নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার গল্পটা হোক পৃথিবীর সেরা গল্প ।কারন আমি হতে চাই একজন সত্যিকারের জীবন শিল্পী ।

নুরুন নাহার লিলিয়ান

নুরুন নাহার লিলিয়ান › বিস্তারিত পোস্টঃ

একজন তাজিন আহমেদের মৃত্যু এবং বাংলাদেশের মিডিয়া জগত ।

২৬ শে মে, ২০১৮ রাত ১২:২৪


( প্রয়াত শিল্পী তাজিন আহমেদ )
খুবই যন্ত্রণা আর পীড়াদায়ক। বার বার মনে পড়ছে । কেমন করে যেন বুকের ভেতরটায় কিছু কেটে যাচ্ছে ।কোন ভাবেই কাজে মন দিতে পারছি না । জীবন যে কখন কার জীবনে ভয়াবহ রূপ নিয়ে আসে ।শেষ পর্যন্ত টাকা ,বাড়ি ,গাড়ি ,নাম যশ কিছুই থাকে না ।দূরের কিংবা কাছের কতো মানুষের যে আত্ম অহংকার দেখলাম । যাইহোক অনলাইন নিউজে আর ইউটিউবে অভিনেত্রী তাজিন আহমেদের লুকানো জীবন যুদ্ধ আর মৃত্যুটা যে কারও চোখের পানি এনে দিবে । এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী , অনেক নামকরা নিউজ পেপার আর টেলিভিশনে চাকরি করেছেন । নিজেদের প্রোডাকশন হাউজ ও ছিল । উনার মা অমোঘ নিয়তি কিংবা চক্রান্তের শিকার হয়ে চেক জালিয়াতির অভিযোগে গাজী পুরের কাসিমপুর কারাগারে জেল খাটছে । আগামি মাসে শাস্তি শেষ হবে । এর মধ্যেই একমাত্র সন্তান কে করুন ভাবে হারাল । তাজিন এক সময়ে পরিচালক এজাজ মুন্না কে বিয়ে করেছিল । শান্তি পায়নি । মাদক আর নারী আসক্ত এই অভিযোগে তাকে ছেড়ে আসে । আবার সুদর্শন মিউজিশিয়ান রুমি রহমানকে বিয়ে করে । সেখানে ও শান্তি কেড়ে নেয় আরেক নারী । রুমি রহমান নাকি ছন্দা নামের এক গায়িকা কে গোপনে বিয়ে করে । সেই মহিলা রুমি রহমানের নামে নারী নির্যাতনের কেস করে । এতো কিছুর পর ও সে বাজে চরিত্রের স্বামী রুমি কে নানা জায়গায় লুকিয়ে রেখে সাপোর্ট করে । যেন পুলিশ ধরতে না পারে । একজন নারীর জীবনে কতো কতো ব্যাখ্যাহীন কষ্ট থাকে । অথচ মারা যাওয়ার সময় সেই স্বামী মোবাইল বন্ধ করে রেখেছে । জানাজায় কেউ আসেনি । এমন কি কোন আত্মীয় স্বজন কে দেখা যায়নি । শোনা যায় হাসপাতালের খরচ কে বা কারা বহন করবে এ নিয়ে ও অনেক দ্বন্দ্ব ছিল । শেষে রোজী সিদ্দিকি এবং অভিনেতা শহিদুজ্জামান সেলিম সব দায়িত্ব নেয় । তারপর তার দাফন হয় । কি ভয়ঙ্কর নিয়তি ! অথচ তার আপন ফুপু বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামান । সে ও একটি লাশের প্রতি দায়িত্বহীন আচরন করে অবাক হয়ে গেলাম ।