নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার গল্পটা হোক পৃথিবীর সেরা গল্প ।কারন আমি হতে চাই একজন সত্যিকারের জীবন শিল্পী ।

নুরুন নাহার লিলিয়ান

নুরুন নাহার লিলিয়ান › বিস্তারিত পোস্টঃ

কম বয়স -নুরুন নাহার লিলিয়ান

০৫ ই জুন, ২০১৮ রাত ১:৩৫


(ছবিঃ ইন্টারনেট )
কমবয়স
নুরুন নাহার লিলিয়ান

কম বয়সী অনুভূতি গুলো ভীষণ রকম এলোমেলো হয় ।
কম বয়সের স্বপ্ন গুলো আকাশ সীমানা ছাড়িয়ে যায় ।
কম বয়সী ভালোবাসা গুলো অপূর্ণ থাকে সময়ের কঠোরতায়
কম বয়সের প্রেম গুলো কখন ও নিজের ভেতর বিশ্ব জাগায়
কম বয়সী দুঃখ গুলো কখন ও না ভুলা যায়
কম বয়সের ইচ্ছে গুলো সারা জীবন আনন্দ দেয়।
কম বয়সী ভুল গুলো চিরদিন গোপনে জ্বালায় পোড়ায়
কম বয়সের অবহেলা গুলো চেনা সম্পর্ক গুলো দূরে ঠেলে দেয় ।
কম বয়সী সাহস গুলো মনের মাঝে শক্তি যোগায়
কম বয়সের মানবিকতা গুলো নতুন নতুন পথ দেখায়
কম বয়সী প্রতিবাদ গুলো অন্যরকম বাধহীন হয়
কম বয়সের ঘৃণা গুলো চিরদিন বুকের চিতায় রয়
কম বয়সী বন্ধুত্ব গুলো অনেক করে আপন হয়
কম বয়সের বন্ধু গুলো কিছু হলেও চেনা যায় ।
কম বয়সী মূল্যবোধ গুলো ইছে করলেই না ছাড়া যায়
কম বয়সী চেতনা গুলো নূতন প্রজন্ম উপহার দেয় ।

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুন, ২০১৮ রাত ১:৩৯

পবন সরকার বলেছেন: ভালো লাগল।

০৫ ই জুন, ২০১৮ রাত ১:৪০

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: অনেক ধন্যবাদ ।

২| ০৫ ই জুন, ২০১৮ রাত ১:৪৯

কাওসার চৌধুরী বলেছেন: বাহ!! আপু কম বয়সের চমৎকার অনুভূতি। আপনার সাইকোলজি একদম পারফেক্ট।
কয়েকটা লাইন বেশি ভাল লেগেছে-
"কম বয়সী ভালবাসাগুলো অপূর্ণ থাকে সময়ের কঠোরতায়"
"কম বয়সী ভুলগুলো চিরদিন গোপনে জ্বালায় পোড়ায়"
"কম বয়সী সাহসগুলো মনের মাঝে শক্তি যোগায়"।

শুভ কামনা আপু।

০৫ ই জুন, ২০১৮ রাত ১:৫৪

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: প্রিয় শ্রদ্ধেয় ব্লগার আন্তরিক ধন্যবাদ জানবেন ।

৩| ০৫ ই জুন, ২০১৮ রাত ১:৫৫

শেখ সাদী মারজান বলেছেন: সুন্দর প্রকাশ

০৫ ই জুন, ২০১৮ রাত ১:৫৭

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ধন্যবাদ ।

৪| ০৫ ই জুন, ২০১৮ রাত ২:৩২

রাকু হাসান বলেছেন: শৈশব মনে পড় গেল । কবিতা টা পড়ে

০৫ ই জুন, ২০১৮ বিকাল ৪:২৫

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: শৈশব জীবনের সেরা সময় । কবিতা পড়ার জন্য ধন্যবাদ ।

৫| ০৫ ই জুন, ২০১৮ সকাল ৮:৩৬

আকিব হাসান জাভেদ বলেছেন:
কম বয়স।।

কম বয়সের দুষ্টমিটা
আড়াল করে হাসে
আবার যদি ফিরে যেতাম
কম বয়সের দলে ।
কম বয়সে সাথিকে বেসেছিলাম ভালো
ভুল বুজে নি সাথি আমার
দাম দিয়েছিলো ভালোবাসার ।
কম বয়স টা হারিয়ে গেছে
কত কাল আগে
যারা ছিলো পাশে
তারা আজ অনেক দূরে ।

০৫ ই জুন, ২০১৮ বিকাল ৪:২৫

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: আন্তরিক ধন্যবাদ ।

৬| ০৫ ই জুন, ২০১৮ সকাল ৯:০৭

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

০৫ ই জুন, ২০১৮ বিকাল ৪:২৬

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ধন্যবাদ রাজিব ভাই ।

৭| ০৫ ই জুন, ২০১৮ সকাল ১০:৪৯

বিজন রয় বলেছেন: তাহলে তো দেখি কম বয়সে ভাল ছিলাম।
++++

০৫ ই জুন, ২০১৮ বিকাল ৪:২৭

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: শত ভাগ সত্য ভাই কম বয়সেই ভাল ছিলাম ।

৮| ০৫ ই জুন, ২০১৮ সকাল ১১:২৪

নাজিম সৌরভ বলেছেন: গেয়ে যাই কম বয়সের গান...

০৫ ই জুন, ২০১৮ বিকাল ৪:২৮

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ধন্যবাদ

৯| ০৫ ই জুন, ২০১৮ দুপুর ১২:১৬

আহমেদ জী এস বলেছেন: নুরুন নাহার লিলিয়ান ,




কম বয়সের প্রায় সবকিছুই সুন্দর । কালের চাকার তলে পিষে যেতে যেতে বেশি বয়সে তার কিছুই সুন্দর থাকেনা ।

কম বয়সের অনুভূতি নিয়ে ভালো লিখেছেন ।

০৫ ই জুন, ২০১৮ বিকাল ৪:২৮

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: জি ভাই সুন্দর বলেছেন । অনেক ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.