ধন্যবাদ । হ্যা ...... আপনার লেখার ( জাপানের মূর্তিগুলো সম্পর্কে ) অপেক্ষায় রইলুম ।

তবে উপরে ব্লগার "জুন" এর লিংক দেয়া পোষ্টটিতে ইষ্টার আয়ল্যান্ড সম্পর্কে অনেক কিছু জানা যাবে ।

ভালো থাকুন ।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১৬

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: জি ভাই অনেক মিল আছে। তবে কাহিনী মনেহয় আলাদা। আপাতত ছবি দেখেন। একটু পড়াশুনা করি। জাপানি বান্ধবী, সহকর্মীদের বলেছি। তারা তথ্য সরবরাহ করুক। আমি আপনাকে ডেকে ভ্রমন কাহিনী শোনাব।

অফুরন্ত ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.