বাংলাদেশের অভিনেতা অভিনেত্রীরা আসলেই অনেক মেধাবী । মিডিয়া জগতের অনেক ধনী শিল্পী ছিল । অনেক ক্ষমতাবান লোকজন ছিল । কেউ কি তাকে অর্থনৈতিক ভাবে একটু সাহায্য করতে পারত না । ১৯৯২ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত আমরা সাধারন মানুষরা একজন সুশীল , মেধাবী আর কর্মদক্ষ তাজিন আহমেদ কে চিনতাম । কেউ তার একান্ত জীবন যুদ্ধের গল্প জানতাম না । আজকে তার খুব কাছে থাকা অভিনেত্রীর কান্না জড়িত একটা ভিডিও দেখলাম । মিডিয়া জগতের মানুষ গুলো কি রকম নিষ্ঠুর ,বিবেক হীন আর মিথ্যাচারে আক্রান্ত তা প্রমানিত হল । মিডিয়া গুলো একজন প্রতিভাবান অভিনেত্রীর করুন জীবন নিয়ে খবর বানিয়ে প্রচার করছে । আর ব্যবসা করছে । সবচেয়ে কঠিন একটি বিষয় সেটা হল আপন ফুপু দিলারা জামান কেমনে দায়িত্ব এড়িয়ে থাকল । কার পথে মৃত্যু হবে ।কার ঘরে মৃত্যু হবে কেউ জানে না । অবাক ধনী শিল্পপতি মুসা ইব্রাহীমের ছেলে ববি হাজ্জাজের দলের একটি পদে ও নাকি তিনি ছিলেন । তার কাছে কি তিনি একটা কাজ জোগাড় করতে পারতেন না । সে প্রতিভাবান অভিনেত্রী এতো গুলো বছর মিডিয়ায় অবদান রেখেছে তাকে একটু সহায়তা করার কেউ ছিল না । বিষয়টা বিশ্বাস করতে সত্যি কষ্ট হচ্ছে । তাছাড়া ব্যক্তিগত ভাবে তিনি যথেষ্ট শিক্ষিত এবং কর্মদক্ষ ও ছিলেন । আপন ফুপু থাকতে অভিনেতা সেলিম সাহেব এবং অভিনেত্রী রোজী সিদ্দিকি সব দায়িত্ব নেয় । মিডিয়ার মানুষ জনকে সাধারন মানুষরা দেখে ।তাদের কাজ দেখে । তাদের জীবন বোধ আর মূল্যবোধ সাধারনের অনুকরণীয় । এই ধরনের চরম নিষ্ঠুর আর অমানবিক মানুষ গুলোর প্রতি সাধারনের আর কতোটুকুই সম্মান অবিশিষ্ট থাকবে । বেঁচে থাকতে একটা মানুষ ন্যায় -অন্যায় করে । একটা মানুষের প্রতি অন্য মানুষের অনেক রাগ অভিমান থাকতে পারে । একটা লাশ সব কিছুর উপরে থাকে । একটা সম্মানিত লাশকে যারা অভিনয় করে বেওয়ারিশ করার চেষ্টা করে । যারা রক্ত কে অস্বীকার করে তাদের মানুষ কেমনে সম্মান করবে । মানুষের সাথে রাগ করা যায় । লাশের সাথে কি রাগ করা যায় । আহা! কি ভয়াবহ নিষ্ঠুরতায় ভরা আমাদের সমাজ ।আমাদের দুনিয়া কতো প্রহসনের । সেই ছোট বেলা থেকে উনার অভিনয় দেখি । উনার লেখা পড়ি । একজন দর্শক কিংবা পাঠক হিসেবে উনার প্রতি সম্মান দেখান ও দায়িত্বের মধ্যে পড়ে । উনি আমাদের বিশ্ববিদ্যালয়ে ঢাবির প্রাক্তন শিক্ষার্থী ছিলেন । উনি আমাদের মিডিয়ার মানুষ ছিলেন । উনি আমাদের দেশের ভীষণ মেধাবী নারী ছিলেন ।জানিনা তাজিনের মায়ের কেমন লাগছে! কেমন করে তিনি এই সব সহ্য করে বেঁচে আছেন । যখন জেল থেকে ফিরবে কেমন করে সব আবার গুছিয়ে নিবে । যার সব টুকু শেষ হয়ে গিয়েছে ।এক সময় তার ও সব কিছু ছিল ।এমন ভয়াবহতা যে কোন সময় যে কারও জীবনে আসতে পারে । আসুন আত্ম অহংকার টা ছেড়ে একটু বিবেক কে জাগ্রত করি । মানবিক মানুষের পরিচয় দেই । তাজিনের জীবন একটা মর্মস্পর্শী হৃদয় বিদারক সিনেমাকে ও হার মানবে ।


( মা বাবার সাথে ছোট তাজিন আহমেদ )

