নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খোন্দকার মেহেদী আকরাম এর ব্লগ

নাটশেল

লিখতে ভালো লাগে তাই লিখি। যতদিন ভালো লাগে ততদিন লিখে যাবো।

নাটশেল › বিস্তারিত পোস্টঃ

ফিলিস্তিনের স্বাধীনতা

১৬ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৩২

কবিতা লেখার খাতা নেই আমার, নেই কোনো কাগজ,

চারদিকে শুধু ছিন্ন ভিন্ন আধ পোড়া ছাল, অথবা মগজ;

কলম নেই আমার কবিতা লেখার, নেই কোনো কালি,

এ দেখি চার দিকে শুধুই রক্ত, -রাঙা সব ফিলিস্তিনের বালি।



ভাষা নেই আমার-

ওরা কাঁদে, আমি শুনি। কবিতা নেই আমার;

যেটুকু আছে- তা সবই আজ গদ্যে ভরা গ্লানি!



আমি জানি-

আজ আসবেনা কোনো আবাবিল, অথবা নবী রাসুল,

মক্কার বাদশারা আজ সব সুরায় মশগুল।

জাতিসংঘ, এমনেস্টি আর মানবতা সব ভন্ড, -আমি জানি!



তবু আমি জানি-

শোষিত, নিপ্রেষিত জাতি, তুমি ফিলিস্তিনি।

শিশু হারা মায়ের শক্তি আমি জানি,

এতিম শিশুটির শক্তি আমি জানি।



কবিতা তোমার ভয় নেই। ছন্দ একদিন আসবেই।

ফিলিস্তিনি তোমার ভয় নেই, স্বাধীনতা একদিন আসবেই।

আমি জানি।



১৬ জুলাই ২০১৪

শেফিল্ড

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৫০

পরিবেশ বন্ধু বলেছেন: ফিলিস্থিনিদের স্বাধীনতা আসবেই একদিন । সুন্দর বাস্তব ধর্মী কবিতা

১৬ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৫৯

নাটশেল বলেছেন: ধন্যবাদ।

২| ১৬ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:২৮

মাহমুদ বি বলেছেন: Nice kobita

১৬ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৩১

নাটশেল বলেছেন: ধন্যবাদ

৩| ১৬ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:১৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: কবিতা তোমার ভয় নেই। ছন্দ একদিন আসবেই।
ফিলিস্তিনি তোমার ভয় নেই, স্বাধীনতা একদিন আসবেই।
আমি জানি

৪| ১৬ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:২২

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

১৬ ই জুলাই, ২০১৪ রাত ১০:১২

নাটশেল বলেছেন: ধন্যবাদ।

৫| ১৬ ই জুলাই, ২০১৪ রাত ৮:১৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ভালো লাগা জানবেন। +++

১৬ ই জুলাই, ২০১৪ রাত ১০:১৩

নাটশেল বলেছেন: ধন্যবাদ।

৬| ১৬ ই জুলাই, ২০১৪ রাত ৯:১০

সেলিম আনোয়ার বলেছেন: স্বাধীনতা আসুক ফিলিস্তিনের ।

১৬ ই জুলাই, ২০১৪ রাত ১০:১৫

নাটশেল বলেছেন: স্বাধীনতা আসবে। স্বাধীনতা এভাবেই আসে। স্বাধীনতা বড় নিষ্ঠুর, বড় সুন্দর!

৭| ১৬ ই জুলাই, ২০১৪ রাত ১১:২৮

বর্নীল অরন্য বলেছেন: সে দিন বেশি দূরে নেই যেদিন ফিলিস্তিন হবে একটি স্বাধীন রাষ্ট্র।

১৬ ই জুলাই, ২০১৪ রাত ১১:৩১

নাটশেল বলেছেন: উম। আমরা সবাই তাই আশা করি, কিন্তু বিশ্ব জনমত খুবই প্রয়োজন।

৮| ১৬ ই জুলাই, ২০১৪ রাত ১১:৪৮

আরজু মুন জারিন বলেছেন: ফিলিস্তিনি তোমার ভয় নেই, স্বাধীনতা একদিন আসবেই।
আমি জানি।

স্বাধীনতা আসবে একদিন। আসতে হবে ই শোষণ বঞ্চনার শেষ হবে একদিন। আপাতত আমরা এরকম শক্তভাবে প্রার্থনা শুভকামনা করে হতভাগ্য নির্যাতিত ফিলিস্তিনীদের জন্য। শোষণ নির্যাতন শেষে মানবতা প্রতিষ্টিত হবে। ফিলিস্তিন তার কাঙ্খিত স্বাধীনতা ফিরে পাবে এই শুভকামনা করে যাই। চমৎকার কবিতা লিখেছেন ফিলিস্তানীদের স্বাধীনতা নিয়ে। কবিতায় শুভেচ্ছা ,ভালবাসা রেখে গেলাম। ভাল থাকবেন।

১৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:০৮

নাটশেল বলেছেন: অনেক ধন্যবাদ, আরজু

৯| ১৭ ই জুলাই, ২০১৪ রাত ১২:১৫

এম হাবিব আহসান বলেছেন: কবিতা একদিন আসবে,
স্বাধীনতাও একদিন আসবে।
তবে তার আগে ধ্বংস হোক ধংসসাধক ইজরায়েল।

১৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:১০

নাটশেল বলেছেন: ইজরাইল ধ্বংস হবেই।

১০| ১৭ ই জুলাই, ২০১৪ ভোর ৪:১০

রিদওয়ান এইচ ইমন বলেছেন: এটা দেখে ভাল লাগছে যে যে যেভাবে পারছে ফিলিস্তিনিদের পাশে বিভিন্নভাবে এসে দাড়াচ্ছে!!

১৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:১৬

নাটশেল বলেছেন: এজন্যই তো আমরা মানুষ 'মানুষ'; যাদের আমরা চিনিনা বা জানিনা, তাদের জন্য রয়েছে আমাদের এমপ্যাথী, ভালো বাসা।

১১| ১৭ ই জুলাই, ২০১৪ সকাল ৯:৪৬

ইকবাল হোসাইন সুমন বলেছেন: :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.