নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার গল্পটা হোক পৃথিবীর সেরা গল্প ।কারন আমি হতে চাই একজন সত্যিকারের জীবন শিল্পী ।

নুরুন নাহার লিলিয়ান

নুরুন নাহার লিলিয়ান › বিস্তারিত পোস্টঃ

তবুও আমরা রাস্তায় খাই।

২২ শে মার্চ, ২০১৭ সকাল ৯:৪৬


(মুরগী মাংসে গন্ধ)
পৃথিবীর প্রায় সব দেশেই মোটামুটি ষ্ট্রীট ফুড বা রাস্তার খাবার জনপ্রিয় । রাস্তায় মানুষ বের হলে মানুষ খাবেই । কিন্তু আমাদের দেশে রাস্তার খাবার গুলো কিংবা নরমাল ফাস্ট ফুড রেস্তরার খাবার গুলো কতো টুকু স্বাস্থ্য সম্মত । একদিন এক পরিচিত সাংবাদিক অসুস্থ ছিল পিজি হাসপাতালে । আমরা কয়েকজন দেখতে গিয়েছিলাম । যেতে যেতে রাস্তায় চা খেতে ইচ্ছে হল । কিছু দূর এগুতেই দেখি ড্রেনের নোংরা পানি দিয়ে কেটলি মাজতেছে । সাধারন প্রতিবাদ করলাম । অভদ্র লোকেরা নিজের দোষ কখনও স্বীকার করে না ।
যাই হউক সাধারন শপিং এবং ঘুরতে নিউ মার্কেট গেলাম । আমার ক্ষুধা লাগল । এর মধ্যে কয়েক রেস্তরাঁর লোক আপা এখানে আসেন .।।আপা এখানে আসেন .।।।এই টাইপ জোরাজুরি করতে লাগল । যারা নিয়মিত ঢাকার নিউমার্কেট দুতলায় সিঁড়ি দিয়ে উঠা নামা করে তারা এই দৃশ্য দেখে থাকবে ।



(ময়লা সহ সিদ্ধ না হওয়া মাংস)
আমি একজন কর্মীকে বললাম ফ্রেঞ্চ ফ্রাই হবে ।

আরে হবে হবে ।
আরে আপারে বসতে দে

একটা খাবারের মেন্যু নিয়ে একটা ছেলে আসলো ।
আমি দেখে শুনে একটা সেট অর্ডার করলাম । সেখানে চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই , সেভেন আপ ড্রিঙ্ক আর ক্ল সালাদ ।
মুরগি খেলাম হাল্কা গন্ধ শুকে শুকেই .।ব্যস্ততার কারনে মেন্যু দেখিনি । কিছুক্ষন পর দেখলাম মুরগির মধ্যে ময়লা । কিন্তু যখন আমি প্রায় সব টাই খেয়ে নিয়েছি । এরপর চোখ গেল মেন্যুর দিকে ক্ল সালাদ দেয়নি । দিয়েছে তিন টুকরা শসা ।
আমি রেস্তরার লোক কে ডেকে বললাম এই যে মুরগির ভিতরে ময়লা আর আর আপনারা তো ক্ল সালাদ দেন নি । তখন লোকটা বলল ...।এই তিন টুকরা শসাই ক্ল সালাদ ।
আমি গুগল এ দেখালাম । সসা আর ক্ল সালাদ কি ... লোকটার কিছু বলার নাই । মাথা চুল্কায় আর হাসে । তারপর বলে
আসলে অনেক ক্ল সালাদ খায় না তাই সসা দেই ।আমি হেসে দিলাম আমি তো এটা আছে বলেই এই সেট নিলাম । লোকটা তখন বলে
আসলে আপা আজকে সালাদ টা বানায় নাই ।
আমি বললাম টাকা তো কম নিবেন না । সসা আর সালাদ কি এক ।
যাইহোক আমি টাকা দিচ্ছি অযথা সময় ব্যয় বা ঝামেলা বাচাতে । তবে মনে রাখবেন ছদ্ম বেসে ভ্রাম্যমান মেজিস্ট্রেট বা পুলিশ আসতে পারে ।
সততার সাথে ব্যবসা করুন ।
নয়তো একদিন মহা বিপদে পরবেন ।
লোকটা কিছু বলে না । তারপর আসার সময় বলে এর পর হবে না ।
আর আমি ভাবলাম তবু লোকটা বাজে মন্তব্য করেনি । কিছুটা হলেও স্বীকার করেছে । আমাদের দেশে কেউ এখন নিজের দোষ স্বীকার তো করেই না বরং গায়ের জোর দেখায় । তাই ভাবলাম থাক তবুও স্বীকার করেছে ।
তাই পুরো টাকা দিয়েই বের হলাম ।