এটা সত্য যে মিডিয়ায় যারা কাজ করে অধিকাংশই নিজের খেয়ে বনের মোষ তাড়ায় । যতো রঙিন ভুবন ততো প্রহসনের গল্প । যারা অনলাইন পত্রিকা বা টিভিতে কাজ করে অনেকেরই বেতন খুব সামান্য । দূর থেকে কালারফুল মনে হলেও ভীষণ যুদ্ধের জায়গা । ভাল পরিবারের অনেকেই মিডিয়া থেকে দুরে সরে যায় বা যাচ্ছে । এদের জীবনের এমন সব ঘটনা সাধারনের মনোজগতে ভীষণ ভাবে প্রভাব পড়ে । আমরা কাদের দেখি যাদের নিজেদের জীবনেরই সৌন্দর্য আর মানবিকতা বোধ নেই । আর বুঝলাম না অনেক অনেক দুঃস্থ গরীব শিল্পীর জীবন কাহিনী শোনা যায় । এর মধ্যে খালেদা আক্তার কল্পনা , রানী সরকার সহ আরও অনেকে । বুঝলাম না সরকার বা সুশীলরা কি করে ? তাদের হাব ভাব দেখানও শিল্পী সংগঠন গুলো কি করে ? ২০০২ সালে এক চাইনিজ মেয়ে নিয়ে সেঝ মামার বাসা কবি জসিম উদ্দিন রোডে যাচ্ছিলাম । পথে পপ গায়ক আজম খানের বাসা পরল । চাইনিজ মেয়েটাকে বললাম ," এটা আমাদের দেশের সুপার স্টার পপ গায়কের বাড়ি ।"
চাইনিজ মেয়েটি ভাঙ্গা চোরা বাড়ির দিকে তাকিয়ে আমাকে বলল ," তোমাদের বিখ্যাত পপ গায়কের বাড়ি কিন্তু এমন গরীবি অবস্থা কেন ? আমাদের দেশের শিল্পীদের বাড়ির আশে পাশের অনেকখানি এলাকা জুড়ে পুলিশ পাহাড়ায় থাকে । শিল্পীর সম্মান সবার উপরে ।"
আমাদের দেশে কেউ কোন সেক্টরে শিল্পী হতে চাইলে তাকে অনেক বেশি ঝুঁকি নিতে হবে । এখন ও অর্থনৈতিক নিশ্চয়তা এখানে তৈরি হয়নি ।
যাইহোক মহান আল্লাহ উনাকে বেহেস্ত বাসী করুন ।সকল ভুল ক্ষমা করে দিন ।


( স্বামী রুমি রাহমানের সাথে তাজিন আহমেদ )

মন্তব্য ৪৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে মে, ২০১৮ রাত ১২:৩১

অর্থনীতিবিদ বলেছেন: তাজিন আহমেদ গুণী অভিনেত্রী ছিলেন। তার শূন্যতা পূরণ হবার নয়।

২৬ শে মে, ২০১৮ রাত ১২:৩৮

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: উনার অবহেলায় মৃত্যুটা মেনে নেওয়ার মতো না । আল্লাহ্‌ উনার সকল ভুল ক্ষমা করুন । বেহেস্ত বাসী করুন ।

২| ২৬ শে মে, ২০১৮ রাত ১২:৩৩

সোহাগ তানভীর সাকিব বলেছেন: বিটিভির যুগে আমি তাজিন আহমেদের অনেক নাটক দেখেছি। উনার অভিনয় আমার বেশ ভালো লাগত।

২৬ শে মে, ২০১৮ রাত ১২:৪২

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: আমার ও ভাল লাগত । খুব কষ্ট পেয়েছি উনার মত একজন মানুষের জীবন যুদ্ধ ।

৩| ২৬ শে মে, ২০১৮ রাত ১২:৩৬

অনুতপ্ত হৃদয় বলেছেন: উনার নাটক গুলো বেশ ভালোই লাগতো

২৬ শে মে, ২০১৮ রাত ১২:৪১

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: উনি অনেক বছর মিডিয়ায় কাজ করেছেন । খুব খারাপ লেগেছে উনার প্রতি সবার অবহেলা ।

৪| ২৬ শে মে, ২০১৮ রাত ১২:৩৮

কাওসার চৌধুরী বলেছেন: ধন্যবাদ, আপা। উনার অভিনয় আমারও ভাল লাগতো। এত অল্প বয়সে এভাবে চলে যাওয়াটা সত্যি বেদনাদায়ক। ব্যক্তিগত জীবনে উনি সুখী ছিলেন না, এছাড়া উনার সবচেয়ে আপনজন মা পাশে নেই। এটা উনাকে তিলে তিলে শেষ করে দিয়েছে। হাসপাতালের পেমেন্টের বিষয়টি শুনে খারাপ লাগলো। আপন ফুফু দিলারা জামানকে দায়িত্বশীল হওয়া উচিৎ ছিল।

উনার আত্মার মাগফেরাত কামনা করছি।

২৬ শে মে, ২০১৮ রাত ১২:৪০

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ঠিক বলেছেন দিলারা জামানের আচরনে অবাক হলাম । দুঃখজনক !

