নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার গল্পটা হোক পৃথিবীর সেরা গল্প ।কারন আমি হতে চাই একজন সত্যিকারের জীবন শিল্পী ।

নুরুন নাহার লিলিয়ান

নুরুন নাহার লিলিয়ান › বিস্তারিত পোস্টঃ

সামুতে একটু আগে কি হয়েছিলো .।।।কেউ কি বলতে পারবেন

১৭ ই মার্চ, ২০১৭ রাত ৮:০৪

সামুতে কিছুক্ষন আগে ঢুকা যাচ্ছিল না । যেখানে ইমেল এবং পাসওয়ার্ড দিব সেখানে শো করছিল । ইনসিকুর সাইড .।.।তোমার পাসওয়ার্ড চুরি হতে পারে । ভাবলাম হয়তো এমনি শো করছে । ঢুকার চেষ্টা করলাম । আমাকে ঢুকতে দেওয়া হয়না । বলে তোমার পাসওয়ার্ড ভুল । এরপর আবার ট্রাই করলাম । বলে তোমার পাসওয়ার্ড চুরি হয়েছে । এটা ফায়ার ফক্স ইনসিকুর সাইড .।।আর কি কি নিয়ম কানুন দেখাল .।।।আমি ব্লগ টিম কে জানিয়ে পাসওয়ার্ড উদ্ধার করে আবার ঢুকলাম .।।জানি না অন্যদের কি অবস্থা .।।অন্যরা কেমন আছে .।।আমি নিরাপদে এই সাইডে থাকতে চাই । আমার ভয় লাগছে ।এভাবে চুরি হলে নিজের ব্লগে আর নিরাপত্তা খুঁজে পাবো না ।আসুন সচেতন হই । কেন এমন হয় অভিজ্ঞ কেউ থাকলে জানাবেন দয়া করে .।.।

মন্তব্য ২৩ টি রেটিং +০/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৭ রাত ৮:০৯

হাতুড়ে লেখক বলেছেন: কই কোন সমস্যা তো পেলাম না! মাঝে মাঝে নেট ডাউনের জন্য এরকমটা হতে পারে বলে আমার মনে হয়।

১৭ ই মার্চ, ২০১৭ রাত ৮:১৪

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: আমি তো ভয় পেয়েছিলাম ।।আক্রমনকারী আই মিন এটাকার লেখা দেখে .।।।যারা চুরি করতে পারে । আপনার কথাই যেন ঠিক হয় । ধন্যবাদ।

২| ১৭ ই মার্চ, ২০১৭ রাত ৮:১৪

সুমন কর বলেছেন: না, কিছুই হয়নি। ঠিক আছে।

১৭ ই মার্চ, ২০১৭ রাত ৮:২৬

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ধন্যবাদ । কিছু যেন না হয় । আমি ঢুকতে পারছিলাম না ।

৩| ১৭ ই মার্চ, ২০১৭ রাত ৮:১৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এ ব্যাপারে আমার ধারনা নেই।

১৭ ই মার্চ, ২০১৭ রাত ৮:২৭

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: আমিও না । তাই সবার কাছে জানতে চাচ্ছি । ধন্যবাদ।

৪| ১৭ ই মার্চ, ২০১৭ রাত ৮:২৭

আলগা কপাল বলেছেন: কিছুই তো হলো না। আপনার ব্রাউজারে সমস্যা থাকতে পারে। আপডেট করুন।

১৭ ই মার্চ, ২০১৭ রাত ৮:৩২

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: আপনার কথা ঠিক হতে পারে । এটা কি ল্যাপটপে নাকি মোবাইলে .।।ব্রাউজার আপডেট কেমনে করব রে ভাই .।।অভিজ্ঞ কেউ বাসায় আসুক .।নয়তো আপনি বলে দিন যদি সময় হয় .।

৫| ১৭ ই মার্চ, ২০১৭ রাত ৮:৫০

অতঃপর হৃদয় বলেছেন: আমার তো অনেক দিন থেকেই এমন দেখাচ্ছে; বুঝতেছিনা কি করব।

৬| ১৭ ই মার্চ, ২০১৭ রাত ৮:৫৩

অতঃপর হৃদয় বলেছেন: আচ্ছা ফায়ার ফক্স থেকে লগ ইন করলে কি সবারই "কানেকশন ইজ নট সিকুর দেখায়?? আমার অনেক দিন থেকেই দেখাচ্ছে।

১৭ ই মার্চ, ২০১৭ রাত ১০:৩৯

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: এই সব আমিও বুঝিনা রে ভাই ।তাই ভয় পেয়ে আপডেট দিলাম ।

৭| ১৭ ই মার্চ, ২০১৭ রাত ৯:৫০

বালাম সিটিকে বলেছেন: নেট/ব্রাউজার এর সমস্যার কারনে এসব আবোল তাবোল অনেক আসমানী বানী আমার কাছেও এসে যায়-------- ভয় নেই

১৭ ই মার্চ, ২০১৭ রাত ১০:৫৩

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ঠিক বলেছেন।

৮| ১৭ ই মার্চ, ২০১৭ রাত ১০:০৬

লুকাই লুকাই শত্রুর দল বলেছেন: সার্ভার এর সাথে ব্রাউসার এর কমিউনিকেশন সাধারণত ২ উপায়ে হয়
১. এইচটিটিপি (http)
২. এইচটিটিপিএস (https)

যে সকল সাইট ১ নম্বর তা ব্যবহার করে তাদের সাইট এ ঢুকলেই ফায়ারফক্স বা ক্রোম এই ওয়ার্নিং দিবে। সামুতেও দেয় কারণ তারাও ১ নম্বর টা ব্যবহার করে।

এইটা আপনার ব্রাউসার আপডেট করলেও ঠিক হবে না. সামুর সার্ভার এ চেঞ্জ করতে হবে (২ নং তা ব্যবহার করতে হবে)

সামুর ১ নম্বর ব্যবহার কারণে সবথেকে যে বড় ক্ষতি ta হতে পারে আপনার তা হলো , আপনার সামুর username-password আপনার নেটওয়ার্ক বা isp এর কেউ দেখতে পারবে (তবে তাকে স্কিলফুল হতে হবে ).

other problems: which blog you're currently reading, what you're commenting, what you're posting is going to be vulnerable to others.

১৭ ই মার্চ, ২০১৭ রাত ১০:৫৪

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: আপনার কথাই ঠিক । ধন্যবাদ।

৯| ১৮ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন:

এরকম আসছে বেশ কিছূিদন ধরে!!!!!!!!!!!!!!!!!!!!!!

২১ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: জি একদম ঠিক বিষয় টি দিয়েছেন । ধন্যবাদ।

১০| ১৮ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৫১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: B-)

২২ শে মার্চ, ২০১৭ সকাল ৯:৩৬

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: বেহুদা এতো হাসেন কেন.।দাত পড়ে পা কাটতে পারে ।

১১| ১৮ ই মার্চ, ২০১৭ দুপুর ১:০০

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: আমারও একই সমস্যা।ফায়ার ফক্স থেকে লগ ইন করার সময় "কানেকশন ইনসিক্যুর ..." এসব দেখায়,গত ১৫ দিন থেকে।

২১ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: একদম সত্যি কথা ।

১২| ১৮ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:১৪

আরণ্যক রাখাল বলেছেন: গুগল ক্রোম ইউজ করুন। এইটা সব দিক থেকে সেইফ।

২১ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: হায় রে ভাই সবাই কি ক্রম ইউজ বুঝে .।।।প্রযুক্তি কম বুঝি .।।দেখা যাক .।।ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.