নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খোন্দকার মেহেদী আকরাম এর ব্লগ

নাটশেল

লিখতে ভালো লাগে তাই লিখি। যতদিন ভালো লাগে ততদিন লিখে যাবো।

নাটশেল › বিস্তারিত পোস্টঃ

ফিলিস্তিনের বাগানে শ্বেত ভাল্লুক

১৫ ই জুলাই, ২০১৪ রাত ১০:০১

ফিলিস্তিনের মরুভূমিতে চির বসন্তের বাগান ছিল একদিন,

যেখানে ফুটেছিল ফুটফুটে সব মানব শিশু-

ঠিক যেন ধবধবে শুভ্র সাদা গোলাপের মতোই!

মোহময়ী মাতাল করা উদ্দীপ্ত এক মাদকীয়তায়

বেঁচে ছিল ফিলিস্তিনের অতীত। তারা বেঁচে ছিল এক অনাগত

আনন্দময় দিনের জন্য, শান্তিময় ভূমির জন্য, চির বসন্তের এক বাগানের জন্য।



কিন্তু হায়! মেরু থেকে আসা সহস্র হিংস্র শ্বেত ভাল্লুকের দল আজ

ভেঙ্গে চুড়ে তচনচ করে দিল শুভ্র সাদা গোলাপের বাগান,

ফুটফুটে মানব শিশু সব আজ রক্তে ভেজা রাঙ্গা গোলাপ!



ফিলিস্তিনের বসন্তে আজ নেই কোনো পাখির কলরব,

আছে শুধু: নিথর দেহ,

মায়ের আর্তনাদ,

হায়নার হুঙ্কার,

ট্যাঙ্কের গর্জন,

আর শত সহস্র হিংস্র শ্বেত ভাল্লুক।

ভয়ঙ্কর কুচ্ছিত দানব রুপি মানব শিশু খেকো শ্বেত ভাল্লুক!



ফুটফুটে শিশুটি মায়ের কোলে লুকিয়ে ফিস ফিস করে জিজ্ঞেস করে,

মা, মরুভূমিতে শ্বেত ভাল্লুক কেন আসে?



১৫ জুলাই ২০১৪

শেফিল্ড, ইউকে

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৪ রাত ১১:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: অসাধারণ কবিতা

১৬ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৪৩

নাটশেল বলেছেন: ধন্যবাদ

২| ১৫ ই জুলাই, ২০১৪ রাত ১১:৪৯

অপ্রতীয়মান বলেছেন: ফুটফুটে শিশুটি মায়ের কোলে লুকিয়ে ফিস ফিস করে জিজ্ঞেস করে,
মা, মরুভূমিতে শ্বেত ভাল্লুক কেন আসে?


সত্যিই এই প্রশ্নের জবাব দেবার ক্ষমতা আমাদের নেই। মানুষ হয়ে তাদের মনুষ্যত্ব দেখে নিজের এই মানুষ রূপের উপর ঘৃণা জন্মায় এখন।

১৬ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৪৪

নাটশেল বলেছেন: আপনার সাথে সহমত পোষণ করছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.