নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খোন্দকার মেহেদী আকরাম এর ব্লগ

নাটশেল

লিখতে ভালো লাগে তাই লিখি। যতদিন ভালো লাগে ততদিন লিখে যাবো।

নাটশেল › বিস্তারিত পোস্টঃ

ছেলেটির আজ মুখে ভাত

২০ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৪৩


গোলাপীর ছেলেটি ঘুমায় নিচ তলার সিড়িতে,
আর বাড়িওয়ালার ছেলেটি গোলাপীর কোলে।
যে ভাত কেড়ে নিল গোলাপীর কোল তার ছেলেটির কাছ থেকে,
সে' ভাতই দেয় বাড়িওয়ালাকে একটি বাড়তি কোল।

গোলাপীর কোলটি আজ বাড়িওয়ালা এবং বাড়িওয়ালার ছেলে উভয়ের,
আর বাড়ির সিড়িটি শুধু গোলাপীর ছেলের।

গোলাপীর পঙ্গু স্বামীটি আজ শুধু ভাত চায়,
পেটের ক্ষুধায় সে ভুগছে মনের ক্ষুধার পুষ্টিহীনতায়!
আর ভাতের প্রাচুর্যতায় বাড়িওয়ালাটির
হৃষ্টপুষ্ট মনের ক্ষুধা সদা মেটে গোলাপীর কোলে।

নিঃশব্দ দুপুরে মার্বেলে বাঁধানো সিড়িতে
নিশ্চুপ শুয়ে থাকে গোলাপীর ছেলে আর বাড়িওয়ালার কুকুরটি।

দুটি ভাত বেশি পাবে বলে
গোলাপী আজ খুব করে কাজ করে মেঝেতে এবং বিছানায়-
আজ যে গোলাপীর ছেলের মুখে ভাত!

শেফিল্ড
১৮ অক্টোবর ২০১৪

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৫৮

অপূর্ণ রায়হান বলেছেন: ++++++++++

অসাধারণ একটি কবিতা ।

ভালো থাকবেন ।

২১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:১৪

নাটশেল বলেছেন: ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.