নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার গল্পটা হোক পৃথিবীর সেরা গল্প ।কারন আমি হতে চাই একজন সত্যিকারের জীবন শিল্পী ।

নুরুন নাহার লিলিয়ান

নুরুন নাহার লিলিয়ান › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ আঁধার সুখ -নুরুন নাহার লিলিয়ান

১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:২৯


(ছবিঃ ইন্টারনেট )

সহস্র কষ্ট বালিশের নিচে চেপে রেখে ,
স্বপ্নরা আসে চোখের পাতায়।
জীবনকে সামনে রেখে অর্থহীন,
প্রবলবেগে প্রবাহিত হয় মিথ্যা সময়!
তবুও নিত্য নিয়মের ঘোরে
মানুষ প্রতিনিয়ত লড়াই করে।
বিদগ্ধ অস্তিত্বের জোরে
তবুও কিছু স্বপ্নিল সুখ থাকে আধাঁরে।
অলিক স্বপ্ন গুলো পরগাছা হয়ে বাড়ে ,
অসহায় নিঃশব্দ বুকের গভীরে ।
কখনও বেঁচে থাকার ইচ্ছে গুলো উড়ে
নির্বিকার আকাশে কিংবা নিঃসঙ্গ পাহাড়ে ।
তবুও ভালবাসা থাকে বুকের গহীনে
মানুষ ভালোবাসে দুঃখী হয় প্রেম বিহনে।
মানুষেরে ভালোবেসে প্রেমিক হয় অশ্রু বিসর্জনে,
তাই কিছু প্রেম অমর হয় সহস্র ভিড়ে আর নির্জনে ।
#আঁধার সুখ
#নুরুন নাহার লিলিয়ান

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৪৩

আখেনাটেন বলেছেন: চমৎকার উপমা অলিক স্বপ্নের পরগাছার মতো বেড়ে উঠা।

১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৪৫

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: আন্তরিক ধন্যবাদ ।

২| ১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১:১৭

শাহিন বিন রফিক বলেছেন:



স্বপ্নহীন কোন মানুষ স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারে না।
আমরা সবাই নিদিষ্ট স্বপ্ন নিয়ে প্রতিদিন লড়াই করে যাচ্ছি জীবনের সাথে।

১২ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩২

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ভাল বলেছেন । আপনাকে অনেক ধন্যবাদ ।

৩| ১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১:১৯

শাহিন বিন রফিক বলেছেন:




মানুষ যখন কোন কিছুতে পরাজিত হয় তখন হয়তো ইচ্ছে করে নিজেকে লুকিয়ে রাখতে বা শেষ করে দিতে তখনই স্বপ্ন এসে তাঁর সামনে দাঁড়ায়, স্বপ্ন তাকে এগিয়ে যাওয়ার সাহস দেয়, বেঁচে থাকার মন্ত্র দেয়।

১২ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩৩

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ধন্যবাদ

৪| ১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১:২২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তবুও কিছু স্বপ্নিল সুখ থাকে আধাঁরে।
অলিক স্বপ্ন গুলো পরগাছা হয়ে বাড়ে ,
অসহায় নিঃশব্দ বুকের গভীরে ।

.........................................................................................
মনের গভীরে বাস করে অচেনা শঙ্খনীল
ঘুরে বেড়ায় অচেনা সেই সমুদ্দুর

১২ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩৩

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: খুব ভাল লাগল আপনার মন্তব্য পড়ে । অনেক ধন্যবাদ

৫| ১২ ই অক্টোবর, ২০১৮ রাত ২:২৮

বুদ্বিমান গাধা বলেছেন: কোন এক আশ্চর্য কারনে কবিতার প্রতি আমার এক ধরনের অনিহা আছে!
অর্থাৎ, পড়ার ব্যাপারে এক প্রকার ভীতি কাজ করে, কেনো করে কে জানে।
মজার ব্যাপার হলো, এরপরেও কিভাবে কিভাবে যেনো মাঝে মাঝে দু-একটা কবিতা পড়ে ফেলি সাহস করে!
এবং পড়ার পর এক ধরেনের তৃপ্তি উপলব্ধি হয় ভিতরে। এমন না যে, কবিতার অর্থ ভেদ করতে পেরে এই তৃপ্তি।
কিন্তু,কিসের জন্য এই তৃপ্তি সেটা ধরতে পারি না।

আপনার কবিতার ক্ষেত্রে আমার তেমন ব্যাপার ঘটেছে বলে মনে হলো।

১২ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩৪

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: বাহ ! সুন্দর অভিব্যক্তি । আন্তরিক ধন্যবাদ ।

৬| ১২ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৫৯

মলাসইলমুইনা বলেছেন: তবুও কিছু স্বপ্নিল সুখ থাকে আধাঁরে।
অলিক স্বপ্ন গুলো পরগাছা হয়ে বাড়ে ,
অসহায় নিঃশব্দ বুকের গভীরে ।

কখনও বেঁচে থাকার ইচ্ছে গুলো উড়ে
নির্বিকার আকাশে কিংবা নিঃসঙ্গ পাহাড়ে ।

শুরু থেকে শেষ পর্যন্ত কবিতা অসাধারণ আর আমার হাইলাইট করা লাইনগুলো লাগলো মহাকাব্যিক সুন্দর ...

১২ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩৬

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: কোন কিছু সুন্দর করে প্রকাশ করা ও একটা শিল্প । আপনার নান্দনিক মন্তব্যে অভিভূত হলাম । ধন্যবাদ ।

৭| ১২ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪৫

কাওসার চৌধুরী বলেছেন:



খুব বেশি আত্মকেন্দ্রিক কি হয়ে যাচ্ছি? এমন তো ছিলাম না আমি। কাউকে বিশ্বাস করতে পারি না, ভালোবাসতে পারি না। শুধু নিজেকে ভালোবাসি। কিন্তু যে নিজেকে ভালোবাসতে জানে, তার তো অন্যকে ভালোবাসতে পারা উচিত। নাকি আমার মধ্যে বহিঃপ্রকাশ নেই। জানতে চাই আমাকে, কিন্তু পারছি না। এই অজানার শেষ কোথায়, তাও জানি না। সব সম্পর্কগুলো যেন কেমন হয়ে যাচ্ছে।

চমৎকার কবিতা লিখেছেন।

১৪ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৪

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: কাওসার ভাই খুব সুন্দর মন্তব্য করেছেন । ভাল লাগল ।

৮| ১২ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩৫

আরজু পনি বলেছেন: বাহ!
খুব সুন্দর প্রকাশ...

১৪ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৫

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: আন্তরিক ধন্যবাদ ।

৯| ১২ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৪

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
মারিজুয়ানা তো শেষ। এখন নতুন কি আসবে?

১৪ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৫

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ধন্যবাদ ভাই ।

১০| ১২ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৪

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
মারিজুয়ানা তো শেষ। এখন নতুন কি আসবে?

১৪ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৩

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ভ্রমন উপন্যাস " নিসর্গ নায়াগ্রা " । রাজিব ভাই আপনাকে অনেক ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.