(রেস্তরার সামনে থেকে ছবি তুলতে চেয়ে ছিলাম)

সব জায়গায় এমন প্রতারনা আর ঝামেলা । তবু ও আমাদের রাস্তায় বের হতে হয় । রাস্তার খাবার খেতে হয়।

মন্তব্য ৫০ টি রেটিং +৫/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৭ সকাল ১০:০৩

মোস্তফা সোহেল বলেছেন: তবুও মানুষ রাস্তায় খেয়েই যাবে।
আমি কিছু দোকান দেখি রাস্তার ধারে দেখে মনে হয় এসব দোকানে খায় কারা।
আসলে আমাদের নিজেদেরকেই সাবধান হতে হবে।

২২ শে মার্চ, ২০১৭ সকাল ১০:১৭

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: আসলেই আমরা খাই দেখেই এমন ভাবে চলছে সব ।

২| ২২ শে মার্চ, ২০১৭ সকাল ১০:২৮

সঞ্জয় নিপু বলেছেন: রাস্তার পাশে না খাইলেই হয়, আর একান্ত খাইতেই হইলে শুধুমাত্র প্যকেটজাত খাবার ( রুটি, কেক, কলা। ইত্যাদি) খাইতে পারেন।
আপনার এইগুলান পুরান খবর, সবাই জানে।

ধন্যবাদ শেয়ারের জন্য।

২২ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৩৩

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: হাসালেন। কেক ,কলা আর রুটিতে কিন্তু ঝামেলা থাকে এটা আপনি হয়তো ভুলে গেছেন ।
জি পুরান খবর নতুন করে দিলাম । সমস্যা তো নেই , বারবার বলতেই বলতেই প্রশাসন বিষয় গুলো ভাববে ।

সবাই জানে কিন্তু ভুলে যায়। তাই বার বার মনে করতে তো সমস্যা নেই । তাই না .।।

৩| ২২ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৩৩

খায়রুল আহসান বলেছেন: পৃথিবীর প্রায় সব দেশেই মুটামুটি ষ্ট্রীট ফুড বা রাস্তার খাবার জনপ্রিয় -- অবশ্যই। থাইল্যান্ড সিঙ্গাপুরে তো বটেই, মালয়েশিয়া ইন্দোনেশিয়াতেও দেখেছি তাদের স্ট্রীট ফুড কতই না সুস্বাদু এবং জনপ্রিয়, স্বাস্থ্যসম্মত তো বলা যায় ১০০%।
মাথা চুল্কায় আর হাসে -- :) । মাথা চুলকানোটা এক ধরণের কোমলতার লক্ষণ, হিংস্র প্রতিবাদ মুখরতার বিপরীতে। যারা মাথা চুলকায়, তারা প্রকারন্তরে নিজের অপরাধটুকু অল্প হলেও স্বীকার করে নেয়। আর সাথে যদি মুখে হাসি থাকে, তাহলে তো অবশ্যই। :)

২২ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৪১

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: কি আর বলব জাপানে .।.কানাডায় রাস্তার খাবার গুলো এখনও মুখে স্বাদ টা লেগে আছে । আর জাপানে তো কাচা মাছ গুলো সমুদ্র তীরে সরাসরি তুলেই খেতে দেয় ।ওরা আইন পুলিশ ভয় পায় তাই নিয়ম মানতে বাধ্য থাকে ।
আপনাকে ধন্যবাদ ।

৪| ২২ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৩৯

আল-শাহ্‌রিয়ার বলেছেন: রাস্তার পাশের ময়লাযুক্ত খাবারে সর্বোচ্চ পেট খারাপ হবে কিন্তু নামকরা রেস্তোরার ক্যামিকাল মেশানো খাবার খেয়ে কিডনি ড্যামেজ/হার্ট ব্লক হবেই নিশ্চিত ভাবে।

২২ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৪৪

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: একদম ঠিক বলেছেন

৫| ২২ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৪৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: কিছু করার নাই। পথ চলতে হলে খেতে হয়। সুন্দর পোষ্টের জন্য ধন্যবাদ

২২ শে মার্চ, ২০১৭ সকাল ১১:২৪

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ধন্যবাদ।

৬| ২২ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৪৭

জুন বলেছেন: আপনার দেয়া ছবি দেখেতো আতংকিত বোধ করছি । সেদিন কোথায় জানি ছবিতে দেখলাম আমাদের দেশের এক হোটেলের সামনে কুকুর জবাই করে ছাল তুলছে রান্না করার জন্য । কোথায় আছি আমরা নুরুন্নাহার লিলিয়ান !!

