নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খোন্দকার মেহেদী আকরাম এর ব্লগ

নাটশেল

লিখতে ভালো লাগে তাই লিখি। যতদিন ভালো লাগে ততদিন লিখে যাবো।

নাটশেল › বিস্তারিত পোস্টঃ

শিশুটির আজ প্রস্থান

২২ শে জুলাই, ২০১৪ রাত ১০:০৮

ক্ষুধার্ত শিশুটি চেয়ে থাকে পূবে, উত্তরে নয়তো দক্ষিণে,

কেননা পশ্চিমে যে শুধুই ভূমধ্য সাগরের লোনা তিক্ততা।



মৃত্যু শহরের শিশুটি আজ উপরে তাকাবে না,

সে জেনে গেছে উপরে যে আছে, সে দানব! - নয় খোদা।

মৃত্যু শহরের শিশুটি আজ জেনে গেছে,

উপরে যে আছে তা ড্রোন, ফসফরাস, নয়তো বা ডেমি বোমা।



ক্ষুধার্ত শিশুটি চেয়ে থাকে ধ্বসে পরা দেয়ালের ফাকে,

যেখানে লেগে আছে থক থকে মানবতা, অথবা উদারতা?

বাবার ছিন্ন দেহে নিস্প্রান মায়ের ভালোবাসা

লেগে আছে লেপ্টালেপ্টি করে।- ক্ষুদার্থ শিশুটি চেয়ে থাকে!



দিক হীন অন্ধকার ঘরে ক্ষুধার্ত শিশুটি বসে থাকে,

গড়ে পরে প্রাণরস তার বোমায় উড়ে যাওয়া হাঠু বেয়ে।

কালো ঘরে এ কে দরজায় করা নাড়ে?

মা নয়, -শিশুটি তা জানে,

খাবার, ভালবাসা কিংবা কম্বল নয়,

এ যে যম দূত! -শিশুটি তা জানে।



ক্ষুধার্ত শিশুটি আর তাকাবে না পূবে, পশ্চিমে বা উত্তর দক্ষিণে,

সে শুধু রেখে যাবে তার দীর্ঘশ্বাস বিস্তীর্ণ এই ভূমধ্য সাগরে,

যেথা মানবতা তেতো হয়ে গেছে, ডুবে গেছে এক অতল গহনে!



শেফিল্ড,

২২ জুলাই ২০১৪

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.