নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খোন্দকার মেহেদী আকরাম এর ব্লগ

নাটশেল

লিখতে ভালো লাগে তাই লিখি। যতদিন ভালো লাগে ততদিন লিখে যাবো।

নাটশেল › বিস্তারিত পোস্টঃ

সখিনার ভালবাসা

১২ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৪১

একটির পর একটি পাতা উল্টিয়ে

ভালোবাসা খুঁজে বেড়ায় সখিনা।

সখিনার ভালবাসার কথাগুলো,

গানগুলো, এবং ছোঁয়া গুলো তার

গোলাপী ডায়রির পাতায় পাতায় লেপ্টে আছে।



রঞ্জুর স্পর্শ গুলো এবং ভালো বাসা গুলোও

লেপ্টে আছে গোলাপী ডায়রির পাতায়।

আগের মত এখনো শিহরণ জাগানো আবেগগুলো

রংধনুর রঙে খেলা করে সখিনার সমস্ত হৃদয়।



রঞ্জুর ভালোবাসার পত্রটি সখিনা বার বার পড়ে-

"তোমাকে না পেলে আমি মরে যাব"-

শতবার লিখেছে, বারে বারে, পাতা ভরে!

"পাগল ছেলে"- সখিনা বলে, - চোখ বেয়ে পানি পরে।

লাজুক হাতে সখিনা যে পত্রটি লিখেছিল, তা ছিল ভালবাসার কথা,

রঞ্জুকে লিখেছিল সে- আজও যা দেয়া হয়নি তারে।

"তোমাকে না পেলে আমি মরে যাব"-

সেও লিখেছিল শতবার পাতা ভরে!



মেলা থেকে এনে দেয়া রেশমী চুড়ি গুলো

সখিনা আজও পড়ে, রঞ্জুকে সে অনুভব করে

প্রতি দিনে অতি সঙ্গোপনে।

প্রতি রাতের যৌন-দাসত্ব থেকে ছুটে এসে

সকালের নিসঙ্গতায় সখিনা ভালোবাসা খুঁজে।

যে ভালোবাসা জুড়ে রয়েছে রঞ্জুর স্মৃতি,

চিঠি, গান, কবিতা, ছোঁয়া আর রিনিঝিনি রেশমী চুড়ি।



শেফিল্ড

১২ আগস্ট ২০১৪

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.