২২ শে মার্চ, ২০১৭ সকাল ১১:২২

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: অনেক পর জুন আপু । আশাকরি ভাল আছেন । আমরা ভয়ংকর পরিস্থিতিতে আছি । আমিও দেখেছি অনলাইনে কুকুরের কথা ।
আমরা বড় অসহায় .।।আসলেই .।।।ধন্যবাদ ।

৭| ২২ শে মার্চ, ২০১৭ সকাল ১১:২২

মাঘের নীল আকাশ বলেছেন: এ দেশ এমনই...স্বাভাবিক বলে মেনে নিন ;)

২২ শে মার্চ, ২০১৭ সকাল ১১:২৮

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: পেট মেনে নিলেও মন আর বিবেক মেনে নিতে পারে না । আল্লাহ্‌ যেন আমাদের সহায় হন । আপনাকে ধন্যবাদ।

৮| ২২ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৪০

রোকসানা লেইস বলেছেন: সব খাবারেই নানা রকম ভেজাল। তার প্রভাব মানুষের শরীরে আর নানা রকম রোগে ডাক্তার খানায় ভিড় বাড়ছে।
তবু বাঁচার জন্য খাবার খেতে হবে। বাছাবাছির সময় কই।

২২ শে মার্চ, ২০১৭ দুপুর ২:০৬

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: হুম বাছ বিচার করার সময় কোথায় ।।হা হা হা ধন্যবাদ আপু ,

৯| ২২ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৬

অতঃপর হৃদয় বলেছেন: আমি রাস্তায় বের হইনা, আর বাহিরে তো খাই-ই না।

২২ শে মার্চ, ২০১৭ দুপুর ২:০৭

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ভাইয়াটি যারা বের হয় তাদের কি হবে .।।

১০| ২২ শে মার্চ, ২০১৭ দুপুর ১:২৫

বাস্তবতার প্রতিচ্ছবি বলেছেন: মুটামুটি না এখানে মোটামুটি হবে

২২ শে মার্চ, ২০১৭ দুপুর ২:০৯

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ধন্যবাদ .।।আমার কি বাংলা কী বোর্ড এ সমস্যা . ।প্রায়ই এমন ভুল হয়। আর বাংলা আসলেই কঠিন ভাষা । ঠিক করে দিচ্ছি ।

১১| ২২ শে মার্চ, ২০১৭ দুপুর ১:২৯

রাজীব নুর বলেছেন: হুম।

২২ শে মার্চ, ২০১৭ দুপুর ২:১২

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: জি

১২| ২২ শে মার্চ, ২০১৭ দুপুর ২:২১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: এর চেয়ে ভাল দেশের ফল মুল ভাল করে পানি দিয়ে ধুয়ে খেয়ে নেওয়া।

২২ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:০৮

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: হুম অনেকেই এখন বাগান করা এবং বাসায় চাষ করার দিকে ঝুঁকছে ।আপনাকে ধন্যবাদ।

১৩| ২২ শে মার্চ, ২০১৭ রাত ৮:৩৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: যথা সম্ভব এড়িয়ে চলা উচিত। আমাদের কপাল খারাপ এই দেশের বাসিন্দা আমরা...

২৩ শে মার্চ, ২০১৭ রাত ২:১৫

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: নিজের দেশ তো .।একটু সচেতনতা দরকার । ধন্যবাদ।

১৪| ২২ শে মার্চ, ২০১৭ রাত ৮:৩৮

বুক ওয়ার্ম বলেছেন:
কাঁচা মাংস কিনে লবন সিদ্ধ করে ব্যাগে পুরে ঘুরতে হবে, খিদা লাগলে ওটাই খাব

২৩ শে মার্চ, ২০১৭ রাত ২:১৬

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: হা হা হা ঠিক বলেছেন । হাঁসানোর জন্য ধন্যবাদ।

১৫| ২২ শে মার্চ, ২০১৭ রাত ৯:৩৭

দ্যা ফয়েজ ভাই বলেছেন: সবাই জানে এগুলো অস্বাস্থ্যক। কিন্তু রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় সুগন্ধ পেয়ে আর নিজেকে সামলে রাখা সম্ভব হয় না।:(

২৩ শে মার্চ, ২০১৭ রাত ২:১৭

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: সত্য কথা ।আমারও রেস্তরাঁয় খাওয়া অভ্যাস ।

১৬| ২২ শে মার্চ, ২০১৭ রাত ১১:০৮

সুমন কর বলেছেন: সকালে অফ লাইনে পড়ে গিয়েছিলাম।

কি আর করবেন বলুন, বর্তমানে বাংলাদেশ ক্ষুধার রাজ্যে ভেজালময় !! সব ভেজাল আর ক্যামিকেল। গুড পোস্ট।

