নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার গল্পটা হোক পৃথিবীর সেরা গল্প ।কারন আমি হতে চাই একজন সত্যিকারের জীবন শিল্পী ।

নুরুন নাহার লিলিয়ান

নুরুন নাহার লিলিয়ান › বিস্তারিত পোস্টঃ

প্রকাশিত হলো উপন্যাস " অরোরা টাউন"- নুরুন নাহার লিলিয়ান।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৩


একজন লেখকের কাছে তার লেখা একটি বই অনেক আদরের সন্তানের মতো।প্রতিটি শব্দ, প্রতিটি লাইন, প্রতিটি পৃষ্ঠা আপন মমতায় একটু একটু করে অবয়ব দেয়।
দীর্ঘ নয় বছর পর আমার চতুর্থ উপন্যাস "অরোরা টাউন " পৃথিবীর মুখ দেখলো। বই মেলার মাঝে কিছু জটিলতার কারনে প্রকাশ হওয়া অনিশ্চয়তায় পড়ে গিয়েছিল। অনেক গল্পের জন্ম দিয়ে সে এলো ।
এই কয়দিন যারা ফিরে গেছেন নানা অভিজ্ঞতা নিয়ে।তবুও হাল ছাড়েননি। শেষ পর্যন্ত অপেক্ষা করেছেন। তাদের কাছে আমার কৃতজ্ঞতা আর ভালবাসা অফুরন্ত।কেউ কেউ প্রতিদিন খুঁজেছে । কেউ কেউ তিন বার খুঁজে না পেয়ে স্টলের ছবি তুলে এনে ব্লগ লিখেছেন । একজন লেখকের সাথে একজন পাঠকের ভালবাসাও কম থাকে না ।
অনেক ব্যস্ততা আর ঝামেলায় আমার বর্তমান সময়টা যাচ্ছে। মনটা একটু বিষন্ন ছিল।চিটাগাং এবং রাজশাহী থেকে আগত অনেকেই তিন চার বার কিনতে গিয়ে ফিরে এসেছে। মন খারাপ করে চিটাগাং চলে গেছে ।কিন্তু পাঠকের হতাশার কথা ফেসবুকে ছবি সহ নিজেদের অনুভূতি জানাতে ভুলেনি । স্টলে না আসা পর্যন্ত অপেক্ষা করেছে অনেকে । এই সময়টায় প্রথম বইটা কিনে এনে সারপ্রাইজ দিল আমার এক পাঠক সুনায়না ইসলাম। শুধু তা নয় নিজেও কাভারের নতুন রূপ দিয়ে তার ভালবাসার কথা জানিয়েছে। এই যে লেখকের প্রতি আর বইয়ের প্রতি মানুষের যে আবেগ আর ভালবাসা এই শিল্প না থাকলে হয়ত দেখা যেতো না । আর আমি লেখক না হলে এই ভালবাসাও পেতাম না । তাই লেখক হতে চাই । লেখাকে রাখতে চাই সব কিছুর উপরে । নিজের একান্ত কিছুর সাথে ।


অনেকেই বলে বই বিক্রি হয়না । মানুষ বই পড়ে না ।এগুলো কিছু ভুল তথ্য । সবাই পাঠক হবে না ।আর এটাই স্বাভাবিক । তবে বই কে কেন্দ্র করে বই মেলার প্রসার হচ্ছে । অনেক প্রকাশক আর লেখক তৈরি হচ্ছে । নতুন নতুন পাঠক ও তৈরি হচ্ছে। লেখক , প্রকাশক ,পাঠক কে ঘিরে বাংলাদেশে নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে । আসুন সবাই বই পরার সংস্কৃতি কে অব্যাহত রাখি ।
বই কিনুন ,বই পড়ুন , বই সংগ্রহ রাখুন ।


অরোরা টাউন উপন্যাসটি পাওয়া যাচ্ছে শিখা প্রকাশনীর স্টলে । স্টল নাম্বার হল ৬১২ -৬১৫ ।
দাম ১৬০ টাকা

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৬

অতঃপর হৃদয় বলেছেন: মেলায় থাকবেন আপু??

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৫

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: আজকে থাকবো ৩ টা থেকে ৫ টা । আমি একটু ব্যক্তিগত কাজে ব্যস্ত তাই বেশি সময় থাকতে পারছি না ।

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩৬

কানিজ ফাতেমা বলেছেন: আমি গিয়েছিলাম কিন্তু পাই নি। হয়তো আর যাওয়া হবে না, কিভাবে সংগ্রহ করবো ?

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৫১

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: আপনি কবে গিয়েছিলেন। এখনতো বই আছে। আজকে আমি নিজে গিয়েছিলাম।

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৪৬

অতঃপর হৃদয় বলেছেন: আপু মেলার শেষ দিনে থাকবেন? আর থাকলে কটা থেকে কটা?

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫২

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: দুঃখিত। এখন অনলাইনে এলাম। ছিলাম কম সময়।

৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৫

অগ্নি সারথি বলেছেন: শুভকামনা রইল।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.