৫| ২৬ শে মে, ২০১৮ রাত ১২:৫০

শিখণ্ডী বলেছেন: তিনি হয়ত অভিমান করে নিজেকে আড়াল করে নিয়েছিলেন। শৈশব-কৈশর কেটেছে মামাবাড়িতে অথচ ইদানীং তার মামাদের সঙ্গে কোনও যোগাযোগ ছিল না। শিল্পিদের উচিৎ আর দশটা মানুষের মতই ভবিষ্যৎ চিন্তা করে সঞ্চয়ি হওয়া। যখন তাদের চাহিদা থাকে তখন তারা ভাবেন সারাটা জীবন হয়ত এমনই যাবে।

তাজিন আহমেদের আত্মার শান্তি কামনা করছি। সদা হাস্যজ্বল মানুষটি আমার খুব প্রিয় একজন অভিনেত্রী ছিলেন।

২৬ শে মে, ২০১৮ রাত ১:১৪

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ভাল বলেছেন । জীবন যুদ্ধটা একটু বেশিই ছিল । উনার আত্মার শান্তি কামনা করছি ।

৬| ২৬ শে মে, ২০১৮ রাত ১২:৫১

জুনায়েদ বি রাহমান বলেছেন: তাজিন আহেমেদ এর মৃত্যু এবং উনার আশেপাশের মানুষগুলো দায়িত্বহীন আচরণ খুবই দুঃখজনক।

স্রষ্টা উনাকে ভালো রাখুক এই কামনা।

২৬ শে মে, ২০১৮ রাত ১:১২

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: আসলেই দায়িত্বশীল মানুষ গুলোর দায়িত্বহীন আচরন গুলো খুবই দুঃখজনক !

৭| ২৬ শে মে, ২০১৮ রাত ২:৩৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এজাজ মুন্নার ব্যপারে জানতাম। তবে গত কয়েকদিন অনেক পত্রিকা পড়েও তার স্বামীর কথা জানতে পারিনি। এই লেখার মাধ্যমে জানলাম তার স্বামী ছিল। পত্রিকাগুলো তাজিনের মায়ের জেলে থাকার কথা যেভাবে ফলাও করেছে সেভাবে তার স্বামীর নীরবতাকে হাইলাইট করেনি। হয়তো এটাও একটা ব্যবসা! যাই হোক, তাজিনের মৃত্যুর মাধ্যমে তারকাদেরও আত্ম উপলব্দি করার সুযোগ এল। ভোগ বিলাসে না থেকে কল্পনার জগত থেকে বাস্তবে আসা উচিত সবার...

২৬ শে মে, ২০১৮ দুপুর ১২:০১

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: মিডিয়ার একটা অংশ একটা লাশের খবরের বিক্রি বাড়াতে যা তা ছেপে দিচ্ছে .।একদম সত্যি উনার বর্তমান এবং প্রাক্তন দুই স্বামীই অমানবিক মানুষের পরিচয় দিয়েছে । জীবন্ত একজন মানুষের প্রতি রাগ ক্ষোভ থাকতে পারে । কিন্তু একটা লাশ সব কিছুর উপরে .।মানুষ কেমনে পারে । হতবাক হয়ে গেলাম ।

৮| ২৬ শে মে, ২০১৮ রাত ৩:১৩

রাকু হাসান বলেছেন: আমি ভিতরের এত খবর কিছুই জানতাম না । শেয়ার করার জন্য ধন্যবাদ । সত্যিই ‘‘একটি লাশ সব কিছুর উপরে ’’
এই রকম অনেক কিছু হচ্ছে প্রতিনিযত খারাপ লাগে খুব । আর হলুদ মিডিয়ার প্রভাবে প্রকৃত সত্য টা জানা এখন অনেক কষ্টকর মনে হচ্ছে ।