২৩ শে মার্চ, ২০১৭ রাত ২:১৯

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ঠিক বলেছেন । ভেজালের দেশ । ভেজাল সত্য ।আর বাকি সব বেহুদা আর ভুল .।ধন্যবাদ ।

১৭| ২২ শে মার্চ, ২০১৭ রাত ১১:১১

হাসান রাজু বলেছেন: চিকেন সরমা খেয়ে বিল দিতে গিয়ে দেখলাম দাম স্বাভাবিকের চেয়ে বেশি। জানতে চাইলে বলল ভ্যাট দিতে হয়, আরো কত কি? ঠিক আছে চালান দাও। প্রিন্ট করা ম্যামো টাইপের কিছু একটা দিল। দেখে বুঝা যায় দুই নাম্বার। কোন ভ্যাট আইডি নম্বর নাই। ধরতেই মালিক কে ফোনে ধরিয়ে দিলো। জানিনা আইনের লোক ভেবে ভয়ে নাকি স্বাভাবিক ভাবেই সুন্দর করে কথা বললো। সব দোষ মাথা পেতে নিয়ে বললো, অথোরিটির কাছে ধরনা দিয়ে ও ভ্যাট রেজিস্ট্রেশন করতে পারছে না।আশ্চর্য হলে, সে ই বুঝালো, রেজিস্ট্রেশন না হলে ঘুষ দিতে হয় নিয়মিত। এই টাকা যাবে অফিসারের পকেটে।আয়ের এই উৎস জেনেশুনে জেন বন্ধ করবে ককর্তারা?
সোবাহানবাগের স্বাদ তেহারির পাশের খাবার দোকান।

২৩ শে মার্চ, ২০১৭ রাত ২:২২

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: কিছুই বলার নেই ।সব সত্য বলে দিয়েছেন ভাইয়া । আসল খবর .।এটা অনেক জায়গায় হচ্ছে

১৮| ২২ শে মার্চ, ২০১৭ রাত ১১:১৬

রিদওয়ান হাসান বলেছেন: তবুও এই শতাব্দীর মানুষ রাস্তায় বের হবে, রাস্তায় খেয়ে যাবে। ক্ষুধার্ত এই মানুষগুলো কবির কথাটিকে খুব সিরিয়াসলিই নিয়েছে, ক্ষুদার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্নিমা চাঁদ যেন ঝলসানো রুটি।

২৩ শে মার্চ, ২০১৭ রাত ২:২৩

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: সহমত ।

১৯| ২৩ শে মার্চ, ২০১৭ রাত ১২:৪৬

কাল্পনিক কামিনী বলেছেন: সব জায়গায়ই ভেজাল।

২৩ শে মার্চ, ২০১৭ রাত ২:২৪

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: সহমত ।

২০| ২৩ শে মার্চ, ২০১৭ রাত ১:১২

সচেতনহ্যাপী বলেছেন: আমাকে খুব টানে।। বিশেষ করে আমার ফ্যামিলিতে।।
ঘর থেকে পেটপুরে খাওয়ার পরও পথের ডালপুরি/সিঙ্গারা!! আর বলতে!!
আপনিও যে, অস্বীকার করতে পারছেন না, সব জায়গায় এমন প্রতারনা আর ঝামেলা । তবু ও আমাদের রাস্তায় বের হতে হয় । রাস্তার খাবার খেতে হয়। !!

২৩ শে মার্চ, ২০১৭ রাত ২:২৫

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: সচেতন হ্যাপি আপু টি আমার আর আপনার সচেতন না হলে অকালেই মরতে হবে ।

২১| ২৩ শে মার্চ, ২০১৭ রাত ২:২৯

সচেতনহ্যাপী বলেছেন: আমি আসলে নামেই সচেতন।। তাইতো বুক ফাড়া মানে ওপেন হার্ট সার্জারীও হয়ে গেছে।। বাড়তি আয়ু নিয়েই বেচে আছি।।
আর ছদ্মনামে ভাই হবো।।

২৩ শে মার্চ, ২০১৭ রাত ২:৪২

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: দোয়া করি ভাল থাকুন।

২২| ২৩ শে মার্চ, ২০১৭ রাত ২:৪৪

শেয়াল বলেছেন: রাস্তায় খাই না 8-|

২৩ শে মার্চ, ২০১৭ রাত ৩:২৭

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: গুড শেয়াল।

২৩| ২৩ শে মার্চ, ২০১৭ রাত ৩:১২

মিঃ আতিক বলেছেন: আমাদের দেশে অনেকেই রেস্তোরাঁ খুলেছেন কোন প্রকার অভিজ্ঞতা ছাড়াই,যে যা ইচ্ছা করতে পারে এখানে, করছেও।

