নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খোন্দকার মেহেদী আকরাম এর ব্লগ

নাটশেল

লিখতে ভালো লাগে তাই লিখি। যতদিন ভালো লাগে ততদিন লিখে যাবো।

নাটশেল › বিস্তারিত পোস্টঃ

স্মৃতির নকশী কাথা

০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৫৫

হাছেন ব্যাপারীর আম গাছে থেকে

ঢিল মেরে কাঁচা আম পেড়ে

ঝাল করে ভর্তা খাওয়ার শৈশব আর নেই,

যেটুকু আছে, তা শুধুই স্মৃতি,

চোখ বন্ধ করলেই হয়ে উঠে জীবন্ত।



শীতের রাতে, কোনো এক একুশে ফেব্রুয়ারিতে

আমহদের খেত থেকে ফুল কপি চুরি করে

মধ্য রাতের খিচুড়ি উত্সব আর নেই,

যেটুকু আছে, তা শুধুই স্মৃতি,

হারিয়ে যাবেনা সে কোথাও কখনো।



শুকুর গাছির কোণা ভাঙ্গা হাড়ি থেকে

পাটকাঠি দিয়ে চুপ চুপ করে

রস চুরি করে খাওয়ার সেই দিনগুলো আর নেই,

যেটুকু আছে, তা শুধুই স্মৃতি,

হৃদয়ের গভীরে থেকে গেছে সে লুকোনো।



কু ঝিক ঝিক সাটেল ট্রেনে করে

শিশিরে ভেজা স্বপ্নের প্লাটফর্ম ছেড়ে

মুড়ির মোয়া খেতে খেতে মামা বাড়ি যাওয়ার দিন আর নেই,

যেটুকু আছে, তা শুধুই স্মৃতি,

মুছে যাবে না এ জীবন থেকে কখনো কোনো দিনও।



শেফিল্ড,

৭ জুলাই ২০১৪

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

০৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩৫

নাটশেল বলেছেন: আমাদের শৈশব স্মৃতি আমাদের লেখা থেকে আরো অনেক অনেক সুন্দর! ধন্যবাদ পড়ার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.