২৬ শে মে, ২০১৮ দুপুর ১২:২৮

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: একটি লাশের সাথে যারা হেন মনের নিচুতা প্রকাশ করে তারা মানুষ হিসেবে কি তা প্রমান করেছে । দুঃখজনক সাধারন মানুষকে এই সব মানুষ কে অনুসরন করে । উনার মৃত্যুর পুরো বিষয়টায় মারাত্মক কষ্ট পেয়েছি । উনার আত্মার শান্তি কামনা করছি ।

৯| ২৬ শে মে, ২০১৮ রাত ৩:২৬

প্রন্তিক বাঙ্গালী বলেছেন: তাজিন আহম্মেদ আমার একজন প্রিয় নাইকা ছিল তবে ওনার কি কোন সন্তান ছিল না? বড্ড জানতে ইচ্ছা করছে।

২৬ শে মে, ২০১৮ দুপুর ১২:৩৩

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: জানি না রে ভাই । পত্রিকা ,উনার বিভিন্ন সাক্ষাৎকার থেকেই এটা লিখেছি । উনারা বিদেহী আত্মার শান্তি কামনা করছি ।

১০| ২৬ শে মে, ২০১৮ ভোর ৪:১০

কবীর হুমায়ূন বলেছেন: আপনার পোস্ট পড়ে তাজিন আহমেদ সম্পর্কে অনেককিছু জানলাম। আল্লাহ তাঁর প্রতি ক্ষমাশীল হোক। আমিন।

২৬ শে মে, ২০১৮ দুপুর ১২:৩৯

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: আল্লাহ্‌ উনার প্রতি ক্ষমাশীল হন । আমিন।

১১| ২৬ শে মে, ২০১৮ সকাল ৭:৩৭

সামু পাগলা০০৭ বলেছেন: তিনি জীবনে কখনো সুখ পাননি। একটা রেডিও শোতে ওনার পুরো জীবন কাহিনী শেয়ার করেছিলেন। শারীরিকভাবে নানা সমস্যা ছিল সেই ছোট থেকেই, আর জীবনসংগীও পাননি মনের মতো। মনেও এজন্যে শান্তি ছিলনা তার। তিনি অনেকবার সুইসাইডের চেষ্টাও করেছিলেন। সবমিলে খারাপ লাগে ওনার কথা ভেবে। ওনার মায়ের কথা ভেবে আমি আরো কষ্ট পাই। কারাগার থেকে নিজের মেয়ের লাশ দেখলেন! এরচেয়ে কষ্টের আর কি হতে পারে একটি পরিবারের জন্যে? হোয়াট আ ট্রাজেডি!

এ দুনিয়ায় তো সুখ মেলেনি, আল্লাহর কাছে দোয়া করি পরপারে সুখী হন যেন গুণী অভিনেত্রী।

২৬ শে মে, ২০১৮ দুপুর ১২:৪২

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: জীবনের কঠিন সত্য ।

১২| ২৬ শে মে, ২০১৮ সকাল ৯:২৬

রাজীব নুর বলেছেন: এই সমাজে অনেকেরই জীবন কাটছে তাজিনের মতোন। এখন জানা যাবে না। মৃত্যুর পর জানা যাবে।

২৬ শে মে, ২০১৮ দুপুর ১২:৪৫

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: একদম সত্য কথা ।

১৩| ২৬ শে মে, ২০১৮ সকাল ১০:৩০

মোস্তফা সোহেল বলেছেন: মিডিয়া জগতের এইসব কাহিনি শুনলে সত্যি খারাপ লাগে।

২৬ শে মে, ২০১৮ দুপুর ১২:৪৮

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: সত্যিই ভীষণ খারাপ লাগে ।

১৪| ২৬ শে মে, ২০১৮ সকাল ১০:৩২

তারেক_মাহমুদ বলেছেন: তাজিন আহম্মেদের শেষ জীবনের গল্পগুল খুবই মর্মান্তিক। মিডিয়ার ঝলমলে দুনিয়ার মানুষের জীবনের গল্পগুলো যে রঙিন নাও হতে পারে তার প্রমাণ তাজিন আহম্মেদ। উনার হসপিটালের বিল নিয়ে যা ঘটেছে সেটাও দুঃখজনক, এক্ষেত্রে সেলিম ভাই এবং রোজী ভাবীকে স্যালুট।

