নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খোন্দকার মেহেদী আকরাম এর ব্লগ

নাটশেল

লিখতে ভালো লাগে তাই লিখি। যতদিন ভালো লাগে ততদিন লিখে যাবো।

নাটশেল › বিস্তারিত পোস্টঃ

চলমান হঠকারিতা

১৭ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:০৩

আমি অবাক হয়ে দেখি,- আগেও দেখেছি অনেক;
আর এখনো দেখছি! এ এক চলমান হঠকারিতা।

পতিতালয়ের যৌন কেন্দ্রে গলিত বিবেক উগ্রে দিয়ে,
লোকালয়ে যে লোকটি হালাল গোস্ত খুঁজে ক্ষুদা পেটে
অথবা নাউজুবিল্লাহ বলে যে লোকটি হেঁটে যাওয়া
কিশোরী দেহটির দিকে তাকায়, আমি তাকে দেখেছি।

এগারো মাসের জোচ্চুরির পয়সা হালাল হতে আমি দেখেছি।
পবিত্র মাসে এক কানি জমি মাদ্রাসার জন্য
আর ১০০ টি পাউন্ড এতিমদের ভরণ পোষণে খরচা করে
জয়তুন অথবা জয়নাল হালাল করে নেয় বছরেরে উপার্জন।
আমি দেখেছি। আমি আজও দেখছি! এ এক চলমান হঠকারিতা।

লোকচক্ষুর আড়ালে যে লোকটি জুয়া ঘরে কাটায়,
টুপি মাথায় মসজিদে দিবালোকে আমি তাকে দেখেছি।
নিতম্ব ঝাকিয়ে যে লোকটি আনন্দ বিলি করে অন্য ঘরে, অন্য স্ত্রীতে,
আর মাথা ঝাকিয়ে জিকির তোলে নিজ ঘরে, আমি তাকে দেখেছি।

আমি অবাক হয়ে দেখেছি,
আমি আজও দেখছি! এ এক চলমান হঠকারিতা!

খোন্দকার মেহেদী আকরাম
শেফিল্ড
১৭ অক্টোবর ২০১৪

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:০৫

এহসান সাবির বলেছেন: হুম!

২| ১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:৫৪

কলমের কালি শেষ বলেছেন: :( :( :(

৩| ১৮ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩৭

অপূর্ণ রায়হান বলেছেন: ++++++++

ভালো থাকবেন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.