নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খোন্দকার মেহেদী আকরাম এর ব্লগ

নাটশেল

লিখতে ভালো লাগে তাই লিখি। যতদিন ভালো লাগে ততদিন লিখে যাবো।

নাটশেল › বিস্তারিত পোস্টঃ

জাতির পিতা

১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১২:০৫

রক্ত খেকো নেকড়েগুলো বেড়িয়ে এসেছিল সে রাতে

যে রাতে পিতা ঘুমিয়ে ছিল গোটা বাঙালির স্বপ্ন বুকে নিয়ে,

বস্তুত: স্বপ্ন গুলো ছিল পরাজিত শক্তির ঘুম হারাম করা দুঃস্বপ্ন বটে!



প্রতিশোধ নিবে বলে-

পরাজিত শক্তির জাতকেরা মুখোশের আড়ালে

পুষে রেখেছিল এক ঘৃণ্য জঘন্য নেকড়ের দল।



আজ রাতে ওরা লোকালয়ে-

বত্রিশ নাম্বার ধানমন্ডিকে বানাবে কারবালা

গোলামির বীর্য ছুয়ে নিয়েছে তারা এই প্রত্যয়।



নপুংশক বামনেরা ভেদ করে দেয়াল,

পিতা যা সোপে রেখেছিল বিশ্বাস নামক এক প্রহরীর হাতে-

যে হাত ধরে নয় মাসের প্রসুতি মা

প্রসব করেছিল লাল সবুজের এক বাংলাদেশ,

যে বিশ্বাসের হাত ধরে ত্রিশ লক্ষ মা

তার পুত্রকে তুলে দিয়েছিল পিতার হাতে হাসি মুখে,

যে বিশ্বাসের হাত ধরে নব বধু

ফুলসজ্জা রেখে রাইফেল তুলে দিয়েছিল স্বামীর হাতে;

সে হাত ধরেই পিচাশেরা আজ পিতার ঘরে,

আজরাইল হয়ে লালা ঝরা দেঁতো-মুখে!



গুলি, হুঙ্কার আর রক্ত-

বাঙালির স্বপ্ন ভাঙ্গবে বলে ওরা হত্যা করে পিতাকে,

পাছে স্বপ্নের বুকে স্বপ্ন জেগে উঠে ভয়ে

ওরা হত্যা করে নিষ্পাপ শিশুটিকে।

স্বপ্ন গুলি উড়ে বেঁচে যাবে বলে

ওরা হত্যা করে অপলক চেয়ে থাকা পায়রা গুলোকে!



রাত্রি শেষে যে সূর্যটি উঠেছিল-

তা ছিল লাল- রক্তাক্ত লাল!

চমকে উঠেছিল হায়নার দল,

এ যে আলোক ছটা হয়ে চারদিকে ছড়িয়ে পরে

সোনার বাংলার স্বপ্ন ছাপ্পান্ন হাজার বর্গ মাইল জুড়ে!

এক বুক স্বপ্ন থেকে জন্ম নেয় কোটি বুক স্বপ্ন-

দুস্বপ্নের পাহাড়ে চাপা পরা বামনেরা আজ তাই কেক কাটে,

অথবা 'আদম' 'আদম' করে জাতির পিতার মাতম তোলে!



পরাজিতেরা থেকে যায় পরাজিতই

আর জাতির পিতা থাকে প্রভাত রবি,

ধান শিরি, রাঙ্গা টিয়া অথবা কোকিলের কুহু ডাক হয়ে।

জাতির পিতা ততদিন বেঁচে থাকবে

যতদিন 'জয় বাংলা' হবে ধ্বনিত, মেঠো পথের প্রতি বাকে বাকে।



শেফিল্ড,

১৫ আগস্ট ২০১৪



[পাদটিকা: আদম (আ) গোটা মানব জাতির পিতা ওনাকে শুধু মাত্র বাঙালি জাতির পিতা বলে সম্মোধন করা হবে তাঁকে হেও করার সমান। যারা এটা করে আমরা জানি তারা কে, এবং কেন এটা করা তাও আমরা জানি]

মন্তব্য ১ টি রেটিং +১/-১

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৪০

কলাবাগান১ বলেছেন: "পরাজিতেরা থেকে যায় পরাজিতই
আর জাতির পিতা থাকে প্রভাত রবি"

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.