নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খোন্দকার মেহেদী আকরাম এর ব্লগ

নাটশেল

লিখতে ভালো লাগে তাই লিখি। যতদিন ভালো লাগে ততদিন লিখে যাবো।

নাটশেল › বিস্তারিত পোস্টঃ

প্যাঁচাকুনো শীত!

২২ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:১৭

হেমন্তের হাত ধরে নকশী কাঁথা গায়ে জড়িয়ে
যে শীত আসতো দেশে, বিলেতে তা' নেই।
সাদাদের দেশে নকশী কাঁথা নেই,
কম্বোল বা ডুভে জড়িয়ে হুট করে যে শীত আসে
তা' নিতান্তই অপ্রত্যাশিত!

খেজুর রসের ঘ্রাণে ভরা সকালে
শিশির ভেঁজা কচি ঘাসেরা যখন
গা এলিয়ে দিত সোনালী রোদে, তখন শীত হত দেশে।
বিলেতের শীত গন্ধ হীন মৃত!
অবশ্য, জ্যাক ডেনিয়েল অথবা শ্যানেলের যে
গন্ধ পাওয়া যায় বাতাসে এবং কনক্রিটে
তার সাথে শীতের কোনো সম্পর্ক নেই।
যে রমনীর রাতটি কেটেছে মধুর সে মেখেছে শ্যানেল,
আর কংক্রিটগুলো বরাবরের মতই উগরে দিয়েছে জ্যাক ডেনিয়েল।

মুড়ি মুড়কি আর পিঠে উত্সবের ভোরে
ঘের জালে আটকে পড়া কালীবাউশ গুলো
যখন ডিঙ্গি নৌকার খোল ভরে দিত, আর জেলে বৌএর
হুল্লোরে হাঁস গুলো ঝাপিয়ে পড়তো বিলে, তখন শীত হত দেশে।

বিলেতে সে শীত নেই-
প্রাইমার্কের উপচে পড়া ভীড়ই শুধু মনে করিয়ে দেয়
অস্পিষ্য এক শীত আসছে ধেয়ে!

শীত কে ভালোবেসে বেড়ে ওঠা আমি আজ
শীত কে ভয় পাই। ঘাপটি মেরে বসে থাকি ফায়ার প্লেসের
কোনো এক কোনায়। ঝিম ধরে লুকিয়ে থাকি গোমড়া মুখী প্যাঁচাটির মতোই।

খোন্দকার মেহেদী আকরাম
শেফিল্ড
২২ অক্টোবর ২০১৪

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৩০

অন্ধবিন্দু বলেছেন:
নাটশেল,
পার্থক্য খুঁজে আর পাইনে, হয়তো সয়ে গেছে কনক্রিটে...

২৩ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:২২

নাটশেল বলেছেন: 'সয়ে গেছে কংক্রিটে'--- সত্যি কথাই তো!

২| ২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:০৫

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার অনুভব বিকিরন । :)

২৩ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:২১

নাটশেল বলেছেন: সুন্দর বলেছেন 'অনুভব বিকিরণ!'

৩| ২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:১৪

অপূর্ণ রায়হান বলেছেন: আরও একটি অসাধারণ কবিতা +

ভালো থাকবেন :)

২৩ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:২৮

নাটশেল বলেছেন: কবিতা কিনা জানিনা, সত্যিই! তবে মনের কথাগুলো লিখে ফেললাম হরহর করে! ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য, সাথে আছেন জানি- তবে ভালো থাকবেন! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.