নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খোন্দকার মেহেদী আকরাম এর ব্লগ

নাটশেল

লিখতে ভালো লাগে তাই লিখি। যতদিন ভালো লাগে ততদিন লিখে যাবো।

নাটশেল › বিস্তারিত পোস্টঃ

ফিলিস্তিনের স্বাধীনতা- (দ্বিতীয় পর্ব)

৩০ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:১৯

এ গানে কথা আছে, তবে সুর নেই,

লয় নেই, তাল নেই, ধ্বনি নেই!

কবিতায় কথা আছে, তবে ছন্দ নেই,

নেই ভালোবাসা-

হে ফিলিস্তিনি, এ যে তোমার স্বাধীনতা।



এ ফুলে প্রাণ আছে, তবে রঙ নেই,

মধু নেই, গন্ধ নেই!

উন্মুক্ত বাগান আছে, তবে পাখি নেই,

নেই প্রজাপতির নৃত্য-খেলা-

হে ফিলিস্তিনি, এ যে তোমার স্বাধীনতা।



মায়ের বুকে যে শিশুটি আছে, তার প্রাণ নেই,

শ্বাস নেই, হৃদস্পন্দন নেই!

ভগ্ন ঘর গুলো সব পরে আছে, তবে মানুষ নেই,

নেই কোনো জীবনের কোলাহল-

হে ফিলিস্তিনি, এ যে তোমার স্বাধীনতা।



আলোর মশাল হাতে যে দাড়িয়ে আছে,

সে তো ফিলিস্তিনিরই স্বাধীনতা।

দানব ট্যাঙ্কের সামনে যে বুক পেতে দাড়িয়ে আছে,

সে তো ফিলিস্তিনিরই স্বাধীনতা।

থুতনি উড়ে যাওয়া যে শিশুটি কোমল মুখে দাড়িয়ে আছে,

সে তো ফিলিস্তিনিরই স্বাধীনতা।



যে স্বাধীনতা সতত সিক্ত লক্ষ প্রানের রক্তে,

পরাধীনতার শেকল ভেঙ্গে একদিন সে আসবেই, আসবে।



শেফিল্ড, ৩০ জুলাই ২০১৪

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.