সুন্দর উপস্থাপনার জন্য ধন্যবাদ আপু।

২৬ শে মে, ২০১৮ দুপুর ১২:৪৭

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: অভিনেতা সেলিম এবং অভিনেত্রী রোজীই প্রকৃত মানুষের পরিচয় দিয়েছেন । উনার মামা খালা ফুপু কেউ আসেনি । হতবাক হলাম মানুষ কেমন দয়ামায়া হীন ।

১৫| ২৬ শে মে, ২০১৮ সকাল ১১:৪৪

সাইন বোর্ড বলেছেন: খবরটিতে অামিও খুব মর্মাহত হয়েছি ।

২৬ শে মে, ২০১৮ দুপুর ১২:৪০

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: আসলেই মর্মাহত হওয়ার মত।

১৬| ২৬ শে মে, ২০১৮ সকাল ১১:৫৫

বিজন রয় বলেছেন: দুঃখজনক!!

২৬ শে মে, ২০১৮ দুপুর ১২:৪১

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: খুব দুঃখজনক ।

১৭| ২৬ শে মে, ২০১৮ দুপুর ১২:২০

কথার ফুলঝুরি! বলেছেন: খুব কষ্ট লাগে তাঁকে নিয়ে খবর আর লেখাগুলো পড়লে। এমন আরও অনেক শিল্পীর করুন অবস্থা হয়েছিল এবং তারা আমাদেরকে ছেড়ে চলেও গিয়েছে তারপরেও আরও একজন তাজিন আহমেদ এমন ভাবে চলে গেল। শুধু এইটুকুই কামনা ভবিষ্যতে যেন আর কোন শিল্পীর এমন কঠিন অবস্থায় চলে যেতে না হয়।

২৬ শে মে, ২০১৮ দুপুর ১২:৪৪

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: অসহায় শিল্পীদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হোক । মানুষের মনে কেমন জানি দয়া মায়া নেই আজকাল!

১৮| ২৬ শে মে, ২০১৮ বিকাল ৪:১৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তাজিনের জীবন একটা মর্মস্পর্শী হৃদয় বিদারক সিনেমাকে ও হার মানবে । সত্যি ভীষণ খারাপ লাগছে ।

২৬ শে মে, ২০১৮ বিকাল ৪:৫২

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: সত্যি গিয়াস ভাই বিভিন্ন মাধ্যমে উনার জীবন যুদ্ধটা জেনে এতো কষ্ট পেয়েছি ।আমরা মানুষ গুলো তকদিরের কাছে ভীষণ অসহায় । আর আজকাল মানুষের মধ্যে দয়ামায়া ও দেখি না । খুব কষ্ট লাগে সমাজের দিকে তাকালে ।

১৯| ২৬ শে মে, ২০১৮ বিকাল ৪:৫৮

আখেনাটেন বলেছেন: অভিনয়জগতের মানুষের জীবনের শেষ রঙ্গমঞ্চেও অভিনয়ের স্বীকার হতে হচ্ছে। অাপসোস।

কিছুদিন আগেও গ্রামীণ পরিবেশে তাজিনের একটি নাটক দেখিছিলাম। কী চমৎকার সাবলীল অভিনয়! এই গুণী মানুষটির এমন করুণ প্রস্থান মেনে নেওয়া যায় না।

২৬ শে মে, ২০১৮ রাত ৮:৪২

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: কিছুদিন আগেও গ্রামীণ পরিবেশে তাজিনের একটি নাটক দেখিছিলাম। কী চমৎকার সাবলীল অভিনয়! এই গুণী মানুষটির এমন করুণ প্রস্থান মেনে নেওয়া যায় না।
আসলেই মেনে নেওয়া যায় না । .।

২৬ শে মে, ২০১৮ রাত ৮:৪২

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: কিছুদিন আগেও গ্রামীণ পরিবেশে তাজিনের একটি নাটক দেখিছিলাম। কী চমৎকার সাবলীল অভিনয়! এই গুণী মানুষটির এমন করুণ প্রস্থান মেনে নেওয়া যায় না।
আসলেই মেনে নেওয়া যায় না । .।

২০| ২৬ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

হাঙ্গামা বলেছেন: আচ্ছা মিডিয়ার মানুষগুলা কেন মিডিয়ার আরেকজনকে বিয়ে করে?
৯০ ভাগ সংসারই তো টিকে না। তারপর ও ঘুরে ফিরে মিডিয়ার মানুষকে কেন?
সাধারন কত শিক্ষিত, স্মার্ট, স্বচ্ছল, ভদ্র মানুষ আছে এই দেশে।

