নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার গল্পটা হোক পৃথিবীর সেরা গল্প ।কারন আমি হতে চাই একজন সত্যিকারের জীবন শিল্পী ।

নুরুন নাহার লিলিয়ান

নুরুন নাহার লিলিয়ান › বিস্তারিত পোস্টঃ

একজন পাঠকের কৌতূহলী প্রশ্ন - নুরুন নাহার লিলিয়ান

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৫৯



শিখা প্রকাশনী , স্টল ৫৭৬-৫৭৯ রফিক চত্তর

--আপু একটা প্রশ্ন করবো?
--করো!
--না। মানে! মাইন্ড করবেন না তো!
-- না, মাইন্ড করবো না। তুমি বলো।
-- জিজ্ঞেস করতে ভয় লাগছে!
-- ভয় লাগলে তাহলে বাদ দাও।
-- না আসলে আপনার নতুন উপন্যাসটা কি বাস্তব জীবন থেকে লেখা?
-- হুম। বাস্তবতা থেকেই লেখা।
-- মানে এটা কি কারও জীবন থেকে নেওয়া?
-- হুম। কারও জীবনের গল্পের অনুপ্রেরণায়। তবে পুরোপুরি না।
-- আচ্ছা আপু কার জীবন থেকে লিখেছেন?
-- তুমি কি তাকে চিনবে? কিংবা তাকে জানা কি খুব দরকার?
-- না এমনি ।আসলে মারিজুয়ানা নামটা তো একটা মাদকের নাম।
--- হুম। কোন ধনাঢ্য ব্যবসায়ী যিনি পশ্চিমা সংস্কৃতিকে ফলো করে তার ভুল দৃষ্টিপট ও উশৃংখল জীবন নিয়ে লেখা। তিনি মাদকাসক্ত।
-- তাহলে নামটা কেনো মাদকের নাম?
-- এই মাদকে আসক্ত হলে মানুষ আর মানুষ থাকে না। সেটা তুলে ধরাই উপন্যাসের উদ্দেশ্য।
-- বাস্তবেও কি লোকটা এই মাদক খায়?
--- আমি জানি না। তবে ধারনা করা হয় সে মাদকাসক্ত।আর মাদকাসক্ত ব্যক্তির জীবন, আর বিচিত্র সংস্কৃতির ( Multi culture) এর প্রভাবে আমাদের সমাজে অনেকের জীবন অর্থহীন ভয়াবহ নরকে পরিনত হয়ে আছে। আমরা অনেকেই জানি না।
-- কথাটা ঠিক। এখন ভীনদেশীয় সংস্কৃতি আমাদের কালচারে মানানসই না হলেও আমরা কখনও অবিবেচকের মতো মিলানোর চেষ্টা করি।
-- আবহাওয়া, ভাষা, চিন্তা, আর জীবনের গল্প কখনও এক না। তবুও দক্ষিন এশিয়ার এই অঞ্চলে বিগত কয়েক বছরে অনেক কিছু পাল্টে গেছে।
-- আসলেই। একদম সত্য।
-- উপন্যাসের কেন্দ্রিয় চরিত্র ব্যবসায়ী শফিক মারিজুয়ানায় এমনই আসক্ত বিয়ে করা বউকে ও এই নামে ডাকে। মারিয়া এক নিম্নবিত্ত পরিবারের মেয়ে। নির্মম ভাগ্য তাকে অনেক কিছুই দেখায়। স্বামী নামক মানুষটা তার বাবা মায়ের দেওয়া মারিয়া নামটাও মুছে দেয়। একদিন মারিয়াও প্রতিবাদী হয়..... কিন্তু জীবন কি সব সমস্যা সমাধান করে? কিংবা যেমন করে মানুষ ভাবে তেমন করে কি পথ দেখায়?
শফিক জীবনের প্রথম ভাগে বিবাহবন্ধন ছাড়া এক ভিনদেশি নারীর সাথে একত্র থাকে। সে ঘরে লাভ চাইল্ড থাকে। সে ঘরের ছেলে বড় হতে হতে তারা বিচ্ছেদের পথ বেছে নেয়।
---তারপর!
তারপর আরও এক ভিনদেশি নারীকে বিয়ে করে জীবন বাঁচাতে। সে ঘরে এক কন্যা হয়।
তারপর!
তারপর সে ঘরও ভাঙে। অনেক বছর পর বাংলাদেশে ফিরে আসে।
তারপর?
--তারপর আর কি! বয়সের বিস্তর ব্যবধানে গরীব ঘরের মেয়ে মারিয়াকে বিয়ে করে বিদেশে নিয়ে যাওয়ার লোভ দেখিয়ে।
--তারপর?
তারপর আর কি! উপন্যাস এগিয়ে চলে।
--- কোথায়?
-- বইমেলার দিকে.... হা হা হা
--- সত্যি? হা হা
---হুম। শিখা প্রকাশনীর দিকে....
হা হা হা
#একজন পাঠকের কৌতূহলী প্রশ্ন
#নুরুন নাহার লিলিয়ান



https://www.facebook.com/rokomari/photos/a.184264648342150/1816674561767809/?type=3&theater&ifg=1

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:০৫

হাবিব বলেছেন: আপনার বই কোন স্টলে পাবো আপু?

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:১৯

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: শিখা প্রকাশনী ৫৭৬ -৫৭৯ এখানে পাওয়া যাবে মারিজুয়ানা আর পাশেই কারুবাক প্রকাশনীতে আছে " অর্ধেক গল্প , অর্ধেক কবিতা " স্টল ৫৩৭ । ধন্যবাদ ।

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:৩০

বলেছেন: অভিনন্দন এবং শুভকামনা




বইটির সাফল্য কামনা করছি।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:৩৯

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:৪৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অভিনন্দন রইল আপুনি। বই দুইটির সফল প্রচার ও বিপণন কামনা করছি।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:৪০

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:২৯

কাওসার চৌধুরী বলেছেন:



বইটি সংগ্রহের তালিকায় আছে। শুভ কামনা রইলো মারিজুয়ানার জন্য।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:৪০

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ।

৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৩৯

রাজীব নুর বলেছেন: এই মারিজুয়ানার আমি অনেক অপেক্ষা করেছি।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:৩৯

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ।

৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বইটির বহুল প্রসার কামনা করছি।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:১৭

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: অনেক ধন্যবাদ । দোয়া করবেন প্লিজ ।

৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:২৪

আর্কিওপটেরিক্স বলেছেন: শুভকামনা আপু :)

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৫

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.