নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার গল্পটা হোক পৃথিবীর সেরা গল্প ।কারন আমি হতে চাই একজন সত্যিকারের জীবন শিল্পী ।

নুরুন নাহার লিলিয়ান

নুরুন নাহার লিলিয়ান › বিস্তারিত পোস্টঃ

পাঁচ দিনের অবুঝ শিশুর জীবন বাচাতেঁ এগিয়ে আসুন।

২৪ শে ডিসেম্বর, ২০১৬ রাত ২:২৫



কতো আপন মমতায় একটি শিশুকে মাতৃগর্ভে মা আগলে রাখে। পৃথিবীর সব ব্যথা নিজে সয়ে নেয়। পৃথিবীতে হাজারো রকম দু:খ। যে দু:খ মানুষটাকেই বহন করতে হয়। সে সব ব্যথা তো মা নিতে পারে না। তেমনই এক শিশু জন্মেছে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে। ভূমিষ্ঠ হওয়ার পরই পৃথিবী তাকে ভয়ংকর দু:খ দিয়ে বরন করলো। এখনও মা-বাবা তার নামই রাখতে সময় পায়নি শারিরীক অসুস্থতার চাপে পড়ে।

সানজিদার গগণবিদারী কান্না যে কোন মানুষকে শান্ত করে দিবে। স্থির করে দিবে। শিশুটি মাত্র চারদিন হয় পৃথিবীতে এসেছে। কিন্তু হৃদযন্ত্রে সমস্যা। নিশ্বাস প্রশ্বাসে সমস্যা। আরও কিছু সমস্যায় আক্রান্ত। যেকোন মুহুর্তে এই শিশুটি এই পৃথিবীর মায়া ত্যাগ করতে পারে। রাজধানীর উত্তরার ক্রিসেন্ট হাসপাতালের চতুর্থ তলায় ৫০২ নাম্বার কেবিনে আছে। টাকার অভাবে মা সানজিদা সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুটির সঠিক চিকিৎসা করতে পারছে না। বাবা কোন একটা মিথ্যা মামলায় জেলে। হাসপাতাল কর্তৃপক্ষও টাকা সরবরাহে সমস্যা থাকায় দুর্ব্যবহার করছে। শিশুটিকে তার মায়ের কাছে দেওয়া হচেছ না। হাজারও সমস্যার মাঝে মা তার সন্তানের জীবন ভিক্ষা চেয়ে সবার কাছে দোয়া এবং অর্থনৈতিক সহযোগিতা চেয়েছে।

এই সমাজের বিবেকবান এবং মানবিক মানুষের কাছে আবেদন আপনাদের একটু সহানুভূতি আর সহযোগিতায় সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুটির পৃথিবীতে আশ্রয় হতে পারে।

সাহায্য পাঠানোর ঠিকানা-
সানজিদা
বিকাশ নাম্বার ০১৯৪৩১৩৭৭২৩

যোগাযোগ:
সানজিদা
উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল
চতুর্থ তলা
কেবিন ৫০২
উত্তরা, ঢাকা।

সানজিদার ছেলের ডাক্তারি রিপোর্টের ছবি-











মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০১৬ রাত ২:৪০

চাঁদগাজী বলেছেন:


সবাই চেস্টা করুন।

২৪ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:০৭

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: একটু দোয়া, একটু উপকার কারও জীবনটা বাচাতেঁ পারে।।। তা না পারলে শেয়ার করুন।।। কেউ না কেউ তো সাহায্য করবে।।। প্লিজ বাচ্চাটার জন্য দোয়া করবেন।

২| ২৪ শে ডিসেম্বর, ২০১৬ ভোর ৪:৫৭

বিলুনী বলেছেন: মেডিকেল রিপোর্টটি একটু এনলার্জ করে দেখার চেষ্টা করেছি । একটু নিষ্চিত হওয়া প্রয়োজন
ছেলেটি এখন কোথায় আছে এবং কি অবস্থায় অআছে , কারন মেডিকেল রিপোর্টে নীচে তারিখ দেখা যায় ২১/১১/১৬
ছেলেটির চিকিৎসার জন্য সকলেই চেস্টা করুন এ কামনা আমিও করছি ।
ধন্যবাদ নুরুন নাহার লিলিয়ান মহতি প্রচেষ্টার জন্য ।

২৪ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:০৪

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: বিলুনী ভাই ছবিতে সকাল আটটা ২২/১২/১৬ লেখা। আপনি ভালো করে যাচাই করেন। উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে, কেবিন ৫০২, চার তলায় আছে। আমাদের ১০০/৫০০/১০০০ কারও এক জীবনের উপকার।এক পরিচিত আপু সবাইকে এই দু:খজনক খবরটা শেয়ার করতে বলল।
হঠাৎ কার জীবনে যে কি নেমে আসে।।। তবে অবশ্যই দোয়া করবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.