২৬ শে মে, ২০১৮ রাত ৮:৪৯

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ভাই বলা সহজ করা কঠিন । আজকাল লাইফ পার্টনার খুঁজা ও ঝামেলা । আমার পরিচিত অনেকে এখন ও বিয়ে করেনি । যোগ্য কিংবা বিশ্বাস করা যায় এমন কাউকে পাওয়া যায়না । আর সবাই কে জীবীকার প্রয়োজনেই দৌড়াতে হয় । ওরা হাতের কাছে মিডিয়ার মধ্যেই যাকে পায় মনের সাথে মিলে তাকেই গ্রহন করে । ওদের খবর গুলো প্রচার হয় দেখে মানুষ জানে । আজকাল সম্পর্ক ভাঙ্গা একটা কালচার হয়ে যাচ্ছে । পুরাই ফ্যাশন ! সবাই কি খারাপ ?ওদের মধ্যে অনেকেই তো সুখে আছে । ভাল জীবন যাপন কারছে । যাক উনার আত্মার মাগফিরাত কামনা করছি ।

২১| ২৬ শে মে, ২০১৮ রাত ৮:১৮

সামিয়া বলেছেন: বেশ সুন্দর করে সত্যি কথাগুলোই তুলে ধরেছেন, উনার আত্মার মাগফেরাত কামনা করছি।

২৬ শে মে, ২০১৮ রাত ৮:৪০

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: আপনাকে ধন্যবাদ । উনার আত্মার মাগফিরাত কামনা করছি ।

২২| ২৬ শে মে, ২০১৮ রাত ১০:৩০

সোহানী বলেছেন: আসলে সবাই মিডিয়ার চাকচিক্য নিয়ে এতো বেশী মোহতে থাকে যে তার পিছনের অন্ধকার কেউই দেখে না। এ জগতে যে যতো বেশী চতুর, স্বার্থপর, লোভী সেই ততবেশী সাফল্যে। সে তুলনায় শিক্ষিত, নম্র, ভদ্র তাজিন অনেকটা বেমানান। তাই বার বার মেয়েদের বলি কেন তোমরা এ জগতে পা দাও, যে জগতের প্রায় পুরোটাই অন্ধকারে।

ভালো লাগলো তাজিনকে নিয়ে লিখাটা। আমার বান্ধবীর খুব ক্লোজ ছিল এক সময়। কিন্তু সময়ের পরিক্রমায় যোগাযোগ ছিল না কারো সাথেই।

২৬ শে মে, ২০১৮ রাত ১১:১১

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: আপু আজকাল কূটকৌশলের মানুষ গুলো সব জায়গায় নিজের ফায়দা নিতে পারে । মিডিয়ায় অনেকেই ভদ্রভাবে জীবন যাপন করছে । নিজেদের মতো কাজ ও করছে । কিছু সত্যি বিকারগ্রস্থ মানুষ সব প্রফেশনেই আছে । আমরা যারা ব্লগ লিখছি তারা ও কিন্তু মিডিয়ার অংশ । দেখবেন প্রায়ই কিছু ফেক নামের আইডি অযথা ফালতু কমেন্ট করে যায় । এরা বিকার । তেমনি নাটক সিনেমা বা সৃষ্টিশীল জগতে কিছু নীতি হীন মানুষ আলোকের ঝরনা ধারায় বিভ্রম হয়ে যায় । বিবেক হারিয়ে ফেলে । তবে আমি বলব উনার সব টাই নির্মম নিয়তি । আল্লাহ্‌ যে কার জন্য কি লিখেছেন ভাগ্যে !!সত্যি এসব মন এলো মেলো করে দেয় । ।

২৩| ২৭ শে মে, ২০১৮ রাত ১:৫৯

ফাহমিদা বারী বলেছেন: আমরা কেউ জানি না কীভাবে কার শেষ অপেক্ষা করছে। খুব দুঃখজনক.।মেনে নেওয়া যায় না, তবু মানতে হয়।
আল্লাহ্‌ পাক তাজিন আহমেদের আত্মাকে শান্তি দিন আর তার মাকে এই শোক সহ্য করার শক্তি দিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.