২৩ শে মার্চ, ২০১৭ রাত ৩:২৬

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: সহমত।

২৪| ২৩ শে মার্চ, ২০১৭ ভোর ৬:৫৭

ডঃ এম এ আলী বলেছেন: ভাল লিখেছেন । আপনার গল্পের
কিছুক্ষন পর দেখলাম মুরগির মধ্যে ময়লা । কিন্তু তখন আমি প্রায় সব টাই খেয়ে নিয়েছি
একটু দেখেন এই কারণে কি করতে পারতেন ।

এখানে ডংগু বনাম স্টিভেনসনের একটি কেইস সামারী তুলে দিলাম , কস্ট করে বাংলায় অনুবাদ করলামনা , আমার নীজের লিখার একটি আর্টিকেলের কেইস রেফারেন্স হতে ইংরেজী আংশটুকু তুলে দিলাম । পড়লেই বুঝতে পারবেন মুরগীর মধ্যে ময়লা থাকার জন্য কি করতে পারতেন ।
Donoghue v Stevenson ( 1932) case summery
On 26 Aug. 1928, Mrs Donoghue make the short journey into Paisley, a neighbouring town in Scotland. There she met a friend at Minchella’s cafe . Her friend ordered and paid for an ice-cream and a bottle of ginger beer
The ginger was manufactured by Mr David Stevenson of Paisley. It came in an ‘opaque’ bottle, so no one was able to see what was in the bottle. When Mrs Donoghue’s friend was pouring out the contents of the bottle, they saw floating out of the bottle what seemed to be partly decomposed remains of a snail( শামুক) ।

Mrs Donoghue claimed she was made ill by what she had seen. She had medical treatment three days later for gastro-enteritis, and again three weeks later, at the Glasgow Royal infirmary. She also claimed that she had suffered from ‘nervous shock.

There was no contractual relationship between Mr Minchella and Mrs Donoghue. The only person she could sue was David Stevenson, the manufacturer of the ginger beer. The question was, on what grounds?

Mrs Donoghue’s solicitor, Walter Leechman, decided to proceed with the case, even though there was no legal precedent for such an action. The basis of the claim was that any manufacturer of a product intended for human consumption must be liable to the consumer for any damage resulting from a lack of reasonable care to ensure that the product is fit for consumption.

The case proceeded through various appeals to the House of Lords. The Lords decided in favour of Mrs Donoghue, a new precedent was established . This case established that a duty of care exists between manufacturers and which other neighbouring group of people.

The case moved from lower court of justice to House of Lords ।

Despite the ruling in Mullen, Leechman issued a writ on Donoghue's behalf against Stevenson on 9 April 1929. The writ claimed £500 in damages, the same amount a claimant in Mullen had recovered at first instance, and £50 in costs. The total amount Donoghue attempted to recover would be equivalent to at least £27,000 in 2012

এখন বুঝেন মুগরগীর মধ্যে ময়লা থাকার জন্য কেইস লাগিয়ে দিলে প্রায় অর্ধ কোটি টাকা ক্ষতিপুরণ পেতে পারতেন ।

নিজলিজেন্স অফ কেয়ারের জন্য এটাই প্রথম কোর্টের বিচারের রায় । এই রায়ে নিগলিজেন্স অফ কেয়ারের জন্য একটি অনুকরনীয় আইনি বিধান সৃস্টি হয় ।
ইচ্ছে করলে ইন্টারেস্টিং এই জগত বিখ্যাত কেইসটির বিস্তারিত নীচে ক্লিক করে দেখতে পারেন
Donoghue v Stevenson

এরকম আইন ও তার প্রয়োগের কথা , দোকানদার , ব্যবসায়ী , হোটেল মালিক , খরিদ্দার সবাই যদি ওয়াকেবহাল থাকতো তাহলে এ ধরনের নেগলিজেনসি অনেকটা বন্ধ হয়ে যেতে পারতো ।

অনেক শুভেচ্ছা রইল আপনার সুন্দর লিখাটির জন্য ।

২৫| ২৩ শে মার্চ, ২০১৭ সকাল ৮:১০

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ধন্যবাদ। আমি একটু ফ্রি হয়ে আবার আসছি।

২৬| ২৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৬

মহিউদ্দিন হায়দার বলেছেন: কোন মন্তব্য নেই।

২৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৯

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ভাইয়া , আসলেই থাকার কথা নয় । ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.